তপসিলি জাতি ও উপজাতিদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থা সমূহ

Ad Code

তপসিলি জাতি ও উপজাতিদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থা সমূহ

 

The University of Burdwan

B.A. 6th Semester

Political Science (Honours)

CC-14; Contemporary issues in India

ষষ্ঠ অধ্যায়

সামাজিক অনগ্রসরতা ও বৈষম্য

প্রশ্ন-৩; ভারতীয় সংবিধানে তপসিলি জাতি ও উপজাতিদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থা সমূহ সম্পর্কে একটি টিকা লেখ। (১০/২০, ১০/২১, ১০/২২)
উত্তরঃ

ভারতীয় সংবিধানে তপসিলি জাতি ও উপজাতিদের জন্য গৃহীত ব্যবস্থাসমূহঃ

সংবিধান রচিত হওয়ার  পূর্বে যে সম্প্রদায়ের মানুষদের অস্পৃশ্য বলে মনে করা হত এবং যারা দীর্ঘ সময় ধরে সামাজিক ও ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হয়ে এসেছে , সংবিধানে এইসব মানুষদেরই  তপশিলি  জাতি ও উপজাতি নামে অভিহিত করা হয়। নীচে ভারতীয় সংবিধানে তপসিলি জাতি ও উপজাতিদের জন্য গৃহীত ব্যবস্থাসমূহ আলোচনা করা হল- 

১) আইনসভায় আসন সংরক্ষণঃ

        ভারতীয় সংবিধানে তফসিলী জাতি ও উপজাতিদের জন্য লোকসভায় এবং রাজ্য বিধানসভাগুলিতে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে (ধারা ৩৩০ এবং ৩৩২)। সংবিধানের ৭৩-তম সংশোধনী আইন অনুসারে তফসিলী জাতি ও উপজাতিদের জন্য জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণের এই ব্যবস্থা করা হয়েছে। এই শ্রেণীর ব্যক্তিগণ সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ আসনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বর্তমান লোকসভায় তফসিলী জাতির জন্য ৭৯টি ও তফসিলী উপজাতিদের জন্য ৪০টি আসন সংরক্ষিত আছে। রাজ্য বিধানসভাগুলিতে সংরক্ষিত আসনের সংখ্যা যথাক্রমে ৫৫৭ এবং ৩০৩।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

২) সরকারী চাকরিতে সংরক্ষণঃ

তফসিলী জাতি ও উপজাতিদের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারী চাকরি বা পদ সংরক্ষণের ব্যবস্থা আছে। তবে শাসনকার্য পরিচালনায় দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারী চাকরিতে এরকম সংরক্ষণমূলক নিয়োগের ব্যবস্থা করতে হবে (৩৩৫ ধারা)। অর্থাৎ এই সংরক্ষণ ব্যবস্থা শর্তহীন নয়, শর্তসাপেক্ষ। সংবিধানে ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য চাকরি সংরক্ষণের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু তফসিলী জাতি ও উপজাতীয়দের জন্য কি পরিমাণ চাকরি সংরক্ষিত থাকবে এবং সংরক্ষণের মেয়াদও নির্দিষ্ট করে দেওয়া হয় নি।

৩) শিক্ষায়তনে আসন সংরক্ষণঃ

রাষ্ট্র তফসিলী জাতি ও উপজাতি এবং সামাজিক ও শিক্ষাগত দিক থেকে অনুন্নত শ্রেণীর জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে (১৫ (৪) ধারা]। শিক্ষায়তনে ভর্তির ক্ষেত্রে এই রকম বিশেষ ব্যবস্থা থাকতে পারে [২৯ (খ) ধারা]। এই শ্রেণীর ব্যক্তিদের জন্য কোন কোন রাজ্যে শিক্ষায়তনে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। তবে কেবল সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই এই সংরক্ষণ নীতি প্রযোজ্য।

৪) বিশেষ অফিসার নিয়োগঃ

তফসিলী জাতি ও উপজাতির জন্য একজন বিশেষ অফিসার  নিয়োগের ব্যবস্থা আছে (৩৩৮ ধারা)। রাষ্ট্রপতি এই অফিসারকে নিযুক্ত করেন। প্রথম ১৯৫৫ সালে এই বিশেষ অফিসার নিয়োগ করা হয়। এই শ্রেণীর মানুষের জন্য সংবিধানে উল্লিখিত ব্যবস্থাদি সম্পর্কে এই অফিসার অনুসন্ধান করেন এবং এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পেশ করেন। রাষ্ট্রপতি এই রিপোর্ট পার্লামেন্টে পেশ করেন। বর্তমানে এই অফিসারকে তফসিলী জাতি ও উপজাতি সংক্রান্ত কমিশনার বলা হয়। তফসিলী জাতি ও তফসিলী উপজাতি বিষয়ক কমিশনারের দপ্তরকে পুনর্গঠন করা হয়েছে। ১৯৬৭ সালের জুন মাসে এই পুনর্গঠন কার্য সম্পাদন করা হয়।

