কূটনীতির প্রকারভেদ

Ad Code

কূটনীতির প্রকারভেদ

 

প্রশ্ন-১;  সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় কূটনীতির বিভিন্ন ধরনগুলি বিবৃত কর। (৫/১৯)
অথবা
কূটনীতির বিভিন্ন প্রকারভেদ্গুলি আলোচনা করো।
উত্তরঃ

কূটনীতির প্রকারভেদঃ

কাজের ধরন অনুযায়ী কূটনীতিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। নীচে কূটনীতির এই বিভিন্ন ধরন বা প্রকারভেদগুলি আলোচনা করা হল। যেমন-

১) গোপন কূটনীতিঃ

গোপন কূটনীতি বলতে কূটনীতির সেই পদ্ধতিকে বোঝায় যেখানে কূটনৈতিক আলোচনা ও কার্যাবলি গোপন রাখা হয়। গোপন কূটনীতির ক্ষেত্রে কূটনীতি পরিচালনায় জনগণের কোনো ভূমিকা থাকে না। ঊনবিংশ শতাব্দীতে মনে করা হত কূটনীতির এই গোপন পদ্ধতি ক্ষমতার ভারসাম্য ও আন্তর্জাতিক ব্যবস্থার স্থায়িত্ব রক্ষায় সহায়ক।

২) প্রকাশ্য বা গণতান্ত্রিক কূটনীতিঃ

প্রকাশ্য কূটনীতির মূলকথা হল এই যে, কূটনৈতিক আলাপ-আলোচনা ও কার্যকলাপ গোপন না রেখে জনগণের কাছে প্রকাশ করতে হবে। প্রকাশ্য কূটনীতি জনমতের ওপর গুরুত্ব আরোপ করে। তাই প্রকাশ্য কূটনীতিকে অনেক সময় গণতান্ত্রিক কূটনীতিও বলা হয়ে থাকে।

৩) সম্মেলনের মাধ্যমে পরিচালিত কূটনীতিঃ

বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, বিদেশমন্ত্রী ও পদস্থ কর্মচারী অথবা কূটনৈতিক প্রতিনিধিরা যখন কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য আহত সম্মেলনে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করার চেষ্টা করেন, তখন তাকে সম্মেলনের মাধ্যমে কূটনীতি বলে আখ্যা দেওয়া হয়।

৪) ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত কূটনীতিঃ

সমসাময়িককালের কূটনীতির এক বিশেষ রূপ হল ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত কুটনীতি। উনিশ শতকে এই ধরনের কূটনীতির উম্মেষ ঘটলেও বিশ শতকে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার পরবর্তী সময়ে এ প্রচলন অনেক বেড়ে যায়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ যখন কোনো বিশেষ সমস্যা সমাধানে নিজেরাই উদ্যোগী হয়ে কূটনৈতিক আলাপ-আলোচনায় লিপ্ত হন, তখন তাকে ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত কূটনীতি বলে অভিহিত করা হয়। এই প্রকার কূটনীতিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীগণ নিজেরাই অংশগ্রহণ করতে পারেন।

৫) শীর্ষ কূটনীতিঃ

 

শীর্ষ কূটনীতি হল ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত কূটনীতিরই একটি বিশেষ রূপ। শীর্ষ সম্মেলনের মাধ্যমে কোনো সমস্যার সমাধান কল্পে যখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ কোনো সম্মেলনে মিলিত হয়ে কূটনৈতিক আলাপ-আলোচনায় লিপ্ত হন, তখন তাকে শীর্ষ কূটনীতি বলা হয় এই ধরনের কূটনীতির প্রচলন হয় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে। 


এই বিষয় সংক্রান্ত অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

প্রশ্ন-১; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তার নাম উল্লেখ করো। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধির ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখ।-১+৪ (২০১৯)

প্রশ্ন-২; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের ব্যাখা দাও।-১০ (২০২২)

প্রশ্ন-৪; আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৫ (২০২২)

প্রশ্ন-৫; আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৬; বাস্তববাদ ও নয়া-বাস্তবাদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে

 


দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; জাতীয় শক্তি কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো।

প্রশ্ন-২; জাতীয় শক্তি বা জাতীয় ক্ষমতার মূল উপাদান বা নির্ধারক গুলি কি কি?

প্রশ্ন-৩; জাতীয় শক্তির একটি উপাদান হিসাবে ভূগোলের গুরুত্ব মূল্যায়ন কর। ১০ (২০২২)


তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; শক্তিসাম্য কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের বিভিন্ন কৌশলগুলি অথবা শক্তিসাম্যের বিভিন্ন কৌশলগুলি উল্লেখ করো। ৫(২০ ১৯) ১০(২০২২)

প্রশ্ন-৩; যৌথ নিরাপত্তা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; শক্তিসাম্য ও যৌথ নিরাপত্তার মধ্যে সম্পর্ক আলোচনা করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১; দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডযুদ্ধের উদ্ভব এবং সমাপ্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

অথবা

ঠান্ডা যুদ্ধের উদ্ভব ও সমাপ্তির কারণগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।

অথবা

ঠান্ডার যুদ্ধের উদ্ভব ও বিবর্তন আলোচনা করো।


 স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



পঞ্চম অধ্যায়

প্রশ্ন-১; বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

অথবা

বিশ্বায়নের উপাদানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; বিশ্বায়ন কী? বিশ্বায়নের রাজনৈতিক, সংস্কৃতিক এবং প্রযুক্তিগত মাত্রা বা দিকগুলি সমালোচনা সহ বিশ্লেষণ করো। ১০ (২০১৯)

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের ওপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে লেখ। ৫ (২০২২)

অথবা

বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; মানবাধিকারের অর্থ ও প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।

প্রশ্ন-৫; মানবাধিকারের আন্তর্জাতিক বিল কী? দক্ষিন-পূর্ব এশিয়ার বিশেষ উল্লেখসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ওপর একটি টিকা লেখ। ১০ (২০১৯)

প্রশ্ন-৪) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কাকে বলে? সন্ত্রাসবাদের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মানব সভ্যতার কাছে একটি বড় ঝুঁকি- ব্যাখ্যা করো। ১০ (২০১৯)

অথবা

আন্তর্জাতিক সম্পর্কে সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো।

প্রশ্ন-৪; রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে তুমি কী বোঝ? কীভাবে ইহা আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে লেখ। ১০ (২০ ২২)


ষষ্ঠ অধ্যায়

প্রশ্ন-১; NPT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; CTBT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-৩; পারমাণবিক অস্ত্রনিয়ন্ত্রণ প্রসঙ্গে N.P.T. এবং C.T.B.T. এর পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; NSG সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



সপ্তম অধ্যায়

প্রশ্ন-১; বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি কাকে বলে? এর মুল উদ্দেশ্যগুলি কী কী?

প্রশ্ন-২; বিদেশনীতির মুল নির্ধারকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; কূটনীতি কাকে বলে? কূটনীতির মূল উদ্দেশ্য বা কার্যাবলীগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৫; সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় কূটনীতির বিভিন্ন ধরনগুলি বিবৃত কর। ৫(২০১৯)

অথবা

কূটনীতির বিভিন্ন প্রকারভেদ্গুলি আলোচনা করো।

প্রশ্ন-৬; বিদেশনীতি ও কূটনীতির মধ্যে তুমি কিভাবে তফাৎ (সম্পর্ক) করবে। ৫(২০২২)

 

অষ্টম অধ্যায়

প্রশ্ন-১; ভারতের বিদেশনীতির  মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ভারতের বিদেশনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো।


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



Main Menu




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code