দৃষ্টবাদ ও উত্তর-দৃষ্টবাদের মধ্যে পার্থক্য

Ad Code

দৃষ্টবাদ ও উত্তর-দৃষ্টবাদের মধ্যে পার্থক্য

 


দৃষ্টবাদ ও উত্তর-দৃষ্টবাদ



১) দৃষ্টবাদ ও উত্তর-দৃষ্টবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো।

উত্তরঃ

সমাজ বিজ্ঞানের গবেষণায় দৃষ্টবাদ ও উত্তর দৃষ্টবাদ দুটি গুরুত্ব পুর্ণ্য মতবাদ হলেও দুটোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। নীচে দৃষ্টবাদ ও উত্তর দৃষ্টবাদের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করা হল। যেমন-

i) দৃষ্টবাদ কঠোর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিশ্বাসী। যা অভিজ্ঞতা সাপেক্ষ বা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, দৃষ্টবাদ তার অস্তিত্ব বিশ্বাস করেনা।

        অন্যদিকে উত্তর দৃষ্টবাদ, দৃষ্টবাদের কঠোর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিশ্বাসী নয়। বরং বিজ্ঞানসম্মত পদ্ধতির সাথে সাথে যুক্তির উপরও নির্ভরশীল।

ii) দৃষ্টবাদ অনুযায়ী জ্ঞান আমাদের আশেপাশের পারিপার্শ্বিক অবস্থার মধ্যেই বর্তমান। তাই নতুন করে জ্ঞান অর্জনের দরকার নেই।

অন্যদিকে উত্তর দৃষ্টবাদ পারিপার্শিক জ্ঞান বা বিষয়াদির পরিবর্তে নতুন নতুন জ্ঞান অর্জন বা আবিষ্কারের উপর জোড় দেয়।


iii) দৃষ্টবাদ অবরোহী পদ্ধতি অনুসরন করে। তাই এখানে পূর্ব নির্ধারিত কোনো সামগ্রিক সিন্ধান্ত থেকে বিশেষ কিছু অংশ বা নমুনার সিন্ধান্ত নেওয়া হয়।

        অন্যদিকে উত্তর দৃষ্টবাদ আরোহী পদ্ধতি অনুসরণ করে। অর্থাৎ এখানে বিশেষ কিছু অংশ বা নমুনা থেকে সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়।

iv) দৃষ্টবাদ বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে। এবং এই পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে অভ্রান্ত ও চুড়ান্ত সত্য বলে মনে করে।

অন্যদিকে  উত্তর দৃষ্টবাদ গবেষণালব্ধ জ্ঞানকে আপাত সত্য বলে মনে করে। কারণ এখন যা সত্য ভবিষ্যতে তা ভুল বলে প্রমাণিত হতে পারে।

v) দৃষ্টবাদ পরিমাণগত পদ্ধতি অনুসরন করে। ফলে দৃষ্টবাদে প্রাপ্ত জ্ঞানকে গাণিতিক উপায়ে বা পরিসংখ্যানে প্রকাশ করা যায়।

        অন্যদিকে উত্তর দৃষ্টবাদ গুণগত গবেষণা পদ্ধতির সাথে যুক্ত। ফলে উত্তর দৃষ্টবাদে প্রাপ্ত জ্ঞানকে গাণিতিক উপায়ে বা পরিসংখ্যানে প্রকাশ করা যায়না।

লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ


Main Menu


এই পেপারের ওপর অন্যান্য নোটস

(বিগত ২০১৯২০২০২০২১ এবং ২০২২ সালের প্রশ্নত্তরসহ)

প্রথম অধ্যায়

১) ভালো মানের গবেষণার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ৫ (২০১৯)

২) সমাজ বিজ্ঞানের গবেষণার বৈশিষ্ট্য বিষয়ে সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)

৩) সমাজ বিজ্ঞান গবেষণার উদ্দেশ্য বিষয়ে একটি প্রবন্ধ লেখো। ১০ (২০১৯)

৪) সমাজ বিজ্ঞানের গবেষণার অর্থ ও উদ্দেশ্য নির্দেশ করা ১০ (২০২০)

৫) সমাজ বিজ্ঞান গবেষণার যে কোনো চারটি উদ্দেশ্য উল্লেখ করো। ৫ (২০২২)

৬) সামাজিক গবেষণার বিভিন্ন প্রকারভেদের উপর একটি নিবন্ধ লেখ। ৫ (২০২০)

৭) সামাজিক গবেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তার ওপর একটি নিবন্ধ লেখ।

৮) দৃষ্টবাদের একটি রূপরেখা দাও। কাকে দৃষ্টবাদের জনক বলে মনে করা হয়১০ (২০১৯) 

৯) দৃষ্টবাদের উপর একটি সংক্ষিপ্ত টাকা লেখ। ৫ (২০২০)

১০) দৃষ্টবাদের সাধারন ধারনা সংক্ষেপে লেখ । ৫ (২০২১)

১১) দৃষ্টবাদের মুখ্য বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। দৃষ্টবাদের দুজন গুরুত্বপূর্ণ প্রবক্তার নাম করো। ১০ (২০২২)

