NSG সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ

Ad Code

NSG সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ

 

প্রশ্ন-১;  NSG সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। (৫/২২)
উত্তরঃ

ভূমিকাঃ

NSG বা পারমাণবিক শক্তি সরবরাহকারী গোষ্ঠী হল পারমাণবিক শক্তিধর দেশগুলির একটি গোষ্ঠী যাদের মূল কাজ হবে পৃথিবীতে কোন দেশে কত পরিমাণ পারমাণবিক পদার্থ রফতানি করা হবে, বা আদৌ হবেনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং এইভাবে পারমাণবিক প্রযুক্তি, সরঞ্জাম এবং কৃৎকৌশল রফতানি নিয়ন্ত্রণের মাধ্যমে পারমাণবিক বিস্ফোরণের সম্ভাবনাকে নিয়ন্ত্রণ করা।

ইতিহাসঃ

NSG গঠিত হয় ১৯৭৪ সালে ভারতের পারমাণবিক শক্তি পরীক্ষার পরিপ্রেক্ষিতে। এর প্রথম বৈঠক বসে ১৯৭৫ সালের নভেম্বরে। পরবর্তী তিন বছরে লন্ডনে বেশ কতকগুলি বৈঠক অনুষ্ঠিত হয় এবং চুক্তি সম্পাদিত হয়। লন্ডনে অনুষ্ঠিত বৈঠকগুলিতে অংশগ্রহণকারী দেশগুলি ক্রমে লন্ডন গোষ্ঠী বা London Suppliers Group (LSG) বলে পরিচিত হতে থাকে। এই লন্ডন গোষ্ঠী একটি তালিকা প্রস্তুত করে এবং স্থির করে যে, শুধুমাত্র এই তালিকার অন্তর্ভুক্ত বস্তু পারমাণবিক শক্তিহীন (non-nuclear) দেশগুলিতে রফতানি করা যাবে। ১৯৭৮ সালের পর দীর্ঘদিন এই নিয়ে কোনো আলাপ-আলোচনা বা বৈঠক হয়নি। এরপর উপসাগরীয় যুদ্ধের প্রেক্ষিতে এবং ইরাকের পারমাণবিক শক্তি সংক্রান্ত কর্মসূচি গ্রহণের প্রেক্ষিতে ১৯৯১ সালের মার্চে নেদারল্যান্ডের হেগ শহরে NSG মিলিত হয় এবং বেশ কিছু নতুন বিষয় সংযোজিত হয়। পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি (NPT)-তে স্বাক্ষরকারী দেশগুলি স্থির করে পারমাণবিক পদার্থ ও কৃৎকৌশল রফতানির বিষয়টিকে আরও কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এ ব্যাপারে নিয়ন্ত্রণ আরও বাড়ানো দরকার।

সদস্যরাষ্ট্র সমূহঃ

প্রাথমিক পর্যায়ে NSG-তে সাতটি দেশ অংশগ্রহণ করে, যথা কানাডা, পশ্চিম জার্মানি, ফ্রান্স, জাপান, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৭৬-৭৭ সালে আরও ৮টি দেশ এর সঙ্গে যুক্ত হয়, যথা—বেলজিয়াম, চেকোশ্লোভাকিয়া, পূর্ব জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড। ১৯৯০ সালে আরও ১২টি রাষ্ট্র এই গোষ্ঠীতে যোগ দেয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর যেসব প্রজাতান্ত্রিক দেশের জন্ম হয়, সেগুলিকে সাময়িকভাবে পরিদর্শক রাষ্ট্রের মর্যাদা দিয়ে রাখা হয় এবং পরে তাদের পূর্ণ সদস্য করা হবে প্রতিশ্রুতি দেওয়া হয়। ২০১৮ সালে দেখা যাচ্ছে NSG-র মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৪৮। ভারত এখনও এর সদস্য নয়।

ভারত ও NSG;

২০১০ সালের নভেম্বরে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা সরকারি আমন্ত্রণে ভারতে এসে ঘোষণা করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে NSG, Wassenaar Arrangement, Australia Group এবং Missile Technology Control Regime-এ ভারতের অংশগ্রহণের বিষয়টি সমর্থন করবে। ২০১০ সালের ডিসেম্বরে ভারতের আমন্ত্রণে ফ্রান্সের রাষ্ট্রপতি সারকোজি (Sarkozy) এদেশে আসেন এবং তিনিও NSG-তে ভারতের অন্তর্ভুক্তি সমর্থন করার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া ব্রিটেন তো বহু আগে থেকে এ ব্যাপারে ভারতকে সমর্থন জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনও (Vladimir Putin) এ ব্যাপারে ভারতকে নিঃশর্তভাবে সমর্থনের আশ্বাস দেন। এ ছাড়া সুইজারল্যান্ড এবং জাপান এ ব্যাপারে ভারতকে সমর্থন জানিয়েছে। তবে চিন চায় না ভারত NSG-র সদস্যপদ লাভ করুক। শুধু চিন নয়, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রিয়া NSG-তে ভারতের সদস্যপদ লাভ সমর্থন করেনি।

