শক্তিসাম্যের বিভিন্ন কৌশল

Ad Code

শক্তিসাম্যের বিভিন্ন কৌশল

 

The University of Burdwan

B.A.  4th Semester
Political Science (Honours)
CC-8; International Relations

তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের বিভিন্ন কৌশলগুলি অথবা শক্তিসাম্যের বিভিন্ন কৌশলগুলি উল্লেখ করো। ৫(২০১৯) ১০(২০২২)

উত্তরঃ

শক্তিসাম্যের কৌশলঃ

শক্তিসাম্য বজায় রাখার জন্য সাধারণভাবে যেসব পদ্ধতি বা কৌশল অবলম্বন করা হয়ে থাকে সেগুলি নীচে আলোচনা করা হল-

১) জোট ও বিরুদ্ধ জোট গঠনঃ

জোট ও বিরুদ্ধজোট গঠন শক্তিসাম্য বজায় রাখার একটি প্রাচীন এবং অতি প্রচলিত পদ্ধতি। ইউরোপে যখনই কোনো রাষ্ট্র বা রাষ্ট্রজোট অধিকতর শক্তিশালী হয়ে এবং আক্রমণাত্মক নীতি অবলম্বন করে ভারসাম্য নষ্ট করার চেষ্টা করেছে তখনই অনান্য রাষ্ট্র ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে সেই রাষ্ট্রের বা রাষ্ট্রজোটের বিরুদ্ধে একত্রিত হয়েছে।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

২) প্রতিপক্ষকে বিভক্ত করে শাসন করার নীতিঃ

প্রতিপক্ষকে বিভক্ত করে শাসন করার নীতির লক্ষ্য হল প্রতিপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে না দিয়ে তাকে দুর্বল রেখে শক্তিসাম্য বজায় রাখা। এটা একটা নেতিবাচক পদ্ধতি। তবে বিশ্বের ইতিহাসে এই নীতির ব্যাপক প্রয়োগ লক্ষ করা যায়। রোমানরা বিক্ষিপ্ত জাতিদের ওপর নিয়ন্ত্রণ কায়েম রাখার জন্য এই নীতি অনুসরণ করেছিল। আধুনিককালে গ্রেট ব্রিটেন তার ঔপনিবেশিক সাম্রাজ্য বজায় রাখার জন্য বিভক্ত করে শাসন করার নীতির ব্যাপক প্রয়োগ ঘটায়।

৩) অভ্যন্তরীণ হস্তক্ষেপঃ

আন্তর্জাতিক রাজনীতিতে প্রায়শই বৃহৎ শক্তিগুলিকে ক্ষুদ্র রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে শক্তিসাম্য বজায় রাখতে দেখা যায়। সামরিক হস্তক্ষেপ, সরকার-বিরোধীদের সামরিক প্রশিক্ষণদান, নাশকতামূলক কার্যকলাপ, গৃহযুদ্ধে ইন্ধন জোগানো, উগ্রপন্থীদেরঅস্ত্র সরবরাহ ইত্যাদির মাধ্যমে হস্তক্ষেপের ঘটনা ঘটে।

৪) অস্ত্রসজ্জা ও নিরস্ত্রীকরণঃ

শক্তিসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি প্রচলিত পদ্ধতি হল সামরিক প্রস্তুতি তথা অস্ত্রসজ্জা। প্রত্যেক রাষ্ট্রই চায় অস্ত্রসজ্জায় তার প্রতিপক্ষের সমান এবং সম্ভব হলে অধিকতর শক্তিশালী হতে। ফলে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ বৃদ্ধি পায় যা অনেক সময় যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি করে। তাই এ কথা অনস্বীকার্য যে স্থায়ী ভারসাম্য ও শান্তির জন্য প্রয়োজন নিরস্ত্রীকরণ। সম্মিলিত জাতিপুঞ্জ নিরস্ত্রীকরণের জন্য বার বার উদ্যোগ গ্রহণ করেছে। তবে এ ব্যাপারে আশানুরূপ সাফল্য অর্জন করা সম্ভব হয়নি।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

