আচরনবাদী দৃষ্টিভঙ্গি (Behavioral, Approach); সংজ্ঞা, প্রকৃতি বা বৈশিষ্ট্য, সমালোচনা।

Ad Code

আচরনবাদী দৃষ্টিভঙ্গি (Behavioral, Approach); সংজ্ঞা, প্রকৃতি বা বৈশিষ্ট্য, সমালোচনা।


বিষয়; আচরনবাদী দৃষ্টিভঙ্গি (Behavioral, Approach)

) রাজনীতি চর্চার আচরনবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। ১২
২) আচরণবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৬
উত্তরঃ

ভূমিকাঃ

রাষ্ট্রবিজ্ঞান এক বিস্তৃত বিষয় যা মানুষের সামাজিক, রাজনৈতিক, এবং প্রশাসনিক জীবনের বিভিন্ন দিককে বিশ্লেষণ করে। এই বিশ্লেষণে বিভিন্ন পদ্ধতি ও দৃষ্টিভঙ্গির ব্যবহার দেখা যায়। এর মধ্যে ১৯৫০-এর দশকে উদ্ভূত একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হলো আচরণবাদী দৃষ্টিভঙ্গিআচরণবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চায় একটি নতুন মাত্রা এনে দেয়, যা গবেষণার ক্ষেত্রে মানুষের রাজনৈতিক আচরণ এবং মনোবিজ্ঞানকে গুরুত্ব দেয়। এই দৃষ্টিভঙ্গি রাজনীতি, প্রশাসন এবং ক্ষমতার কাঠামোগত বিশ্লেষণের পরিবর্তে মানুষের আচার-আচরণকে প্রাধান্য দেয়।

আচরণবাদী দৃষ্টিভঙ্গির সংজ্ঞাঃ

সাধারনভবে আচরণবাদী দৃষ্টিভঙ্গি হল এমন এক দৃষ্টিভঙ্গি যেখানে, রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে প্রাতিষ্ঠানিক আলোচনা-পর্যালোচনা পরিবর্তে মানুষের রাজনৈতিক আচরণ, আন্তঃসামাজিক বিজ্ঞানের সহযোগিতা, সংখ্যায়ন, প্রকৃতিক বিজ্ঞান সমূহের অভিজ্ঞতা প্রভৃতির ওপর গুরুত্ব দেওয়া হয়

আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের মধ্যে চার্লস মেরিয়াম, ডেভিড ট্রুম্যান, হার্বাট সাইমন, ডেভিড ইস্টন, রবার্ট ডাল, গ্যাব্রিয়েল  অ্যালমন্ড প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্যআরনল্ড ব্রেখট এর মতে, আচরনবাদ হল রাজনৈতিক জীবন সম্পর্কে এক অভিজ্ঞতাবাদী অস্থায়ী তথ্য গঠনের প্রচেষ্টা। ডেভিড ট্রুম্যান এর মতে আচরণবাদের উদ্দেশ্য হলো রাজনৈতিক প্রক্রিয়ায় বিজ্ঞান গঠন করা। ডেভিড ইস্টন আচরণবাদকে একটি বৌদ্ধিক প্রবণতা ও নির্দিষ্ট বিদ্যাবিষয়ক আন্দোলন বলে অভিহিত করেছেন। 

প্রকৃতির বা বৈশিষ্ট্যঃ

রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরনবাদ হল এমন একটি দৃষ্টিভঙ্গি যা বিশ্বাস করে যে রাজনীতি বা প্রশাসনিক কাঠামোর চেয়ে ব্যক্তি ও সমাজের আচরণ এবং মনস্তত্ত্ব বিশ্লেষণ করা বেশি প্রয়োজনীয়। এটি তথ্য সংগ্রহ, উপাত্ত বিশ্লেষণ, এবং মানুষের আচরণের সামগ্রিক বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর জোর দেয়। আচরনবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি নীচে আলোচনা করা হল-

i) মূল্য নিরপেক্ষ আলোচনায়ঃ

আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তারা রাজনীতির আলোচনাকে মূল্য-নিরপেক্ষ করে তোলার পক্ষপাতী। যে কোন বৈজ্ঞানিক আলোচনার অন্যতম শর্ত হলো মূল্যবোধ নিরপেক্ষতা, এই কারণে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা থেকে মূল্যবোধকে বাতিল করার পক্ষপাতি

ii) বিজ্ঞানসম্মত পদ্মতি অনুসরণঃ

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&$%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%@@

(সম্পুর্ণ নোটসের জন্য WhatsApp করো- 8101736209 এই নম্বরে। (সম্পুর্ণ নোটসের জন্য পেপার প্রতি 199 টাকা পে করত হবে)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

iii) ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ ব্যাখ্যাঃ

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&$%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%@@

