মানবাধিকারঃ তৃতীয় প্রজন্ম

Ad Code

মানবাধিকারঃ তৃতীয় প্রজন্ম

 মানবাধিকারের তৃতীয় প্রজন্মের

প্রশ্ন-৩; মানবাধিকারের তৃতীয় প্রজন্মের যেকোন পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো ৫ (২০২১)
উত্তরঃ

ভূমিকাঃ

মানবাধিকার নিয়ে সচেতনতা ও চর্চা বেড়েছে। মানবাধিকারের প্রকৃতি, বৈশিষ্ট্য, প্রকারভেদ প্রভৃতি নিয়ে বিশ্বব্যাপী বৌদ্ধিক মহলে জোরদার আলোচনা চলছে। এইসব চর্চা/আলোচনার ফলশ্রুতি স্বরূপ অধিকার/মানবাধিকার সম্পর্কে নতুন নতুন ধারণার জন্ম হচ্ছে। এই রকম একটি ধারণা হল অধিকারের তৃতীয় প্রজন্ম।

সংজ্ঞাঃ

    ঢেকোস্লাভিয়ার আইনবিদ Karel Vasak ১৯৭৯ সালে মানবাধিকারের তৃতীয় প্রজন্মের ধারণা প্রথম প্রচার করেন। এই মানবাধিকারের তৃতীয় প্রজন্মের এই ধারনাটি ফরাসী বিপ্লনের তিনটি মূল মন্ত্র যথা স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর সঙ্গে সম্পর্কযুক্ত। তৃতীয় প্রজন্মের মানবাধিকার হল যৌথ উন্নয়নমূলক অধিকার। এই মানবাধিকারের প্রকৃতি অন্য দুটি প্রজন্মের অধিকারের চেয়ে মৌলিকভাবে পৃথক। এই প্রজন্মের গুরুত্বপূর্ণ মানবাধিকারগুলি হল জনগণের আত্ম-নিয়ন্ত্রণের অধিকার, সংখ্যালঘু বা দেশীয় জনগণের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্ম প্রভৃতি উন্নয়নের বা সংরক্ষণের অধিকার, উন্নত পরিবেশে বসবাসের অধিকার প্রভৃতি

প্রকৃতি বা বৈশিষ্ট্যঃ

উপরিউক্ত সংজ্ঞার পরিপ্রেক্ষিতে মানবাধিকারের তৃতীয় প্রজন্মের অধিকারের নিম্নলিখিত প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা যেতে পারে। যেমন-

১) যৌথ উন্নয়নমূলক অধিকারঃ

তৃতীয় প্রজন্মের মানবাধিকার হল যৌথ উন্নয়নমূলক অধিকার। ফলে এটি ব্যাক্তির সাথে সাথে ব্যক্তি সমষ্টির অধিকার রক্ষা করে

২) ব্যক্তি বা গোষ্ঠীর অধিকারঃ

মানবাধিকারের তৃতীয় প্রজন্মের অধিকার হল ব্যক্তি বা গোষ্ঠীর অধিকার যা তারা তাদের নিজেদের দেশের রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে ভোগ করতে পারে

৩) মৈত্রীর আদর্শঃ

এই প্রজন্মের অধিকার ফরাসী বিপ্লবের সুমহান আদর্শ মৈত্রীর সঙ্গে সম্পর্কযুক্ত কারণ এইগুলি গোটা পৃথিবীর মানুষের অধিকার/ ভবিষ্যৎ প্রজন্মের অধিকার যা গোটা বিশ্বকে একসূত্রে বেঁধে রাখবে

৪) রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নয়ঃ

এই অধিকারগুলি বিতর্কিত এবং রাষ্ট্রসমূহ কর্তৃক এগুলি ধারণভাবে স্বীকৃত হয়নি

৫) আন্তর্জাতিক চুক্তি ও ঐক্যমতঃ

এই অধিকারগুলির জন্ম হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও ঐক্যমত থেকে। যেমন ১৯৯২ সালের পরিবেশ সংক্রান্ত রিও (Rio) ঘোষণাপত্র, ১৯৯৪ সালের দেশীয় মানুষদের অধিকারের ঘোষণাপত্র প্রভৃতি

লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ

এই বিষয়ের ওপর অন্যান্য নোটস

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) মানবাধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


২) মানবাধিকারের অর্থ ও প্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২১)


৩) মানবাধিকারের ধারণার বিবর্তনের ইতিহাসের উপর একটি টাকা লেখো। কবে ভারতে শিক্ষার অধিকার আইন' প্রণীত হয়? ১০ (২০২৩)


৪) মানবাধিকারের তৃতীয় প্রজন্মের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২১)


৫) বিশ্বমানবাধিকারের সনদ (UDHR)-এ লিপিবন্ধ হয়েছে এমন যে-কোনো পাঁচটি মানবাধিকার উল্লেখ কর। ৫ (২০২০)


৬) বিশ্বমানবাধিকারের সনদের (UDHR) নীতিগুলি সংক্ষপে আলোচনা কর। ৫ (২০২১)


৭) কেন মানবাধিকার সম্পর্কে আন্তর্জাতিক ঘোষণাপত্র (UDHR) মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ মাইলস্টোন- ব্যাখ্যা কর। ১০ (২০২২)


৮) UDHR-এর উপর সংক্ষিপ্ত টীকা লেখো। UDHR-এর পূর্ণ রূপটি কী ? ৫ (২০২৩)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

দ্বিতীয় অধ্যায়

১) মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতীয় সংবিধানে গৃহীত ব্যবস্থাসমূহ সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


২) ভারতে মানবাধিকার সংরক্ষনের উদ্দেশ্যে গৃহীত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


৩) ভারতে মানবাধিকার সংরক্ষণে সাংবিধানিক বিধি-ব্যবস্থাগুলো আলোচনা কর। ১০ (২০২২)


৪) ভারতীয় সংবিধানে মানবাধিকার সুনিশ্চিত ধারাগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা যেতে পারে? ৫ (২০২৩)


৫) নিবর্তনমূলক আটক আইন কী? তুমি কি মনে কর ভারতীয় প্রেক্ষিতে এই আইন মানবাধিকার বিরোধী? ৫ (২০২২)

তৃতীয় অধ্যায়

১) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন আলোচনা কর। ৫ (২০২০)


২) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) সদস্যদের নিয়োগ আলোচনা কর। ৫ (২০২১)


৩) জাতীয় মানবাধিকার কমিশনের গঠন বর্ণনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান সভাপতি কে? ৫ (২০২৩)


৪) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


৫) জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)


৬) জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২২)


৬) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কাজগুলি বিশ্লেষণ করো। ১০ (২০২৩)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

চতুর্থ অধ্যায়

১) ভারতের বিভিন্ন মানবাধিকার আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


২) ভারতে সংগঠিত মানবাধিকার আন্দোলনসমূহের যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২১)


৩) ভারতে মানবাধিকার রূপায়ণের বিভিন্ন সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


পঞ্চম অধ্যায়

১) তুমি কি মনে কর যে সন্ত্রাসবাদ হল মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে একটি অন্যতম চ্যালেঞ্জ। সংক্ষেপে ব্যাখ্যা কর। ৫ (২০২০)


২) তুমি কী মনে কর যে সন্ত্রাসবাদ হল ব্যক্তির মানবাধিকার লঙ্ঘণের অন্যতম কারণ? সংক্ষেপে ব্যখ্যা কর। ৫ (২০২১)


৩) ভারতের সন্ত্রাসবাদ প্রতিরোধের উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থাসমূহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৪) ভারতে সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২২)


৫) ভারতে মানবাধিকার সংরক্ষনের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন সন্ত্রাসবাদ প্রতিরোধী ব্যবস্থাসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


৬) ভারতে মানবাধিকার সুরক্ষায় 'সন্ত্রাসবাদ বিরোধী আইনে'র গুরুত্ব আলোচনা করো। 'সন্ত্রাস দমন আইন' কবে প্রণীত হয়। ১০ (২০২৩)


৭) Counter-terrorism-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। Terrorism-এর সংজ্ঞা দাও। ৫ (২০২৩)




Main Menu



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code