জেলা শাসক; district magistrate

Ad Code

জেলা শাসক; district magistrate

 

The University of Burdwan

B.A. 3th Semester
Political Science (Honours)
CC-7; Local Government In India

জেলা শাসক

১) জেলা শাসকের পরিবর্তনশীল ভূমিকার আলোচনা করো। ৫ (২০১৮)
অথবা
২) জেলা শাসকের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
অথবা
৩) পশ্চিমবঙ্গের জেলাশাসকের ভূমিকার মূল্যায়ন করো। ইদানীংকালে তার ক্ষমতা বেড়েছে কি না তার উপর মন্তব্য করো। ১০ (২০১৯)
অথবা
৪) জেলাশাসকের রাজস্ব সংক্রান্ত ক্ষমতাগুলি উল্লেখ কর। ৫ (২০২০)

উত্তরঃ

ভূমিকাঃ

পশ্চিমবঙ্গের প্রতিটি বিভাগকে কয়েকটি প্রশাসনিক এলাকায় বিভক্ত করা হয়। এই প্রশাসনিক এলাকাগুলিকে জেলা নামে অভিহিত করা হয়। জেলার প্রধান প্রশাসনিক অধিকর্তা হলেন জেলা শাসক বা ডি এম প্রতিটি জেলায় একজন করে জেলাশাসক থাকে।

নিয়োগঃ

জেলা শাসক জেলা প্রশাসনের প্রধান স্তম্ভ। জেলায় তিনি রাজ্য সরকারের মুখ্য প্রতিনিধি। সর্বভারতীয় প্রশাসনিক কৃত্যকের (IAS) সদস্যদের মধ্যে থেকে সাধারণত জেলা শাসকদের নিয়োগ করা হয়। তবে সময় রাজ্য রাষ্ট্রকৃত্যকের কোনো প্রবীণ সদস্য পদোন্নতির মাধ্যমে এই পদে নিযুক্ত হতে পারেন।

ক্ষমতা ও কার্যাবলীঃ

        জেলার প্রশাসনিক প্রধান হিসাবে জেলা শাসককে বিবিধ ক্ষমতা ও কার্যাবলী সম্পাদন করতে হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলীগুলি হল-

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়


১) প্রশাসনিক কাজঃ

জেলা স্তরে জেলা প্রশাসনের প্রধান হলেন জেলা শাসক। জেলার আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ভারতীয় দণ্ডবিধির কয়েকটি নির্দিষ্ট ধারা প্রয়োগ করার ক্ষমতা তাঁকে দেওয়া হয়েছে। জেলার মধ্যে পুলিশবিভাগের কাজকর্মের তিনি তদারকি করে থাকেন। এ ছাড়া জেলার প্রশাসনিক বিভাগের কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, বদলি ইত্যাদি বিষয়ে তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন। জেলার জনগণের সঙ্গে রাজ্য প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছে।

২) উন্নয়নমূলক কাজঃ

জেলা শাসকের হাতে জেলার উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য সমাজ উন্নয়ন প্রকল্পগুলির রূপায়ণের এবং জাতীয় সম্প্রসারণ পরিকল্পনা ও যাবতীয় সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডের তিনি তত্ত্বাবধান করে থাকেন। এ ছাড়া প্রকৃতিক বিপর্যয় জনিত সমস্যার (যেমন খরা, বন্যা, দুর্ভিক্ষ, মহামারি ইত্যাদি) ক্ষেত্রে ত্রাণ ও পুনর্বাসনের জরুরি কাজকর্ম তিনি পরিচালনা করে থাকেন। উদ্বাস্তু পুনর্বাসনের দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছে।

