University
of Burdwan
5th
Semester (Honours)
Political
Science
Paper:
CC-11; Social Movements in India
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১) ভারতে কে দলিত বৌদ্ধ আন্দোলনের সূচনা
করেছেন? কোন
বছর এই আন্দোলন শুরু হয়?
উত্তরঃ ভারতে দলিত বৌদ্ধ আন্দোলনের সূচনা করেছিলেন ড. ভীমরাও রামজি
আম্বেদকর। তিনি ১৯৫৬ সালে এই আন্দোলন শুরু করেন।
২) তেলেঙ্গানা এবং তেভাগা আন্দোলনের মধ্যে
দুটি পার্থক্য চিহ্নিত কর।
উত্তরঃ তেলেঙ্গানা এবং তেভাগা আন্দোলনের মধ্যে দুটি প্রধান
পার্থক্য হলো:
i)
দাবির ক্ষেত্রে পার্থক্যঃ
তেলেঙ্গানা আন্দোলনের মূল দাবী ছিল জমির মালিকানা
হস্তান্তর। কৃষকরা জমিদার ও ফিউডাল প্রভুদের কাছ থেকে জমি দখল করে নিজেদের মধ্যে
বণ্টন করার দাবি তুলেছিল।
অন্যদিকে তেভাগা আন্দোলনের মূল দাবি ছিল ফসলের দুই-তৃতীয়াংশ
(তেভাগা) কৃষকরা জমির মালিকদের না দিয়ে নিজেরাই রাখবে।
ii)
আন্দোলনের প্রকৃতিগত ক্ষেত্রে পার্থক্য;
তেলেঙ্গানা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল কমিউনিস্ট পার্টি, এবং এটি একটি সশস্ত্র বিপ্লবী আন্দোলন ছিল। কৃষকরা সশস্ত্র
সংগ্রামের মাধ্যমে জমিদারদের বিরুদ্ধে যুদ্ধ করে।
অন্যদিকে তেভাগা আন্দোলন ছিল মূলত একটি অহিংস কৃষক আন্দোলন। যদিও মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
৩) ভারতের দুটি শ্রমিক আন্দোলনের নাম উল্লেখ
কর।
উত্তরঃ ভারতের দুটি উল্লেখযোগ্য শ্রমিক আন্দোলন হল- বম্বে টেক্সটাইল শ্রমিক আন্দোলন (১৯২৮), আসানসোল-দুর্গাপুরের কয়লা খনি শ্রমিক আন্দোলন (১৯৬০)
৪) ভারতের পরিবেশ সংরক্ষার্থে বিচার বিভাগের
দুটি ভূমিকা উল্লেখ কর।
উত্তরঃ ভারতের পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে বিচার বিভাগের দুটি
উল্লেখযোগ্য ভূমিকা হলো-
i) গঙ্গা দূষণ মামলা (১৯৮৫):
১৯৮৫ সালে ভারতের সুপ্রিম কোর্ট গঙ্গা নদীর দূষণ সংক্রান্ত
একটি মামলায় রায় দেয়। আদালত গঙ্গা নদীর জল দূষণের জন্য শিল্প প্রতিষ্ঠানগুলিকে
দায়ী করে এবং তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়।
ii) তাজ ট্র্যাপেজিয়াম কেস (১৯৯৬):
তাজমহল সংলগ্ন অঞ্চল, যেটি
তাজ ট্র্যাপেজিয়াম নামে পরিচিত, সেখানে শিল্প দূষণের ফলে
তাজমহলের সাদা মার্বেল কালো হয়ে যাচ্ছিল। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট একটি রায়ে
নির্দেশ দেয় যে ওই অঞ্চলের দূষণকারী শিল্পগুলোকে স্থানান্তরিত করতে হবে বা তাদের
দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে।
৫) স্বাধীনতা পূর্ব ও স্বাধীনোত্তর ভারতের
ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্যে দুটি পার্থক্য দেখাও।
উত্তর; স্বাধীনতা পূর্ব ও স্বাধীনোত্তর ভারতের ট্রেড ইউনিয়ন
আন্দোলনের মধ্যে দুটি প্রধান পার্থক্য হল-
i)
আন্দোলনের লক্ষ্য বা উদ্দেশ্যের ক্ষেত্রে পার্থক্য;
স্বাধীনতা পূর্ব ট্রেড ইউনিয়ন আন্দোলনগুলি মূলত শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার রক্ষার পাশাপাশি
স্বাধীনতা সংগ্রামের অংশ হিসেবে কাজ করত।এই সময় শ্রমিক আন্দোলনগুলো রাজনৈতিক স্বাধীনতা এবং ব্রিটিশ শাসনের বিরোধিতার সাথে
যুক্ত ছিল।
