রাজনৈতিক, সংস্কৃতিক এবং প্রযুক্তিগত বিশ্বায়ন

Ad Code

রাজনৈতিক, সংস্কৃতিক এবং প্রযুক্তিগত বিশ্বায়ন

 

প্রশ্ন-১; বিশ্বায়ন কী? বিশ্বায়নের রাজনৈতিক, সংস্কৃতিক এবং প্রযুক্তিগত মাত্রা বা দিকগুলি সমালোচনা সহ বিশ্লেষণ করো। ১০(২০১৯)

উত্তরঃ

বিশ্বায়নের সংজ্ঞাঃ

বিশ্বায়ন হল বিশ্বব্যবস্থা সম্প্রসারণের এমন এক প্রক্রিয়া যার দ্বারা রাষ্ট্র সংক্রান্ত সমস্ত সংকীর্ণ ধারণার অবসান ঘটে এবং অর্থনৈতিক , রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদানের পথ সুগম হয়। বিশ্বায়ন ধারণাটির প্রবর্তক রোল্যান্ড রবার্টসন বিশ্বের সংকুচিতকরণ ও একত্রীকরণকেই বিশ্বায়ন বলে চিহ্নিত করেছিলেন। জোসেফ স্টিগলিৎজ এর মতে, বিশ্বায়ন হল প্রকৃতপক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও জনগোষ্ঠীর মধ্যে একধরনের নিবিড় একাত্মতা বা ঘনিষ্ঠতার সংহতি। এককথায় বিশ্বায়ন হল সমগ্র বিশ্বব্যাপী রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে একক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠা এবং নিবিড় সংযােগসাধনের একটি প্রক্রিয়া।

বিশ্বায়নের রাজনৈতিক দিকঃ

রাজনৈতিক বিশ্বায়ন বলতে  আকার ও জটিলতার দিক থেকে বিশ্বব্যাপী রাজনৈতিক ব্যবস্থার ক্রমবর্ধমান বৃদ্ধিকে বোঝায়। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে বিশ্বের দূরতম প্রান্তে যোগাযোগ সুগম হয়েছে। এর ফলে বিভিন্ন দেশ সমূহের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক কমে গেছে। এই পরিবর্তনের ফলে চিরাচরিত সার্বভৌমিকতার অভ্যন্তরীণ ও বাহ্যিক রূপ ক্রমশ বিলুপ্ত হয়ে গেছে। রাজনৈতিক বিশ্বায়নের প্রভাবে বর্তমান সময়ে কোনো রাষ্ট্রের পক্ষেই আর চরম সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করা সম্ভব নয়।

সমালোচনাঃ

বিশ্বায়নের যুগে একমেরুকেন্দ্রিকতা প্রাধান্য লাভ করার ফলে মার্কিন প্রশাসনের নির্দেশ মতো উন্নয়নশীল রাষ্ট্রকে কাঠামোগত পুনর্বিন্যাস সাধন করতে বাধ্য করা হয়েছে। পুনর্গঠনের মাধ্যমে ওইসব রাষ্ট্র শ্রমিকদের মজুরি হ্রাস, পেনশন না দেওয়া, সরকারি ব্যয় হ্রাস ও ভরতুকি প্রদান বন্ধ প্রভৃতি চরম জনবিরোধী নীতি গ্রহণ করতে বাধ্য হয়। এই অবস্থায় জাতি-রাষ্ট্রসমূহের অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বিপন্ন হয়ে পড়ে।বিশ্বায়নের যুগে যেসব আন্তঃসরকারি সংগঠন এবং অতিজাতিক সংগঠন গড়ে উঠেছে, সেগুলিই। বিশ্বপরিস্থিতির সমস্ত কলকাঠি নাড়ছে। এইসব সংগঠনের কাজকর্মে জাতীয় রাষ্ট্রের কর্ণধারদের ভূমিকা খুবই অকিঞ্চিতকর।

বিশ্বায়নের সাংস্কৃতিক দিকঃ

         সাংস্কৃতিক বিশ্বায়ন হল একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর একটি অংশে উৎপাদিত দ্রব্য সামগ্রী, ধ্যান-ধারণা এবং তথ্যাদি এক বিশ্ব-ধারার সামিল হয়ে পড়ে। তারফলে বিভিন্ন জাতি, অঞ্চল এবং ব্যক্তিবর্গের মধ্যে সাংস্কৃতিক পার্থক্যসমূহ অপসারিত হয়। সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে বিশ্বব্যাপী স্থানীয় সংস্কৃতির আদানপ্রদান ঘটছে। বিশ্বায়নের ফলে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি ঘটায় বিশ্বের প্রতিটি দেশ অন্যান্য দেশের স্থানীয় সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে এবং পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে একে অপরের সংস্কৃতির উন্নতি ঘটাচ্ছে।

সমালোচনাঃ

        সাংস্কৃতিক বিশ্বায়ন সর্বত্র অভিন্ন সংস্কৃতি গড়ে তুলতে অবিরাম চেষ্টা চালিয়ে গেছে। ফলস্বরূপ বিজাতীয় সংস্কৃতির প্রভাবে আজ রাষ্ট্রসমূহের নিজস্ব সংস্কৃতি গভীর সংকটের সম্মুখীন হয়ে পড়ছে। পশ্চিমি ভোগবাদী সংস্কৃতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাষ্ট্রগুলির হাতে আর নেই। কোন রাষ্ট্র এই বিজাতীয় সংস্কৃতির  প্রচার ও প্রসারে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া দেখা দেবে এবং ঊক্ত রাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়।

