দৃষ্টবাদ; positivism

Ad Code

দৃষ্টবাদ; positivism

University of Burdwan

5th Semester (Honours)
Political Science
Paper: CC-12; Elementary Research Methods in Political Science


১) দৃষ্টবাদের একটি রূপরেখা দাও। কাকে দৃষ্টবাদের জনক বলে মনে করা হয়? ১০ (২০১৯) 

অথবা

২) দৃষ্টবাদের উপর একটি সংক্ষিপ্ত টাকা লেখ। ৫ (২০২০)

অথবা

৩) দৃষ্টবাদের সাধারন ধারনা সংক্ষেপে লেখ । ৫ (২০২১)

অথবা

৪) দৃষ্টবাদের মুখ্য বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। দৃষ্টবাদের দুজন গুরুত্বপূর্ণ প্রবক্তার নাম করো। ১০ (২০২২)

অথবা

৫) দৃষ্টবাদের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে লেখো। 'মূল্যমানমুক্ততা' বলতে কী বোঝানো হয়? ৫ (২০১৯)

উত্তরঃ

সংজ্ঞাঃ

দৃষ্টবাদ বা ইতিবাচকবাদ শব্দটির ইংরেজি প্রতিশব্দ Positivism শব্দটি এসেছে ইংরেজি Positive শব্দটি থেকে। যার অর্থ হলো ইতিবাচক বা বাস্তব। এদিক থেকে দৃষ্টবাদ হলো এমন এক মতবাদ বা তত্ত্ব যা বস্তু বা সমাজের বাস্তব অস্তিত্বে বিশ্বাসী। যা অভিজ্ঞতা সাপেক্ষ বা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, দৃষ্টবাদ তার অস্তিত্ব বিশ্বাস করেনা।

দৃষ্টবাদের মূল ধারণাটি সৃষ্টি করেছিলেন সাঁ সিম। তাঁর মতে অন্যান্য বিজ্ঞানে পর্যবেক্ষণের যে পদ্ধতি ব্যবহার করা হয় তা সামাজিক তত্ত্বের জন্যও প্রয়োজন। অগাস্ট কোঁত দৃষ্টবাদের এই ধারণাকে আরো সুস্পষ্ট সুসংহতভাবে ভাবে প্রকাশ করেন। কোঁত এর মতে, দৃষ্টবাদী সমাজবিজ্ঞানের কাজ হচ্ছে ঘটনার অনুসন্ধান এবং তার ভিত্তিতে নিশ্চিত নিয়মকে আবিষ্কার এবং এই নিয়মের তত্ত্ব নির্মান।

কোঁত এর দৃষ্টবাদি ধারণাটি দার্শনিক কান্ট ও হিউমের চিন্তা ও দর্শন দ্বারা বহুলাংশে প্রভাবিত। কোঁতের দৃষ্টবাদের মূল উদ্দেশ্য ছিল, মানব সমাজের পরিবর্তনের অপরিবর্তনীয় সূত্রটি আবিষ্কার করে কিভাবে সমাজকে সুসংগঠিত ও স্থিতিশীল করে প্রগতির পথে নিয়ে যাওয়া যায় তা চিন্তা করা।


 

প্রকৃতি বা বৈশিষ্ট্যঃ

১) দৃষ্টবাদ কঠোর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিশ্বাসী। যা অভিজ্ঞতা সাপেক্ষ বা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, দৃষ্টবাদ তার অস্তিত্ব বিশ্বাস করেনা।

২) দৃষ্টবাদ অনুযায়ী জ্ঞান আমাদের আশেপাশের পারিপার্শ্বিক অবস্থার মধ্যেই বর্তমান। তাই নতুন করে জ্ঞান অর্জনের দরকার নেই।

৩) দৃষ্টবাদ অবরোহী পদ্ধতি অনুসরন করে। তাই এখানে পূর্ব নির্ধারিত কোনো সামগ্রিক সিন্ধান্ত থেকে বিশেষ কিছু অংশ বা নমুনার সিন্ধান্ত নেওয়া হয়।

৪) দৃষ্টবাদ কঠোর বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে। ফলে এই পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে অভ্রান্ত ও চুড়ান্ত সত্য বলে মনে করে।

৫) দৃষ্টবাদ পরিমাণগত পদ্ধতি অনুসরন করে। ফলে দৃষ্টবাদে প্রাপ্ত জ্ঞানকে গাণিতিক উপায়ে বা পরিসংখ্যানে প্রকাশ করা যায়।



সমালোচনাঃ

১) দৃষ্টবাদ কঠোর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিশ্বাসী। যা অভিজ্ঞতা সাপেক্ষ বা ইন্দ্রিয়গ্রাহ্য নয়, দৃষ্টবাদ তার অস্তিত্ব বিশ্বাস করেনা। কিন্তু সমাজে এমন অনেক বিষয় আছে যা ইন্দ্রিয়গ্রাহ্য বা অভিজ্ঞতা সাপেক্ষ নয়। তাই বলে এদের অস্তিত্ব অস্বীকার করা যায়না।

