The University of Burdwan
B.A. 4th Semester
Political Science (Honours)
CC-9; Sociology and Politics
তৃতীয় অধ্যায়
প্রশ্ন-১;
রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে? এর মূল উপাদান বা
নির্ধারকগুলী আলোচনা করো।
উত্তরঃ
রাজনৈতিক অংশগ্রহণঃ
সাবেকি ধারণা অনুসারে রাজনীতিক অংশগ্রহণ বলতে নির্বাচনী
প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণকে বোঝাত। অর্থাৎ ভোট প্রদান, নির্বাচনী প্রচার, রাজনীতিক সভা- সমিতিতে
যোগদান, প্রভৃতি। বর্তমানে রাজনীতিক
অংশগ্রহণ প্রক্রিয়ার পরিধি প্রসারিত হয়েছে এবং রাজনীতিক অংশগ্রহণের ধারণাগত অর্থও
অধিকতর ব্যাপক হয়েছে। ডেভিড ইস্টানের অভিমত অনুসারে রাজনীতিক অংশগ্রহণ বলতে সেই
সমস্ত কাজকর্মকে বোঝায় যা সরকারী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সরকারীকার্যাবলীকে
প্রভাবিত করে।
রাজনৈতিক অংশগ্রহনের উপাদান বা নির্ধারকঃ
রাজনীতিক বিষয়াদিতে অংশগ্রহণের ব্যাপারে সকল অংশগ্রহণকারীর আবেগ-অনুভূতিও অভিন্ন নয়। তাই রাজনৈতিক অংশগ্রহনের উপাদান বা নির্ধারক হিসাবে বিভিন্ন উপাদানের কথা উল্লেখ করা যায়। এরমধ্যে গুরুত্বপূর্ণ উপাদান বা নির্ধারকগুলি নীচে আলোচনা করা হল-
স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস
স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209
এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়
১) সামাজিক উপাদানঃ
সামাজিক উপাদানসমূহ ব্যক্তির সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত।
এগুলি ব্যক্তির সামাজিক মর্যাদাকে প্রভাবিত করে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক
উপাদান হিসাবে শিক্ষা, জাতি, ধর্ম, বয়স, বাসস্থান, গোষ্ঠী, মর্যাদা, নারী পুরুষ
প্রভৃতির কথা উল্লেখ করা যায়।
১.১) শিক্ষাঃ শিক্ষা ও রাজনীতিক অংশগ্রহণের
মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। রাজনীতিক কার্যকলাপে
অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সামর্থ্য শিক্ষাসূত্রে পাওয়া যায়। শিক্ষা মানুষের
জ্ঞানের ভাণ্ডারকে উন্মুক্ত করে। ফলে বিভিন্ন বিষয়ে ব্যক্তি
অবহিত হয় ও জ্ঞান লাভ করে। শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন
বিষয়ে আনুষ্ঠানিক অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণমূলক গুণাবলী
বিকশিত হয়।
১.২) ধর্মঃ ধর্মও রাজনীতিক অংশগ্রহণের
ক্ষেত্রে সিদ্ধান্তমূলক প্রভাব-প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিশেষতঃ ভারতের মত তৃতীয়
বিশ্বের দেশগুলিতে রাজনীতিক ক্ষেত্রে ধর্মের ভূমিকার গুরুত্বকে অস্বীকার করা
যায়না। এই সমস্ত দেশের রাজনীতিক দলগুলিকে নির্বাচনী সাফল্যের স্বার্থে অনেক সময়
ধর্মীয় বিচার-বিবেচনার ভিত্তিতে নির্বাচকমণ্ডলীর কাছে আবেদন-নিবেদন করতে দেখা যায়।
১.৩) বয়সঃ বয়সের সঙ্গেও রাজনীতিক
অংশগ্রহণের সম্পর্ক পরিলক্ষিত হয়। ভোট দেওয়া ও অন্যান্য ধরনের রাজনীতিক
ক্রিয়াকলাপের সঙ্গে বয়সের তারতম্যের তাৎপর্যপূর্ণ প্রভাব-প্রতিক্রিয়া পরিলক্ষিত
হয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজনীতিক কাজকর্মে অংশগ্রহণের হার ও মাত্রা বৃদ্ধি
পেতে থাকে।
১.৪) নারী-পুরুষঃ নারী-পুরুষের পার্থক্যও
