চলক কাকে বলে? কত প্রকার ও কি কি

Ad Code

চলক কাকে বলে? কত প্রকার ও কি কি

University of Burdwan

5th Semester (Honours)
Political Science
Paper: CC-12; Elementary Research Methods in Political Science


১) চলক কাকে বলে? চলক কত প্রকার ও কি কি?

২) চলকের বিভিন্ন ধরনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। 

সংজ্ঞাঃ

সামাজিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল চলক। সাধারণত নির্দিষ্ট তথ্যসম্পন্ন সংখ্যাকে যদি পরিমাপ করা যায় তাহলে সে সব তথ্যকে চলক বলে। যেমন- ওজন, উচ্চতা ছাত্রসংখ্যা ইত্যাদি। আচরণবাদী বিজ্ঞানীদের মতে—বস্তু, ঘটনা, বিষয়, গুণাবলি ইত্যাদি যা পরিমাপযোগ্য তাকে চলক বলে। অন্যভাবে বলা যায় চলক হল সেইসব বৈশিষ্ট্যাবলি যা গবেষক পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও বিন্যাস করেন।  Barry E. Anderson এর মতে, পরস্পর বিচ্ছিন্ন গুণের সেট বা সমাবেশকে চলক বলে।” P.V. Young  এর মতে যে পরিমাণ বা বৈশিষ্ট্যের বিভিন্ন পরিসংখ্যান বা শ্রেণি থাকে তাকে চলক বলে।”

প্রকারভেদঃ

        গবেষণার কাজে চলকগুলোকে বিভিন্ন আঙ্গিকে ব্যবহার বা বিবেচনা করা হয়।তাই বিভিন্ন আঙ্গিকে চকলের বিভিন্ন প্রকারভেদ উল্লেখ করা যেতে পারে। যেমন-


ক)প্রকৃতিগত দিকঃ

প্রকৃতিগত দিক থেকে চলক দুই প্রকার। যথা- ১) গুণবাচক চলক এবং ২) সংখ্যাবাচক চলক।

১) গুণবাচক চলক: 

    যে সমস্ত চলক গুণবাচক বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে এবং যা সরাসরি সংখ্যাতাত্ত্বিকভাবে উপস্থাপিত করা যায় না তাই গুণবাচক চলক। যেমন- সংস্কৃতি, মেধা, ধর্ম, আবেগ, মনোভাব, বুদ্ধি ইত্যাদি।

২) সংখ্যাবাচক চলক: 

    তথ্যের যেসব বৈশিষ্ট্য সংখ্যায় পরিমাপ করা যায় তাদেরকে সংখ্যাবাচক চলক বলে। যেমন ওজন, বয়স, উচ্চতা, আয়-ব্যয় ইত্যাদি।

খ) গতিপথ বা প্রবণতাঃ

গতিপথ বা প্রবণতা অনুযায়ী চলক দু'প্রকার। যথা : ১) বিচ্ছিন্ন চলক। ২)অবিচ্ছিন্ন চলক।

১) বিচ্ছিন্ন চলকঃ

যে সকল চলককে কেবল পূর্ণসংখ্যায় প্রকাশ করা যায়, আংশিকভাবে নয় তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে। অন্য কথায় যেসব চলক ভেঙে পরিমাপ বা প্রকাশ করা যায় না তাদেরকে বিচ্ছিন্ন চলক বলে। যেমন পরিবারের লোকসংখ্যা, বিদ্যালয়ের শ্রেণি কক্ষসংখ্যা ইত্যাদি।


২) অবিচ্ছিন্ন চলকঃ

যে চলক একটি পরিসীমার মধ্যে যে কোনো সংখ্যামানের হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। অর্থাৎ বিচ্ছিন্ন চলককে পূর্ণসংখ্যায় এবং ভগ্নাংশে দুভাবেই প্রকাশ করা যায়। যেমন- আয়, উৎপাদন, বয়স, ওজন

গ) পদ্ধতিঃ

পদ্ধতি অনুযায়ী চলক তিন প্রকার যথা: ১) স্বাধীন চলক ২) নির্ভরশীল চলক ৩) মধ্যবর্তীয় বা নিয়ন্ত্রিত চলক।  

১) স্বাধীন চলকঃ

যে চলক অন্য কোনো চলকের সাহায্য ছাড়া ঘটনার উপর প্রভাব সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলে। অর্থাৎ একটি কার্যকরণ সম্পর্কের ব্যাখ্যায় যে চলক বা চলকগুলো নির্ধারকের ভূমিকা পালন করে। সেই চলক বা চলগুলোকে স্বাধীন চলক বলে। স্বাধীন চলক অন্যকোন চলকের উপর নির্ভরশীল নয়। উদাহরণস্বরূপ বলা যায় কোনো শিক্ষার্থীর প্রতিদিনের পড়াশুনার সময় একটি স্বাধীন চলক।

