মতাদর্শ; সংজ্ঞা এবং প্রকৃতি বা বৈশিষ্ট্য

Ad Code

মতাদর্শ; সংজ্ঞা এবং প্রকৃতি বা বৈশিষ্ট্য

 

The University of Burdwan

Political Science

2nd Semester (Major)

Paper: ; Political Theory

বিষয়ঃ মতাদর্শ

প্রশ্ন-১; মতাদর্শ কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
উত্তরঃ

ভূমিকাঃ

মতাদর্শ কাকে বলে সে বিষয়ে কোন সর্বজনস্বীকৃত সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। রাজনীতি বিজ্ঞানের আলোচনায় মতাদর্শের মত অন্য কোন রাজনীতিক প্রত্যয়কে নিয়ে এত বেশি বিতর্কের সৃষ্টি হয়নি

মতাদর্শের সংজ্ঞাঃ

সাধারণভাবে বলা যায় যে বিশেষ কোন আদর্শ বা ভাবকে কেন্দ্র করে গড়ে উঠা ধারণাগত কাঠামো হল মতাদর্শ। প্রচলিত রাজনীতিক কাঠামোকে সমর্থন করার জন্য বা পরিবর্তন করার উদ্দেশ্যে চিন্তা-ভাবনা করা হয়। তাই কাজকর্মের সঙ্গে মতাদর্শকে সংযুক্ত করা হয়। এই কারণে অনেকের মতে কাজকর্মের সঙ্গে সংযুক্ত চিন্তা-ভাবনা হল মতাদর্শ। আবার অনেকের অভিমত অনুসারে মতাদর্শ হল এক গোঁড়া মত বা অন্ধ প্রত্যয় যা অপরিবর্তনশীল। সমাজবিজ্ঞানী ট্রাসি ফরাসী বিপ্লবের সময় 'মতাদর্শ শব্দটি প্রথম প্রয়োগ করেন। ট্রাসির অভিমত অনুযায়ী মতাদর্শ হল একটি বিজ্ঞান। এই বিজ্ঞান হল 'ধারণাসমূহের বিজ্ঞান'অ্যালান বলের অভিমত অনুসারে রাজনীতিক মূল্যবোধ ও ধ্যান-ধারণার একটি সুসংহত রূপই হল রাজনীতিক মতাদর্শ। ম্যানহেইম এর মতে, একটি বিশেষ ঐতিহাসিক যুগকে চিত্রিত করে এমন যাবতীয় ধারণা, মতবাদ বা তত্ত্ব হল মতাদর্শ



প্রকৃতি বা বৈশিষ্ট্যঃ

মতাদর্শের উপরিউক্ত সংজ্ঞার পরিপ্রক্ষিতে এর নিম্নলিখিত প্রকৃতি বা বৈশিষ্টগুলি উল্লেখ করা যেতে পারে। যেমন-

i) বাস্তবসম্মত ধারণাঃ

মতাদর্শের মাধ্যমে আমরা বাস্তব জীবনের কিছু দেখি ও বুঝি। মতাদর্শগত চিন্তাভাবনার আলোকে রাজনৈতিক পরিমণ্ডলের মূল্যায়ন করা হয়। মতাদর্শ আমাদের সামনে বিশেষ লক্ষ্য ও চিত্র তুলে ধরে। এসব লক্ষ্য রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণকে উৎসাহিত করে, তাদের পথনির্দেশ করে

ii) রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি নির্ধারণকারী ধারণাঃ

রাজনীতিক ব্যবস্থার প্রকৃতি নির্ধারণ ও পরিচালনার ক্ষেত্রে মতাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীনকালে চূড়ান্ত রাজতন্ত্রই ছিল স্বাভাবিক ও বহুলভাবে প্রচলিত শাসনব্যবস্থা, যা অবাধ রাজতন্ত্র বা ঐশ্বরিক মতাদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল। আধুনিককালের অধিকাংশ গণতান্ত্রিক রাজনীতিক ব্যবস্থায় সীমাবদ্ধ সাংবিধানিকসরকার, প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা, নির্দিষ্ট সময় অন্তর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ব্যবস্থা প্রভৃতির উপর গুরুত্ব আরোপ করা হয়, যা উদারনৈতিক মতাদর্শের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আবার অন্যদিকে ঐতিহ্যবাদী কমিউনিস্ট রাজনীতিক ব্যবস্থা মার্কসবাদী-লেনিনবাদী মতাদর্শের উপর প্রতিষ্ঠিত

