বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের অধিকার সমূহঃ rights of physically challenged people

Ad Code

বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের অধিকার সমূহঃ rights of physically challenged people

 

The University of Burdwan

B.A. 6th Semester

Political Science (Honours)

CC-14; Contemporary issues in India

পঞ্চম অধ্যায়
বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের অধিকার সমূহ

 প্রশ্ন-১; ভারতে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিবর্গ এর বিভিন্ন অধিকারগুলি কিভাবে সুরক্ষিত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। (৫/২০, ৫/২১)

উত্তরঃ 

 ভারতে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের জন্য সুবিধাসমূহঃ

২০১১ সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যার প্রায় ২.২১ শতাংশ বিশেষভাবে সক্ষম। বৃহৎ সংখ্যার এই মানুষদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তাঁদের অধিকারগুলি সুরক্ষিত করা হয়েছে। নীচে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের জন্য প্রচলিত এইসব সুযোগ-সুবিধা আলোচনা করা হল।  

১) ভ্রমনে বিশেষ ছাড়ঃ

রেল, বিমান ও বাস ভ্রমনে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে। এক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিরা প্রথম শ্রেনী, স্লিপার, এসি চেয়ার এবং দ্বিতীয় শ্রেণিতে 75% পর্যন্ত ছাড় পেতে পারে। ভারতীয় বিমান সংস্থা সমস্ত অভ্যন্তরীণ বিমানের জন্য একক ভ্রমণে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের জন্য 50% ছাড়ের অনুমতি দেয়। এছাড়া বাসে ভ্রমনের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

২) শিক্ষাঃ

মাধ্যমিক পরবর্তী স্তরে বা পেশাগত ক্ষেত্রে এক বছরের বেশি সময়ের পাঠক্রমে পাঠরত বিশেষভাবে সক্ষম ছাত্র- ছাত্রীদের জন্য জাতীয় বৃত্তির ব্যবস্থা রয়েছে। অটিজম, সেরিব্রাল পলসির মতো রোগে আক্রান্ত, বহুবিধ প্রতিবন্ধকতায় ভুগতে থাকা এবং মানসিক ভারসাম্যহীন ছাত্র-ছাত্রীরা নবম শ্রেণি থেকেই বৃত্তি পেতে পারে। এজন্য প্রতিবন্ধকতার হার ৪০ শতাংশের বেশি এবং পারিবারিক মাসিক আয় ১৫ হাজার টাকার মধ্যে হতে হবে।

৩) স্বনির্ভর প্রকল্পঃ

বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের স্বনির্ভর করে তুলতে জাতীয় প্রতিবন্ধী অর্থ ও উন্নয়ন নিগম ঋণ দেয়। ছোটো ব্যবসা স্থাপন, উচ্চশিক্ষা, পেশাগত শিক্ষা, প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম নির্মাণ, কৃষিকাজ—সব কিছুর জন্যই ঋণ মেলে। এই প্রকল্পের আওতায় মানসিক ভারসাম্যহীন এবং সেরিব্রাল পলসি ও অটিজমে আক্রান্তদের স্বনিযুক্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

৪) ব্যাঙ্ক ঋণঃ

অনাথ আশ্রম, মহিলাদের হোম ও প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক' প্রকল্পের আওতায় ভিন্নভাবে সক্ষম এবং তাদের জন্য কাজ করেন এমন সংস্থাকে কম সুদে ঋণ দেওয়া হয়। সুদের হার মাত্র চার শতাংশ। ভিন্নভাবে সক্ষমরা ছোটো ব্যবসা স্থাপনের জন্য ঋণ নিলে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ওপর সুদে ০.৫ শতাংশ ছাড় দেওয়া হয়

৫) ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনসন প্রকল্পঃ

এটি গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনে জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অঙ্গ হিসাবে ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি চালু হয়। এর আওতায় দারিদ্র্যসীমার নিচে রয়েছেন এমন বহুমুখী প্রতিবন্ধকতাসম্পন্ন, ১৭ থেকে ৭৯ বছর বয়ঃসীমায় থাকা ব্যক্তিদের প্রতি মাসে ৩০০ টাকা করে দেওয়া হয়।

৬) কর ছাড়ঃ

ভিন্নভাবে সক্ষমদের বৃত্তি কর দিতে হয় না। আয়কর আইনের ৪OU ধারায় তাদের করছাড়ের সংস্থান রয়েছে। 80DD ধারায় ভিন্নভাবে সক্ষমদের আইনি অভিভাবকরা করছাড়ের সুবিধা পান। করছাড়ের পরিমাণ নির্ভর করে প্রতিবন্ধকতার মাত্রার ওপর।

৭) কর্মসংস্থানঃ

সরকারি, সরকার অধিগৃহীত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ভিন্নভাবে সক্ষমদের জন্য A, B, C ও গ্রুপ D স্তরে ৫ শতাংশ পদ সংরক্ষিত। সরকারি চাকরির পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমায় ভিন্নভাবে সক্ষমদের দশ বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়। তাদের আবেদন ও পরীক্ষা সংক্রান্ত কোনও মাশুল দিতে হয়না। ভিন্নভাবে সক্ষম মানুষজনের সামর্থ্য অনুযায়ী সরকার তাদের জন্য বিভিন্ন দপ্তর ও বিভাগে পদ সংরক্ষণ করে রাখে।