৫)কমিশন নিয়োগঃ

তফসিলী অঞ্চলের প্রশাসন এবং তফসিলী জাতি ও উপজাতিদের কল্যাণ সম্পর্কে রিপোর্ট প্রদানের জন্য রাষ্ট্রপতি যে-কোন সময় একটি তথ্যানুসন্ধান কমিশন নিয়োগ করতে পারেন। তা ছাড়া এই শ্রেণীর ব্যক্তিদের সামাজিক ও শিক্ষা বিষয়ে অবস্থা ও অসুবিধাগুলির অনুসন্ধান এবং অসুবিধাগুলি দূর করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সুপারিশ করার জন্য রাষ্ট্রপতি আর একটি কমিশন নিয়োগ করতে পারেন (৩৪০ ধারা)।

৬) কল্যাণমূলক পরিকল্পনাঃ

তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের কল্যাণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর করার জন্য কেন্দ্রীয় সরকার যে-কোন রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিশেষ অনুদানের ব্যবস্থা করতে পারে (২৭৫ ধারা)। রাজ্য সরকারগুলি তফসিলী উপজাতিসমূহের উন্নয়নের স্বার্থে যে সমস্ত পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের ক্ষেত্রে এবং তফসিলী সম্প্রদায় অধ্যুষিত অঞ্চলগুলির প্রশাসনিক উন্নয়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্যের ব্যবস্থা করে।

৭) উপজাতি কল্যাণ দপ্তরঃ

আবার সংবিধানের নির্দেশ অনুসারে বিহার, মধ্যপ্রদেশ ও উড়িষ্যা রাজ্যে তফসিলী উপজাতিদের কল্যাণের জন্য একজন করে মন্ত্রী থাকবেন [১৬৪ (১) ধারা]। তফসিলী জাতি ও অন্যান্য অনুন্নত শ্রেণীর কল্যাণের ব্যাপারেও এই মন্ত্রী তদারকি করেন। বর্তমানে প্রায় সকল রাজ্যেই তফসিলী জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর কল্যাণের জন্য পৃথক দপ্তর আছে।

৮) বিশেষ আদালতঃ

তফসিলী সম্প্রদায় ও সংখ্যালঘুদের জন্য বিশেষ আদালত গঠনের ব্যাপারে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে ১৯৮৯ সালে একটি বিল পাস হয়। এই আইনের ভিত্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপের আমলে ১৯৯০ সালের ১৫ই ফেব্রুয়ারির মধ্যে জেলায় জেলায় এই বিশেষ আদালত গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়।


অধ্যায় ভিত্তিক ও পুরনো প্রশ্নভিত্তিক 
নোটস।

প্রথম অধ্যায়

১) জাত বলতে তুমি কী বোঝো? ( ৫/২১, ৫/২২)

২) ভারতে জাত ব্যবস্থার যেকোন পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো। (৫/২০)

৩) ভারতীয় রাজনীতিতে জাত ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। (১০/২০, ১০/২২)

দ্বিতীয় অধ্যায়

১) ভারতে নারীদের বিরুদ্ধে হিংসার কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫(২০২০), ৫(২০২২)

২) ভারতে মহিলাদের দৈহিক নির্যাতনের বিভিন্ন ধরন আলোচনা করো। ১০(২০২১)

৩) ভারতে নারীর বিরুদ্ধে হিংসা বন্ধ করার উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থাসমূহ সম্পর্কে একটি টিকা লেখ। ১০(২০২০) ৫(২০২১) ৫(২০২২)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

তৃতীয় অধ্যায়

১) ধর্মনিরপেক্ষতা কাকে বলে? ভারতে ধর্ম নিরপেক্ষতার প্রকৃতি আলোচনা করো।

২) ভারতে ধর্মনিরপেক্ষতার মূল প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত কর। (৫/২০)

৩)ভারতে সাম্প্রদায়িকতার মূল কারণগুলি আলোচনা করো। (১০/২০, ১০/২১, ১০/২২)

চতুর্থ অধ্যায়

১) ভারতে দারিদ্রের বিভিন্ন কারন সমূহ বর্ণনা করো। (৫/২০, ১০/২১)

২) ভারতে দারিদ্র দূরিকরনের উদ্দেশ্যে গৃহীত নীতি ও কর্মসূচীগুলি আলোচনা করো। (১০/২১, ১০/২২)

৩) দারিদ্রতা কাকে বলে? দারিদ্রতা কত প্রকার ও কি কি?

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

পঞ্চম অধ্যায়

১) ভারতে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিবর্গ এর বিভিন্ন অধিকারগুলি কিভাবে সুরক্ষিত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। (৫/২০, ৫/২১)

২) বিশেষভাবে সক্ষম ব্যাক্তিবর্গ বলতে তুমি কি বোঝ। (৫/২১)

ষষ্ঠ অধ্যায়

১) সংরক্ষণমূলক বৈষম্য বলতে কি বোঝায়? (৫/২০, ৫/২১)

২) অনগ্রসরতা বলতে তুমি কি বোঝ? (৫/২০, ৫/২১)

৩) ভারতীয় সংবিধানে তপসিলি জাতি ও উপজাতিদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থা সমূহ সম্পর্কে একটি টিকা লেখ। (১০/২০, ১০/২১, ১০/২২)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

 সপ্তম অধ্যায়

১) দুর্যোগ ঝুকি হ্রাস সম্পর্কে একটি টিকা লেখ। (৫/২১)

২) ভারতে দুর্যোগ ঝুঁকি হ্রাসের বিভিন্ন পদক্ষেপগুলি আলোচনা করো। (১০/২১)


স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code