ঠান্ডযুদ্ধের উদ্ভব এবং সমাপ্তি

Ad Code

ঠান্ডযুদ্ধের উদ্ভব এবং সমাপ্তি

 

The University of Burdwan

B.A.  4th Semester
Political Science (Honours)
CC-8; International Relations

চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১;  দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডযুদ্ধের উদ্ভব এবং সমাপ্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)
অথবা
ঠান্ডা যুদ্ধের উদ্ভব ও সমাপ্তির কারণগুলি আলোচনা করো।

উত্তরঃ

ঠান্ডা যুদ্ধের কারণঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই ঠান্ডা যুদ্ধের সূচনা হলেও ঠান্ডা যুদ্ধের কারণ বহু আগে থেকেই ইতিহাসে নিহিত ছিল। 1917 সালে রাশিয়াতে বলশেভিক বিপ্লবের জয় ও কমিউনিস্ট শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পর রাশিয়ার সঙ্গে পশ্চিমী শক্তিবর্গের তীব্র বিরোধ শুরু হয়। পশ্চিমী রাষ্ট্রগুলি রাশিয়াকে স্বীকৃতি দানে অসম্মত হয়। ঐতিহাসিকগণ ঠান্ডা যুদ্ধের কারণ হিসাবে কতকগুলি সমস্যার উল্লেখ করেছেন।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

১) পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের প্রসারঃ

আন্তর্জাতিক ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়নের কোন সমর্থক দেশ ছিল না । তাই সেপূর্ব ইউরোপের কয়েকটি দেশে যেমন পোল্যান্ড, হাঙ্গেরী, বুলগেরিয়া, রোমানিয়া, আলবেনিয়া প্রভৃতি দেশে জোর করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। ফলে মার্কিনযুক্তরাষ্ট্র অনুধাবন করে যে যদি সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করা না যায় তাহলে সোভিয়েত ইউনিয়ন ধীরে ধীরে সারা ইউরোপকে গ্রাস করতে পারে। এই আশস্কায় মার্কিনযুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রতি আক্রমণাত্মক কৌশল অবলম্বন করতে থাকে। ফলে ঠান্ডা যুদ্ধ শুরু হয় ।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

২) পশ্চিম ইউরোপে কমিউনিস্ট-ভীতিঃ

পশ্চিম ইউরোপের ফ্রান্স, ইতালী, গ্রীস সহ বিভিন্ন রাষ্ট্রে অর্থনৈতিক সমস্যা জটিলাকার ধারন করে । তাই এর থেকে রক্ষা পাওয়ার উপায় হিসাবে তারা সমাজতান্ত্রিক নীতি অনুযায়ী অর্থনৈতিক পূর্নগঠনের কর্মসূচী গ্রহণ করতে উদ্যোগী হয়। তাই পশ্চিম ইউরোপে সাম্যবাদ প্রসারের অনুকুল পরিস্থিতিকে প্রতিরোধ করতে মার্কিন সরকার তাঁর সর্ব শক্তি প্রয়োগ করে এবং মার্শাল পরিকল্পনার মতো নীতি নেয়। ফলে ঠান্ডা যুদ্ধ শুরু হয়

৩) ইরান নিয়ে মতবিরোধঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইরাণের উত্তর দিক রাশিয়া এবং দক্ষিণ দিক মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করত । ঠিক হয়েছিল যুদ্ধ থামলে উভয়েই সৈন্য অপসারণ করবে, কিন্তু যুদ্ধ বন্ধ হওয়ার পর রাশিয়া তার সৈন্য সরাতে অস্বীকার করে। ফলে ঠান্ডা যুদ্ধের সূচনা হয় ।

৪) গ্রীসের অভ্যান্তরীন বিরোধঃ

গ্রীসের অভ্যান্তরীন বিরোধ ঠান্ডা যুদ্ধের অন্যতম কারণ । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গ্রীসকে ব্রিটেনের অধীনে রাখা হয়। উদ্দেশ্য ছিল গ্রাসে কমিউনিষ্ট প্রভাব প্রতিরোধ করা। ফলস্বরূপ সরকারের বিরুদ্ধে বামপন্থীদের গৃহযুদ্ধ শুরু হয় । এরূপ পরিস্থিতিতে গ্রাসে কমিউনিষ্ট প্রভাব স্তব্ধ করে দেবার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডুম্যান কর্তৃক সামরিক ও অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতি দান ঠান্ডা লড়াই সৃষ্টির অন্যতম কারণ।