৩) সমন্বয়মূলক কাজঃ

জেলা শাসককে বিভিন্ন সমন্বয়মূলক কাজ করতে হয়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং স্থানীয় জনগণের সঙ্গে তাঁকে নিয়মিত জনসংযোগ রেখে চলতে হয়। জেলার মধ্যে অবস্থিত রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের, যেমন- পশু পালন, জনস্বাস্থ্য, কৃষি, রাজস্ব ইত্যাদির সমন্বয় সাধনের দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছে। এছাড়া জেলা স্তরের বিভিন্ন ঘটনা সম্পর্কে তিনি বিভাগীয় কমিশনার বা রাজ্য সরকারকে নিয়মিত অবহিত করে থাকেন।

৪) নির্বাচক মূলক কাজঃ

জেলা শাসককে সংশ্লিষ্ট জেলার  বিধানসভা, লোকসভা ও পঞ্চায়েতের নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম পরিচালনা করতে হয়। এজন্য জেলা শাসক নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রয়োজনীয় কর্মী নিয়োগ, তাদের প্রশিক্ষণ দান, নিদিষ্ট দায়িত্ব বন্ঠন প্রভূতি যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকেন।

 

৫) জনসংযোগমূলক কাজঃ

জেলা শাসককে বিভিন্ন জনসংযোগমূলক কাজকর্ম সম্পাদন করতে হয়। যেমন জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসনের সঙ্গে জনগণের সংযোগ রক্ষার দায়িত্ব তাকেই পালন করতে হয়। রাজ্য সরকারের বিভিন্ন বহুমুখী পরিকল্পনাগুলি সম্পর্কে জনগণকে সম্যকভাবে অবহিত করে জেলা প্রশাসন। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জেলা প্রশাসন জনস্বার্থে নিয়োজিত সরকারি উন্নয়নমূলক পরিকল্পনা গুলিতে জনগণের অংশগ্রহণকে সুনিশ্চিত করে।

৬) রাজস্ব বা অর্থ সংক্রান্ত কাজঃ

জেলা শাসক সমগ্র জেলার রাজস্ব বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। ভূমি রাজস্ব সংগ্রহ, বিশেষ কর ও অন্যান্য সরকারি প্রাপ্য আদায়, জমি জায়গা সংক্রান্ত দলিল দস্তাবেজ সংরক্ষণ ও সাধারণ তত্ত্বাবধান, কৃষিকাজের উন্নতির জন্য দুঃস্থ চাষিদের কৃষি ঋণ প্রদান, কৃষি আয়কর এবং সেচ বাবদ খাজনা সংগ্রহ, সরকারি জমির তত্ত্বাবধান, ভূমি সংস্কার আইন বলবৎ করা এবং ভূমি সংস্কারের কর্মসূচি রূপায়ণ, স্ট্যাম্প আইন কার্যকর করা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও সরকারি ত্রাণের বন্দোবস্ত করা ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব জেলা শাসককে পালন করতে হয়।

৭) বিচার সংক্রান্ত কাজঃ

প্রাক্-স্বাধীনতা যুগে জেলাশাসকদের বিচার-বিভাগীয় দায়িত্ব ও ক্ষমতা ছিল। তাঁরা ফৌজদারী মামলার বিচার করতে পারতেন। স্বাধীনতার পর জেলাশাসককে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে জেলা স্তরে স্বতন্ত্র বিচার-কাঠামো গড়ে তোলা হয়েছে। এই বিচার কাঠামোর দায়িত্ব পালনের জন্য পৃথক বিচার-বিভাগীয় ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। বিচার-বিভাগীয় ম্যাজিস্টেটদের উপর জেলাশাসকের কোন নিয়ন্ত্রণ নেই।

মূল্যায়নঃ

জেলার প্রশাসনিক প্রধান হিসাবে জেলাশাসক উপরিউক্ত বিবিধ গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ এবং কার্যাবলী সম্পাদন করলেও বিভিন্ন দিক থেকে তাঁর ক্ষমতার ওপর বিভিন্ন প্রতিবন্ধকতা আরোপিত হয়েছে। এছাড়া বর্তমানে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার উদ্ভব হওয়ায় এবং উত্তরোত্তর ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় জেলা শাসকের একক ভূমিকা বহুলাংশে হ্রাস পেয়েছে।

