আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি

Ad Code

আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি

 

The University of Burdwan

B.A.  4th Semester
Political Science (Honours)
CC-8; International Relations

প্রথম অধ্যায়

প্রশ্ন-১; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তার নাম উল্লেখ করো। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধির ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখ।-১+৪ (২০১৯)
উত্তরঃ

·       আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তা হলেন- কনডোরিট, উড্রো উইলসন, বাটার ফিল্ড, বাট্রান্ড রাসেল প্রমূখ।

আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি বা পরিধিঃ

আন্তর্জাতিক সম্পর্ক অন্যান্য বিষয়ের তুলনায় যথেষ্ঠ নবীন। এর সংশোধন ও প্রসারণের কাজ আজও চলছে। ফলে এর পরিধি বা আলোচ্য বিষয় নির্ধারন করা যথেষ্ঠ কঠিন কাজ। ১৯৪৭ সালে পররাষ্ট্র সম্পর্ক সংক্রান্ত কাউন্সিলের রিপোর্টে গ্রেসন কার্ক সর্বপ্রথম স্পষ্টভাবে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার পরিধি স্থির করেন। পরবর্তীকালে আরও নানা লেখক আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়ের সংখ্যা বাড়িয়ে তার পরিধিকে আরও প্রসারিত করার চেষ্টা করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আমরা আন্তর্জাতিক সম্পর্কের নিম্নলিখিত প্রকৃতি বা পরিধির কথা উল্লেখ করতে পারি। যেমন-

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 
 পেতে চাইলে
সরাসরি WhatsApp  করো 

8101736209

এই নম্বরে 
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

১) আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কঃ

একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির সাথে অন্যরাষ্ট্রের নীতি অঙ্গা-অঙ্গিভাবে জড়িত। কারন একটি রাষ্ট্র আন্তর্জাতিক স্তরে কী অবস্থান নেবে, অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে তা অনেকটাই নির্ভর করে আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রগুলি কি ভূমিকা পালন করছে তার ওপর। সুতরং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় অন্যতম বিষয়।

২) নিরস্ত্রীকরণঃ

পারমাণবিক অস্ত্রসহ  যেকোন অস্ত্র প্রতিযোগিতা বিশ্বের কাছে এক ভয়াবহ আতঙ্ক। কিন্তু বিশ্বের প্রায় প্রতিটি দেশ নিজেকে সামারিক খাতে শক্তিশালী করে গড়ে তোলার জন্য অস্ত্রের ভান্ডার ক্রমশ বাড়িয়েই চলেছে। এজন্য নিরস্ত্রীকরণ বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কে একটি অতি আবশ্যক আলোচ্য বিষয়।

৩) আন্তর্জাতিক সংগঠনঃ

আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুর মধ্যে আন্তর্জাতিক সংগঠন বিশেষ গুরুত্বপূর্ণ। সামাজিক, অর্থনৈতিক, নিরাপত্তা, বাণিজ্য প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে এইসব আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠতে দেখা যায়।

৪) ঠান্ডা লড়াইঃ

দ্বিতীয় বিশবযুদ্ধত্তর কালে আন্তর্জাতিক সম্পর্কে ঠান্ডা লড়াই হল গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিপতি রাষ্ট্রগুলির জোট এবং সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির জোট এই লড়াইয়ে জড়িয়ে পড়ে।

৫) জোট নিরপেক্ষ রাজনীতিঃ

জোটনিরপেক্ষ রাজনীতি হল মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিপতি রাষ্ট্রগুলির জোট এবং সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির জোট থেকে সমদূরত্ব বজায় রেখে স্বাধীনভাবে বিদেশনীতি নির্ধারন করা। ভারতের নেতৃত্বে মূলত তৃতীয় বিশ্বের দেশগুলি এই আন্দোলনের সাথে যুক্ত হয়। ফলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক সম্পর্কে জোটনিরপেক্ষ রাজনীতির গুরুত্ব বৃদ্ধি পায় এবং তা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার অন্যতম বিষয়ে অন্তর্ভুক্ত হয়।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 
 পেতে চাইলে
সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

৬) সন্ত্রাসবাদঃ

বর্তমানে সন্ত্রাসবাদ বিশেষ কোন দেশের জাতীয় সমস্যা নয়। সেই কারণে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় সন্ত্রাসবাদ অন্তর্ভুক্ত হয়েছে। সন্ত্রাসবাদ জাতি- রাষ্ট্রের সীমানা লঙ্ঘন করে বিশ্বে বহু মানবসম্পদ ও স্থাপত্যের ধ্বংসলীলাকে উন্মত্ত করে তুলেছে।

৭) তৃতীয় বিশ্বঃ

সাধারণ ও অভিন্ন স্বার্থ শুধু তৃতীয় বিশ্বকে নির্জোট আন্দোলনেরই সামিল করেনি, তাকে আজ আন্তর্জাতিক রাজনীতিতে এক প্রভাবশালী শক্তি হিসাবে স্বীকৃতি লাভের সুযোগ করে দিয়েছে। এক কথায়, তৃতীয় বিশ্বকে উপেক্ষা করে বিশ্বরাজনীতি এখন আর এক কদমও এগোতে পারেনা। ফলত তৃতীয় বিশ্ব আজ আন্তর্জাতিক সম্পর্কের এক আবশ্যিক আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

৮) বিশ্বায়নঃ

ঠান্ডা লড়াইয়ের অবসানে পৃথিবী এখন যে ধারণার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তা হল

বিশ্বায়ন। আপাতদৃষ্টিতে রাষ্ট্রে রাষ্ট্রে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে সমতা ও ঐক্য আনা বিশ্বায়নের উদ্দেশ্য হলেও কার্যক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির এতে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা সত্ত্বেও বিশ্বায়নের প্রভাবকে কেউই অস্বীকার করতে পারেনা। স্বভাবতই বিশ্বায়ন আজকের আন্তর্জাতিক সম্পর্ক চর্চার এক মুখ্য বিষইয়ে পরিণত হয়েছে।

