সামাজিক গবেষণা; গুরুত্ব বা প্রয়োজনীয়তা

Ad Code

সামাজিক গবেষণা; গুরুত্ব বা প্রয়োজনীয়তা

University of Burdwan

5th Semester (Honours)
Political Science
Paper: CC-12; Elementary Research Methods in Political Science

১) সামাজিক গবেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তার ওপর একটি নিবন্ধ লেখ।

উত্তরঃ

অর্থ বা সংজ্ঞাঃ

বাংলা গবেষণা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো Research  যেখানে Re এর অর্থ হল আবার/বারবার এবং Search  এর অর্থ হল খোঁজা বা অনুসন্ধান করা। সুতরাং শব্দগত দিক থেকে Research বা গবেষণা বলতে বোঝায় কোন বিষয় বারবার অনুসন্ধান করা।

সাধারণভাবে সামাজিক বিষয়ের উপর ভিত্তি করে যে গবেষণা পরিচালিত হয় তাকে সামাজিক গবেষণা বলে।

কেনেথ ডি. বেইলির মতে, “সামাজিক গবেষণা হচ্ছে তথ্য আহরণের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়াস, যা সমাজের বিভিন্ন দিক সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদানে আমাদেরকে সহায়তা করে এবং সমাজ সম্পর্কে আমাদেরকে জ্ঞাত হতে সক্ষম করে তোলে।”


সামাজিক গবেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তাঃ

        রাজনীতি বিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের আলোচনায় সমাজিক গবেষণার গুরুত্ব অপরিসীম। নীচে সামজিক গবেষণার গুরুত্ব আলোচনা করা হল-

i) সর্বজনগ্রাহ্য তত্ত্ব নির্ণয়ঃ

        সামাজিক গবেষনার মূল লক্ষ্য হল একটি সর্বজনগ্রাহ্য তত্ত্ব নির্ণয় করা। এজন্য গবেষক গবেষক বেশ কিছু সুনির্দিষ্ট পর্যায় অতিক্রম করে গবেষণা কাজটি সম্পাদন করেন এবং একটি সঠিক ও নির্ভরযোগ্য তত্ত্ব আবিস্কারের চেষ্ঠা করেন।

ii) নিরপেক্ষ তত্ত্ব নির্ণয়ঃ

        সামাজিক গবেষণায় গবেষক ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে প্রাধান্য না দিয়ে যুক্তিপূর্ণ ও বস্তুনিষ্ঠভাবে গবেষণা কার্যক্রম সম্পাদন করে এবং একটি নিরপেক্ষ ও তথ্যসমৃদ্ধ গবেষণাপত্র গ্রহণ করে।

iii) বিজ্ঞান সম্মত তত্ত্ব নির্ণয়ঃ

সামাজিক গবেষণা একটি বিজ্ঞানসম্মত বিষয়। এখানে গবেষক অনুমান নির্ভরতা বা কল্পনার সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ না করে সামাজিক বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। যে-কোন তথ্যকে বাস্তবের প্রেক্ষাপটে যাচাই করে তবেই গ্রহণ করা হয়।

iv) ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দানঃ

সামাজিক গবেষণা সামাজিক সমস্যা ও ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে। ফলে বিশেষ কোনো সামাজিক ঘটনার পশ্চাতে কি কারণ কাজ করেছে তা নির্ণয় করে আগত ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্ঠা করে।

v) কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূরিকরণঃ

সামাজিক গবেষণা পরিবর্তনশীল সমাজের সাথে তাল রেখে নতুন নতুন তত্ত্ব আবিষ্কার বা জ্ঞান অর্জন করে থাকে, যা বিদ্যমান সামাজ ব্যবস্থার প্রকৃত রূপকে তুলে ধরে। ফলে সামাজিক গবেষনার সাহয্যে সমাজের প্রচলিত  অন্ধবিশ্বাস ও কুসংস্কারগুলিকে দূরিভূত করা যায়।

