ভারতে মানবাধিকার রূপায়ণের বিভিন্ন সমস্যা

Ad Code

ভারতে মানবাধিকার রূপায়ণের বিভিন্ন সমস্যা

 ভারতে মানবাধিকার রূপায়ণের বিভিন্ন সমস্যা


প্রশ্ন-৪; ভারতে মানবাধিকার রূপায়ণের বিভিন্ন সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)
উত্তরঃ
ভারতে মানবাধিকার সুরক্ষার পথে বিভিন্ন প্রতিবন্ধকতাঃ

ভারতে মানবাধিকারের সংরক্ষণের বিষয়টি সহজ-সরল বা সাবলীলভাবে সম্পাদিত হয়নি। মানবাধিকারের সুরক্ষার পথে বিবিধ প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয়। নীচে ভারতে মানবাধিকার সুরক্ষার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা আলোচনা করা হল-

১) সংবিধান সংশোধনঃ

স্বাধীন ভারতের সংবিধান প্রবর্তিত হওয়ার অব্যবহিত পর থেকেই গণতান্ত্রিক অধিকারসমূহের উপর নিয়ন্ত্রণ আরোপের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গণতান্ত্রিক অধিকারসমূহের নিয়ম-নিষেধ আরোপের উদ্দেশ্যে বারে বারে সংবিধান সংশোধন করা হয়েছে। এ প্রসঙ্গে চতুর্থ, ষোড়শ, সপ্তদশ, চব্বিশতম বিয়াল্লিশতম, চুয়াল্লিশতম এবং ঊনষাটতম সংবিধান সংশোধনী আইন উল্লেখযোগ্য

২) সামাজিক প্রতিবন্ধকতাঃ

ভারতে মানবাধিকার সুরক্ষার পথে বিবিধ সামাজিক প্রতিবন্ধকতা বর্তমান। ভারতীয় সমাজব্যবস্থা বর্ণ ও জাতপাতের ভিত্তিতে ক্রমস্তর বিন্যস্ত। ভারতের জাতিগোষ্ঠীগুলিকে উচ্চবর্ণ ও নিম্নবর্ণ এই দু'ভাগে বিভক্ত করা যায়। উচ্চবর্ণের জাতিসমূহ নিম্নবর্গের জাতিসমূহের উপর বিবিধ অসামর্থ্য আরোপ করে তাঁদের ওপর শোষণ-পীড়ন কায়েম করে। এছাড়া ভারতে সমস্যাদি অধিকতর প্রকট হয়ে পড়ে বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘু জনগোষ্ঠী-সমূহের অস্তিত্বের কারণে

৩) বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠিঃ

বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠির উপস্থিতি ভারতে মানবাধিকার সুরক্ষার পথে অন্যতম অন্তরায়। এইসব গোষ্ঠী ভারতের বিভিন্ন অংশে সক্রিয়। এই সমস্ত গোষ্ঠী সাধারণ মানুষের উপর জঙ্গী কায়দায় শক্তি প্রয়োগ করছে। তাদের হিংসাশ্রয়ী কাজকর্মের কারণে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে। জঙ্গী গোষ্ঠীগুলি সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপকেই তাদের উদ্দেশ্য সিদ্ধির উপায় হিসাবে অনুসরণ করে। এই সমস্ত জঙ্গী ও সন্ত্রাসবাদী গোষ্ঠীর হিংসাশ্রয়ী কার্যকলাপের কারণে জনসাধারণের মানবাধিকার নির্লজ্জভাবে লঙ্ঘিত হয়।

৪) সরকারী দমনপীড়নঃ

সরকারী পীড়নমূলক কাজকর্মও মানবাধিকার সুরক্ষার পথে অন্যতম অন্তরায় সরকারের বিভিন্ন আধা-সামরিক বাহিনী কেন্দ্রীয় সরকারের তত্ত্ববধানে বিভিন্ন অঙ্গরাজ্যে অবস্থান করে। এই বাহিনীগুলি শক্তি প্রয়োগের ক্ষেত্রে বাড়াবাড়ি করে এবং ক্ষমতার অপব্যবহার ঘটে। তারফলে মানবাধিকার লঙ্ঘিত হয়।

