রাজনৈতিক সংস্কৃতি

Ad Code

রাজনৈতিক সংস্কৃতি

 

The University of Burdwan

B.A.  4th Semester
Political Science (Honours)
CC-9; Sociology and Politics

প্রশ্ন-১; রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি ব্যাখ্যা করো। (৫/১৯)
উত্তরঃ

রাজনৈতিক সংস্কৃতিঃ

রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। বিংশ শতাব্দীতে রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি গুরুত্ব পায়। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার "The Civic Culture" গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে, 'রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি।' অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

রাজনৈতিক সংস্কৃতির উপাদানঃ

পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে বিভিন্নতা পরিলক্ষিত হয়। ফলে রাজনৈতিক সংস্কৃতির উপাদানের ক্ষেত্রেও বিভিন্নতা পরিলক্ষিত হবে এটাই স্বাভাবিক। তা সত্ত্বেও রাজনীতিক সংস্কৃতির মোটামুটি তিনটি মূল বা মৌলিক উপাদানের কথা বলা যায়। এগুলি হল-

১) অভিজ্ঞতাবাদী বিশ্বাসমূহঃ

রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হল এর অভিজ্ঞতাবাদী বিশ্বাস সমূহ। অভিজ্ঞতাবাদী বিশ্বাস হল দীর্ঘদিনের রাজনৈতিক ঘটনাবলির উপর জনগণের পর্যবেক্ষণ। জনগণ ঘটমান বিভিন্ন রাজনৈতিক বিষয়াবলি নিয়ে যে নিরপেক্ষ মতামত ব্যক্ত করেন তাই হলো অভিজ্ঞতাবাদী বিশ্বাস। এ বিশ্বাস শাসক ও শাসিতের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন রচনা করে

২) সংবেদনশীল মনভাবঃ

অনুভূতি সংক্রান্ত সংক্রান্ত যতগুলা রাজনৈতিক সংস্কৃতিক উপাদান লক্ষ করা যায় তারমধ্যে একটি হলো সংবেদনশীল মনোভাব। জনগণ রাজনৈতিক বিষয়াবলি নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আলোচনা পর্যালোচনা করার পর এই সংবেদনশীল মনোভাব ব্যক্ত করেন। জনগণের এই সংবোদনশীলতার মূল উৎস হল রাজনৈতিক ব্যবস্থা এবং প্রতিষ্ঠানসমূহের সার্বিক পর্যালোচনাভিত্তিক জ্ঞান

৩) মূল্যবোধের অগ্রাধিকারসমূহঃ

একটি রাষ্ট্রে সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে তখন তার নিজস্ব কিছু লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, তাছাড়া জনগণের ভাটে নির্বাচিত হন বলে তারা জনগণের বিশ্বাস ও মূল্যবোধকে শ্রদ্ধা করতেও বাধ্য হন। আর রাষ্ট্র পরিচালনায় সরকার ও জনগণের মধ্যে এই যে বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্ক বিদ্যমান তাকে বলা হয়' মূল্যবোধের অগ্রাধিকার

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়


শ্রেণীবিভাগঃ

The Civic Culture শীর্ষক গ্রন্থে অ্যালমণ্ড ও ভাবা বিভিন্ন রাজনীতিক সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনার পরিপ্রেক্ষিতে তিন শ্রেণীর রাজনীতিক সংস্কৃতির উল্লেখ করেছেন। এই তিন শ্রেণীর রাজনীতিক সংস্কৃতি হল-

১) সংকীর্ণতাবাদী রাজনীতিক সংস্কৃতি

২) অংশগ্রহণমূলক রাজনীতিক সংস্কৃতি। এবং

৩) নিষ্ক্রিয় রাজনীতিক সংস্কৃতি

১) সংকীর্ণতাবাদী রাজনীতিক সংস্কৃতিঃ

সাধারণত অনুন্নত দেশগুলিতে এবং সনাতন সমাজব্যবস্থায় রাজনীতিক বিষয়াদি সম্পর্কে ব্যক্তিবর্গের মধ্যে চেতনা ও আগ্রহের অভাব বা ব্যাপক উদাসীনতা দেখা যায়। রাজনীতিক জীবনধারা এবং জাতীয় রাজনীতিক ব্যবস্থা প্রসঙ্গে দেশবাসীর প্রবল অনীহার কারণে সংকীর্ণতাবাদী রাজনীতিক সংস্কৃতির সৃষ্টি হয়। এ ধরনের রাজনীতিক সংস্কৃতিতে ব্যক্তিবর্গের মধ্যে রাজনীতিক বিষয়ে তেমন কোনো কার্যকরি ভূমিকা পরিলক্ষিত হয় না