অধ্যায় ভিত্তিক ও পুরনো প্রশ্নভিত্তিক 
নোটস।

প্রথম অধ্যায়

১) গ্রামীন স্থানীয় স্বায়ন্তশাসনে 73 তম সংবিধান সংশোধনী আইনের ভূমিকার মূল্যায়ন করো। ৫ (২০১৮), ১০ (২০২০)

অথবা

২) 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। করে এই আইন পাশ হয়। ৫ (২০২১),  ১০ (২০২২)

দ্বিতীয় অধ্যায়

১) 74 তম সংবিধান সংশোধন আইনের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই আইন কবে পাশ হয়। ৫ (২০১৮)

অথবা

২) 74তম সংবিধান সংশোধনী আইনের আবশ্যক/অপরিহার্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই আইন কবে পাশ হয় ১০ (২০১৯)

অথবা

৩) ৭৪তম সংবিধান সংশোধনী আইনের কিছু বৈশিষ্ট আলোচনা কর। ৫ (২০২০)

অথবা

৪) 74 তম সংবিধান সংশোধনী আইনের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই আইন কবে কার্যকরী হয়৫ (২০২২)

অথবা

৫) ৭৪ তম সংবিধান সংশোধনী আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ১০ (২০২১)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

তৃতীয় অধ্যায়

১) পশ্চিম বাংলার গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০২১)

২) পঞ্চায়েত সমিতি কীপঞ্চায়েত সমিতির প্রধান কাজগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯)

অথবা

৩) পশ্চিমবাংলার পঞ্চায়েত সমিতির কয়েকটি কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০২১)

অথবা

৪) সংক্ষেপে পশ্চিমবাংলার পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী আলোচনা করো। ৫ (২০২২)

৫) পশ্চিমবাংলায় জেলা পরিষদের কয়েকটি কার্যাবলী আলোচনা করো। জেলা পরিষদের মুখ্য প্রশাসনিক আধিকারিক কে৫ (২০১৯)

অথবা

৬) পশ্চিমবঙ্গে জেলা পরিষদের কার্যাবলী পূর্ণাঙ্গরূপে আলোচনা কর। ১০ (২০২০)

৭) পশ্চিমবঙ্গের গ্রামে উন্নয়নে ব্লক উন্নয়ন আধিকারিকের ভূমিকা সমালোচনাসহ লেখো। ৫ (২০১৮)

অথবা

৮) পশ্চিমবঙ্গের গ্রাম উন্নয়নে ব্লক উন্নয়ন আধিকারিকের ভূমিকা লেখ। ৫ (২০২০)

অথবা

৯) পশ্চিমবঙ্গের গ্রামীণ প্রশাসনে ব্লক উন্নয়ন আধিকারিকের ভূমিকা সম্পর্কে মন্তব্য করো। ৫ (২০২২)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

চতুর্থ অধ্যায়

১) পশ্চিমবঙ্গের পৌরসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো

অথবা

২) পশ্চিমবঙ্গের নগর প্রশাসনের উপর একটি টীকা লেখো।

৩) কোলকাতা কর্পোরেশনের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখো। ১০ (২০২২)

পঞ্চম অধ্যায়

১) জেলা শাসকের পরিবর্তনশীল ভূমিকার আলোচনা করো। ৫ (২০১৮)

অথবা

২) জেলা শাসকের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

অথবা

৩) পশ্চিমবঙ্গের জেলাশাসকের ভূমিকার মূল্যায়ন করো। ইদানীংকালে তার ক্ষমতা বেড়েছে কি না তার উপর মন্তব্য করো। ১০ (২০১৯)