বিশ্বায়নের প্রযুক্তিগত দিকঃ

        প্রযুক্তিগত বিশ্বায়ন বলতে বিশ্বজুড়ে তথ্য-প্রযুক্তির দ্রুত বিস্তার এবং এর সহজলভ্যতাকে বোঝায়। প্রযুক্তিগত বিশ্বায়নের ফলে উন্নত বিশ্বের উন্নত প্রযুক্তির সুফল বিশ্বের সমগ্র দেশের মানুষ যেমন ভোগ করছে তেমনি এই উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত পণ্যকে বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানী করে বিভিন্ন বহুজাতিক সংস্থা প্রচুর মুনাফা লাভ করছে। এছাড়া প্রযুক্তিগত বিশ্বায়নের প্রভাবে বিশ্বব্যাপী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় উন্নতি ঘটেছে।

সমালোচনাঃ

        প্রযুক্তিগত বিশ্বায়নের ফলে বহুজাতিক সংস্থাগুলির সংখ্যা বৃদ্ধি ঘটেছে। উন্নয়নশীল দেশগুলির নীতি নির্ধারণকারীরা অনেকসময় বাধ্য হয়েই এইসকল সংস্থার নির্দেশে তাদের জাতীয় ও পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন। ফলে নয়া সাম্রাজ্যবাদী দেশগুলি বহুজাতিক সংস্থার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির রাষ্ট্রীয় সার্বভৌমিকতাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হয়।

এই বিষয় সংক্রান্ত অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

প্রশ্ন-১; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তার নাম উল্লেখ করো। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধির ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখ।-১+৪ (২০১৯)

প্রশ্ন-২; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের ব্যাখা দাও।-১০ (২০২২)

প্রশ্ন-৪; আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৫ (২০২২)

প্রশ্ন-৫; আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৬; বাস্তববাদ ও নয়া-বাস্তবাদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে

 


দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; জাতীয় শক্তি কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো।

প্রশ্ন-২; জাতীয় শক্তি বা জাতীয় ক্ষমতার মূল উপাদান বা নির্ধারক গুলি কি কি?

প্রশ্ন-৩; জাতীয় শক্তির একটি উপাদান হিসাবে ভূগোলের গুরুত্ব মূল্যায়ন কর। ১০ (২০২২)


তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; শক্তিসাম্য কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের বিভিন্ন কৌশলগুলি অথবা শক্তিসাম্যের বিভিন্ন কৌশলগুলি উল্লেখ করো। ৫(২০ ১৯) ১০(২০২২)

প্রশ্ন-৩; যৌথ নিরাপত্তা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; শক্তিসাম্য ও যৌথ নিরাপত্তার মধ্যে সম্পর্ক আলোচনা করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১; দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডযুদ্ধের উদ্ভব এবং সমাপ্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

অথবা

ঠান্ডা যুদ্ধের উদ্ভব ও সমাপ্তির কারণগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।

অথবা

ঠান্ডার যুদ্ধের উদ্ভব ও বিবর্তন আলোচনা করো।


 স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



পঞ্চম অধ্যায়

প্রশ্ন-১; বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

অথবা

বিশ্বায়নের উপাদানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; বিশ্বায়ন কী? বিশ্বায়নের রাজনৈতিক, সংস্কৃতিক এবং প্রযুক্তিগত মাত্রা বা দিকগুলি সমালোচনা সহ বিশ্লেষণ করো। ১০ (২০১৯)

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের ওপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে লেখ। ৫ (২০২২)

অথবা

বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; মানবাধিকারের অর্থ ও প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।

প্রশ্ন-৫; মানবাধিকারের আন্তর্জাতিক বিল কী? দক্ষিন-পূর্ব এশিয়ার বিশেষ উল্লেখসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ওপর একটি টিকা লেখ। ১০ (২০১৯)

প্রশ্ন-৪) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কাকে বলে? সন্ত্রাসবাদের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মানব সভ্যতার কাছে একটি বড় ঝুঁকি- ব্যাখ্যা করো। ১০ (২০১৯)

অথবা

আন্তর্জাতিক সম্পর্কে সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো।

প্রশ্ন-৪; রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে তুমি কী বোঝ? কীভাবে ইহা আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে লেখ। ১০ (২০ ২২)


ষষ্ঠ অধ্যায়

প্রশ্ন-১; NPT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; CTBT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-৩; পারমাণবিক অস্ত্রনিয়ন্ত্রণ প্রসঙ্গে N.P.T. এবং C.T.B.T. এর পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; NSG সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



সপ্তম অধ্যায়

প্রশ্ন-১; বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি কাকে বলে? এর মুল উদ্দেশ্যগুলি কী কী?

প্রশ্ন-২; বিদেশনীতির মুল নির্ধারকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; কূটনীতি কাকে বলে? কূটনীতির মূল উদ্দেশ্য বা কার্যাবলীগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৫; সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় কূটনীতির বিভিন্ন ধরনগুলি বিবৃত কর। ৫(২০১৯)

অথবা

কূটনীতির বিভিন্ন প্রকারভেদ্গুলি আলোচনা করো।

প্রশ্ন-৬; বিদেশনীতি ও কূটনীতির মধ্যে তুমি কিভাবে তফাৎ (সম্পর্ক) করবে। ৫(২০২২)

 

অষ্টম অধ্যায়

প্রশ্ন-১; ভারতের বিদেশনীতির  মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ভারতের বিদেশনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো।


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



Main Menu



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code