অন্যদিকে স্বাধীনোত্তর ট্রেড ইউনিয়ন আন্দোলনগুলির মূল লক্ষ্য হয়ে ওঠে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কাজের শর্তাবলী উন্নয়ন, এবং সামাজিক
সুরক্ষা।
ii)
রাজনৈতিক সংযোগের
ক্ষেত্রে পার্থক্য;
স্বাধীনতা পূর্ব ট্রেড ইউনিয়ন সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা তুলনামূলকভাবে অনেক কম ছিল। এইসময় শ্রমিক আন্দোলনগুলি
মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরোধিতায়
সম্মিলিতভাবে কাজ করত।
অন্যদিকে অন্যদিকে
স্বাধীনোত্তর ট্রেড ইউনিয়ন আন্দোলনগুলির রাজনৈতিক সংশ্লিষ্টতা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়। এই সময়ে বিভিন্ন রাজনৈতিক আদর্শের ভিত্তিতে শ্রমিক আন্দোলনগুলিকে সংঘঠিত হতে দেখা যায়।
৬) ভারতে নারী আন্দোলনের দুজন নেতা বা
নেত্রীর নাম লেখ।
উত্তরঃ ভারতে নারী আন্দোলনের দুজন গুরুত্বপূর্ণ নেত্রী হলেন, সারোজিনী নাইডু এবং সাবিত্রীবাই ফুলে।
৭) স্থায়ী উন্নয়ন বলতে কী বোঝায়?
উত্তরঃ স্থায়ী উন্নয়ন বলতে এমন এক উন্নয়ন প্রক্রিয়াকে বোঝায়, যা বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ
প্রজন্মের জন্য সম্পদ এবং পরিবেশ সংরক্ষণ করে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন ও পরিবেশগত সুরক্ষার মধ্যে ভারসাম্য রক্ষা
করে। এর মূল লক্ষ্য হল প্রাকৃতিক সম্পদের
যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশগত ক্ষতি হ্রাস করা।
৮) সামাজিক আন্দোলনের লক্ষ্য কি?
উত্তরঃ সামাজিক আন্দোলনের মূল লক্ষ্য হলো সমাজের বিদ্যমান অসাম্য, অবিচার, বা সমস্যার
বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করা এবং সামাজিক পরিবর্তন আনা। এ ধরনের আন্দোলন সাধারণত
নির্দিষ্ট কোনো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বা সাংস্কৃতিক
বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নীতিমালা পরিবর্তন, অথবা অন্যায় দূরীকরণে জনগণকে একত্রিত করে।
৯) কোন অর্থে নয়া সামাজিক আন্দোলন কে নতুন
বলা হয়?
উত্তরঃ নয়া সামাজিক আন্দোলনকে "নতুন" বলা হয় কারণ এই আন্দোলন পুরনো বা প্রচলিত সামাজিক
আন্দোলনগুলোর চেয়ে ভিন্ন লক্ষ্যে ও কৌশলে পরিচালিত হয়। প্রচলিত সামাজিক আন্দোলনগুলো যেখানে অর্থনৈতিক ও শ্রমিক অধিকারকে কেন্দ্র করে গড়ে ওঠে, সেখানে নয়া সামাজিক আন্দোলনগুলি মূলত পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার, নারীবাদ প্রভূতি বিষয়গুলিকে কেন্দ্র করে গড়ে ওঠে।
১০) ভারতে দলিত আন্দোলনের সূচনা করেন কে?
উত্তরঃ ভারতে দলিত আন্দোলনের সূচনা করেন ড. ভীমরাও রামজি আম্বেদকর।
মাত্র 199 টাকায় এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209
এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা ডিজিটাল নোটস দেওয়া হয় (pdf file)
আগে নোটস দেখে নেওয়ার সুযোগ
পছন্দ হলে তবেই পে করবে।
১১) ভারতে দলিত প্যান্থার আন্দোলনের
প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ভারতে দলিত প্যান্থার আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন নামদেও
ধাসাল এবং রাজা ঢালে। ১৯৭২ সালে মহারাষ্ট্রে এই আন্দোলনের সূচনা হয়।
১২) প্রথম ভারতীয় নারীবাদীর নাম কি?