২) নির্ভরশীল চলকঃ

স্বাধীন চলকের উপস্থিতি ও পরিবর্তনের ফলে যে চলকের উপস্থিতি ও পরিবর্তন নির্ভর করে।তাকে নির্ভরশীল চলক বলে। যেমন-একজন শিক্ষার্থী পরীক্ষায় কত নম্বর পাবে তা নির্ভর করে সেই পরীক্ষার্থীর প্রতিদিন কত ঘণ্টা পড়াশুনা করছে তার উপর। কারণ হচ্ছে স্বাধীন চলক। ফলাফল হচ্ছে অধীন চলক।

) মধ্যবর্তীয় বা নিয়ন্ত্রিত চলকঃ

যে সকল চলক স্বাধীন ও নির্ভরশীল চলকের মধ্যে সংযোগ স্থাপন করে সে সকল চলককে বলা হয় মধ্যবর্তী চলক। এসব চলকের প্রভাব নিয়ন্ত্রণে রাখেন বলে এদেরকে নিয়ন্ত্রিত চলক বলা হয়। গবেষণার ভাষায় নিয়ন্ত্রিত চলককে অন্তবর্তী চলকও বলা হয়।যেমন- দারিদ্র্য কিশোরের অপরাধ প্রবণতা।এখানে দারিদ্রতা কারণ এবং তা স্বাধীন চলক, কিশোরের অপরাধ প্রবণতা হল নির্ভরশীল চলক। এই কার্যকারণ সম্পর্ককে মধ্যবর্তী চলক, যেমন- সঙ্গদোষ, পারিবারিক অশান্তি প্রভাবিত করে। তাই দারিদ্র্যের সাথে কিশোর অপরাধের সম্পর্ক কতখানি তা নিরূপণ করতে হলে গবেষককে অবশ্যই মধ্যবর্তী চলক সম্পর্কে সজাগ থাকতে হবে এবং এদের প্রভাবমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।



লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ


Main Menu

     



এই পেপারের ওপর অন্যান্য নোটস

(বিগত ২০১৯২০২০২০২১ এবং ২০২২ সালের প্রশ্নত্তরসহ)

প্রথম অধ্যায়

১) ভালো মানের গবেষণার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ৫ (২০১৯)

অথবা

২) সমাজ বিজ্ঞানের গবেষণার বৈশিষ্ট্য বিষয়ে সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)

অথবা

৩) সমাজ বিজ্ঞান গবেষণার উদ্দেশ্য বিষয়ে একটি প্রবন্ধ লেখো। ১০ (২০১৯)

অথবা

৪) সমাজ বিজ্ঞানের গবেষণার অর্থ ও উদ্দেশ্য নির্দেশ করা ১০ (২০২০)

অথবা

৫) সমাজ বিজ্ঞান গবেষণার যে কোনো চারটি উদ্দেশ্য উল্লেখ করো। ৫ (২০২২)

৬) সামাজিক গবেষণার বিভিন্ন প্রকারভেদের উপর একটি নিবন্ধ লেখ। ৫ (২০২০)

৭) সামাজিক গবেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তার ওপর একটি নিবন্ধ লেখ।

৮) দৃষ্টবাদের একটি রূপরেখা দাও। কাকে দৃষ্টবাদের জনক বলে মনে করা হয়১০ (২০১৯) 

অথবা

৯) দৃষ্টবাদের উপর একটি সংক্ষিপ্ত টাকা লেখ। ৫ (২০২০)

অথবা

১০) দৃষ্টবাদের সাধারন ধারনা সংক্ষেপে লেখ । ৫ (২০২১)

অথবা

১১) দৃষ্টবাদের মুখ্য বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। দৃষ্টবাদের দুজন গুরুত্বপূর্ণ প্রবক্তার নাম করো। ১০ (২০২২)

অথবা

১২) দৃষ্টবাদের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে লেখো। 'মূল্যমানমুক্ততাবলতে কী বোঝানো হয়৫ (২০১৯)

১৩) উত্তর-দৃষ্টবাদের  প্রধান সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে উল্লেখ করো। উত্তর-দৃষ্টবাদের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। ৫ (২০১৯)

অথবা

১৪) উত্তর-দৃষ্টবাদের  বিষয়বস্তুর উপর একটি নিবন্ধ লেখ। ১০ (২০২০)