৬) বাফার রাষ্ট্রঃ

দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী ক্ষুদ্র রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয়। এই ক্ষুদ্র রাষ্ট্রটি বিবদমান রাষ্ট্র দুটিকে একে অপরের থেকে দূরে রাখে এবং যুদ্ধের সম্ভাবনা প্রশমিত করে। ব্রিটিশ সাম্রাজ্য ও রাশিয়ার মধ্যে আফগানিস্তান অবস্থান করায় ওই অঞ্চলে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। ইউরোপে জার্মানি ও ফ্রান্সের মধ্যে বেলজিয়াম ও হল্যান্ড বাফার রাষ্ট্রের ভূমিকা পালন করেছে।

এই পেপারের ওপর অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

প্রশ্ন-১; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তার নাম উল্লেখ করো। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধির ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখ।-১+৪ (২০১৯)

প্রশ্ন-২; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের ব্যাখা দাও।-১০ (২০২২)

প্রশ্ন-৪; আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৫ (২০২২)

প্রশ্ন-৫; আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৬; বাস্তববাদ ও নয়া-বাস্তবাদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

 দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; জাতীয় শক্তি কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো।

প্রশ্ন-২; জাতীয় শক্তি বা জাতীয় ক্ষমতার মূল উপাদান বা নির্ধারক গুলি কি কি?

প্রশ্ন-৩; জাতীয় শক্তির একটি উপাদান হিসাবে ভূগোলের গুরুত্ব মূল্যায়ন কর। ১০ (২০২২)

তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; শক্তিসাম্য কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের বিভিন্ন কৌশলগুলি অথবা শক্তিসাম্যের বিভিন্ন কৌশলগুলি উল্লেখ করো। ৫(২০ ১৯) ১০(২০২২)

প্রশ্ন-৩; যৌথ নিরাপত্তা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; শক্তিসাম্য ও যৌথ নিরাপত্তার মধ্যে সম্পর্ক আলোচনা করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১; দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডযুদ্ধের উদ্ভব এবং সমাপ্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

অথবা

ঠান্ডা যুদ্ধের উদ্ভব ও সমাপ্তির কারণগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।

অথবা

ঠান্ডার যুদ্ধের উদ্ভব ও বিবর্তন আলোচনা করো।

পঞ্চম অধ্যায়

প্রশ্ন-১; বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

অথবা

বিশ্বায়নের উপাদানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; বিশ্বায়ন কী? বিশ্বায়নের রাজনৈতিক, সংস্কৃতিক এবং প্রযুক্তিগত মাত্রা বা দিকগুলি সমালোচনা সহ বিশ্লেষণ করো। ১০ (২০১৯)

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের ওপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে লেখ। ৫ (২০২২)

অথবা

বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; মানবাধিকারের অর্থ ও প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।

প্রশ্ন-৫; মানবাধিকারের আন্তর্জাতিক বিল কী? দক্ষিন-পূর্ব এশিয়ার বিশেষ উল্লেখসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ওপর একটি টিকা লেখ। ১০ (২০১৯)

প্রশ্ন-৪) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কাকে বলে? সন্ত্রাসবাদের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মানব সভ্যতার কাছে একটি বড় ঝুঁকি- ব্যাখ্যা করো। ১০ (২০১৯)

অথবা

আন্তর্জাতিক সম্পর্কে সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো।

প্রশ্ন-৪; রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে তুমি কী বোঝ? কীভাবে ইহা আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে লেখ। ১০ (২০ ২২)

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

ষষ্ঠ অধ্যায়

প্রশ্ন-১; NPT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; CTBT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-৩; পারমাণবিক অস্ত্রনিয়ন্ত্রণ প্রসঙ্গে N.P.T. এবং C.T.B.T. এর পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; NSG সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)

সপ্তম অধ্যায়

প্রশ্ন-১; বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি কাকে বলে? এর মুল উদ্দেশ্যগুলি কী কী?

প্রশ্ন-২; বিদেশনীতির মুল নির্ধারকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; কূটনীতি কাকে বলে? কূটনীতির মূল উদ্দেশ্য বা কার্যাবলীগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৫; সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় কূটনীতির বিভিন্ন ধরনগুলি বিবৃত কর। ৫(২০১৯)

অথবা

কূটনীতির বিভিন্ন প্রকারভেদ্গুলি আলোচনা করো।

প্রশ্ন-৬; বিদেশনীতি ও কূটনীতির মধ্যে তুমি কিভাবে তফাৎ (সম্পর্ক) করবে। ৫(২০২২)

 স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

অষ্টম অধ্যায়

প্রশ্ন-১; ভারতের বিদেশনীতির  মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ভারতের বিদেশনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো।


Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code