২) দৃষ্টবাদ অনুযায়ী জ্ঞান আমাদের আশেপাশের পারিপার্শ্বিক অবস্থার মধ্যেই বর্তমান। তাই নতুন করে জ্ঞান অর্জনের দরকার নেই। কিন্তু গবেষণার মূল উদ্দেশ্য হল নতুন নতুন জ্ঞান আবিস্কার করা। তাছাড়া নতুন নতুন জ্ঞান আবিস্কার না করে পারিপার্শ্বিক জ্ঞানের ওপর নির্ভর করে থাকলে সমাজের বিকাশ ব্যাহত হবে।

৩) দৃষ্টবাদ অবরোহী পদ্ধতি অনুসরন করে, ফলে এখানে পূর্ব নির্ধারিত কোনো সামগ্রিক সিন্ধান্ত থেকে বিশেষ কিছু অংশ বা নমুনার সিন্ধান্ত নেওয়া হয়। সামগ্রিক বা সর্বজনীন বিষয় থেকে সিন্ধান্ত নেওয়া হয় বলে এখানে গবেষকের কোনো ভূমিকাই থাকেনা।  

৪) দৃষ্টবাদ কঠোর বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করে। ফলে এই পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানকে অভ্রান্ত ও চুড়ান্ত সত্য বলে মনে করে। কিন্তু জ্ঞান কখনো অভ্রান্ত বা চুড়ান্ত সত্য হতে পারেনা। কারণ আজ যা সত্য ভবিষ্যতে পরিবর্তিত পরিস্থিতিতে তা ভুল হতে পারে।

৫) দৃষ্টবাদ পরিমাণগত গবেষণা পদ্ধতি অনুসরন করে। ফলে দৃষ্টবাদে প্রাপ্ত জ্ঞানকে গাণিতিক উপায়ে বা পরিসংখ্যানে প্রকাশ করা যায়। ফলে গবেষণা লব্ধ ফলাফল বাস্তব প্রয়োজনীয়তার পরিবর্তে সংখ্যাতত্ত্বের নামান্তরে পরিণত হয়। 


লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ


Main Menu

     



এই পেপারের ওপর অন্যান্য নোটস

(বিগত ২০১৯২০২০২০২১ এবং ২০২২ সালের প্রশ্নত্তরসহ)

প্রথম অধ্যায়

১) ভালো মানের গবেষণার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। ৫ (২০১৯)

অথবা

২) সমাজ বিজ্ঞানের গবেষণার বৈশিষ্ট্য বিষয়ে সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)

অথবা

৩) সমাজ বিজ্ঞান গবেষণার উদ্দেশ্য বিষয়ে একটি প্রবন্ধ লেখো। ১০ (২০১৯)

অথবা

৪) সমাজ বিজ্ঞানের গবেষণার অর্থ ও উদ্দেশ্য নির্দেশ করা ১০ (২০২০)

অথবা

৫) সমাজ বিজ্ঞান গবেষণার যে কোনো চারটি উদ্দেশ্য উল্লেখ করো। ৫ (২০২২)

৬) সামাজিক গবেষণার বিভিন্ন প্রকারভেদের উপর একটি নিবন্ধ লেখ। ৫ (২০২০)

৭) সামাজিক গবেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তার ওপর একটি নিবন্ধ লেখ।

৮) দৃষ্টবাদের একটি রূপরেখা দাও। কাকে দৃষ্টবাদের জনক বলে মনে করা হয়১০ (২০১৯) 

অথবা

৯) দৃষ্টবাদের উপর একটি সংক্ষিপ্ত টাকা লেখ। ৫ (২০২০)

অথবা

১০) দৃষ্টবাদের সাধারন ধারনা সংক্ষেপে লেখ । ৫ (২০২১)

অথবা

১১) দৃষ্টবাদের মুখ্য বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। দৃষ্টবাদের দুজন গুরুত্বপূর্ণ প্রবক্তার নাম করো। ১০ (২০২২)

অথবা

১২) দৃষ্টবাদের সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে লেখো। 'মূল্যমানমুক্ততাবলতে কী বোঝানো হয়৫ (২০১৯)

১৩) উত্তর-দৃষ্টবাদের  প্রধান সীমাবদ্ধতাগুলি সংক্ষেপে উল্লেখ করো। উত্তর-দৃষ্টবাদের একজন প্রবক্তার নাম উল্লেখ করো। ৫ (২০১৯)

অথবা

১৪) উত্তর-দৃষ্টবাদের  বিষয়বস্তুর উপর একটি নিবন্ধ লেখ। ১০ (২০২০)

