ভারতে সন্ত্রাসবাদ বিরোধী আইন

Ad Code

ভারতে সন্ত্রাসবাদ বিরোধী আইন

 

সন্ত্রাসবাদ বিরোধী আইন


প্রশ্ন-১; ভারতের সন্ত্রাসবাদ প্রতিরোধের উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থাসমূহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)
অথবা
প্রশ্ন-২; ভারতে সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২২)
অথবা
প্রশ্ন-৩; ভারতে মানবাধিকার সংরক্ষনের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন সন্ত্রাসবাদ প্রতিরোধী ব্যবস্থাসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)
অথবা
প্রশ্ন-৪; ভারতে মানবাধিকার সুরক্ষায় 'সন্ত্রাসবাদ বিরোধী আইনে'র গুরুত্ব আলোচনা করো। 'সন্ত্রাস দমন আইন' কবে প্রণীত হয়। ১০ (২০২৩)
অথবা
প্রশ্ন-৫; Counter-terrorism-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। Terrorism-এর সংজ্ঞা দাও। ৫ (২০২৩)
উত্তরঃ

ভূমিকাঃ

সন্ত্রাসবাদ এখন আন্তর্জাতিক এবং জাতীয় উভয় স্তরেই একটি জটিল সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সংগঠিতভাবে হিংসার প্রয়োগ হল সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদের মারাত্মক আঘাতে বিপর্যস্ত হচ্ছে একাধিক জনসমাজ। ভারতও সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাসবাদ দমনের জন্য নানা ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতীয় সংবিধানে গৃহীত ব্যবস্থাঃ

সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতীয় সংবিধানে বিবিধ ব্যবস্থাদি গৃহীত হয়েছে। ভারতীয় সংবিধানের ২২নং ধারায়. বলা হয়েছে যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে তাঁকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবেআটক ব্যক্তিকে তার পছন্দমতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ দিতে হবে সাধারণভাবে সকল আটক ব্যক্তি এই অধিকারগুলি ভোগ করবেন। তবে শত্রুভাবাপন্ বিদেশি এবং নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার ব্যক্তির  ক্ষেত্রে এই অধিকারটি প্রযোজ্য নয়।


সন্ত্রাসবাদ বিরোধী আইন সমূহঃ

ভারতীয় সংসদ বা রাজ্য আইনসভার দ্বারা প্রণীত বিভিন্ন সন্ত্রাসবাদ বিরোধী আইন সমূহ হল-

ক) Preventive Detention Act, 1950 (Repealed )

এই আইনটি ছিল অস্থায়ী। প্রথমে কেবল এক বছরের জন্য তা গ্রহণ করা হয়েছিল। তারপর বেশ কয়েকবার ওই আইনের মেয়াদ বাড়ানো হয়। 1969 সালের শেষে এই মেয়াদ শেষ হয়ে যায়।

খ) Maintenance of Internal Security Act, 1971 (Repealed)-

সাধারণভাবে এটিমিসা' (MISA) নামে সমধিক পরিচিত। 1975 সালের জরুরি অবস্থাকালীন সময়ে আইনটির অপব্যবহার বহুবার সমালোচিত হয়েছে। 1978 সালের এপ্রিল মাসে সংসদে মিসা রদ করা হয়।

গ) Conservation of Foreign Exchange and Prevention of Smuggling Activities Act,

1974 সাধারণভাবে এটি 'কোফেপোসা' (COFEPOSA) নামে পরিচিত। এই আইনের উদ্দেশ্য হল চোরাই চালান, বিদেশি মুদ্রার অবৈধ কারবার ইত্যাদি সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ করা।

ঘ) National Security Act, 1980 –

দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই আইন প্রণীত হয়

ঙ) Essential Service Maintenance Act, 1981 (ESMA )

কালোবাজার নিবারণ ও অত্যাবশ্যক সামগ্রী সরবরাহ রক্ষার স্বার্থে এই আইন প্রণয়ন করা হয়। 2004 সালে UPA সরকার এই আইন রদ করে দেয়।

চ) The Terrorist and Disruptive Activities (Prevention) Act,

সাধারণভাবে TADA নামে পরিচিত। আইনটি ছিল একটি সন্ত্রাসবাদ-বিরোধী আইন। 1985 থেকে 1995 পর্যন্ত এটি কার্যকরী ছিল। পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই আইনটি রচিতহয়। এটি কার্যকরী হয় 23 মে 1985। এরপর 1989, 1991 এবং 1993-তে এটিকে পুনরায় নবীকরণ করা হয়। কিন্তু ব্যাপক অপব্যবহার হচ্ছে— এই সমালোচনার মুখে 1995 সালে এই আইনটি আর নবীকরণ করা হয়নি। 

ছ) The Prevention of Terrorism Act, 2002 (POTA)

