তুলনামূলক শাসনব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য

Ad Code

তুলনামূলক শাসনব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য

University of Burdwan
3rd Semester (Honours)
Political Science
CC-5; Comparative Politics

তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতি
 

প্রশ্ন-১) তুলনামূলক শাসনব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি নির্দেশ কর। ৫(২০২০), ৫(২০২১)
অথবা
প্রশ্ন-২) তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৫(২০২২)
উত্তরঃ

তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্যঃ

তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতি উভয়েরই মূল উদ্দেশ্য হল রাজনীতির তুলনামূলক আলোচনা করা। তা সত্ত্বেও উভয়ের মধ্যে কিছু পার্থক্য লক্ষ করা করা।  এরমধ্যে গুরুত্বপূর্ণ্য পার্থক্যগুলি নীচে আলোচনা করা  হল-

i) আলোচ্য বিষয়ের ক্ষেত্রে পার্থক্যঃ

তুলনামূলক সরকারের আলোচ্য বিষয়গুলি হল রাষ্ট্রের আইনগত কাঠামো ও প্রতিষ্ঠানসমূহ, যেমন আইনবিভাগ, শাসনবিভাগ বিচারবিভাগ ইত্যাদি। অন্যদিকে তুলনামূলক রাজনীতিতে এইসব বিষয় ছাড়াও রাজনৈতিক দ্বন্দ্ব-বিবাদের সৃষ্টি ও তাদের মীমাংসা, মূল্যের কর্তৃত্বসম্পন্ন বরাদ্দ, সমাজের বিভিন্ন গোষ্ঠী ও সংস্থার কার্যধারা, রাজনৈতিক ক্ষমতা, কর্তৃত্ব ও বৈধতা, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ইত্যাদির আলোচনা করে।

ii) আলোচনার ক্ষেত্রগত পার্থক্যঃ

তুলনামূলক সরকারের আলোচনাক্ষেত্র উন্নত পশ্চিমী দেশগুলির শাসনব্যবস্থার আলোচনার মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে তুলনামূলক রাজনীতির আলোচনা ক্ষেত্র বিস্তৃততর—এখানে উন্নত পশ্চিমী দেশগুলি ছাড়াও উন্নয়নশীল তৃতীয় বিশ্বের দেশগুলির রাজনৈতিক ব্যবস্থাও আলোচিত হয়।

iii) আলোচনার প্রকৃতিগত ক্ষেত্রে পার্থক্যঃ

প্রকৃতিগত দিক থেকে তুলনামূলক সরকারের আলোচনায় দার্শনিক মানসিকতা ও মূল্যবোধের প্রবণতা থাকে। অন্যদিকে প্রকৃতিগতভাবে তুলনামূলক রাজনীতির আলোচনা মূল্যমান নিরপেক্ষ। এখানে অভিজ্ঞতাবাদী ও বিজ্ঞানসম্মত আলোচনা প্রাধান্য পায়।

iv) আন্তঃসামাজিক দৃষ্টিভঙ্গি বিষয়ে পার্থক্যঃ

তুলনামূলক সরকারের আলোচনায় আন্তঃসামাজিক দৃষ্টিভঙ্গির কোনো স্থান নেই। অন্যদিকে তুলনামূলক রাজনীতির আলোচনায় আন্তঃসামাজিক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজতত্ত্ব, মনস্তত্ব, অর্থনীতি, ইতিহাস, নৃতত্ত্ব ইত্যাদি বিভিন্ন আন্তঃসামাজিক বিজ্ঞানকে তুলনামূলক রাজনীতির আলোচনায় গ্রহণ করা হয়।

v) উদ্দেশ্যগত ক্ষেত্রে পার্থক্যঃ

তুলনামূলক সরকারের উদ্দেশ্য হল সংশ্লিষ্ট উপাদানসমূহের ব্যাখ্যা ও বিশ্লেষণ এবং উপাদানসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক চিহ্নিত করা। অন্যদিকে তুলনামূলক রাজনীতিতে সংশ্লিষ্ট উপাদানসমূহের মধ্যে সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন গবেষণা করা হয় এবং অভিজ্ঞতাবাদী তত্ত্ব নির্মাণ করা হয়।

vi) প্রাচীনত্বের ক্ষেত্রে পার্থক্যঃ

তুলনামূলক সরকারের আলোচনা যথেষ্ঠ প্রাচীন। গ্রীক দার্শনিক অ্যারিস্টটলের সময় থেকেই এর আলোচনা শুরু হয়েছিল। অন্যদিকে তুলনামূলক রাজনীতির আলোচনা যথেষ্ঠ আধুনিক। বিংশ শতকের পাঁচের দশকে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানীরা এর সূত্রপাত ঘটান।

লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ

এই বিষয়ের ওপর অন্যান্য নোটস

(যে প্রশ্নের উত্তর দরকার সেই প্রশ্নের ওপর ক্লিক করো)

প্রথম অধ্যায়

১) তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। তুলনামূলক রাজনীতি কোন সময় থেকে বিকাশ লাভ করে১০ (২০২২)

অথবা

২) তুলনামূলক শাসনব্যবস্থা ও রাজনীতির উদ্দেশ্যসমূহ আলোচনা করো। ৫ (২০১৮)

৩) একটি অধিতব্য বিষয় হিসাবে তুলনামূলক সরকার ও রাজনীতি উদ্ভবের কারণগুলি ব্যাখ্যা কর। ৫(২০২০)