৫) পীড়নমূলক আইন প্রণয়নঃ

পীড়নমূলক আইন প্রণয়নও ভারতে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম মৌলিক কারণ হিসাবে পরিগণিত হয়। ভারতে প্রণীত এ রকম আইন বহু ও বিভিন্ন এবং এ রকম আইনের সংখ্যাও কম নয়। এক্ষেত্রে উদাহরণ হিসাবে উল্লেখযোগ্য হল: 'নিবর্তনমূলক আটক আইন' 'আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা আইন' 'ভারত রক্ষা আইন' জাতীয় নিরাপত্তা রক্ষা আইন', প্রভৃতি।

লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ

এই বিষয়ের ওপর অন্যান্য নোটস

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) মানবাধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


২) মানবাধিকারের অর্থ ও প্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২১)


৩) মানবাধিকারের ধারণার বিবর্তনের ইতিহাসের উপর একটি টাকা লেখো। কবে ভারতে শিক্ষার অধিকার আইন' প্রণীত হয়? ১০ (২০২৩)


৪) মানবাধিকারের তৃতীয় প্রজন্মের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২১)


৫) বিশ্বমানবাধিকারের সনদ (UDHR)-এ লিপিবন্ধ হয়েছে এমন যে-কোনো পাঁচটি মানবাধিকার উল্লেখ কর। ৫ (২০২০)


৬) বিশ্বমানবাধিকারের সনদের (UDHR) নীতিগুলি সংক্ষপে আলোচনা কর। ৫ (২০২১)


৭) কেন মানবাধিকার সম্পর্কে আন্তর্জাতিক ঘোষণাপত্র (UDHR) মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ মাইলস্টোন- ব্যাখ্যা কর। ১০ (২০২২)


৮) UDHR-এর উপর সংক্ষিপ্ত টীকা লেখো। UDHR-এর পূর্ণ রূপটি কী ? ৫ (২০২৩)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

দ্বিতীয় অধ্যায়

১) মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতীয় সংবিধানে গৃহীত ব্যবস্থাসমূহ সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


২) ভারতে মানবাধিকার সংরক্ষনের উদ্দেশ্যে গৃহীত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


৩) ভারতে মানবাধিকার সংরক্ষণে সাংবিধানিক বিধি-ব্যবস্থাগুলো আলোচনা কর। ১০ (২০২২)


৪) ভারতীয় সংবিধানে মানবাধিকার সুনিশ্চিত ধারাগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা যেতে পারে? ৫ (২০২৩)


৫) নিবর্তনমূলক আটক আইন কী? তুমি কি মনে কর ভারতীয় প্রেক্ষিতে এই আইন মানবাধিকার বিরোধী? ৫ (২০২২)

তৃতীয় অধ্যায়

১) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন আলোচনা কর। ৫ (২০২০)


২) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) সদস্যদের নিয়োগ আলোচনা কর। ৫ (২০২১)


৩) জাতীয় মানবাধিকার কমিশনের গঠন বর্ণনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান সভাপতি কে? ৫ (২০২৩)


৪) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


৫) জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)


৬) জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২২)


৬) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কাজগুলি বিশ্লেষণ করো। ১০ (২০২৩)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

চতুর্থ অধ্যায়

১) ভারতের বিভিন্ন মানবাধিকার আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


২) ভারতে সংগঠিত মানবাধিকার আন্দোলনসমূহের যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২১)


৩) ভারতে মানবাধিকার রূপায়ণের বিভিন্ন সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


পঞ্চম অধ্যায়

১) তুমি কি মনে কর যে সন্ত্রাসবাদ হল মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে একটি অন্যতম চ্যালেঞ্জ। সংক্ষেপে ব্যাখ্যা কর। ৫ (২০২০)


২) তুমি কী মনে কর যে সন্ত্রাসবাদ হল ব্যক্তির মানবাধিকার লঙ্ঘণের অন্যতম কারণ? সংক্ষেপে ব্যখ্যা কর। ৫ (২০২১)


৩) ভারতের সন্ত্রাসবাদ প্রতিরোধের উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থাসমূহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৪) ভারতে সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২২)


৫) ভারতে মানবাধিকার সংরক্ষনের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন সন্ত্রাসবাদ প্রতিরোধী ব্যবস্থাসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


৬) ভারতে মানবাধিকার সুরক্ষায় 'সন্ত্রাসবাদ বিরোধী আইনে'র গুরুত্ব আলোচনা করো। 'সন্ত্রাস দমন আইন' কবে প্রণীত হয়। ১০ (২০২৩)


৭) Counter-terrorism-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। Terrorism-এর সংজ্ঞা দাও। ৫ (২০২৩)




Main Menu



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code