রাজনীতিক অংশগ্রহণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ নির্ধারক হিসাবে প্রতিপন্ন হয়। ভারতের
মত তৃতীয় বিশ্বের দেশগুলিতে মহিলারা অধিকাংশ ক্ষেত্রেই গৃহকর্ম সম্পাদনে ব্যস্ত
থাকেন। তাদের ঘরের চার দেওয়ালের বাইরে যাওয়ার
সুযোগ-সুবিধা নিতান্তই কম। স্বভাবতই বাইরের জগত তথা রাজনীতিক
বিষয়াদি সম্পর্কে মহিলারা অনবহিত।
১.৫) বসবাসঃ একটি অঞ্চল বা একটি
জনসম্প্রদায়ের মধ্যে দীর্ঘকালীন বসবাস রাজনীতিক অংশগ্রহণের ক্ষেত্রে সহায়ক
প্রতিপন্ন হয়। স্থায়ী বাসিন্দারাই রাজনীতিক কার্যকলাপে অধিক সংখ্যায় অংশগ্রহণ
করেন। রাজনীতিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করার ব্যাপারে নবাগতদের সুযোগ-সুবিধা কম।
২) আর্থনীতিক উপাদানসমূহঃ
সমাজস্থ ব্যক্তিবর্গের যে কোন ক্রিয়াকলাপের উপর আর্থনীতিক
উপাদান বা পরিবর্তনীয়সমূহের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব-প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়।
রাজনীতিক অংশগ্রহণকে প্রভাবিত করে এমন দুটি আর্থনীতিক উপাদান এ ক্ষেত্রে বিশেষভাবে
উল্লেখযোগ্য। এই দুটি উপাদান হল-
২.১) আয়ঃ রাজনীতিক কাজকর্মে ব্যক্তির
অংশগ্রহণের উপর ব্যক্তির আয় একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হিসাবে প্রতিপন্ন হয়। অধিক
আয়ের ব্যক্তি রাজনীতিক বিষয়ে অধিক অংশগ্রহণ করে। কারন আয়ের পরিমাণ অধিক হলে অধিক অবকাশ পাওয়া যায়। অধিক আয়যুক্ত ব্যক্তিবর্গের
উদ্বেগ ও দুর্ভাবনা কম। এদের রাজনীতিক সংযোগ সাধন ও অন্যান্য রাজনীতিক কাজকর্মে
অংশগ্রহণের সুযোগ-সুবিধাও অধিক।
২.২) পেশাঃ উচ্চ পেশায় আসীন ব্যক্তিবর্গের
মধ্যে রাজনীতিক বিষয়াদিতে অংশগ্রহণের অধিক আগ্রহ পরিলক্ষিত হয়। কারণ উচ্চ বৃত্তির
ব্যক্তিবর্গের শিক্ষাগত যোগ্যতা সাধারণত বিশেষভাবে উন্নত হয়। আবার উচ্চ বৃত্তির
কাজকর্ম সাধারণত জটিল প্রকৃতির এবং প্রযুক্তিগত জটিলতাযুক্ত হয়। এ ধরনের কাজকর্মে
নিযুক্ত ব্যক্তিবর্গের বৌদ্ধিক শক্তি-সামর্থ্যবিশেষভাবে বৃদ্ধি পায়। দুনিয়ার
রাজনীতিক বিষয়াদি সম্পর্কে এই সমস্ত ব্যক্তি অধিকতর অবহিত। স্বভাবতই তাদের মধ্যে
রাজনীতিক কাজকর্মে অংশগ্রহণের আগ্রহ অধিক থাকে।
৩) রাজনীতিক উপাদানসমূহঃ
রাজনীতিক পরিবর্তনীয়সমূহ রাজনীতিক ক্রিয়াকলাপে ব্যক্তি-মানুষের অংশগ্রহণকে প্রভাবিত করে। রাজনীতিক অংশগ্রহণের নির্ধারক হিসাবে রাজনীতিক প্রচার, রাজনীতিক দল, রাজনীতিক পরিস্থিতি প্রভৃতি পর্যালোচনা করা প্রয়োজন।
স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস
স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209
এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়
৩.১) রাজনীতিক প্রচারঃ রাজনীতিক
কাজকর্মে অংশগ্রহণের বিষয়টি রাজনীতিক প্রচারের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়।
রাজনীতিক প্রচারের প্রভাব রাজনীতি- উদাসীন ব্যক্তিবর্গের উপরও পড়ে। রাজনীতিক
ক্রিয়াকলাপে অনাগ্রহী ব্যক্তিদেরও প্রচারের দ্বারা প্রভাবিত হতে দেখা যায়। মানুষও
রাজনীতিক নেতাদের বক্তৃতা শোনার জন্য রাজনীতিক সভা-সমিতিতে যোগ দেন।
৩.২) রাজনীতিক দলঃ রাজনীতিক দল জনগণকে রাজনীতিক
বিষয়ে আগ্রহী করে তোলে। রাজনীতিক দল জনসাধারণের সমক্ষে সমকালীন রাজনীতিক
