ক্ষমতা ও কর্তৃত্ব

Ad Code

ক্ষমতা ও কর্তৃত্ব

 

The University of Burdwan

B.A.  4th Semester
Political Science (Honours)
CC-9; Sociology and Politics

তৃতীয় অধ্যায়

প্রশ্ন-ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখ
উত্তরঃ

ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্যঃ

ক্ষমতা ও কর্তৃত্বের ধারণা পর্যালোচনার পরিপ্রেক্ষিতে এদের মধ্যে কতকগুলি পার্থক্য পরিলক্ষিত হয়। ক্ষমতা ও কর্তৃত্বের এই পার্থক্যগুলি নীচে আলোচনা করা হল-

১) ক্ষমতা-সম্পর্কঃ

ক্ষমতার সাথে কর্তৃত্বের সম্পর্কের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। ক্ষমতার প্রয়োগকে সহজ এবং গ্রহণযোগ্য করে তোলার জন্যই ক্ষমতাকে কর্তৃত্বে রূপান্তরিত করা হয়। অন্যদিকে কর্তৃত্বের প্রয়োগের জন্য ক্ষমতার প্রয়োজন হয়না। কর্তৃত্বের পেছনে আইনের সমর্থন থাকে বলে ক্ষমতা প্রয়োগ ছাড়াই জনগন তা মেনে চলে

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

২) অনুমোদিত বিষয়ঃ

ক্ষমতা প্রয়োগের জন্য কোনোকিছুর অনুমোদনের প্রয়োজন হয়না। ক্ষমতাবান ব্যাক্তি, গোষ্ঠী বা রাষ্ট্র তুলনামূলকভাবে কম ক্ষমতাবান ব্যাক্তি, গোষ্ঠি বা রাষ্টের ওপর ক্ষমতা প্রয়োগ করবে এটাই স্বাভাবিক। অন্যদিকে অনুমোদন হল কর্তৃত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। কর্তৃত্বকে আইন দ্বারা অনুমদিত হতে হয়। তার জন্য সংগঠিত উদ্যোগ  আবশ্যক। ক্ষমতাবানকেই এই ব্যাপারে উদ্যোগী হতে হয়। বিভিন্ন পথে এই উদ্যোগ-আয়োজন পরিলক্ষিত হতে পারে

৩) স্থায়িত্বঃ

ক্ষমতার পেছনে আইনের অনুমোদন বা জনগনের সমর্থন না থাকায় তা দীর্ঘস্থায়ী হয়না। অন্যদিকে কর্তৃত্বের সাথে আইনের অনুমোদন এবং জনগণের সমর্থন থাকে বলে কর্তৃত্ব হল একটি দির্ঘস্থায়ী বিষয়। গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক পরিবর্তন ছাড়া কর্তৃত্বের তেমন একটা পরিবর্তন হয়না।

৪) বলপ্রয়োগঃ

ক্ষমতা প্রয়োগের জন্য বলপ্রয়োগ অপরিহার্য্য। অন্যদিকে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কখনো কখনো বলপ্রয়োগের প্রয়োগের প্রয়োজন হলেও তা নিতান্তই কম। রাষ্ট্রের মধ্যে রাজনীতিক কর্তৃত্বের স্বার্থেই এরকম হওয়া দরকার

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

৫) গণতান্ত্রিক প্রবণতাঃ

ক্ষমতা প্রয়োগের সাথে বলপ্রয়োগের ধারণাটি যুক্ত থাকায় এটি একটি অগণতান্ত্রিক বিষয়। অন্যদিকে কর্তৃত্বের সাথে গণতান্ত্রিক প্রবণতা যুক্ত থাকে। কারন কর্তৃত্ব জোড় করে আরোপিত হয়না। কর্তৃত্বের পেছনে জনগনের সমর্থন থাকে এবং তা বৈধ ও বিধিসম্মত উপায়ে অর্জিত হয় বলে জনগণ কর্তৃত্বকে মান্য করে চলে

এই পেপারের ওপর অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

প্রশ্ন-১; বিষয় হিসাবে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। ১০ (২০১৯)

প্রশ্ন-২; রাজনৈতিক সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। ১০ (২০২২)

প্রশ্ন-৩; রাজনৈতিক সমাজতত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫ (২০২২)

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি ব্যাখ্যা করো। ৫(২০১৯)

প্রশ্ন-২; রাজনীতিক সামাজিকীকরণ কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; রাজনৈতিক সামাজিকীকরনের বিভিন্ন উপাদানগুলির ভূমিকা আলোচনা করো।  

প্রশ্ন-৩; রাজনৈতিক সামাজিকীকরনের মাধ্যম হিসাবে পরিবার ও বন্ধু গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। ১০(২০২২)

তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে? এর মুল উপাদান বা নির্ধারকগুলী আলোচনা করো।

চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১; ক্ষমতা কাকে বলে? এর মুল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; কর্তৃত্ব-এর ধারণাটির সংজ্ঞা দাও। কর্তৃত্বের প্রধান ধরনগুলির উল্লেখ করো। ৫(২০১৯)

প্রশ্ন-৩; উদাহরণ সহযোগে আইনগত-যৌক্তিক কর্তৃত্বের ধারণা ব্যাখ্যা করো। ৫(২০২২)

প্রশ্ন-৪; কর্তৃত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-৫; ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখ।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

পঞ্চম অধ্যায়

প্রশ্ন-১; নারীবাদ বলতে কী বোঝ? নারীবাদের যেকোন দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীর নাম লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-২; নারীবাদের বিভিন্ন ঘরানার উপর একটি টিকা লেখ। ১০(২০২২)

প্রশ্ন-২; নারীবাদের উদারনৈতিক দৃষ্টিভঙ্গিটির বৈশিষ্টগুলি বিশ্লেষণ করো। যেকোন একজন মার্কসবাদী নারীবাদী চিন্তকের নাম করো। ১০(২০১৯)

প্রশ্ন-৩; পরিবেশবাদী নারীবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)

ষষ্ঠ অধ্যায়

প্রশ্ন-১; ভারতে পরিবেশ আন্দোলন সমূহের প্রধান প্রধান বৈশিষ্ট্য বিবৃত করো। ভারতের যেকোন দুজন গুরুত্ব পূর্ণ পরিবেশবাদীর নাম উল্লেখ করো। ১০(২০১৯)

অথবা

ভারতের পরিবেশ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ১০(২০২২)

প্রশ্ন-২; ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো।

সপ্তম অধ্যায়

প্রশ্ন-১; ধর্মের সামাজিক ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)

প্রশ্ন-২; ভারতে সেক্যুলারিজম-এর ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ৫(২০১৯)

অথবা

ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণার উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫(২০২২)

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

অষ্টম অধ্যায়

প্রশ্ন-১; রাষ্ট্র -র ধারনাটি তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে ? রাষ্ট্র ও সিভিল সোসাইটি-র আন্তঃসম্পর্ক নিয়ে আলোচিত হয়েছে এমন যেকোন একটি গ্রন্থের নাম লেখো। ৫(২০১৯)

প্রশ্ন-২; সিভিল সোসাইটির সংজ্ঞা দাও। এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; রাষ্ট্র ও সিভিল সোসাইটির মধ্যকার আন্তঃসম্পর্কটি ব্যাখ্যা করো। Civil Society: History and Possibilities গ্রন্থটি কারা সম্পাদনা করেন?  ১০(২০১৯)

Main Menu





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code