৪) তুলনামূলক শাসনব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি নির্দেশ কর। ৫(২০২০), ৫(২০২১)

অথবা

৫) তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৫(২০২২


দ্বিতীয় অধ্যায়

(যে প্রশ্নের উত্তর দরকার সেই প্রশ্নের ওপর ক্লিক করো)

১)  'আইনের অনুশাসন বলতে কী বোঝইংল্যান্ডের আইনের অনুশাসনের মূলনীতিগুলি ব্যাখ্যা করো। ১০(২০২০)

অথবা

২) ব্রিটিশ সংবিধানে বর্ণিত আইনের অনুশাসনের উপর একটি টীকা লেখ । ১০(২০২১)

অথবা

৩) আইনের অনুশাসনের ধারণাটি সমালোচনা-সহ আলোচনা করো। ডাইসি কোন গ্রন্থে আইনের অনুশাসনের ধারণাটি আলোচনা করেছেন?  ১০(২০২২)

অথবা

৪) সামালোচকের দৃষ্টিকোণ থেকে ডাইসির আইনের অনুশাসন সম্বন্ধে আলোচনা করো। 'Some Problems of the Constitution' গ্রন্থটির গ্রন্থকার কে৫(২০১৮)

৫) শাসনতান্ত্রিক রীতিনীতি কীআইন ও শাসনতান্ত্রিক রীতিনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৫(২০২২)

অথবা

৬) সাংবিধানিক রীতি নীতি ও আইনের মধ্যে পার্থক্য গুলি আলোচনা কর। ৫(২০২১)

৭) মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের সনদ এর উপর একটি সংক্ষিপ্ত টীকা রচনা কর। ১০(২০২০)

অথবা

৮) মার্কিন সংবিধানে স্বীকৃত যে কোন পাঁচটি সাংবিধানিক অধিকার আলোচনা কর। ৫(২০২১)

তৃতীয় অধ্যায়

(যে প্রশ্নের উত্তর দরকার সেই প্রশ্নের ওপর ক্লিক করো)

১) সংক্ষেপে এককেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থার মৌল বৈশিষ্ট্যসমূহ নির্দেশ করো। ১০(২০১৮)

অথবা

২) যুক্তরাজ্যের এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মৌল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫(২০২১)

৩) এককেন্দ্রীক ব্যবস্থা বলতে কী বোঝগ্রেট ব্রিটেনের এককেন্দ্রীক ব্যবস্থার সাথে ফ্রান্সের এককেন্দ্রীক ব্যবস্থার মধ্যে একটি তুলনামূলক আলোচনা কর।  ১০(২০২০)

চতুর্থ অধ্যায়

(যে প্রশ্নের উত্তর দরকার সেই প্রশ্নের ওপর ক্লিক করো)

১) ব্রিটেনের সংসদীয় ব্যবস্থার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার মধ্যে একটি তুলনামূলক আলোচনা কর।  ১০(২০২০)

২) ব্রিটিশ সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাষ্ট্রপতি শাষিত শাসন ব্যবস্থা ও সংসদীয় শাসন ব্যবস্থার দুটি পার্থেক্যের উল্লেখ করো।  ১০(২০২২)

অথবা

৩) সংসদীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। UK-এর বর্তমান প্রধানমন্ত্রীর নাম লেখো। ৫(২০২২)

অথবা

৪) ব্রিটিশ সংসদীয় শাসনব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ৫(২০১৮)

৫) মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্টগুলি অলোচনা কর। ৫(২০২০)

অথবা

৬) সংক্ষেপে যুক্তরাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থার মৌল বৈশিষ্ট্যসমূহ নির্দেশ করো।

অথবা

৭) মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মৌল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা কর।


পঞ্চম অধ্যায়

(যে প্রশ্নের উত্তর দরকার সেই প্রশ্নের ওপর ক্লিক করো)

 

১) ব্রিটেনের দলব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

২) মার্কিন যুক্তরাষ্ট্রের দলব্যবস্থার মূল বৈশিষ্টগুলি আলোচনা করো।

) ফরাসী দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০(২০২১)

ষষ্ঠ অধ্যায়

(যে প্রশ্নের উত্তর দরকার সেই প্রশ্নের ওপর ক্লিক করো)

১) ব্রিটেনের লর্ডসভার গঠন ও তার ভূমিকার উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫(২০২০)

অথবা

২) ব্রিটেনের লর্ড সভার গঠন ও কার্যাবলী আলোচনা কর ।১০(২০২১)

২) কমন্স সভার গঠন ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করো।

৩) মার্কিন সিনেটের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

অথবা

৪) তুমি কি মনে কর মার্কিন সিনেট বিশ্বের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষতোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ১০(২০২১)

৪) মার্কিন প্রতিনিধি সভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

সপ্তম অধ্যায়

(যে প্রশ্নের উত্তর দরকার সেই প্রশ্নের ওপর ক্লিক করো)

১) ব্রিটিশ বিচার ব্যবস্থার মূল বৈশিষ্টগুলি আলোচনা করো।

২) মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্টের বিচারপতিদের নিযুক্তির পদ্ধতি আলোচনা কর। সংবিধানের অভিভাবক হিসেবে মার্কিন সুপ্রীম কোর্টের ভূমিকা আলোচনা কর।  ১০(২০২০)

অথবা

৩) মার্কিন সুপ্রিমকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।

৪) ফরাসী বিচারব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ।

লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code