৫) তুরস্ক নিয়ে বিরোধঃ

১৯৪৫-৪৭ সালের তুরস্কের ঘটনাবলীও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের সম্পর্কে তিক্ততা সৃষ্টি করে। তুরস্কের উপর রাশিয়া কতগুলি দাবি রাখে। যেমন- কৃষ্ণসাগরের নিটবর্তী প্রণালীর উপর নিয়ে রাশিয়ার জাহাজ চলাচল, অন্য কোন দেশের জাহাজ চলাচলে বাধা দান ইত্যাদি। এইসব দাবীর প্রেক্ষিতে তুরস্ক মার্কিন সাহায্য চাইলে রাশিয়া-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধের সূচনা হয় ।

ঠান্ডাযুদ্ধের অবসানের কারনঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর বিশ্বের দুই প্রধান শক্তিশালী দেশ পুঁজিবাদী জোটের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক জোটের নেতৃত্বাধীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে পারস্পারিক সন্দেহ অবিশ্বাস, ভীতি প্রদর্শন, রাজনৈতিক ও মতাদর্শগত প্রাধান্য প্রতিষ্ঠার প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ সৃষ্টি ছিল। তাকেই আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে ঠাণ্ডা লড়াই' হিসাবে অভিহিত করা হয়। দীর্ঘ চার দশক ধরে চলা এই স্নায়ু যুদ্ধ ১৯৮০ -এর দশকের মাঝামাঝি সময় থেকে স্তিমিত হয়ে পড়ে। নীচে ঠাণ্ডা যুদ্ধের অবসানের কারণগুলি আলোচনা করা হল-

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়


১) দাঁতাতঃ

ঠাণ্ডা যুদ্ধের অবসানের পিছনে দাঁড়াতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দাঁতাতের ফলেই মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পরস্পরের কাছে এসেছিল। ফলে বিশ্বের দুই মহা শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা প্রশমিত হয় এবং আসন্ন ধ্বংসের হাত থেকে সমগ্র বিশ্ব মুক্তি পায়। এইভাবে ঠাণ্ডা যুদ্ধের তীব্রতা কমতে থাকে।

২) গৰ্ভাচভ নীতিঃ

১৯৮০-এর দশকের শেষদিকে সোভিয়েত কমিউনিস্ট দলের শীর্ষ নেতা হিসাবে গর্ভাচভ ক্ষমতায় আসেন এবং এই সময় থেকেই ঠাণ্ডা যুদ্ধ বা ঠাণ্ডা লড়াইয়ের সমাপ্তি পর্ব শুরু হয়েছিল। তিনি প্লাসনস্ত ও পেরেস্ত্রৈকার মাধ্যমে সিভিয়েত ইউনিয়নে অর্থনৈতিক পুনর্গঠনকে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেন। ফলে অবরুদ্ধ সোভিয়েত ইউনিয়ন উদারবাজার অর্থনীতির পথে চলতে শুরু করে। ফলে ঠাণ্ডা লড়াইয়ের তীব্রতা কমতে শুরু করে।

৩) দ্বি-মেরু প্রবণতার সমাপ্তিঃ

ঠাণ্ডা যুদ্ধ আন্তর্জাতিক রাজনীতিতে দ্বি-মেরুকরণের জন্ম দিয়েছিল। একদিকে ছিল পুঁজিবাদী মার্কিন জোট এবং অন্যদিকে ছিল সাম্যবাদী সোভিয়েত জোট। অবশেষে একটি বিশেষ অধ্যায়ে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং বিশ্বে দ্বি-মেরুপ্রবণতার অবসান হয়। যা আন্তর্জাতিক সমাজে ঠাণ্ডাযুদ্ধকে স্তিমিত করে দেয়।

৪) বহুকেন্দ্রীকতার আবির্ভাবঃ

ঠাণ্ডা যুদ্ধ বা ঠাণ্ডা লড়াই চলাকালীন বিশ্বে বছকেন্দ্রীকতার উদ্ভব ঘটে। এই সময় বিশ্বের দুই সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের অনুগামী রাষ্ট্রের ওপর আধিপত্যের স্থাপনের ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুকেন্দ্রীকতা সৃষ্টি হয় এবং ঠাণ্ডা যুদ্ধের গুরুত্ব হ্রাস পায়।

