অধিকার, সংজ্ঞা এবং প্রকৃতি বা বৈশিষ্ট্য

Ad Code

অধিকার, সংজ্ঞা এবং প্রকৃতি বা বৈশিষ্ট্য

 


প্রশ্ন-১; অধিকার কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
উত্তরঃ

অধিকারের সংজ্ঞাঃ

সাধারনভাবে অধিকার বলতে কোনো স্বত্ব বা দাবিকে বোঝায়। তবে এই স্বত্ব বা দাবিকে  রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হতে হবে। বোসাংকেত এর মতে, অধিকার হল সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত ও প্রযুক্ত দাবি। বার্কার এর মতে, "অধিকার হল ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে উপযোগী সুযোগসুবিধা, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়।"


প্রকৃতি বা বৈশিষ্ট্যঃ

অধিকারের উপরিউক্ত সংজ্ঞার পরিপ্রেক্ষিতে এর নিম্নলিখিত প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা যায়। যেমন-  


i) সামাজিক ধারণাঃ

অধিকার একটি সামাজিক ধারণা। সমাজবদ্ধ জীব হিসাবে মানুষ অধিকার ভোগ

করে। সমাজের বাইরে অধিকারের কোনো অস্তিত্ব নেই।


ii) আইনগত ধারণাঃ

অধিকার একটি আইনগত ধারণাও বটে। কারন অধিকার রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত হয়।


iii) ব্যাক্তির ব্যক্তিত্ব বিকাশে উপযোগী ধারনাঃ

অধিকার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে অপরিহার্য বলে বিবেচিত হয়। কারন অধিকার ছাড়া বাক্তির ব্যক্তিত্ব বিকাশ সম্ভব হয়না।


iv) পরিবর্তনশীল ধারণাঃ

অধিকার একটি পরিবর্তনশীল ধারণা। সমাজবিকাশের সঙ্গে সঙ্গে অধিকারভোগেরও পরিবর্তন ঘটে, অধিকার কখনোই চিরন্তন ধারণা নয়। এছাড়া দেশ-কাল-পাত্র ভেদেও অধিকারের বিভিন্নতা পরিলক্ষিত হয়।


v) অধিকার ও কর্তব্যের সম্পর্কঃ

অধিকার ও কর্তব্য পরস্পর পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। অধিকার ভোগ করতে গেলে ব্যাক্তিকে কতকগুলি কর্তব্য পালন করতে হয়। অর্থাৎ একজন ব্যক্তি সমাজে যে অধিকার ভোগ করে তা অপর ব্যক্তির কর্তব্যপালনের উপর নির্ভরশীল।


লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ


এই বিষয়ের ওপর অন্যান্য নোটস

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) রাজনৈতিক তত্ত্ব কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।


২) রাষ্ট্রবিজ্ঞান চর্চার সাবেকি বা সনাতনী দৃষ্টিভঙ্গীটি সমালোচনাসহ আলোচনা কর। ১০ (২০২১)


৩) রাজনীতি চর্চার সাবেকি দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯), ৫ (২০২২)


৪) রাজনীতি চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। এই দৃষ্টিভঙ্গির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ১০ (২০২২)


৫) রাষ্ট্রবিজ্ঞান চর্চার আচরণবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা কর । ১০ (২০২০)


৬) আচরণবাদের সীমাবদ্ধতা গুলির উপর একটি সংক্ষিপ্ত আলোচনা কর ।৫ (২০২১)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

৭) সাবেকি দৃষ্টিভঙ্গি ও আচরনবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আলোচনা করো।


৮) উত্তর-আচরণবাদের উপর একটি নিবন্ধ লেখ। ৫ (২০২০)


৯)রাষ্ট্রবিজ্ঞান চর্চার উত্তর-আচরনবাদী দৃষ্টিভঙ্গীটি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


১০) রাষ্ট্রবিজ্ঞান চর্চার মার্কসবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা কর ।

দ্বিতীয় অধ্যায়

১) সার্বভৌমিকতা কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।


২) সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। একত্ববাদী তত্ত্বের মূখ্য প্রবক্তা কারা? ১০ (২০১৯), ১০ (২০২২)


৩) রাষ্ট্রের সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা কর | ১০ (২০২০) ১০ (২০২১)

তৃতীয় অধ্যায়

১) অধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।


২) স্বাধীনতার ধারণাটিকে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


৩) সাম্যের ধারনাটি আলোচনা কর। ১০ (২০২১)


৫) সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা কর। ১০ (২০২০) ১০ (২০২২)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

চতুর্থ অধ্যায়

১) উদারনীতিবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর ।


২) উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।


৩)  নয়া-উদারনীতিবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২১)


৪) নয়া-উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৫ (২০২০)

পঞ্চম অধ্যায়

১) রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আদর্শবাদী বা ভাববাদী তত্ত্বটি ব্যাখ্যা কর । ১০ (২০২০)


২) উদারনৈতিক তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের প্রকৃতি আলোচনা কর। ১০ (২০২১)


৩) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে উদারনৈতিক তত্ত্বের চারটি প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ৫ (২০২২)


৪) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। ৫ (২০১৯)


৫) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তত্ত্বটি আলোচনা করো। ৫ (২০২২)


৬) রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে গান্ধীর তত্ত্বটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code