ভারতের ধর্মনিরপেক্ষতার প্রকৃতি

Ad Code

ভারতের ধর্মনিরপেক্ষতার প্রকৃতি

 

The University of Burdwan

B.A.  4th Semester
Political Science (Honours)
CC-9; Sociology and Politics

প্রশ্ন-২; ভারতে সেক্যুলারিজম-এর ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। (৫/১৯)
অথবা
ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণার উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। (৫/২২)
উত্তরঃ

ধর্মনিরপেক্ষতাঃ

সাধারণ অর্থে বা সংকীর্ণ অর্থে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় 'ধর্মের সঙ্গে সম্পর্কহীনতা। অর্থাৎ ধর্মনিরপেক্ষতা হল সমাজ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র থেকে ধর্মকে পৃথক রাখা। লিও ফিফার এর অভিমত অনুযায়ী ধর্মনিরপেক্ষতার মূল কথা হল রাষ্ট্র থেকে গীর্জাকে পৃথক রাখা। যদিও ভারতে সংকীর্ণ অর্থে ধর্মনিরপেক্ষতার এই আদর্শকে গ্রহণ করা হয়নি। ভারতীয় অর্থে ধর্মনিরপেক্ষতা বলতে ধর্মের সঙ্গে সম্পর্কহীনতা বা ধর্মবিরোধিতা বোঝায় না। বি আর আম্বেদকরের মতে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অর্থ হল রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে জনগণের ওপর জোর করে চাপিয়ে দেবেনা। জওহরলাল নেহেরুর মতে, ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মের বিরোধিতা করা নয়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হল সেই রাষ্ট্র যা সকল ধর্মবিশ্বাসের প্রতি সমভাবে শ্রদ্ধাশীল এবং সকল ধর্মকে সমান সুযোগ-সুবিধা প্রদান করে।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

ভারতে ধর্মনিরপেক্ষতার প্রকৃতিঃ

ভারতে ধর্মনিরপেক্ষতা বলতে সকল ধর্মকে সমান মর্যাদা দানকে বোঝানো হয়। ধর্মনিরপেক্ষতার আদর্শের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে সংবিধানের ২৫-২৮ ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতে ধর্মনিরপেক্ষতা প্রকৃতি ব্যাখ্যা করলে নিম্নলিখিত বিষয়গুলি দেখা যায়। যেমন-

১) উদারতাঃ

ভারতের ধর্মনিরপেক্ষতা উদার। একটি হিন্দু-অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও ভারতীয় সংবিধান শুধুমাত্র জনগণের ধর্মীয়, সাম্য ও স্বাধীনতা অধিকার সুনিশ্চিত করে ক্ষান্ত থাকেনি; বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও সুযোগসুবিধা সংরক্ষনের ব্যবস্থা করা হয়েছে। উদাহরণস্বরূপ, সংবিধানের ২৫নং ধারায় নাগরিকের যে-কোনো প্রকার ধর্মগ্রহণ, ধর্মপালন ও ধর্মপ্রচারের স্বাধীনতা স্বীকার করা হয়েছে।

২) শর্তাধীনঃ

ভারতে ধর্মনিরপেক্ষতা চরম নয়- শর্তসাপেক্ষ। কারণ এখানে জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য, নীতিবোধ ইত্যাদিকে ক্ষুন্ন না করে ধর্মীয় স্বাধীনতার অধিকারটি রক্ষা করতে হয়। ধর্মীয় অধিকারের ওপর রাষ্ট্রীয় বাধা-নিষেধের যৌক্তিকতা নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে বিচারবিভাগের ওপর

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

৩) পরিবর্তনশীলঃ

ভারতে ধর্মনিরপেক্ষতা নিশ্চল নয়, পরিবর্তনশীল। ভারত জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শ গ্রহণ করেছে। তাই রাষ্ট্র জনস্বার্থে যেকোন আইন প্রণয়ন করতে পারে, যা কোনো বিশেষ ধর্মসম্প্রদায়ের ঐতিহ্যের বিরোধী হতে পারে

৪) স্বতন্ত্র ধারণাঃ

ভারতে ধর্মনিরপেক্ষতার ধারণাটি ইউরোপে ধর্মনিরপেক্ষতার ধারণা থেকে স্বতন্ত্র। ধর্মনিরপেক্ষার এই স্বতন্ত্র ধারনাটি বিভিন্ন দিক থেকে সামালোচিত বা আক্রান্ত হলেও ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামগ্রস্য রক্ষা করে এই আদর্শটি এখনো টিকে আছে