উত্তরঃ ভারতের প্রথম নারীবাদীদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন সাবিত্রীবাই ফুলে (1831-1897)। তিনি একজন সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, এবং নারীর অধিকার
আন্দোলনের অন্যতম অগ্রদূত।
১৩) ভারতের পরিবেশবাদী আন্দোলন উদ্ভবের কারণ
লেখ।
উত্তরঃ ভারতের পরিবেশবাদী আন্দোলনের উদ্ভবের কারণগুলি হল- বন উজাড় ও বনভূমির
অবক্ষয়, নদী ও জলাশয়ের দূষণ, জলবায়ু পরিবর্তন, প্রাণী ও উদ্ভিদ প্রজাতির
বিলুপ্তি, প্রাকৃতিক সম্পদের অযৌক্তিক ব্যবহার প্রভূতি।
১৪) ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের কখন শুরু
?
উত্তরঃ ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের শুরু হয়েছিল ১৯শ শতাব্দীর
শেষের দিকে, যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে
শ্রমিকদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তবে, এই আন্দোলনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে ১৯২০ সালে, যখন অল ইন্ডিয়া
ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) গঠন করা হয়। এটি
ছিল ভারতের প্রথম জাতীয় স্তরের ট্রেড ইউনিয়ন সংগঠন।
১৫) ভারতের নারী আন্দোলনের যেকোনো দুটি
প্রধান লক্ষ্য উল্লেখ কর।
উত্তরঃ ভারতের নারী আন্দোলনের দুটি প্রধান লক্ষ্য হল-
i) লিঙ্গ সমতা ও নারী অধিকার প্রতিষ্ঠা:
নারীদের শিক্ষার অধিকার, কর্মক্ষেত্রে
সমান সুযোগ, সমান বেতন, এবং রাজনৈতিক ও
সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা।
ii)
পারিবারিক ও সামাজিক
নিপীড়নের বিরুদ্ধে লড়াই:
নারীদের প্রতি গৃহস্থালি হিংসা, যৌন হেনস্থা, পণ প্রথা, এবং বাল্যবিবাহের মতো প্রথা দূর করার জন্য আইন প্রণয়ন ও সামাজিক সচেতনতা
বৃদ্ধি করা।
১৬) পুরাতন ও নতুন সামাজিক আন্দোলনের উদাহরণ
দাও।
উত্তরঃ পুরাতন সামাজিক আন্দোলনের
উদাহরন হল- ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং নতুন সামাজিক আন্দোলনের উদাহরন হল- পরিবেশ আন্দোলন।
১৭) কাকে ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের জনক
হিসেবে উল্লেখ করা হয়?
উত্তরঃ এন. এম. জোশী (নরায়ণ মালহার জোশী) কে সাধারণত ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের জনক হিসেবে
উল্লেখ করা হয়। তিনি শ্রমিকদের অধিকার এবং কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করেছিলেন। তিনি ১৯২০ সালে অল
ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
১৮) ট্রেড ইউনিয়ন আন্দোলন কি?
উত্তরঃ ট্রেড ইউনিয়ন আন্দোলন হলো শ্রমিকদের অধিকার, স্বার্থ এবং কল্যাণের জন্য সংগঠিত আন্দোলন। এটি শ্রমিকদের
একটি সংগঠনে যুক্ত হয়ে নিজেদের কর্মস্থলে মজুরি, কাজের শর্ত, এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার
লক্ষ্যে কাজ করে। এই আন্দোলনের মাধ্যমে
শ্রমিকরা একত্রিত হয়ে নিজেদের দাবি তুলে ধরেন এবং শ্রম আইন, সামাজিক ন্যায়, এবং শ্রমিক স্বার্থ রক্ষার জন্য সংগ্রাম করেন।
১৯) ভারতের সর্বপ্রথম নারী সংগঠনের নাম ও তার
প্রতিষ্ঠাতা কারীর নাম কি?
উত্তরঃ ভারতের প্রথম নারী সংগঠনের নাম "নারী সভা" (Women's Indian Association, WIA)। এটি ১৯১৭ সালে
প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সাবিত্রীবাই ফুলে, আনন্দী বাই ফূলেনী, এবং মহাদেবী ভার্মা।
২০) ভারতের পরিবেশ আন্দোলনের জনক কাকে বলা
হয়?
