সন্ত্রাসবাদ ও মানবাধিকার

Ad Code

সন্ত্রাসবাদ ও মানবাধিকার

 সন্ত্রাসবাদ ও মানবাধিকার


প্রশ্ন-১; তুমি কি মনে করো যে সন্ত্রাসবাদ হল ব্যাক্তির মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কারন? সংক্ষেপে ব্যাখ্যা করো। 5(2020)
অথবা
প্রশ্ন-২; তুমি কি মনে করো যে সন্ত্রাসবাদ হল মানবাধিকা সংরক্ষনের ক্ষেত্রে একটি অন্যতম চ্যালেঞ্জ? সংক্ষেপে ব্যাখ্যা করো।
উত্তরঃ
সন্ত্রাসবাদ ও মানবাধিকারঃ

সাধারণভাবে সন্ত্রাসবাদ বলতে বোঝায় হিংসার প্রয়োগ অথবা হিংসা প্রয়োগের হুমকির মাধ্যমে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে ভীতি বা ত্রাস সঞ্চার করার প্রয়াস। তাই সন্ত্রাসবাদ নিঃসন্দেহে ব্যাক্তির মানবাধিকার লঙ্ঘনের অন্যতম একটি কারন। সন্ত্রাসবাদ কিভাবে ব্যাক্তির মানবাধিকার লুণ্ঠিত করছে তা নীচে আলোচনা করা হল-



১) সামাজিক ক্ষেত্রে প্রভাবঃ

সন্ত্রাসবাদের ফলে সামাজিক ক্ষেত্রে চরম অবক্ষয় ঘনিয়ে এসেছে। সমাজবদ্ধ মানুষ সুস্থ সামাজিক জীবনযাত্রা থেকে বেরিয়ে এসে সমাজ বিরোধী কাজকর্মে জড়িয়ে পড়ছে। সামাজিক বিভিন্ন দাবিদাওয়া আদায়ের জন্য তাঁরা হিংসাত্মক আন্দোলনে সামিল হচ্ছে

২) রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবঃ

রাজনৈতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ এক ভ্রান্ত রাজনৈতিক মতাদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্ঠা করে এবং তাঁদের সমস্থ হিংসাত্মক কাজকর্মকে রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্ঠা করে। তাঁদের এই প্রচেষ্ঠা সফল হলে জনগনের মধ্যে এই ভ্রান্ত রাজনৈতিক মতাদর্শের প্রসার ঘটে এবং জনজীবনে চরম বিপর্যয় নেমে আসে।

৩) অর্থনৈতিক প্রভাবঃ

অর্থনৈতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ চরম বিপর্যয় নিয়ে আসে। বিভিন্ন নাশকতামূলক কাজকর্মের মাধ্যমে সন্ত্রাসবাদ রাষ্ট্রীয় সম্পত্তির বিনাশসাধন করে। তবে শুধু যে রাষ্ট্রীয় অর্থনীতির বিনাশ ঘটে তা নয়, সন্ত্রাসবাদী সংগঠনগুলি নিজেরাও অত্যাধুনিক অস্ত্রসস্ত্র সংগ্রহ করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ে

৪) সংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবঃ

সাংস্কৃতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ চরম অচলাবস্থা ডেকে আনে। তাঁদের রক্ষণশীল মনভব সংস্কৃতির বিকাশে যেমন বাধা সৃষ্টি করে তেমনি এক ভ্রান্ত সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলে যার সাথে প্রচলিত সংস্কৃতির কোনো মিল থাকেনা

৫) ধর্মীয় ক্ষেত্রে প্রভাবঃ

নিদিষ্ট কোনো ধর্মকে কেন্দ্র করে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ হতে দেখা যায়। ফলে সেই ধর্মের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী সংগঠগুলোর বিস্তার ঘটে। উদারহরন হিসাবে বিশ্বজুড়ে ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠগুলির কথা উল্লেখ করা যায়

লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ

এই বিষয়ের ওপর অন্যান্য নোটস

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) মানবাধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