সীমাবদ্ধতাঃ

        সামাজিক গবেষণার উপরিউক্ত কার্যাবলী বা প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও এর সমালোচনাও কোনো অংশে কম নেই।সামাজিক গবেষণার গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতাগুলি নীচে আলোচনা করা হল-

i) সর্বজনগ্রাহ্য সম্ভব নয়ঃ

সামাজিক গবেষণার মাধ্যমে সর্বজনগ্রাহ্য তত্ত্ব নির্ণয় করা সম্ভব নয়। কারণ বিভিন্ন জায়গার সমাজব্যবস্থায় বিভিন্নতা পরিলক্ষিত হয় এবং প্রতিটি সমাজব্যবস্থা পরিবর্তনশীল। তাই একটি নির্দিষ্ট একটি সময় নিদিষ্ট একটি সমাজব্যবস্থায় সংগঠিত নির্দিষ্ট কোনো গবেষণা অন্য কোন সমাজ ব্যবস্থায় কার্যকরী হবে এমনটা আশা করা যায়না।

ii) নিরপেক্ষ নয়ঃ

সামাজিক গবেষণায় যতই নিরপেক্ষতার ওপর জোর দেওয়া হোক না কেন তা পুরোপুরি নিরপেক্ষ করে তোলা সম্ভব হয়না। কারণ, এখানে একজন ব্যাক্তি হিসাবে গবেষকের ব্যক্তিগত চিন্তা ভাবনার প্রতিফলন ঘটবেই।

iii) বিজ্ঞানসম্মত নয়ঃ

সমাজ বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সামাজিক গবেষণাকে যতই বিজ্ঞানভিত্তিক করার চেষ্টা করা হোক না কেন সামাজিক গবেষণা যথার্থ বিজ্ঞানের রূপ লাভ করতে পারেনি। তাছাড়া সামাজিক গবেষণায় প্রাকৃতিক বিজ্ঞানের মত গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকায় তা নির্ভুল তথ্য সমৃদ্ধ হতে পারেনি।

iv) অনিশ্চিত ভবিষ্যৎবাণীঃ

সামাজিক গবেষণার সাহায্যে মানব সমাজ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হলেও তা নিয়ে সংশয় থেকে যায়। তাছাড়া এই ভবিষ্যৎবাণী করার সময় গবেষক অনেকটাই কল্পনার আশ্রয় নেয়। ফলে ভবিষ্যৎবাণী যে শতভাগ নিশ্চিত হবে এমনটা আশা করা যায়না।

v) সামাজিক প্রতারণাঃ

সামাজিক গবেষণার অপপ্রয়োগ করে গবেষক কোন ব্যক্তি গোষ্ঠী বা সমাজকে ভুল বুঝিয়ে বিপথে চালিত করতে পারে। এক্ষেত্রে গবেষক বা রাষ্ট্র জনমতকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারে। 

লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ


Main Menu


এই পেপারের ওপর অন্যান্য নোটস

(বিগত ২০১৯২০২০২০২১ এবং ২০২২ সালের প্রশ্নত্তরসহ)

প্রথম অধ্যায়

১) ভালো মানের গবেষণার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ৫ (২০১৯)

২) সমাজ বিজ্ঞানের গবেষণার বৈশিষ্ট্য বিষয়ে সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)

৩) সমাজ বিজ্ঞান গবেষণার উদ্দেশ্য বিষয়ে একটি প্রবন্ধ লেখো। ১০ (২০১৯)

৪) সমাজ বিজ্ঞানের গবেষণার অর্থ ও উদ্দেশ্য নির্দেশ করা ১০ (২০২০)

৫) সমাজ বিজ্ঞান গবেষণার যে কোনো চারটি উদ্দেশ্য উল্লেখ করো। ৫ (২০২২)

৬) সামাজিক গবেষণার বিভিন্ন প্রকারভেদের উপর একটি নিবন্ধ লেখ। ৫ (২০২০)

৭) সামাজিক গবেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তার ওপর একটি নিবন্ধ লেখ।

৮) দৃষ্টবাদের একটি রূপরেখা দাও। কাকে দৃষ্টবাদের জনক বলে মনে করা হয়১০ (২০১৯) 

৯) দৃষ্টবাদের উপর একটি সংক্ষিপ্ত টাকা লেখ। ৫ (২০২০)

১০) দৃষ্টবাদের সাধারন ধারনা সংক্ষেপে লেখ । ৫ (২০২১)

১১) দৃষ্টবাদের মুখ্য বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। দৃষ্টবাদের দুজন গুরুত্বপূর্ণ প্রবক্তার নাম করো। ১০ (২০২২)

১২) দৃষ্টবাদের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে লেখো। 'মূল্যমানমুক্ততাবলতে কী বোঝানো হয়৫ (২০১৯)

১৩) উত্তর-দৃষ্টবাদের  প্রধান সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে উল্লেখ করো। উত্তর-দৃষ্টবাদের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। ৫ (২০১৯)

১৪) উত্তর-দৃষ্টবাদের  বিষয়বস্তুর উপর একটি নিবন্ধ লেখ। ১০ (২০২০)