ভারতীয় পার্লামেন্ট কর্তৃক সন্ত্রাসবাদ-বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য 2002 সালে গৃহীত হয়েছিল। অনেকগুলি সন্ত্রাসবাদী হামলা, বিশেষ করে ভারতীয় সংসদের ওপর উগ্রপন্থীদের আক্রমণের পরিপ্রেক্ষিতে POTA কার্যকর করা হয়। এই আইনটি এর আগের ordinance - Prevention of Terrorism Ordinance (POTA) 2001 TADA (1985-95)-র পরিবর্তে কার্যকরী করা হয়। NDA সরকার এটি সমর্থন করে পরে UPA সরকারের আমলে 2004 সালে এটি 'repeal' করে নেওয়া হয়। POTA আইনটিকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে অপব্যবহার করা হয়েছে— এরূপ বহু সমালোচনা শোনা যায়। এই সমালোচনার পরিপ্রেক্ষিতে 7 October 2004 UPA সরকার এটি রদ করে দেয়।

লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ


এই বিষয়ের ওপর অন্যান্য নোটস

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) মানবাধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


২) মানবাধিকারের অর্থ ও প্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২১)


৩) মানবাধিকারের ধারণার বিবর্তনের ইতিহাসের উপর একটি টাকা লেখো। কবে ভারতে শিক্ষার অধিকার আইন' প্রণীত হয়? ১০ (২০২৩)


৪) মানবাধিকারের তৃতীয় প্রজন্মের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২১)


৫) বিশ্বমানবাধিকারের সনদ (UDHR)-এ লিপিবন্ধ হয়েছে এমন যে-কোনো পাঁচটি মানবাধিকার উল্লেখ কর। ৫ (২০২০)


৬) বিশ্বমানবাধিকারের সনদের (UDHR) নীতিগুলি সংক্ষপে আলোচনা কর। ৫ (২০২১)


৭) কেন মানবাধিকার সম্পর্কে আন্তর্জাতিক ঘোষণাপত্র (UDHR) মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ মাইলস্টোন- ব্যাখ্যা কর। ১০ (২০২২)


৮) UDHR-এর উপর সংক্ষিপ্ত টীকা লেখো। UDHR-এর পূর্ণ রূপটি কী ? ৫ (২০২৩)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

দ্বিতীয় অধ্যায়

১) মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতীয় সংবিধানে গৃহীত ব্যবস্থাসমূহ সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


২) ভারতে মানবাধিকার সংরক্ষনের উদ্দেশ্যে গৃহীত প্রাতিষ্ঠানিক ব্যবস্থাসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


৩) ভারতে মানবাধিকার সংরক্ষণে সাংবিধানিক বিধি-ব্যবস্থাগুলো আলোচনা কর। ১০ (২০২২)


৪) ভারতীয় সংবিধানে মানবাধিকার সুনিশ্চিত ধারাগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিয়োগ করা যেতে পারে? ৫ (২০২৩)


৫) নিবর্তনমূলক আটক আইন কী? তুমি কি মনে কর ভারতীয় প্রেক্ষিতে এই আইন মানবাধিকার বিরোধী? ৫ (২০২২)

তৃতীয় অধ্যায়

১) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন আলোচনা কর। ৫ (২০২০)


২) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) সদস্যদের নিয়োগ আলোচনা কর। ৫ (২০২১)


৩) জাতীয় মানবাধিকার কমিশনের গঠন বর্ণনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান সভাপতি কে? ৫ (২০২৩)


৪) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


৫) জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)


৬) জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২২)


৬) ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের কাজগুলি বিশ্লেষণ করো। ১০ (২০২৩)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

চতুর্থ অধ্যায়

১) ভারতের বিভিন্ন মানবাধিকার আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


২) ভারতে সংগঠিত মানবাধিকার আন্দোলনসমূহের যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২১)


৩) ভারতে মানবাধিকার রূপায়ণের বিভিন্ন সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


পঞ্চম অধ্যায়

১) তুমি কি মনে কর যে সন্ত্রাসবাদ হল মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে একটি অন্যতম চ্যালেঞ্জ। সংক্ষেপে ব্যাখ্যা কর। ৫ (২০২০)


২) তুমি কী মনে কর যে সন্ত্রাসবাদ হল ব্যক্তির মানবাধিকার লঙ্ঘণের অন্যতম কারণ? সংক্ষেপে ব্যখ্যা কর। ৫ (২০২১)


৩) ভারতের সন্ত্রাসবাদ প্রতিরোধের উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থাসমূহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৪) ভারতে সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২২)


৫) ভারতে মানবাধিকার সংরক্ষনের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন সন্ত্রাসবাদ প্রতিরোধী ব্যবস্থাসমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


৬) ভারতে মানবাধিকার সুরক্ষায় 'সন্ত্রাসবাদ বিরোধী আইনে'র গুরুত্ব আলোচনা করো। 'সন্ত্রাস দমন আইন' কবে প্রণীত হয়। ১০ (২০২৩)


৭) Counter-terrorism-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। Terrorism-এর সংজ্ঞা দাও। ৫ (২০২৩)




Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code