অথবা

৪) জেলাশাসকের রাজস্ব সংক্রান্ত ক্ষমতাগুলি উল্লেখ কর। ৫ (২০২০)

) পুলিশ সুপারের কয়েকটি কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)

অথবা

৬) জেলা শাসক ও পুলিশ সুপারের সম্পর্ক আলোচনা করো। ১০ (২০১৮)

৬) মহকুমা শাসকের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

ষষ্ঠ অধ্যায়

১) মুখ্য সচিবের কার্যাবলী আলোচনা করো। ১০ (২০১৮)

অথবা

২) পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের কার্যাবলীর বর্ণনা করো। ৫ (২০১৯)

অথবা

৩) পশ্চিমবঙ্গের মুখ্যসচিবের কার্যাবলী আলোচনা কর। ১০ (২০২০), ১০ (২০২২)

৪) পশ্চিমবঙ্গে বিভাগীয় কমিশনারের ভূমিকার মূল্যায়ন করো। বর্তমানে এই প্রতিষ্ঠানের কি উপযোগিতা রয়েছেদুটি কারণ দেখাও। ১০ (২০১৯)

অথবা

৫) বিভাগীয় কমিশনার-এর ভূমিকা আলোচনা করো। ৫ (২০১৮)

অথবা

৬) রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বিভাগীয় কমিশনার-এর ভূমিকা আলোচনা কর। ৫ (২০২০)

অথবা

৭) পশ্চিমবঙ্গে বিভাগীয় কমিশনারের ভূমিকার মূল্যায়ন করো। ১০ (২০২১)

সপ্তম অধ্যায়

১) ভারতে প্রশাসনিক সংস্কার কমিশন প্রথম কখন প্রতিষ্ঠিত হয়েছিলপ্রশাসনিক সংস্কারের যে কোনো দুটি সমস্যার উল্লেখ করো। ৫ (২০১৯)

অথবা

২) ভারতে প্রথম প্রশাসনিক সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ উল্লেখ কর। ৫ (২০২০)

অথবা

৩) ভারতের প্রথম প্রশাসনিক সংস্কার কমিশনের যে কোন তিনটি মুখ্য সুপারিশের উল্লেখ কর। ৫ (২০২১), ৫ (২০২২)

৪) বিশ্বায়ন কী। ভারতের শাসন ব্যবস্থায় বিশ্বায়নের প্রভাবের উপর একটি নিবন্ধ লেখো। ১০ (২০১৮)

অথবা

৫) ভারতের শাসনব্যবস্থায় বিশ্বায়নের প্রভাবের উপর একটি নিবন্ধ লেখো। ৫ (২০১৯), ১০ (২০২০)

অথবা

৬) ভারতের শাসন ব্যাবস্থার বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে উল্লেখ করো । ৫ (২০২১)

৭)  কোন সালে RTI আইন প্রযোজ্য হয় এবং RTI আইনে কোন তথ্যগুলি দাবী করা যায়না৫ (২০২০)

অথবা

৮) তথ্যের অধিকার আইনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যর উল্লেখ কর। ৫ (২০২১), ৫ (২০২২)

১০) নাগরিকের অসন্তোষের প্রশমনের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে লোকপালের সংক্ষিপ্ত ভূমিকা আলোচনা করো। ৫ (২০১৮)

অথবা

১১) নাগরিকের অসন্তোষ প্রশমনের অন্যতম প্রতিষ্ঠান হিসাবে লোকপালের ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫ (২০২০)

অথবা

১২) নাগরিকদের অসন্তোষ প্রতিবিধানকারী প্রতিষ্ঠান হিসেবে লোকপালের ভূমিকা আলোচনা। ১০ (২০২১)

অথবা

১৩) নাগরিকদের অসন্তোষ প্রতিবিধানকারী প্রতিষ্ঠান হিসাবে লোকপালের ভূমিকা আলোচনা করো। কবে এটি গঠিত হয়। ১০ (২০২২)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

Main Menu



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code