ভারতের বিদেশনীতির মূল বৈশিষ্ট্য

Ad Code

ভারতের বিদেশনীতির মূল বৈশিষ্ট্য

 

প্রশ্ন-১; ভারতের বিদেশনীতির  মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

উত্তরঃ

ভারতের বিদেশনীতির বৈশিষ্ট্যঃ

বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি হল কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণ। বিদেশনীতির মাধ্যমে একটি রাষ্ট্র আন্তর্জাতিক স্তরে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। নীচে ভারতের বিদেশনীতির মুল বৈশিষ্ট্যগুলি  আলোচনা করা হল-

১) পঞ্চশীলঃ

ভারতের বৈদেশিক নীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ। ১৯৪৫ সালে তদানীস্তন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সর্বপ্রথম 'পঞ্চশীল নীতির কথা ঘোষণা করেন। পঞ্চশীলের এই ৫-টি নীতি হল-

১) প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন ;

২) অনাক্রমণ;

৩) অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ;

৪) সাম্য ও পারস্পরিক সাহায্য এবং

৫) শান্তিপূর্ণ সহাবস্থান ।

২) জোট নিরপেক্ষতাঃ

ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ হল জোটনিরপেক্ষতা। জোটনিরপেক্ষতা হল বিশ্বের কোনো শক্তিজোটের সঙ্গে যুক্ত না থেকে শাস্তিপূর্ণ ও স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা। তবে জোটনিরপেক্ষ নীতি অবলম্বন করলেও ভারত যুদ্ধ ও শান্তির প্রশ্নে নিষ্ক্রিয় থাকেনি, আন্তর্জাতিক বিরোধ অথবা সমস্যা থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখেনি। জোটনিরপেক্ষ হয়েও ভারত যুদ্ধ, আগ্রাসন, সামরিক ঘাঁটি স্থাপন, ঔপনিবেশিকতা, সাম্রাজ্যবাদ, অস্ত্রসজ্জা প্রভৃতির বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরব হয়েছে।

৩) সাম্রাজ্যবাদ বিরোধিতাঃ

ভারতের পররাষ্ট্রনীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সাম্রাজ্যবাদ বিরোধিতা। ভারত একদিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অনুষ্ঠিত জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন জানিয়েছে, অন্যদিকে সাম্রাজ্যবাদী শক্তিগুলির আগ্রাসী নীতির কঠোর সমালোচনা করেছে। এল সালভাতোর, নিকারাগুয়া, ভিয়েতনাম, কোরিয়া, পানামা প্রভৃতি রাষ্ট্রে সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপকে ভারত তীব্রভাবে বিরোধিতা করেছে।

৪) নয়া-উপনিবেশবাদ বিরোধিতাঃ

নয়া-উপনিবেশবাদ হল সাম্রাজ্যবাদের নতুন রূপ। সামরিক জোট গঠন, সামরিক ঘাঁটি স্থাপন, বৈদেশিক সাহায্য ও ঋণদান, অস্ত্র বিক্রয়, বিদেশে পুতুল সরকার গঠন, অভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ, নাশকতামূলক কার্যকলাপে উৎসাহদান, বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ, ষড়যন্ত্র ও গুপ্তহত্যার মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো প্রভৃতি নতুন নতুন কৌশল প্রয়োগ করে নয়া-উপনিবেশবাদ অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিকে নানাভাবে শোষণ ও নিয়ন্ত্রণ করে। ভারত এই নয়া-উপনিবেশবাদের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে সোচ্চার হয়েছে।

৫) জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থনঃ

পরাধীনতার যন্ত্রণাভোগের দীর্ঘ অভিজ্ঞতাকে সম্বল করে ভারত এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকায় জাতীয় মুক্তি আন্দোলনগুলিকে সর্বতোভাবে সমর্থন করেছে। দক্ষিণ রোডেশিয়া, ইন্দোনেশিয়া, ঘানা, উগান্ডা, অ্যাঙ্গোলা, মোজাম্বিক, বাংলাদেশ প্রভৃতি দেশে জাতীয় মুক্তি আন্দোলনের প্রতি ভারত অকুণ্ঠ সমর্থন জানিয়েছে ও যথাসম্ভব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

৬) বর্ণবৈষম্যের বিরোধিতাঃ

ভারতের পররাষ্ট্রনীতির একটি অপরিহার্য বৈশিষ্ট্য হল  বর্ণ বৈষম্যবাদের বিরোধিতা। দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ রোডেশিয়া প্রভৃতি দেশের শ্বেতাঙ্গ সরকারের বর্ণবৈষম্য নীতিকে ভারত কঠোরভাবে সমালোচনা করেছে। জাতিপুঞ্জ থেকে দক্ষিণ আফ্রিকার বহিষ্কারে ভারতের প্রতিবাদী ভূমিকা ছিল সর্বজনবিদিত। বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে ভারত জোটনিরপেক্ষ আন্দোলন, কমনওয়েলথ সম্মেলন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রভৃতি মঞ্চগুলিকে সার্থকভাবে ব্যবহার করেছে।

৭) নিরস্ত্রীকরণঃ

ভারত মনে করে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হল মারাত্মক যুদ্ধাস্ত্র উৎপাদন ও আণবিক মারণাস্ত্রের প্রসার। তাই সে নিজে মারাত্মক যুদ্ধাস্ত্র উৎপাদন থেকে বিরত থেকেছে, নিরস্ত্রীকরণের পক্ষে আন্দোলন করেছে এবং আণবিক মারণাস্ত্রের প্রসার রোধে তৎপর হয়েছে। প্রসঙ্গত, ভারত শাস্তির উদ্দেশ্যে আণবিক শক্তির ব্যবহারকে সমর্থন করে।