উত্তরঃ ভারতের পরিবেশ আন্দোলনের জনক হিসেবে সুন্দরলাল বহুগুনা কে উল্লেখ করা হয়। তিনি চিপকো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
এই
পেপারের ওপর অন্যান্য নোটস
প্রথম অধ্যায়
সিলেবাসঃ
Social Movements: Definition; Distinction between "new" and
"old" social
Movements
(সামাজিক আন্দোলন; সংজ্ঞা; নতুন এবং পুরনো সামাজিক আন্দোলনের মধ্যে পার্থক্য)
প্রশ্নপত্রঃ ( যে প্রশ্নের উত্তর দরকার তার ওপর ক্লিক
করো)
১) সামাজিক আন্দোলন কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।
২) ভারতে 'নতুন সামাজিক আন্দোলনের উপর একটি টীকা লেখ । ৫ (২০২১)
৩) ভারতে 'পুরাতন' সামাজিক আন্দোলনের উপর অতি সংক্ষিপ্ত টাকা লেখো। ভারতে 'নব্য' সামাজিক আন্দোলনের
একটি উদাহরণ দাও ৫ (২০১৯)
৪) সাবেকি ও নব্য সামাজিক আন্দোলনের পার্থক্য নির্ণয় করো। ৫ (২০২০)
৫) ভারতের পুরাতন ও নতুন সামাজিক আন্দোলনের মধ্যে যে কোনো তিনটি পার্থক্য
চিহ্নিত কর। ৫ (২০২১)
৬) ভারতের 'পুরাতন' এবং 'নতুন' সামাজিক আন্দোলনগুলির মধ্যেকার পার্থক্যগুলি চিহ্নিত করো। ১০(২০২২)
মাত্র 199 টাকায় এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209
এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা ডিজিটাল নোটস দেওয়া হয় (pdf file)
আগে নোটস দেখে নেওয়ার সুযোগ
পছন্দ হলে তবেই পে করবে।
দ্বিতীয় অধ্যায়
সিলেবাসঃ
Positive discrimination and Dalit movements( Panthers) in India
(ইতিবাচক বৈষম্য এবং দলিত আন্দোলন( দলিত প্যান্থারস আন্দোলন))
প্রশ্নপত্রঃ ( যে প্রশ্নের উত্তর দরকার তার ওপর ক্লিক
করো)
১) কেন সংরক্ষণ নীতিসমূহকে ইতিবাচক বৈষম্য বলা হয়? ৫ (২০২১)
২) ভারতের সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য
সংরক্ষণের কথা বলা হয়েছে। এই সংরক্ষণ নীতিসমূহকে কেন 'সদর্থক বা
ইতিবাচক বৈষম্য' বলা হয়ে থাকে? ৫ (২০১৯)
৩) দলিত প্যান্থার আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখা ৫ (২০২০)
৪) ভারতে প্যান্থার আন্দোলনের একটি রূপরেখা দাও। এই আন্দোলনের আদর্শগত
ভিত্তিটি উল্লেখ করো। ১০ (২০১৯)
৫) ভারতে দলিত আন্দোলনের প্রকৃতি বিষয়ে সমালোচনামূলক নিবন্ধ লেখ। ১০ (২০২০)
৬) ভারতে দলিত প্যান্থার আন্দোলনের একটি রূপরেখা দাও। এই আন্দোলনের আদর্শগত
ভিত্তিটি উল্লেখ করো। ১০ (২০২২)
৭) ভারতে দলিত আন্দোলনের একটি রূপরেখা দাও। ১০ (২০২১)
তৃতীয় অধ্যায়
সিলেবাসঃ
Trade Union movements in India: an overview of strength and weaknesses.
(ভারতে শ্রমিক আন্দোলন; শক্তি ও দুর্বলতা সম্পর্কে ধারনা)
প্রশ্নপত্রঃ ( যে প্রশ্নের উত্তর দরকার তার ওপর ক্লিক
করো)
১) ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংহত হয়ে ওঠার প্রেক্ষাপটটি বিশ্লেষণ করো।
ভারতীয় জাতীয় কংগ্রেসের অনুমোদিত ট্রেড ইউনিয়ন সংগঠনটির নাম লেখো। ১০ (২০১৯
২) দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে শ্রমিক আন্দোলনের উৎপত্তি ও বিকাশ
সম্পর্কে আলোচনা করো। ১০ (২০২০)
৩) ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংহত হয়ে ওঠার প্রেক্ষাপটটি বিশ্লেষণ কর। ১০
(২০২১)
৪) ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের দুর্বলতাগুলি চিহ্নিত করো। ৫ (২০২০)
৫) ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের দুর্বলতাগুলি কী? ৫ (২০২২)
৬) ভারতের যে কোনো একটি বৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠনের নাম উল্লেখ করো। শ্রমিকদের
স্বার্থ সংরক্ষণার্থে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ভূমিকা সংক্ষেপে লেখো। ৫ (২০১৯)
৭) নিখিল ভারত ট্রেড ইউনিয়নে কংগ্রেসের (AITUC) ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২০)
8) নিখিল ভারত ট্রেড