১২) দৃষ্টবাদের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে লেখো। 'মূল্যমানমুক্ততাবলতে কী বোঝানো হয়৫ (২০১৯)

১৩) উত্তর-দৃষ্টবাদের  প্রধান সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে উল্লেখ করো। উত্তর-দৃষ্টবাদের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। ৫ (২০১৯)

১৪) উত্তর-দৃষ্টবাদের  বিষয়বস্তুর উপর একটি নিবন্ধ লেখ। ১০ (২০২০)

১৫) উত্তর-দৃষ্টবাদের চারটি প্রধান সীমাবদ্ধতা উল্লেখ করো। 'দৃষ্টবাদের জনকবলে কাকে অভিহিত করা হয়৫ (২০২২)

১৬) সমাজ বিজ্ঞানের গবেষণার তাত্ত্বিক ভিত্তিরূপে উত্তর-দৃষ্টবাদ তত্ত্বের মূল্যায়ন কর। ১০ (২০২১)

১৭) দৃষ্টবাদ ও উত্তর-দৃষ্টবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো।



দ্বিতীয় অধ্যায়

১) গুণবাচক গবেষণার সংজ্ঞা দাও। ৫ (২০২০)

২) গুণগত গবেষণা সম্পর্কে যা জানো লেখো।

৩) গুনগত গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।

৪) পরিমানগত গবেষণার সংজ্ঞা দাও।

৫) পরিমানগত গবেষণা সম্পর্কে যা জানো লেখো।

৬) পরিমানগত গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।

৭) গুণগত গবেষণা ও পরিমাণগত গবেষণার মধ্যে যে কোনো পাঁচটি পার্থক্য উল্লেখ করো। ৫ (২০২২)

৮) গুণগত ও পরিমানগত গবেষণার প্রধান পার্থক্যগুলি সংক্ষেপে উল্লেখ কর। ৫ (২০২১)


তৃতীয় অধ্যায়

১) প্রকল্প সম্পর্কে একটি টীকা লেখা ৫ (২০২০)

২) অনুমান বা প্রকল্পের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা কর এবং সমাজ বিজ্ঞানের গবেষণায় প্রকল্পের ভূমিকা নির্দেশ কর। ১০ (২০২১)

৩) ভালো মানের অনুমান বা প্রকল্পের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ ।৫ (২০২১)

৪) প্রকল্পের  ধরন বিষয়ে একটি অতি সংক্ষিপ্ত টাকা লেখো। ৫ (২০১৯)

৫) চলক সম্পর্কে যা জানো লেখো।

৬) চলকের বিভিন্ন ধরনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)

৭) উদাহরণ সহ স্বাধীন ও নির্ভরশীল চলকের সংজ্ঞা দাও। ৫ (২০২০)


চতুর্থ অধ্যায়

১) গবেষণামূলক সমস্যা বলতে কী বোঝোগবেষণামূলক সমস্যা নির্ধারণের গুরুত্বপূর্ণ কৌশলসমূহ সংক্ষেপে আলোচনা করো। ১০ (২০২২)

২) সমাজ বিজ্ঞান এর গবেষণায় নকশার বিভিন্ন উপাদানগুলি আলোচনা কর। ১০ (২০২০)

৩) সমাজ বিজ্ঞানের গবেষণায় গবেষণা নকশা'র কাজ আলোচনা কর। ১০ (২০২১)


পঞ্চম অধ্যায়

১) রাজনৈতিক গবেষণার জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। Methodology of Social Sciences বইটির লেখক কে১০ (২০১৯)

২) সমাজবিজ্ঞান গবেষণায় নিরীক্ষা পদ্ধতির তাৎপর্য সম্পর্কে একটি টীকা লেখো। নিরীক্ষামূলক গবেষণার যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। ১০ (২০২২)

৩) ক্ষেত্র সমীক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫ (২০২০)

৪) সাক্ষাৎকার পদ্ধতির গুণ ও সীমাবদ্ধতার উপর একটি টাকা লেখো। ফোকাসড সাক্ষাৎকার বলতে কী বোঝো১০ (২০১৯)

৫) সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করা ১০ (২০২০)

৬) সাক্ষাৎকার পদ্ধতির গুণ ও সীমাবদ্ধতার উপর একটি টীকা লেখ। ১০ (২০২১)

৭) তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে সাক্ষাৎকারের যে কোনো পাঁচটি সুবিধা উল্লেখ করো। ৫ (২০২২)

৮) মুখোমুখি সাক্ষাৎকারের সুবিধাগুলি কি কি৫ (২০২০)

৯) তথ্য সংগ্রহের একটি মুখ্য কৌশল রূপে কেস স্টাডির আলোচনা কর। ১০ (২০২০)

১০) সমাজ বিজ্ঞানের গবেষণায় উপাত্ত সংগ্রহের পদ্ধতি ও কৌশল রূপে 'কেস স্টাডি'র সুবিধা ও অসুবিধা উল্লেখ কর। ১০ (২০২১)



Main Menu



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code