মূল্যায়নঃ

বিগত কয়েক দশকে ধর্মনিরপেক্ষতার আদর্শটি ক্রমাগত কলুষিত হচ্ছে। সারা ভারতে অভিন্ন দেওয়ানি বিধির অভাব এবং মুসলিম ধর্মীয় সম্প্রদায়ের জন্য বিশেষ ধর্মীয় বিধি,  ভারতীয় নির্বাচন ও রাজনীতিতে ধর্ম ও জাতপাতের প্রাধান্য ভারতে ধর্মনিরপেক্ষতার পথে প্রধান অন্তরায়। এছাড়াও বর্তমানে নির্বাচনে প্রার্থী বাছাই, মন্ত্রীসভা গঠন, এমনকি আইন প্রণয়নের ক্ষেত্রেও ধর্মীয় বিবেচনার বিষয়টি বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে যা ভারতের ধর্মনিরপেক্ষতার জন্য যথেষ্ঠ হুমকিস্বরূপ।

এই পেপারের ওপর অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

প্রশ্ন-১; বিষয় হিসাবে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। ১০ (২০১৯)

প্রশ্ন-২; রাজনৈতিক সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। ১০ (২০২২)

প্রশ্ন-৩; রাজনৈতিক সমাজতত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫ (২০২২)

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি ব্যাখ্যা করো। ৫(২০১৯)

প্রশ্ন-২; রাজনীতিক সামাজিকীকরণ কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; রাজনৈতিক সামাজিকীকরনের বিভিন্ন উপাদানগুলির ভূমিকা আলোচনা করো।  

প্রশ্ন-৩; রাজনৈতিক সামাজিকীকরনের মাধ্যম হিসাবে পরিবার ও বন্ধু গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। ১০(২০২২)

তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে? এর মুল উপাদান বা নির্ধারকগুলী আলোচনা করো।

চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১; ক্ষমতা কাকে বলে? এর মুল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; কর্তৃত্ব-এর ধারণাটির সংজ্ঞা দাও। কর্তৃত্বের প্রধান ধরনগুলির উল্লেখ করো। ৫(২০১৯)

প্রশ্ন-৩; উদাহরণ সহযোগে আইনগত-যৌক্তিক কর্তৃত্বের ধারণা ব্যাখ্যা করো। ৫(২০২২)

প্রশ্ন-৪; কর্তৃত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-৫; ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখ।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

পঞ্চম অধ্যায়

প্রশ্ন-১; নারীবাদ বলতে কী বোঝ? নারীবাদের যেকোন দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীর নাম লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-২; নারীবাদের বিভিন্ন ঘরানার উপর একটি টিকা লেখ। ১০(২০২২)

প্রশ্ন-২; নারীবাদের উদারনৈতিক দৃষ্টিভঙ্গিটির বৈশিষ্টগুলি বিশ্লেষণ করো। যেকোন একজন মার্কসবাদী নারীবাদী চিন্তকের নাম করো। ১০(২০১৯)

প্রশ্ন-৩; পরিবেশবাদী নারীবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)

ষষ্ঠ অধ্যায়

প্রশ্ন-১; ভারতে পরিবেশ আন্দোলন সমূহের প্রধান প্রধান বৈশিষ্ট্য বিবৃত করো। ভারতের যেকোন দুজন গুরুত্ব পূর্ণ পরিবেশবাদীর নাম উল্লেখ করো। ১০(২০১৯)

অথবা

ভারতের পরিবেশ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ১০(২০২২)

প্রশ্ন-২; ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো।

সপ্তম অধ্যায়

প্রশ্ন-১; ধর্মের সামাজিক ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)

প্রশ্ন-২; ভারতে সেক্যুলারিজম-এর ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ৫(২০১৯)

অথবা

ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণার উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫(২০২২)

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

অষ্টম অধ্যায়

প্রশ্ন-১; রাষ্ট্র -র ধারনাটি তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে ? রাষ্ট্র ও সিভিল সোসাইটি-র আন্তঃসম্পর্ক নিয়ে আলোচিত হয়েছে এমন যেকোন একটি গ্রন্থের নাম লেখো। ৫(২০১৯)

প্রশ্ন-২; সিভিল সোসাইটির সংজ্ঞা দাও। এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; রাষ্ট্র ও সিভিল সোসাইটির মধ্যকার আন্তঃসম্পর্কটি ব্যাখ্যা করো। Civil Society: History and Possibilities গ্রন্থটি কারা সম্পাদনা করেন?  ১০(২০১৯)

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code