ইউনিয়ন কংগ্রেসের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)
৯) AITUC-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। INTUC-এর পুরো নাম লেখো। ৫ (২০২২)
চতুর্থ অধ্যায়
সিলেবাসঃ
Peasant moments in India: Case Study (Telengana and Tebhaga
(ভারতের কৃষক আন্দোলন; তেভাগা এবং তেলেঙ্গানা আন্দোলন)
প্রশ্নপত্রঃ ( যে প্রশ্নের উত্তর দরকার তার ওপর ক্লিক
করো)
১) ভারতের কৃষক আন্দোলনের দুর্বলতা বিষয়ে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২০)
২) ভারতের কৃষক আন্দোলনের প্রধান দূর্বলতাগুলি চিহ্নিত কর। ৫ (২০২১)
৩) তেলেঙ্গানার কৃষক আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। কোন রাজ্যে এই আন্দোলন
সংঘটিত হয়? ১০ (২০২০)
৪) ভারতে তেলেঙ্গানা কৃষক আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২১)
৫) তেলেঙ্গানা আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ভারতের কোন প্রদেশ
রাজ্যে এই আন্দোলন সংগঠিত হয়েছিল? ৫ (২০২২)
৬) ভারতে 'তেভাগা আন্দোলনের একটি রূপরেখা দাও। ১০ (২০২১)
৭) কোন সময়ে 'তেভাগা' আন্দোলন সংঘটিত হয়েছিল? 'তেভাগা আন্দোলন কোন কোন ইস্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? ৫ (২০১৯)
৮) তেভাগা আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী ছিল? ৫ (২০২০)
৯) তেভাগা আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী ছিল? ৫ (২০২২)
পঞ্চম অধ্যায়
সিলেবাসঃ
Women's movements in India: key issues
(ভারতে নারীবাদী আন্দোলনের মৌলিক বিষয়সমূহ)
প্রশ্নপত্রঃ ( যে প্রশ্নের উত্তর দরকার তার ওপর ক্লিক
করো)
১) 'নারীবাদ'-কে তুমি কীভাবে সংজ্ঞায়িত করবে? ভারতে নারীবাদী
আন্দোলনের প্রকৃতিটি বিশ্লেষণ করো। ১০ (২০১৯)
২) ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। ৫ (২০২০)
৩) ভারতে নারী আন্দোলনের মুখ্য বৈশিষ্টগুলি আলোচনা করো। ১০ (২০২০)
৪) ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো।৫ (২০২১)
৫) ভারতে নারী আন্দোলনের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২১)
৬) ভারতের নারী আন্দোলনের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের নারী
আন্দোলনের দুজন নেতা / নেত্রীর নাম লেখো। ১০ (২০২২)
৭) পিতৃতন্ত্রকে তুমি কীভাবে সংজ্ঞায়িত করবে। ভারতে নারীবাদী আন্দোলনের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)
ষষ্ঠ অধ্যায়
সিলেবাসঃ
Environmental Movements in India: Chipko, Narmada Bachao Andolan.
(ভারতে পরিবেশ আন্দোলন; চিপকো আন্দোলন; নর্মদা বাঁচাও আন্দোলন)
প্রশ্নপত্রঃ ( যে প্রশ্নের উত্তর দরকার তার ওপর ক্লিক
করো)
১) ভারতে পরিবেশ আন্দোলনের বৈশিষ্টগুলি চিহ্নিত করো।। ১০ (২০২০)
২) পরিবেশের ক্ষয়ের আলোকে ভারতে পরিবেশ আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। কোন
বছরে 'চিপকো' আন্দোলন শুরু
হয়েছিল? ১০ (২০১৯)
৩) পরিবেশ সমস্যা সমাধানে ভারত সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলি কী কী? ৫ (২০২২)
৪) ভারতের পরিবেশ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। স্থায়ী উন্নয়ন বলতে
তুমি কী বোঝো? ১০ (২০২২)
৫) চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। চিপকো আন্দোলনের দুজন নেতার
নাম লেখো। ৫ (২০২২)
৬) চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২০)
৭) পরিবেশ ক্ষয়ের আলোকে ভারতে চিপকো আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ কর। ১০
(২০২১)
৮) নর্মদা বাঁচাও আন্দোলনের যে কোনো একজন গুরুত্বপূর্ণ নেতার নাম লেখো। অতি
সংক্ষেপে এই আন্দোলনের বর্ণনা।৫ (২০১৯)
৯) ভারতে নর্মদা বাঁচাও আন্দোলনের উপর একটি টীকা লেখ। ৫ (২০২১)
0 মন্তব্যসমূহ