সমস্যাসমূহ তুলে ধরে এবং সংশ্লিষ্ট সমস্যাদির সমাধানের ব্যাপারে দলীয় দৃষ্টিভঙ্গি
সম্পর্কে মানুষকে অবহিত করে। বস্তুত রাজনীতিক দল জনগণকে রাজনীতিক ক্ষেত্রে শিক্ষিত
করে; মানুষের রাজনীতিক চেতনাকে বিকশিত করে।
দেশবাসীর অভাব- অভিযোগ-অভিপ্রায় সম্পর্কে সরকারকে অবহিত করার ব্যাপারে রাজনীতিক দল
গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে কাজ করে।
৩.৩) রাজনীতিক পরিমণ্ডলঃ রাজনীতিক
কাজকর্মে জনসাধারণের অংশগ্রহণের আগ্রহ অনেকাংশে সমকালীন রাজনীতিক
পরিস্থিতি-পরিমণ্ডলের উপর নির্ভরশীল। দেশে ক্ষমতা দখলের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা
যদি উন্মুক্ত হয় এবং এই প্রতিদ্বন্দ্বিতা যদি স্বীকৃত ও প্রচলিত নিয়ম-নীতির
ভিত্তিতে পরিচালিত হয়, তা হলে রাজনীতিক
কাজকর্মে জনসাধারণের অংশগ্রহণের হার অধিক হওয়ার সুযোগ ও সম্ভাবনা থাকে। নির্বাচনী
নিয়মকানুন ও অন্যান্য ক্ষেত্রে রাজনীতিক অংশগ্রহণের উপায়-পদ্ধতি সহজ-সরল প্রকৃতির
হলে মানুষ অধিক সংখ্যায় অংশগ্রহণ করবে এটাই স্বাভাবিক।
৪) মনস্তাত্ত্বিক উপাদানসমূহঃ
মনস্তাত্ত্বিক প্রয়োজন পূরণের আকাঙক্ষা ব্যক্তিকে রাজনীতিক
অংশগ্রহণে অনুপ্রাণিত করে। এই কারণে রাজনীতিক সমাজবিজ্ঞানীরা রাজনীতিক অংশগ্রহণের
নির্ধারক সম্পর্কে আলোচনার প্রাক্কালে মনস্তাত্ত্বিক উপাদানসমূহের উপর জোর দেন। এ
প্রসঙ্গে কতকগুলি বিষয়ের আলোচনা আবশ্যক।
৪.১) ক্ষমতার আকাঙ্ক্ষাঃ ক্ষমতার
আকাক্ষা রাজনীতিক অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারক হিসাবে প্রতিপন্ন হয়।
মানুষ মাত্রই মনস্তাত্ত্বিক ভাবে ক্ষমতাকামী। সকলে সব সময় নিজেকে ক্ষমতাবান হিসাবে
বিবেচনা করতে ভালবাসে। এই ক্ষমতাকামিতাই মানুষকে রাজনীতিক কাজকর্মে অংশগ্রহণের
ব্যাপারে অনুপ্রাণিত করে।
৪.২) রাজনীতিক পরিবেশঃ যে রাজনীতিক পরিবেশের মধ্যে মানুষ বসবাস করে সেই পরিবেশ
সম্পর্কে সে সম্যকভাবে অবহিত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে। এই আকাঙ্ক্ষা পরিতৃপ্তির জন্য মানুষ সচেতনভাবেই রাজনীতিক অংশগ্রহণের সামিল হয়। আবার যার
মধ্যে এই আগ্রহ অনুপস্থিত সে রাজনীতিক কাজকর্মে অংশগ্রহণের ব্যাপারে অনাগ্রহী হয়ে
পড়ে।
৪.৩) নিসঙ্গতাঃ মানুষ নিসঙ্গতা দূর করতে চায় এবং অপরের সঙ্গ লাভ করতে চায়। রাজনীতিক অংশগ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিমানুষের এই মনস্তাত্ত্বিক চাহিদার পরিতৃপ্তি ঘটে। মানুষ নিসঙ্গতা থেকে মুক্তি লাভের বাসনায় রাজনীতিক কাজকর্মে অংশগ্রহণ করে এবং এইভাবে অন্যান্য ব্যক্তির সঙ্গ লাভ করে।
এই পেপারের ওপর অন্যান্য নোটস
প্রথম অধ্যায়
প্রশ্ন-১; বিষয় হিসাবে রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। ১০ (২০১৯)
প্রশ্ন-২; রাজনৈতিক সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। ১০ (২০২২)
প্রশ্ন-৩; রাজনৈতিক সমাজতত্ত্বের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫ (২০২২)
স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস
স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209
এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়
দ্বিতীয় অধ্যায়
প্রশ্ন-১; রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি ব্যাখ্যা করো। ৫(২০১৯)