মূল্যায়নঃ

যাই হোক, ভারতকে এখন পর্যন্ত NSG-র সদসপদ প্রদান করা হয়নি। তবে অদূর ভবিষ্যতেই ভারতকে NSG-র সদস্য করা হবে বলে আশা করা যায়। এই মুহূর্তে ভারতের NSG-তে অন্তর্ভুক্ত হওয়ার পথে সবচেয়ে বড়ো বাধা চিনের রাজনীতি।


এই বিষয় সংক্রান্ত অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

প্রশ্ন-১; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী দৃষ্টিভঙ্গির কয়েকজন প্রবক্তার নাম উল্লেখ করো। একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধির ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখ।-১+৪ (২০১৯)

প্রশ্ন-২; আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের ব্যাখা দাও।-১০ (২০২২)

প্রশ্ন-৪; আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদর্শবাদী এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য নির্দেশ করো। ৫ (২০২২)

প্রশ্ন-৫; আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো।

প্রশ্ন-৬; বাস্তববাদ ও নয়া-বাস্তবাদের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে

 


দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; জাতীয় শক্তি কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো।

প্রশ্ন-২; জাতীয় শক্তি বা জাতীয় ক্ষমতার মূল উপাদান বা নির্ধারক গুলি কি কি?

প্রশ্ন-৩; জাতীয় শক্তির একটি উপাদান হিসাবে ভূগোলের গুরুত্ব মূল্যায়ন কর। ১০ (২০২২)


তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; শক্তিসাম্য কাকে বলে এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

প্রশ্ন-২; আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের বিভিন্ন কৌশলগুলি অথবা শক্তিসাম্যের বিভিন্ন কৌশলগুলি উল্লেখ করো। ৫(২০ ১৯) ১০(২০২২)

প্রশ্ন-৩; যৌথ নিরাপত্তা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; শক্তিসাম্য ও যৌথ নিরাপত্তার মধ্যে সম্পর্ক আলোচনা করো।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১; দ্বিতীয় বিশ্বযুদ্ধত্তর আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডযুদ্ধের উদ্ভব এবং সমাপ্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

অথবা

ঠান্ডা যুদ্ধের উদ্ভব ও সমাপ্তির কারণগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।

অথবা

ঠান্ডার যুদ্ধের উদ্ভব ও বিবর্তন আলোচনা করো।


 স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



পঞ্চম অধ্যায়

প্রশ্ন-১; বিশ্বায়নের প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

অথবা

বিশ্বায়নের উপাদানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; বিশ্বায়ন কী? বিশ্বায়নের রাজনৈতিক, সংস্কৃতিক এবং প্রযুক্তিগত মাত্রা বা দিকগুলি সমালোচনা সহ বিশ্লেষণ করো। ১০ (২০১৯)

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সম্পর্কের ওপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে লেখ। ৫ (২০২২)

অথবা

বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; মানবাধিকারের অর্থ ও প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখ।

প্রশ্ন-৫; মানবাধিকারের আন্তর্জাতিক বিল কী? দক্ষিন-পূর্ব এশিয়ার বিশেষ উল্লেখসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ওপর একটি টিকা লেখ। ১০ (২০১৯)

প্রশ্ন-৪) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কাকে বলে? সন্ত্রাসবাদের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৩; আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মানব সভ্যতার কাছে একটি বড় ঝুঁকি- ব্যাখ্যা করো। ১০ (২০১৯)

অথবা

আন্তর্জাতিক সম্পর্কে সন্ত্রাসবাদের প্রভাব আলোচনা করো।

প্রশ্ন-৪; রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে তুমি কী বোঝ? কীভাবে ইহা আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে লেখ। ১০ (২০ ২২)


ষষ্ঠ অধ্যায়

প্রশ্ন-১; NPT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-২; CTBT- সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-৩; পারমাণবিক অস্ত্রনিয়ন্ত্রণ প্রসঙ্গে N.P.T. এবং C.T.B.T. এর পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০১৯)

প্রশ্ন-৪; NSG সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ। ৫(২০২২)


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



সপ্তম অধ্যায়

প্রশ্ন-১; বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি কাকে বলে? এর মুল উদ্দেশ্যগুলি কী কী?

প্রশ্ন-২; বিদেশনীতির মুল নির্ধারকগুলি আলোচনা করো।

প্রশ্ন-৪; কূটনীতি কাকে বলে? কূটনীতির মূল উদ্দেশ্য বা কার্যাবলীগুলি উল্লেখ করো।

প্রশ্ন-৫; সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় কূটনীতির বিভিন্ন ধরনগুলি বিবৃত কর। ৫(২০১৯)

অথবা

কূটনীতির বিভিন্ন প্রকারভেদ্গুলি আলোচনা করো।

প্রশ্ন-৬; বিদেশনীতি ও কূটনীতির মধ্যে তুমি কিভাবে তফাৎ (সম্পর্ক) করবে। ৫(২০২২)

 

অষ্টম অধ্যায়

প্রশ্ন-১; ভারতের বিদেশনীতির  মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।

প্রশ্ন-২; ভারতের বিদেশনীতির মূল নির্ধারকগুলি আলোচনা করো।


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে



Main Menu



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code