৮) বিশ্বশান্তিঃ

ভারত শাস্তির পূজারী এবং যুদ্ধের বিরোধী। স্বাভাবিকভাবেই ভারতের পররাষ্ট্রনীতির মূল স্লোগান হল—'যুদ্ধ নয়, শাস্তি চাই'। কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আরব-ইসরায়েল যুদ্ধ, ইরাক-ইরান যুদ্ধ—প্রভৃতি যুদ্ধের অবসানে ভারত সক্রিয় ভূমিকা নিয়েছে। দুঃখের বিষয়, বিশ্বশান্তির একনিষ্ঠ পূজারী হওয়া সত্ত্বেও ভারতকে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে পাকিস্তান, চিন প্রভৃতি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছে।

৯) অন্যান্যঃ

ভারতের পররাষ্ট্রনীতির অপরাপর বৈশিষ্ট্যগুলি হল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সম্মিলিত জাতিপুঞ্জের ওপর আস্থা রাখা, তৃতীয় বিশ্বের দেশগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, আন্তর্জাতিক বিরোধের শাস্তিপূর্ণ মীমাংসায় উদ্যোগ নেওয়া ইত্যাদি।


এই বিষয় সংক্রান্ত অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

প্রশ্ন-১; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তার নাম উল্লেখ করো। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধির ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখ।-১+৪ (২০১৯)

প্রশ্ন-২; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের ব্যাখা দাও।-১০ (২০২২)

প্রশ্ন-৪; আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৫ (২০২২)

প্রশ্ন-৫; আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৬; বাস্তববাদ ও নয়া-বাস্তবাদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে

 


দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; জাতীয় শক্তি কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো।

প্রশ্ন-২; জাতীয় শক্তি বা জাতীয় ক্ষমতার মূল উপাদান বা নির্ধারক গুলি কি কি?

প্রশ্ন-৩; জাতীয় শক্তির একটি উপাদান হিসাবে ভূগোলের গুরুত্ব মূল্যায়ন কর। ১০ (২০২২)


তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; শক্তিসাম্য কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের বিভিন্ন কৌশলগুলি অথবা শক্তিসাম্যের বিভিন্ন কৌশলগুলি উল্লেখ করো। ৫(২০ ১৯) ১০(২০২২)

প্রশ্ন-৩; যৌথ নিরাপত্তা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; শক্তিসাম্য ও যৌথ নিরাপত্তার মধ্যে সম্পর্ক আলোচনা করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১; দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডযুদ্ধের উদ্ভব এবং সমাপ্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

অথবা

ঠান্ডা যুদ্ধের উদ্ভব ও সমাপ্তির কারণগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।

অথবা

ঠান্ডার যুদ্ধের উদ্ভব ও বিবর্তন আলোচনা করো।


 স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



পঞ্চম অধ্যায়

প্রশ্ন-১; বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

অথবা

বিশ্বায়নের উপাদানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; বিশ্বায়ন কী? বিশ্বায়নের রাজনৈতিক, সংস্কৃতিক এবং প্রযুক্তিগত মাত্রা বা দিকগুলি সমালোচনা সহ বিশ্লেষণ করো। ১০ (২০১৯)

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের ওপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে লেখ। ৫ (২০২২)

অথবা

বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; মানবাধিকারের অর্থ ও প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।

প্রশ্ন-৫; মানবাধিকারের আন্তর্জাতিক বিল কী? দক্ষিন-পূর্ব এশিয়ার বিশেষ উল্লেখসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ওপর একটি টিকা লেখ। ১০ (২০১৯)

প্রশ্ন-৪) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কাকে বলে? সন্ত্রাসবাদের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মানব সভ্যতার কাছে একটি বড় ঝুঁকি- ব্যাখ্যা করো। ১০ (২০১৯)

অথবা

আন্তর্জাতিক সম্পর্কে সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো।

প্রশ্ন-৪; রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে তুমি কী বোঝ? কীভাবে ইহা আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে লেখ। ১০ (২০ ২২)


ষষ্ঠ অধ্যায়

প্রশ্ন-১; NPT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; CTBT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-৩; পারমাণবিক অস্ত্রনিয়ন্ত্রণ প্রসঙ্গে N.P.T. এবং C.T.B.T. এর পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; NSG সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



সপ্তম অধ্যায়

প্রশ্ন-১; বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি কাকে বলে? এর মুল উদ্দেশ্যগুলি কী কী?

প্রশ্ন-২; বিদেশনীতির মুল নির্ধারকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; কূটনীতি কাকে বলে? কূটনীতির মূল উদ্দেশ্য বা কার্যাবলীগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৫; সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় কূটনীতির বিভিন্ন ধরনগুলি বিবৃত কর। ৫(২০১৯)

অথবা

কূটনীতির বিভিন্ন প্রকারভেদ্গুলি আলোচনা করো।

প্রশ্ন-৬; বিদেশনীতি ও কূটনীতির মধ্যে তুমি কিভাবে তফাৎ (সম্পর্ক) করবে। ৫(২০২২)

 

অষ্টম অধ্যায়

প্রশ্ন-১; ভারতের বিদেশনীতির  মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ভারতের বিদেশনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো।


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



Main Menu




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code