৫) জোট নিরপেক্ষ আন্দোলনঃ

দুই সুপার শক্তির মধ্যে চলতে থাকা ঠাণ্ডা লড়াই ও বিশ্ব দ্বি-মেরুকরণের পাল্টা প্রতিক্রিয়া রুপে তৃতীয় বিশ্বের দেশগুলির জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম হয়। তৃতীয় বিশ্বের দেশগুলি ঠাণ্ডা লড়াইয়ের তীব্র বিরোধিতা করে এবং জোট নিরপেক্ষ আন্দোলনকে তাৎপর্যপূর্ণ করে তোলে ফলে ঠাণ্ডা যুদ্ধ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে।


এই পেপারের ওপর অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

প্রশ্ন-১; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তার নাম উল্লেখ করো। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধির ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখ।-১+৪ (২০১৯)

প্রশ্ন-২; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের ব্যাখা দাও।-১০ (২০২২)

প্রশ্ন-৪; আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৫ (২০২২)

প্রশ্ন-৫; আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৬; বাস্তববাদ ও নয়া-বাস্তবাদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

 দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; জাতীয় শক্তি কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো।

প্রশ্ন-২; জাতীয় শক্তি বা জাতীয় ক্ষমতার মূল উপাদান বা নির্ধারক গুলি কি কি?

প্রশ্ন-৩; জাতীয় শক্তির একটি উপাদান হিসাবে ভূগোলের গুরুত্ব মূল্যায়ন কর। ১০ (২০২২)

তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; শক্তিসাম্য কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের বিভিন্ন কৌশলগুলি অথবা শক্তিসাম্যের বিভিন্ন কৌশলগুলি উল্লেখ করো। ৫(২০ ১৯) ১০(২০২২)

প্রশ্ন-৩; যৌথ নিরাপত্তা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; শক্তিসাম্য ও যৌথ নিরাপত্তার মধ্যে সম্পর্ক আলোচনা করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১; দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডযুদ্ধের উদ্ভব এবং সমাপ্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

অথবা

ঠান্ডা যুদ্ধের উদ্ভব ও সমাপ্তির কারণগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।

অথবা

ঠান্ডার যুদ্ধের উদ্ভব ও বিবর্তন আলোচনা করো।

পঞ্চম অধ্যায়

প্রশ্ন-১; বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

অথবা

বিশ্বায়নের উপাদানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; বিশ্বায়ন কী? বিশ্বায়নের রাজনৈতিক, সংস্কৃতিক এবং প্রযুক্তিগত মাত্রা বা দিকগুলি সমালোচনা সহ বিশ্লেষণ করো। ১০ (২০১৯)

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের ওপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে লেখ। ৫ (২০২২)

অথবা

বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; মানবাধিকারের অর্থ ও প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।

প্রশ্ন-৫; মানবাধিকারের আন্তর্জাতিক বিল কী? দক্ষিন-পূর্ব এশিয়ার বিশেষ উল্লেখসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ওপর একটি টিকা লেখ। ১০ (২০১৯)

প্রশ্ন-৪) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কাকে বলে? সন্ত্রাসবাদের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মানব সভ্যতার কাছে একটি বড় ঝুঁকি- ব্যাখ্যা করো। ১০ (২০১৯)

অথবা

আন্তর্জাতিক সম্পর্কে সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো।

প্রশ্ন-৪; রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে তুমি কী বোঝ? কীভাবে ইহা আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে লেখ। ১০ (২০ ২২)

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

ষষ্ঠ অধ্যায়

প্রশ্ন-১; NPT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; CTBT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-৩; পারমাণবিক অস্ত্রনিয়ন্ত্রণ প্রসঙ্গে N.P.T. এবং C.T.B.T. এর পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; NSG সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)

সপ্তম অধ্যায়

প্রশ্ন-১; বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি কাকে বলে? এর মুল উদ্দেশ্যগুলি কী কী?

প্রশ্ন-২; বিদেশনীতির মুল নির্ধারকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; কূটনীতি কাকে বলে? কূটনীতির মূল উদ্দেশ্য বা কার্যাবলীগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৫; সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় কূটনীতির বিভিন্ন ধরনগুলি বিবৃত কর। ৫(২০১৯)

অথবা

কূটনীতির বিভিন্ন প্রকারভেদ্গুলি আলোচনা করো।

প্রশ্ন-৬; বিদেশনীতি ও কূটনীতির মধ্যে তুমি কিভাবে তফাৎ (সম্পর্ক) করবে। ৫(২০২২)

 স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

অষ্টম অধ্যায়

প্রশ্ন-১; ভারতের বিদেশনীতির  মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ভারতের বিদেশনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো।



Main Menu



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code