iii) রাজনৈতিক ব্যবস্থার বৈধতা নির্ধারণকারী ধারণাঃ

রাজনীতিক ব্যবস্থার মধ্যে ক্ষমতার বণ্টন এবং রাজনীতিক কাঠামোকে বৈধতা প্রদান করতে মতাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণ হিসাবে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার কথা বলা যায়। এ ধরনের সমাজব্যবস্থায় মার্কসবাদের ভিত্তিতে রাজনীতিক কাঠামো বৈধতাযুক্ত হয়। আবার উদারনীতিক গণতান্ত্রিক ব্যবস্থায় জনগনের সার্বভৌমত্ব স্বীকার করা হয় যা উদারনৈতিক গণতান্ত্রিক মতাদর্শের ভিত্তিতে বৈধতা প্রাপ্ত হয়

iv) জাতীয় ঐক্য সৃষ্টিকারী ধারনাঃ

সমাজের অধিকাংশ মানুষের মধ্যে সাধারণ লক্ষ্য ও উদ্দেশ্য সৃষ্টির ক্ষেত্রে মতাদর্শের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মতাদর্শ নাগরিকদের মধ্যে আত্মীয়তাবোধ ও সংহতি সৃষ্টি করে। যেমন নানা ভাষা, নানা ধর্ম, নানা জাতপাতে বিভক্ত ভারতের জনসাধারণকে জাতীয়তাবাদী মতাদর্শ বিদেশি শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল

v) রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষাকারী ধারণাঃ

রাজনীতিক ব্যবস্থায় স্থিতিশীলতা আনয়ন বা প্রচলিত ব্যবস্থার পরিবর্তন সাধনের ক্ষেত্রে মতাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের মধ্যে কোন প্রাধান্যকারী মতাদর্শ থাকলে সংশ্লিষ্ট সমাজের সকল রকম বিরোধের মীমাংসা সেই মতাদর্শের মধ্যমেই সম্পাদন করা হয়।। । তার ফলে রাজনীতিক ব্যবস্থার স্থিতিশীলতা বৃদ্ধি পায়


লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ


এই বিষয়ের ওপর অন্যান্য নোটস

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) রাজনৈতিক তত্ত্ব কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।


২) রাষ্ট্রবিজ্ঞান চর্চার সাবেকি বা সনাতনী দৃষ্টিভঙ্গীটি সমালোচনাসহ আলোচনা কর। ১০ (২০২১)


৩) রাজনীতি চর্চার সাবেকি দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯), ৫ (২০২২)


৪) রাজনীতি চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। এই দৃষ্টিভঙ্গির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ১০ (২০২২)


৫) রাষ্ট্রবিজ্ঞান চর্চার আচরণবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা কর । ১০ (২০২০)


৬) আচরণবাদের সীমাবদ্ধতা গুলির উপর একটি সংক্ষিপ্ত আলোচনা কর ।৫ (২০২১)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

৭) সাবেকি দৃষ্টিভঙ্গি ও আচরনবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আলোচনা করো।


৮) উত্তর-আচরণবাদের উপর একটি নিবন্ধ লেখ। ৫ (২০২০)


৯)রাষ্ট্রবিজ্ঞান চর্চার উত্তর-আচরনবাদী দৃষ্টিভঙ্গীটি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


১০) রাষ্ট্রবিজ্ঞান চর্চার মার্কসবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা কর ।

দ্বিতীয় অধ্যায়

১) সার্বভৌমিকতা কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।


২) সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। একত্ববাদী তত্ত্বের মূখ্য প্রবক্তা কারা? ১০ (২০১৯), ১০ (২০২২)


৩) রাষ্ট্রের সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা কর | ১০ (২০২০) ১০ (২০২১)

তৃতীয় অধ্যায়

১) অধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।


২) স্বাধীনতার ধারণাটিকে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


৩) সাম্যের ধারনাটি আলোচনা কর। ১০ (২০২১)


৫) সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা কর। ১০ (২০২০) ১০ (২০২২)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

চতুর্থ অধ্যায়

১) উদারনীতিবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর ।


২) উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।


৩)  নয়া-উদারনীতিবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২১)


৪) নয়া-উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৫ (২০২০)

পঞ্চম অধ্যায়

১) রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আদর্শবাদী বা ভাববাদী তত্ত্বটি ব্যাখ্যা কর । ১০ (২০২০)


২) উদারনৈতিক তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের প্রকৃতি আলোচনা কর। ১০ (২০২১)


৩) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে উদারনৈতিক তত্ত্বের চারটি প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ৫ (২০২২)


৪) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। ৫ (২০১৯)


৫) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তত্ত্বটি আলোচনা করো। ৫ (২০২২)


৬) রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে গান্ধীর তত্ত্বটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code