২) অংশগ্রহামূলক রাজনীতিক সংস্কৃতিঃ

অংশগ্রহণমূলক রাজনীতিক সংস্কৃতিতে প্রত্যেক নাগরিক রাজনীতিক বিষয়ে সক্রিয়ভাবে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে থাকে। ব্যক্তিমাত্রেই নিজেকে দেশের বিদ্যমান রাজনীতিক ব্যবস্থার একজন সক্রিয় সদস্য হিসাবে বিবেচনা করে। প্রচলিত রাজনীতিক ব্যবস্থায় ব্যক্তির অংশগ্রহণ ও মূল্যায়ন এ ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ।

৩) নিষ্ক্রিয় রাজনীতিক সংস্কৃতিঃ

নিষ্ক্রিয় রাজনীতিক সংস্কৃতিতে ব্যক্তিবর্গ সরকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করার কোনো চেষ্টা করেনা। বরং সরকারের অধিকাংশ সিদ্ধান্তকেই বিনা প্রতিরোধে কর্তৃত্বসম্পন্ন বলে স্বীকার করে নেয়। সরকারের সিদ্ধান্ত গ্রহণ বা নীতি নির্ধারণের প্রক্রিয়ায় ব্যাপকভাবে অংশগ্রহণের উদ্যোগ বা উৎসাহ জনগণের মধ্যে দেখা যায়না। রাজনীতিক বিষয়ে জনসাধারণের মধ্যে এই প্রবণতার জন্য এ ধরনের রাজনীতিক সংস্কৃতিকে নিষ্ক্রিয় রাজনীতিক সংস্কৃতি বলে

এই পেপারের ওপর অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

প্রশ্ন-১; বিষয় হিসাবে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। ১০ (২০১৯)

প্রশ্ন-২; রাজনৈতিক সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। ১০ (২০২২)

প্রশ্ন-৩; রাজনৈতিক সমাজতত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫ (২০২২)

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি ব্যাখ্যা করো। ৫(২০১৯)

প্রশ্ন-২; রাজনীতিক সামাজিকীকরণ কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; রাজনৈতিক সামাজিকীকরনের বিভিন্ন উপাদানগুলির ভূমিকা আলোচনা করো।  

প্রশ্ন-৩; রাজনৈতিক সামাজিকীকরনের মাধ্যম হিসাবে পরিবার ও বন্ধু গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। ১০(২০২২)

তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে? এর মুল উপাদান বা নির্ধারকগুলী আলোচনা করো।

চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১; ক্ষমতা কাকে বলে? এর মুল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; কর্তৃত্ব-এর ধারণাটির সংজ্ঞা দাও। কর্তৃত্বের প্রধান ধরনগুলির উল্লেখ করো। ৫(২০১৯)

প্রশ্ন-৩; উদাহরণ সহযোগে আইনগত-যৌক্তিক কর্তৃত্বের ধারণা ব্যাখ্যা করো। ৫(২০২২)

প্রশ্ন-৪; কর্তৃত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-৫; ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখ।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

পঞ্চম অধ্যায়

প্রশ্ন-১; নারীবাদ বলতে কী বোঝ? নারীবাদের যেকোন দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীর নাম লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-২; নারীবাদের বিভিন্ন ঘরানার উপর একটি টিকা লেখ। ১০(২০২২)

প্রশ্ন-২; নারীবাদের উদারনৈতিক দৃষ্টিভঙ্গিটির বৈশিষ্টগুলি বিশ্লেষণ করো। যেকোন একজন মার্কসবাদী নারীবাদী চিন্তকের নাম করো। ১০(২০১৯)

প্রশ্ন-৩; পরিবেশবাদী নারীবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)

ষষ্ঠ অধ্যায়

প্রশ্ন-১; ভারতে পরিবেশ আন্দোলন সমূহের প্রধান প্রধান বৈশিষ্ট্য বিবৃত করো। ভারতের যেকোন দুজন গুরুত্ব পূর্ণ পরিবেশবাদীর নাম উল্লেখ করো। ১০(২০১৯)

অথবা

ভারতের পরিবেশ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ১০(২০২২)

প্রশ্ন-২; ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো।

সপ্তম অধ্যায়

প্রশ্ন-১; ধর্মের সামাজিক ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)

প্রশ্ন-২; ভারতে সেক্যুলারিজম-এর ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ৫(২০১৯)

অথবা

ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণার উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫(২০২২)

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

অষ্টম অধ্যায়

প্রশ্ন-১; রাষ্ট্র -র ধারনাটি তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে ? রাষ্ট্র ও সিভিল সোসাইটি-র আন্তঃসম্পর্ক নিয়ে আলোচিত হয়েছে এমন যেকোন একটি গ্রন্থের নাম লেখো। ৫(২০১৯)

প্রশ্ন-২; সিভিল সোসাইটির সংজ্ঞা দাও। এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; রাষ্ট্র ও সিভিল সোসাইটির মধ্যকার আন্তঃসম্পর্কটি ব্যাখ্যা করো। Civil Society: History and Possibilities গ্রন্থটি কারা সম্পাদনা করেন?  ১০(২০১৯)

Main Menu



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code