২) মানবাধিকারের অর্থ ও প্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২১)


৩) মানবাধিকারের ধারণার বিবর্তনের ইতিহাসের উপর একটি টাকা লেখো। কবে ভারতে শিক্ষার অধিকার আইন' প্রণীত হয়? ১০ (২০২৩)


৪) মানবাধিকারের তৃতীয় প্রজন্মের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২১)


৫) বিশ্বমানবাধিকারের সনদ (UDHR)-এ লিপিবন্ধ হয়েছে এমন যে-কোনো পাঁচটি মানবাধিকার উল্লেখ কর। ৫ (২০২০)


৬) বিশ্বমানবাধিকারের সনদের (UDHR) নীতিগুলি সংক্ষপে আলোচনা কর। ৫ (২০২১)


৭) কেন মানবাধিকার সম্পর্কে আন্তর্জাতিক ঘোষণাপত্র (UDHR) মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ মাইলস্টোন- ব্যাখ্যা কর। ১০ (২০২২)


৮) UDHR-এর উপর সংক্ষিপ্ত টীকা লেখো। UDHR-এর পূর্ণ রূপটি কী ? ৫ (২০২৩)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

দ্বিতীয় অধ্যায়

১) মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতীয় সংবিধানে গৃহীত ব্যবস্থাসমূহ সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


২) ভারতে মানবাধিকার সংরক্ষনের উদ্দেশ্যে গৃহীত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


৩) ভারতে মানবাধিকার সংরক্ষণে সাংবিধানিক বিধি-ব্যবস্থাগুলো আলোচনা কর। ১০ (২০২২)


৪) ভারতীয় সংবিধানে মানবাধিকার সুনিশ্চিত ধারাগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা যেতে পারে? ৫ (২০২৩)


৫) নিবর্তনমূলক আটক আইন কী? তুমি কি মনে কর ভারতীয় প্রেক্ষিতে এই আইন মানবাধিকার বিরোধী? ৫ (২০২২)

তৃতীয় অধ্যায়

১) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন আলোচনা কর। ৫ (২০২০)


২) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) সদস্যদের নিয়োগ আলোচনা কর। ৫ (২০২১)


৩) জাতীয় মানবাধিকার কমিশনের গঠন বর্ণনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান সভাপতি কে? ৫ (২০২৩)


৪) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


৫) জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)


৬) জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২২)


৬) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কাজগুলি বিশ্লেষণ করো। ১০ (২০২৩)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

চতুর্থ অধ্যায়

১) ভারতের বিভিন্ন মানবাধিকার আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


২) ভারতে সংগঠিত মানবাধিকার আন্দোলনসমূহের যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২১)


৩) ভারতে মানবাধিকার রূপায়ণের বিভিন্ন সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


পঞ্চম অধ্যায়

১) তুমি কি মনে কর যে সন্ত্রাসবাদ হল মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে একটি অন্যতম চ্যালেঞ্জ। সংক্ষেপে ব্যাখ্যা কর। ৫ (২০২০)


২) তুমি কী মনে কর যে সন্ত্রাসবাদ হল ব্যক্তির মানবাধিকার লঙ্ঘণের অন্যতম কারণ? সংক্ষেপে ব্যখ্যা কর। ৫ (২০২১)


৩) ভারতের সন্ত্রাসবাদ প্রতিরোধের উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থাসমূহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৪) ভারতে সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২২)


৫) ভারতে মানবাধিকার সংরক্ষনের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন সন্ত্রাসবাদ প্রতিরোধী ব্যবস্থাসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


৬) ভারতে মানবাধিকার সুরক্ষায় 'সন্ত্রাসবাদ বিরোধী আইনে'র গুরুত্ব আলোচনা করো। 'সন্ত্রাস দমন আইন' কবে প্রণীত হয়। ১০ (২০২৩)


৭) Counter-terrorism-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। Terrorism-এর সংজ্ঞা দাও। ৫ (২০২৩)




Main Menu



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code