অথবা

১৫) উত্তর-দৃষ্টবাদের চারটি প্রধান সীমাবদ্ধতা উল্লেখ করো। 'দৃষ্টবাদের জনকবলে কাকে অভিহিত করা হয়৫ (২০২২)

অথবা

১৬) সমাজ বিজ্ঞানের গবেষণার তাত্ত্বিক ভিত্তিরূপে উত্তর-দৃষ্টবাদ তত্ত্বের মূল্যায়ন কর। ১০ (২০২১)

১৭) দৃষ্টবাদ ও উত্তর-দৃষ্টবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো।




দ্বিতীয় অধ্যায়

১) গুণবাচক গবেষণার সংজ্ঞা দাও। ৫ (২০২০)

অথবা

২) গুণগত গবেষণা সম্পর্কে যা জানো লেখো।

অথবা

৩) গুনগত গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।

৪) পরিমানগত গবেষণার সংজ্ঞা দাও।

অথবা

৫) পরিমানগত গবেষণা সম্পর্কে যা জানো লেখো।

অথবা

৬) পরিমানগত গবেষণার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো।

৭) গুণগত গবেষণা ও পরিমাণগত গবেষণার মধ্যে যে কোনো পাঁচটি পার্থক্য উল্লেখ করো। ৫ (২০২২)

অথবা

৮) গুণগত ও পরিমানগত গবেষণার প্রধান পার্থক্যগুলি সংক্ষেপে উল্লেখ কর। ৫ (২০২১)


তৃতীয় অধ্যায়

১) প্রকল্প সম্পর্কে একটি টীকা লেখা ৫ (২০২০)

অথবা

২) অনুমান বা প্রকল্পের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা কর এবং সমাজ বিজ্ঞানের গবেষণায় প্রকল্পের ভূমিকা নির্দেশ কর। ১০ (২০২১)

অথবা

৩) ভালো মানের অনুমান বা প্রকল্পের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ ।৫ (২০২১)

অথবা

৪) প্রকল্পের  ধরন বিষয়ে একটি অতি সংক্ষিপ্ত টাকা লেখো। ৫ (২০১৯)

৫) চলক সম্পর্কে যা জানো লেখো।

অথবা

৬) চলকের বিভিন্ন ধরনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)

অথবা

৭) উদাহরণ সহ স্বাধীন ও নির্ভরশীল চলকের সংজ্ঞা দাও। ৫ (২০২০)


চতুর্থ অধ্যায়

১) গবেষণামূলক সমস্যা বলতে কী বোঝোগবেষণামূলক সমস্যা নির্ধারণের গুরুত্বপূর্ণ কৌশলসমূহ সংক্ষেপে আলোচনা করো। ১০ (২০২২)

২) সমাজ বিজ্ঞান এর গবেষণায় নকশার বিভিন্ন উপাদানগুলি আলোচনা কর। ১০ (২০২০)

৩) সমাজ বিজ্ঞানের গবেষণায় গবেষণা নকশা'র কাজ আলোচনা কর। ১০ (২০২১)


পঞ্চম অধ্যায়

১) রাজনৈতিক গবেষণার জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। Methodology of Social Sciences বইটির লেখক কে১০ (২০১৯)

অথবা

২) সমাজবিজ্ঞান গবেষণায় নিরীক্ষা পদ্ধতির তাৎপর্য সম্পর্কে একটি টীকা লেখো। নিরীক্ষামূলক গবেষণার যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। ১০ (২০২২)

অথবা

৩) ক্ষেত্র সমীক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। ৫ (২০২০)

৪) সাক্ষাৎকার পদ্ধতির গুণ ও সীমাবদ্ধতার উপর একটি টাকা লেখো। ফোকাসড সাক্ষাৎকার বলতে কী বোঝো১০ (২০১৯)

অথবা

৫) সাক্ষাৎকারের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করা ১০ (২০২০)

অথবা

৬) সাক্ষাৎকার পদ্ধতির গুণ ও সীমাবদ্ধতার উপর একটি টীকা লেখ। ১০ (২০২১)

অথবা

৭) তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে সাক্ষাৎকারের যে কোনো পাঁচটি সুবিধা উল্লেখ করো। ৫ (২০২২)

অথবা

৮) মুখোমুখি সাক্ষাৎকারের সুবিধাগুলি কি কি৫ (২০২০)

৯) তথ্য সংগ্রহের একটি মুখ্য কৌশল রূপে কেস স্টাডির আলোচনা কর। ১০ (২০২০)

অথবা

১০) সমাজ বিজ্ঞানের গবেষণায় উপাত্ত সংগ্রহের পদ্ধতি ও কৌশল রূপে 'কেস স্টাডি'র সুবিধা ও অসুবিধা উল্লেখ কর। ১০ (২০২১)




Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code