অথবা

১৫) উত্তর-দৃষ্টবাদের চারটি প্রধান সীমাবদ্ধতা উল্লেখ করো। 'দৃষ্টবাদের জনকবলে কাকে অভিহিত করা হয়৫ (২০২২)

অথবা

১৬) সমাজ বিজ্ঞানের গবেষণার তাত্ত্বিক ভিত্তিরূপে উত্তর-দৃষ্টবাদ তত্ত্বের মূল্যায়ন কর। ১০ (২০২১)

১৭) দৃষ্টবাদ ও উত্তর-দৃষ্টবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো।




দ্বিতীয় অধ্যায়

১) গুণবাচক গবেষণার সংজ্ঞা দাও। ৫ (২০২০)

অথবা

২) গুণগত গবেষণা সম্পর্কে যা জানো লেখো।

অথবা

৩) গুনগত গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।

৪) পরিমানগত গবেষণার সংজ্ঞা দাও।

অথবা

৫) পরিমানগত গবেষণা সম্পর্কে যা জানো লেখো।

অথবা

৬) পরিমানগত গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।

৭) গুণগত গবেষণা ও পরিমাণগত গবেষণার মধ্যে যে কোনো পাঁচটি পার্থক্য উল্লেখ করো। ৫ (২০২২)

অথবা

৮) গুণগত ও পরিমানগত গবেষণার প্রধান পার্থক্যগুলি সংক্ষেপে উল্লেখ কর। ৫ (২০২১)


তৃতীয় অধ্যায়

১) প্রকল্প সম্পর্কে একটি টীকা লেখা ৫ (২০২০)

অথবা

২) অনুমান বা প্রকল্পের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা কর এবং সমাজ বিজ্ঞানের গবেষণায় প্রকল্পের ভূমিকা নির্দেশ কর। ১০ (২০২১)

অথবা

৩) ভালো মানের অনুমান বা প্রকল্পের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ ।৫ (২০২১)

অথবা

৪) প্রকল্পের  ধরন বিষয়ে একটি অতি সংক্ষিপ্ত টাকা লেখো। ৫ (২০১৯)

৫) চলক সম্পর্কে যা জানো লেখো।

অথবা

৬) চলকের বিভিন্ন ধরনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)

অথবা

৭) উদাহরণ সহ স্বাধীন ও নির্ভরশীল চলকের সংজ্ঞা দাও। ৫ (২০২০)


চতুর্থ অধ্যায়

১) গবেষণামূলক সমস্যা বলতে কী বোঝোগবেষণামূলক সমস্যা নির্ধারণের গুরুত্বপূর্ণ কৌশলসমূহ সংক্ষেপে আলোচনা করো। ১০ (২০২২)

২) সমাজ বিজ্ঞান এর গবেষণায় নকশার বিভিন্ন উপাদানগুলি আলোচনা কর। ১০ (২০২০)

৩) সমাজ বিজ্ঞানের গবেষণায় গবেষণা নকশা'র কাজ আলোচনা কর। ১০ (২০২১)


পঞ্চম অধ্যায়

১) রাজনৈতিক গবেষণার জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। Methodology of Social Sciences বইটির লেখক কে১০ (২০১৯)

অথবা

২) সমাজবিজ্ঞান গবেষণায় নিরীক্ষা পদ্ধতির তাৎপর্য সম্পর্কে একটি টীকা লেখো। নিরীক্ষামূলক গবেষণার যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। ১০ (২০২২)

অথবা

৩) ক্ষেত্র সমীক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫ (২০২০)

৪) সাক্ষাৎকার পদ্ধতির গুণ ও সীমাবদ্ধতার উপর একটি টাকা লেখো। ফোকাসড সাক্ষাৎকার বলতে কী বোঝো১০ (২০১৯)

অথবা

৫) সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করা ১০ (২০২০)

অথবা

৬) সাক্ষাৎকার পদ্ধতির গুণ ও সীমাবদ্ধতার উপর একটি টীকা লেখ। ১০ (২০২১)

অথবা

৭) তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে সাক্ষাৎকারের যে কোনো পাঁচটি সুবিধা উল্লেখ করো। ৫ (২০২২)

অথবা

৮) মুখোমুখি সাক্ষাৎকারের সুবিধাগুলি কি কি৫ (২০২০)

৯) তথ্য সংগ্রহের একটি মুখ্য কৌশল রূপে কেস স্টাডির আলোচনা কর। ১০ (২০২০)

অথবা

১০) সমাজ বিজ্ঞানের গবেষণায় উপাত্ত সংগ্রহের পদ্ধতি ও কৌশল রূপে 'কেস স্টাডি'র সুবিধা ও অসুবিধা উল্লেখ কর। ১০ (২০২১)



Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code