৮) প্রযুক্তি উন্নয়ন প্রকল্পঃ

আধুনিক প্রযুক্তির যথাযত প্রয়োগ ঘটিয়ে ভিন্নভাবে সক্ষমদের কাছে ব্যয়সাশ্রয়ী উপকরণ ও সরঞ্জাম পৌঁছে দেওয়া, তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সমাজের মূলস্রোতে আরও বেশি করে তাদের সামিল করার লক্ষ্যে এই প্রকল্পটি চালু হয়েছিল ১৯৯০-৯১ সালে। এই প্রকল্পের আওতায় ভিন্নভাবে সক্ষমদের জন্য উপকরণ ও সরঞ্জাম নির্মাণের বিভিন্ন গবেষণামূলক প্রকল্পকে চিহ্নিত করে অর্থ সাহায্য করা হয়

৯) কর্মস্থলে দুর্ঘটনায় বিকলাঙ্গ হয়ে পড়লে প্রাপ্ত সুযোগসুবিধাঃ

কর্মস্থলে কাজের সময়ে দুর্ঘটনায় কোনও কর্মীর মৃত্যু হলে, বা তিনি বিকলাঙ্গ হয়ে পড়লে, নিয়োগকর্তা ওই কর্মীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে আইনত বাধ্য। পেশাগত কারণে কোনও কর্মী অসুস্থ হয়ে পড়লে তিনিও একই নিয়মের আওতায় আসবেন এবং নিয়োগকর্তাকে সেক্ষেত্রেও অর্থ সাহায্য করতে হবে।

১০) বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়নে জাতীয় পুরস্কার প্রকল্পঃ

কৃতী বিশেষভাবে সক্ষমদের স্বীকৃতি দিতে এবং তাদের নিদর্শন তুলে ধরে অন্যদের অনুপ্রাণিত করতে অসাধারণ কর্মী, অসাধারণ নিয়োগকর্তা, শ্রেষ্ঠনিযুক্তি সংস্থা/আধিকারিক, অসাধারণ ব্যক্তি, অসাধারণ প্রতিষ্ঠান, অসাধারণ সৃজনশীল ব্যক্তি, অসাধারণ প্রযুক্তিগত উদ্ভাবন এবং তার ব্যয়সাশ্রয়ী ব্যবহার প্রভৃতি বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়।

অধ্যায় ভিত্তিক ও পুরনো প্রশ্নভিত্তিক 
নোটস।

প্রথম অধ্যায়

১) জাত বলতে তুমি কী বোঝো? ( ৫/২১, ৫/২২)

২) ভারতে জাত ব্যবস্থার যেকোন পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো। (৫/২০)

৩) ভারতীয় রাজনীতিতে জাত ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। (১০/২০, ১০/২২)

দ্বিতীয় অধ্যায়

১) ভারতে নারীদের বিরুদ্ধে হিংসার কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫(২০২০), ৫(২০২২)

২) ভারতে মহিলাদের দৈহিক নির্যাতনের বিভিন্ন ধরন আলোচনা করো। ১০(২০২১)

৩) ভারতে নারীর বিরুদ্ধে হিংসা বন্ধ করার উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থাসমূহ সম্পর্কে একটি টিকা লেখ। ১০(২০২০) ৫(২০২১) ৫(২০২২)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

তৃতীয় অধ্যায়

১) ধর্মনিরপেক্ষতা কাকে বলে? ভারতে ধর্ম নিরপেক্ষতার প্রকৃতি আলোচনা করো।

২) ভারতে ধর্মনিরপেক্ষতার মূল প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত কর। (৫/২০)

৩)ভারতে সাম্প্রদায়িকতার মূল কারণগুলি আলোচনা করো। (১০/২০, ১০/২১, ১০/২২)

চতুর্থ অধ্যায়

১) ভারতে দারিদ্রের বিভিন্ন কারন সমূহ বর্ণনা করো। (৫/২০, ১০/২১)

২) ভারতে দারিদ্র দূরিকরনের উদ্দেশ্যে গৃহীত নীতি ও কর্মসূচীগুলি আলোচনা করো। (১০/২১, ১০/২২)

৩) দারিদ্রতা কাকে বলে? দারিদ্রতা কত প্রকার ও কি কি?

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

পঞ্চম অধ্যায়

১) ভারতে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিবর্গ এর বিভিন্ন অধিকারগুলি কিভাবে সুরক্ষিত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। (৫/২০, ৫/২১)

২) বিশেষভাবে সক্ষম ব্যাক্তিবর্গ বলতে তুমি কি বোঝ। (৫/২১)

ষষ্ঠ অধ্যায়

১) সংরক্ষণমূলক বৈষম্য বলতে কি বোঝায়? (৫/২০, ৫/২১)

২) অনগ্রসরতা বলতে তুমি কি বোঝ? (৫/২০, ৫/২১)

৩) ভারতীয় সংবিধানে তপসিলি জাতি ও উপজাতিদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থা সমূহ সম্পর্কে একটি টিকা লেখ। (১০/২০, ১০/২১, ১০/২২)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

 সপ্তম অধ্যায়

১) দুর্যোগ ঝুকি হ্রাস সম্পর্কে একটি টিকা লেখ। (৫/২১)

২) ভারতে দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিভিন্ন পদক্ষেপগুলি আলোচনা করো। (১০/২১)


স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code