১৫) উত্তর-দৃষ্টবাদের চারটি প্রধান সীমাবদ্ধতা উল্লেখ করো। 'দৃষ্টবাদের জনকবলে কাকে অভিহিত করা হয়৫ (২০২২)

১৬) সমাজ বিজ্ঞানের গবেষণার তাত্ত্বিক ভিত্তিরূপে উত্তর-দৃষ্টবাদ তত্ত্বের মূল্যায়ন কর। ১০ (২০২১)

১৭) দৃষ্টবাদ ও উত্তর-দৃষ্টবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো।




দ্বিতীয় অধ্যায়

১) গুণবাচক গবেষণার সংজ্ঞা দাও। ৫ (২০২০)

২) গুণগত গবেষণা সম্পর্কে যা জানো লেখো।

৩) গুনগত গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।

৪) পরিমানগত গবেষণার সংজ্ঞা দাও।

৫) পরিমানগত গবেষণা সম্পর্কে যা জানো লেখো।

৬) পরিমানগত গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।

৭) গুণগত গবেষণা ও পরিমাণগত গবেষণার মধ্যে যে কোনো পাঁচটি পার্থক্য উল্লেখ করো। ৫ (২০২২)

৮) গুণগত ও পরিমানগত গবেষণার প্রধান পার্থক্যগুলি সংক্ষেপে উল্লেখ কর। ৫ (২০২১)


তৃতীয় অধ্যায়

১) প্রকল্প সম্পর্কে একটি টীকা লেখা ৫ (২০২০)

২) অনুমান বা প্রকল্পের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা কর এবং সমাজ বিজ্ঞানের গবেষণায় প্রকল্পের ভূমিকা নির্দেশ কর। ১০ (২০২১)

৩) ভালো মানের অনুমান বা প্রকল্পের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ ।৫ (২০২১)

৪) প্রকল্পের  ধরন বিষয়ে একটি অতি সংক্ষিপ্ত টাকা লেখো। ৫ (২০১৯)

৫) চলক সম্পর্কে যা জানো লেখো।

৬) চলকের বিভিন্ন ধরনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)

৭) উদাহরণ সহ স্বাধীন ও নির্ভরশীল চলকের সংজ্ঞা দাও। ৫ (২০২০)


চতুর্থ অধ্যায়

১) গবেষণামূলক সমস্যা বলতে কী বোঝোগবেষণামূলক সমস্যা নির্ধারণের গুরুত্বপূর্ণ কৌশলসমূহ সংক্ষেপে আলোচনা করো। ১০ (২০২২)

২) সমাজ বিজ্ঞান এর গবেষণায় নকশার বিভিন্ন উপাদানগুলি আলোচনা কর। ১০ (২০২০)

৩) সমাজ বিজ্ঞানের গবেষণায় গবেষণা নকশা'র কাজ আলোচনা কর। ১০ (২০২১)


পঞ্চম অধ্যায়

১) রাজনৈতিক গবেষণার জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। Methodology of Social Sciences বইটির লেখক কে১০ (২০১৯)

২) সমাজবিজ্ঞান গবেষণায় নিরীক্ষা পদ্ধতির তাৎপর্য সম্পর্কে একটি টীকা লেখো। নিরীক্ষামূলক গবেষণার যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। ১০ (২০২২)

৩) ক্ষেত্র সমীক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫ (২০২০)

৪) সাক্ষাৎকার পদ্ধতির গুণ ও সীমাবদ্ধতার উপর একটি টাকা লেখো। ফোকাসড সাক্ষাৎকার বলতে কী বোঝো১০ (২০১৯)

৫) সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করা ১০ (২০২০)

৬) সাক্ষাৎকার পদ্ধতির গুণ ও সীমাবদ্ধতার উপর একটি টীকা লেখ। ১০ (২০২১)

৭) তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে সাক্ষাৎকারের যে কোনো পাঁচটি সুবিধা উল্লেখ করো। ৫ (২০২২)

৮) মুখোমুখি সাক্ষাৎকারের সুবিধাগুলি কি কি৫ (২০২০)

৯) তথ্য সংগ্রহের একটি মুখ্য কৌশল রূপে কেস স্টাডির আলোচনা কর। ১০ (২০২০)

১০) সমাজ বিজ্ঞানের গবেষণায় উপাত্ত সংগ্রহের পদ্ধতি ও কৌশল রূপে 'কেস স্টাডি'র সুবিধা ও অসুবিধা উল্লেখ কর। ১০ (২০২১)




Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code