৯) আঞ্চলিকতাবাদঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আঞ্চলিকতাবাদ প্রধানত সামরিক জোটের মধ্য দিয়েই প্রকট হতে থাকে। কিন্তু আজকের দুনিয়ায় সামরিক জোটের প্রাধান্য আর নেই। তার জায়গায় স্থান নিয়েছে নতুন ধরনের জোট। এই জোটই হল আঞ্চলিকতাবাদ। ফলে আঞ্চলিকতাবাদ এবং জোটবদ্ধতা এক নতুন মাত্রা লাভ করেছে এবং আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় স্থান করে নিয়েছে।

১০) নয়া উপনিবেশবাদঃ

আধুনিককালে সাবেকি সাম্রাজ্যবাদী উদ্যোগ আয়োজনের পরিবর্তে নতুন পথে ও নতুনরূপে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা ক্ষেত্রের একটি তাৎপর্যপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে।

মূল্যায়নঃ

পরিশেষে বলা যায় যে, আন্তঃরাষ্ট্রীয় ও মানব প্রকৃতির আলোচনা দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার সূত্রপাত ঘটলেও সময় ও কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে এই শাস্ত্র নিজেকে মানিয়ে নিতে পেরেছে বলে এই শাস্ত্রটি গতিশীল শাস্ত্রে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুকে অভিনবত্ব প্রদান করেছে।

এই পেপারের ওপর অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

প্রশ্ন-১; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তার নাম উল্লেখ করো। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধির ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখ।-১+৪ (২০১৯)

প্রশ্ন-২; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের ব্যাখা দাও।-১০ (২০২২)

প্রশ্ন-৪; আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৫ (২০২২)

প্রশ্ন-৫; আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৬; বাস্তববাদ ও নয়া-বাস্তবাদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 
 পেতে চাইলে
সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 
বিশেষ দ্রষ্টব্য
টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; জাতীয় শক্তি কাকে বলে ? এর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো।

প্রশ্ন-২; জাতীয় শক্তি বা জাতীয় ক্ষমতার মূল উপাদান বা নির্ধারক গুলি কি কি?

প্রশ্ন-৩; জাতীয় শক্তির একটি উপাদান হিসাবে ভূগোলের গুরুত্ব মূল্যায়ন কর। ১০ (২০২২)


তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; শক্তিসাম্য কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের বিভিন্ন কৌশলগুলি অথবা শক্তিসাম্যের বিভিন্ন কৌশলগুলি উল্লেখ করো। ৫(২০ ১৯) ১০(২০২২)

প্রশ্ন-৩; যৌথ নিরাপত্তা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; শক্তিসাম্য ও যৌথ নিরাপত্তার মধ্যে সম্পর্ক আলোচনা করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১; দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডযুদ্ধের উদ্ভব এবং সমাপ্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

অথবা

ঠান্ডা যুদ্ধের উদ্ভব ও সমাপ্তির কারণগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।

অথবা

ঠান্ডার যুদ্ধের উদ্ভব ও বিবর্তন আলোচনা করো।


পঞ্চম অধ্যায়

প্রশ্ন-১; বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

অথবা

বিশ্বায়নের উপাদানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; বিশ্বায়ন কী? বিশ্বায়নের রাজনৈতিক, সংস্কৃতিক এবং প্রযুক্তিগত মাত্রা বা দিকগুলি সমালোচনা সহ বিশ্লেষণ করো। ১০ (২০১৯)

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের ওপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে লেখ। ৫ (২০২২)

অথবা

বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; মানবাধিকারের অর্থ ও প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।

প্রশ্ন-৫; মানবাধিকারের আন্তর্জাতিক বিল কী? দক্ষিন-পূর্ব এশিয়ার বিশেষ উল্লেখসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ওপর একটি টিকা লেখ। ১০ (২০১৯)

প্রশ্ন-৪) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কাকে বলে? সন্ত্রাসবাদের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মানব সভ্যতার কাছে একটি বড় ঝুঁকি- ব্যাখ্যা করো। ১০ (২০১৯)

অথবা

আন্তর্জাতিক সম্পর্কে সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো।

প্রশ্ন-৪; রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে তুমি কী বোঝ? কীভাবে ইহা আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে লেখ। ১০ (২০ ২২)

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

ষষ্ঠ অধ্যায়

প্রশ্ন-১; NPT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; CTBT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-৩; পারমাণবিক অস্ত্রনিয়ন্ত্রণ প্রসঙ্গে N.P.T. এবং C.T.B.T. এর পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; NSG সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)

সপ্তম অধ্যায়

প্রশ্ন-১; বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি কাকে বলে? এর মুল উদ্দেশ্যগুলি কী কী?

প্রশ্ন-২; বিদেশনীতির মুল নির্ধারকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; কূটনীতি কাকে বলে? কূটনীতির মূল উদ্দেশ্য বা কার্যাবলীগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৫; সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় কূটনীতির বিভিন্ন ধরনগুলি বিবৃত কর। ৫(২০১৯)

অথবা

কূটনীতির বিভিন্ন প্রকারভেদ্গুলি আলোচনা করো।

প্রশ্ন-৬; বিদেশনীতি ও কূটনীতির মধ্যে তুমি কিভাবে তফাৎ (সম্পর্ক) করবে। ৫(২০২২)

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

অষ্টম অধ্যায়

প্রশ্ন-১; ভারতের বিদেশনীতির  মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ভারতের বিদেশনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো।


Main Menu



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code