প্রশ্ন-২; রাজনীতিক সামাজিকীকরণ কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।
প্রশ্ন-২; রাজনৈতিক সামাজিকীকরনের বিভিন্ন উপাদানগুলির ভূমিকা আলোচনা করো।
প্রশ্ন-৩; রাজনৈতিক সামাজিকীকরনের মাধ্যম হিসাবে পরিবার ও বন্ধু গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। ১০(২০২২)
তৃতীয় অধ্যায়
প্রশ্ন-১; রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে? এর মুল উপাদান বা নির্ধারকগুলী আলোচনা করো।
চতুর্থ অধ্যায়
প্রশ্ন-১; ক্ষমতা কাকে বলে? এর মুল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
প্রশ্ন-২; কর্তৃত্ব-এর ধারণাটির সংজ্ঞা দাও। কর্তৃত্বের প্রধান ধরনগুলির উল্লেখ করো। ৫(২০১৯)
প্রশ্ন-৩; উদাহরণ সহযোগে আইনগত-যৌক্তিক কর্তৃত্বের ধারণা ব্যাখ্যা করো। ৫(২০২২)
প্রশ্ন-৪; কর্তৃত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
প্রশ্ন-৫; ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য লেখ।
স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস
স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209
এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়
পঞ্চম অধ্যায়
প্রশ্ন-১; নারীবাদ বলতে কী বোঝ? নারীবাদের যেকোন দুটি গুরুত্বপূর্ণ গোষ্ঠীর নাম লেখ। ৫(২০১৯)
প্রশ্ন-২; নারীবাদের বিভিন্ন ঘরানার উপর একটি টিকা লেখ। ১০(২০২২)
প্রশ্ন-২; নারীবাদের উদারনৈতিক দৃষ্টিভঙ্গিটির বৈশিষ্টগুলি বিশ্লেষণ করো। যেকোন একজন মার্কসবাদী নারীবাদী চিন্তকের নাম করো। ১০(২০১৯)
প্রশ্ন-৩; পরিবেশবাদী নারীবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)
ষষ্ঠ অধ্যায়
প্রশ্ন-১; ভারতে পরিবেশ আন্দোলন সমূহের প্রধান প্রধান বৈশিষ্ট্য বিবৃত করো। ভারতের যেকোন দুজন গুরুত্ব পূর্ণ পরিবেশবাদীর নাম উল্লেখ করো। ১০(২০১৯)
অথবা
ভারতের পরিবেশ আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ১০(২০২২)
প্রশ্ন-২; ভারতের গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো।
সপ্তম অধ্যায়
প্রশ্ন-১; ধর্মের সামাজিক ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)
প্রশ্ন-২; ভারতে সেক্যুলারিজম-এর ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। ৫(২০১৯)
অথবা
ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণার উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫(২০২২)
স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস
স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস
পেতে চাইলে
সরাসরি WhatsApp করো
8101736209
এই নম্বরে
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়
অষ্টম অধ্যায়
প্রশ্ন-১; রাষ্ট্র -র ধারনাটি তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে ? রাষ্ট্র ও সিভিল সোসাইটি-র আন্তঃসম্পর্ক নিয়ে আলোচিত হয়েছে এমন যেকোন একটি গ্রন্থের নাম লেখো। ৫(২০১৯)
প্রশ্ন-২; সিভিল সোসাইটির সংজ্ঞা দাও। এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।
প্রশ্ন-২; রাষ্ট্র ও সিভিল সোসাইটির মধ্যকার আন্তঃসম্পর্কটি ব্যাখ্যা করো। Civil Society: History and Possibilities গ্রন্থটি কারা সম্পাদনা করেন? ১০(২০১৯)
0 মন্তব্যসমূহ