(সম্পুর্ণ নোটসের জন্য WhatsApp করো- 8101736209 এই নম্বরে। (সম্পুর্ণ নোটসের জন্য পেপার প্রতি 199 টাকা পে করত হবে)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

iv) আন্তঃসামাজিক বিজ্ঞানের সহযোগিতাঃ

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&$%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%@@

(সম্পুর্ণ নোটসের জন্য WhatsApp করো- 8101736209 এই নম্বরে। (সম্পুর্ণ নোটসের জন্য পেপার প্রতি 199 টাকা পে করত হবে)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

v) বাস্তবতা বর্জিত দৃষ্টিভঙ্গিঃ

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&$%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%@@

(সম্পুর্ণ নোটসের জন্য WhatsApp করো- 8101736209 এই নম্বরে। (সম্পুর্ণ নোটসের জন্য পেপার প্রতি 199 টাকা পে করত হবে)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

সমালোচনাঃ

বিংশ শতাব্দীর প্রথমদিকে আচরণবাদের আবির্ভাব ঘটলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এই দৃষ্টিভঙ্গির প্রভাব হ্রাস পেতে থাকে। বিভিন্ন দিক থেকে আচরনবাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা উল্লেখ করা হয়। যেমন-

i) মূল্যবোধকে অস্বীকারঃ

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&$%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%@@

(সম্পুর্ণ নোটসের জন্য WhatsApp করো- 8101736209 এই নম্বরে। (সম্পুর্ণ নোটসের জন্য পেপার প্রতি 199 টাকা পে করত হবে)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ii) বিজ্ঞানসম্মত নয়ঃ

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&$%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%@@

(সম্পুর্ণ নোটসের জন্য WhatsApp করো- 8101736209 এই নম্বরে। (সম্পুর্ণ নোটসের জন্য পেপার প্রতি 199 টাকা পে করত হবে)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

iii) মানব সমাজের সামগ্রিক সত্ত্বাকে উপেক্ষাঃ

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&$%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%@@

(সম্পুর্ণ নোটসের জন্য WhatsApp করো- 8101736209 এই নম্বরে। (সম্পুর্ণ নোটসের জন্য পেপার প্রতি 199 টাকা পে করত হবে)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

iv) রাষ্ট্রবিজ্ঞানের স্বতন্ত্র বিপন্নঃ

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&$%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%@@

(সম্পুর্ণ নোটসের জন্য WhatsApp করো- 8101736209 এই নম্বরে। (সম্পুর্ণ নোটসের জন্য পেপার প্রতি 199 টাকা পে করত হবে)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

v) বাস্তবতা বর্জিত দৃষ্টিভঙ্গিঃ

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&$%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%@@

(সম্পুর্ণ নোটসের জন্য WhatsApp করো- 8101736209 এই নম্বরে। (সম্পুর্ণ নোটসের জন্য পেপার প্রতি 199 টাকা পে করত হবে)

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

উপসংহার;

আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানকে একটি নতুন মাত্রা প্রদান করেছে। এটি রাষ্ট্রবিজ্ঞানকে আরো বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করার সুযোগ তৈরি করেছে এবং ব্যক্তি ও গোষ্ঠীর রাজনৈতিক আচরণ নিয়ে গবেষণা করতে সহায়ক হয়েছে। এটি রাজনৈতিক গবেষণাকে অনেক বেশি তথ্যনির্ভর এবং পরীক্ষণমূলক করেছে, যা রাষ্ট্রবিজ্ঞানকে একটি সমাজবিজ্ঞান হিসেবে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে যদিও এর কিছু সীমাবদ্ধতা এবং সমালোচনা রয়েছে, তবে আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানকে আধুনিককালের গবেষণার ক্ষেত্রে একটি নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১) আচরণবাদী দৃষ্টিভঙ্গির সংজ্ঞা দাও।

উত্তরঃ সাধারনভবে আচরণবাদী দৃষ্টিভঙ্গি হল এমন এক দৃষ্টিভঙ্গি যেখানে, রাষ্ট্রবিজ্ঞানের বিশ্লেষণে প্রাতিষ্ঠানিক আলোচনা-পর্যালোচনা পরিবর্তে মানুষের রাজনৈতিক আচরণ, আন্তঃসামাজিক বিজ্ঞানের সহযোগিতা, সংখ্যায়ন, প্রকৃতিক বিজ্ঞান সমূহের অভিজ্ঞতা প্রভৃতির ওপর গুরুত্ব দেওয়া হয়।  আরনল্ড ব্রেখট এর মতে, আচরনবাদ হল রাজনৈতিক জীবন সম্পর্কে এক অভিজ্ঞতাবাদী অস্থায়ী তথ্য গঠনের প্রচেষ্টা। ডেভিড ট্রুম্যান এর মতে আচরণবাদের উদ্দেশ্য হলো রাজনৈতিক প্রক্রিয়ায় বিজ্ঞান গঠন করা। ডেভিড ইস্টন আচরণবাদকে একটি বৌদ্ধিক প্রবণতা ও নির্দিষ্ট বিদ্যাবিষয়ক আন্দোলন বলে অভিহিত করেছেন। 

২) আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য হল-

i) মূল্য নিরপেক্ষ আলোচনায়ঃ

আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তারা রাজনীতির আলোচনাকে মূল্য-নিরপেক্ষ করে তোলার পক্ষপাতী। যে কোন বৈজ্ঞানিক আলোচনার অন্যতম শর্ত হলো মূল্যবোধ নিরপেক্ষতা, এই কারণে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা থেকে মূল্যবোধকে বাতিল করার পক্ষপাতি

ii) বিজ্ঞানসম্মত পদ্মতি অনুসরণঃ

আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে বিজ্ঞানমনস্কতার প্রাধান্য পরিলক্ষিত হয়। আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সমাজ বিজ্ঞানের পন্থা-পদ্ধতি অনুসরণ করার ওপর জোর দেয়। যেমন- তথ্য সংগ্রহ, বিচার-বিশ্লেষণ, তত্ত্বের যথার্থতা যাচাই প্রভৃতি

৩) আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

উত্তরঃ আচরণবাদী দৃষ্টিভঙ্গির দুটি সীমাবদ্ধতা হল-

i) মূল্যবোধকে অস্বীকারঃ

আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাজনৈতিক আলোচনায় ভালো-মন্দ উচিত-অনুচিত ইত্যাদির ওপর গুরুত্ব আরোপ না করে রাজনৈতিক আলোচনাকে মূল্য নিরপেক্ষ করে তোলার পক্ষপাতী। কিন্তু মূল্যবোধকে বাদ দিয়ে রাজনৈতিক আলোচনা বা ব্যাখ্যা- বিশ্লেষণ অসম্ভব। 

ii) বিজ্ঞানসম্মত নয়ঃ

আচরণবাদীরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় প্রকৃতিক বিজ্ঞানের কলা-কৌশল প্রয়োগ করলেও একে যথার্থ বিজ্ঞান শাস্ত্রে পরিণত করতে পারেনি

৪) আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল প্রবক্তা কারা?

উত্তরঃ আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তাদের মধ্যে চার্লস মেরিয়াম, ডেভিড ট্রুম্যান, হার্বাট সাইমন, ডেভিড ইস্টন, রবার্ট ডাল, গ্যাব্রিয়েল  অ্যালমন্ড প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য

৫) আচরণবাদ কোন ধরনের গবেষণাকে গুরুত্ব দেয়?

উত্তর: পরিসংখ্যানভিত্তিক এবং পরীক্ষামূলক গবেষণাকে

৬) আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য কী?

উত্তর: মানুষের রাজনৈতিক আচরণ এবং সামাজিক আচরণের বৈজ্ঞানিক বিশ্লেষণ

৭) আচরনবাদী দৃষ্টিভঙ্গির উদ্ভব কখন এবং কোথায় হয়েছে?

উত্তর: আচরনবাদী দৃষ্টিভঙ্গির উদ্ভব ১৯৪০ এর দশকে যুক্তরাষ্ট্রে হয়

৮) আচরনবাদী দৃষ্টিভঙ্গি এবং সাবেকী দৃষ্টিভঙ্গির মধ্যে কী পার্থক্য?

উত্তর: সাবেকী দৃষ্টিভঙ্গি রাষ্ট্রের কাঠামো ও কাজের ওপর গুরুত্ব দেয়, অথচ আচরনবাদী দৃষ্টিভঙ্গি মানুষের আচরণ ও কার্যক্রমের বিশ্লেষণে মনোনিবেশ করে


অন্যান্য ইউনিভার্সিটির নোটস(UG)

যে ইউনিভার্সিটির নোটস দরকার তার ওপর ক্লিক করো

University of Calcutta

Bankura University

University of Burdwan

Kazi Nazrul University

University of Kalyani

Sidho-Kanho-Birsha University

Vidyasagar University

West Bengal State University

Cooch Behar Panchanan Barma University

University of North Bengal

University of Gour Banga

Tripura University




Main Menu





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code