আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণা

Ad Code

আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণা

University of Burdwan

5th Semester (Honours)
Political Science
Paper: DSE-1; Select Comparative Political Thought

 



১) আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। আম্বেদকরের জন্ম কবে হয়। ১০(২০১৯)

অথবা
২) আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারনার উপর একটি সমালোচনা মূলক নিবন্ধ লেখ। ১০(২০২০)

অথবা
৩) আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। তিনি কবে জন্মগ্রহণ করেন? ১০(২০২২)
উত্তরঃ 

ভূমিকাঃ

ভারতীয় রাষ্ট্রচিন্তার ইতিহাসে আম্বেদকর মূলত বিংশ শতাব্দীতে তাঁর রাষ্ট্রচিন্তার কাঠামো গড়ে তোলেন। রাষ্ট্রচিন্তার ইতিসাসে আম্বেদকরের লেখা বিখ্যাত কয়েকটি গ্রন্থ হল, Essays on Untouchables and Untouchability, The Annihilation of Caste ,Who Were the Shudras, The Buddha and his Dhamma প্রভূতি। আম্বেদকরের সমগ্র রাষ্ট্রচিন্তার অন্যতম গুরুত্ব পূর্ণ বিষয় হল সামাজিক ন্যায়।



আম্বেদকরের মতে সামাজিক ন্যায়ঃ

আম্বেদকর সামাজিক ন্যায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাঁর মতে, সামাজিক ন্যায় হল অন্যান্য ন্যায়ের উৎস স্বরূপ। সমাজে  সামাজিক ন্যায় একবার প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায় আপনা আপনি সমাজে প্রতিষ্ঠিত হবে। সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের বক্তব্য হল যুক্তির সঙ্গে সবকিছুকে বিচার করা, ব্যাক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া এবং আধুনিকতার বিরোধী সবকিছুকে দূর করা প্রয়োজন। কারণ এগুলির সাথে সামাজিক ন্যায় বিশেষভাবে জড়িত।


সামাজিক ন্যায় প্রতিষ্ঠার শর্তঃ

        আম্বেদকর সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য বিবিধ শর্তাবলি বা উপায় উল্লেখ করেছেন। এরমধ্যে গুরুতবপূর্ণ উপায় বা শর্তাবলীগুলি হল-

১) সামাজিক সচলতার পথ সকলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। যাতে কোনো শ্রেনী বা সম্প্রদায়ের কাছে কোনো সামাজিক প্রতিবন্ধকতা না থাকে।  

২) জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতার অবসান ঘটানো। এই জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতাই হল তাদের প্রতি হওয়া অন্যায় অবিচারের মূল কারণ।

৩) সমাজের শোষিত-অবহেলিত মানুষের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করা। এই প্রতিবাদ সমাজের সর্বস্তর থেকে হতে হবে।

৪) সমাজে ধর্মের ভূমিকাকে সীমিত করতে হবে। কারণ ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিষ্ঠানিক রূপ লাভ করে সমাজে  বিভেদ ও অসাম্য সৃষ্টি করে।


সীমাবদ্ধতাঃ

        আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারনা তৎকালীন সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নে গুরুতবপূর্ণ ভূমিকা পালন করলেও এর কিছু সীমাবদ্ধতা বর্তমান। যেমন-

১) আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণা মূলত বর্ণবৈষম্য ভিত্তিক ভারতের হিন্দু সমাজকে কেন্দ্র করেই আবর্তিত ও বিবর্তিত হয়েছে।

২) আম্বেদকর তাঁর সামাজিক ন্যায়ের ধারণায়  সংখ্যালঘু তথা দলিতদের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে মাত্রাতিরিক্ত গুরুত্ব আরোপ করেছেন। এর ফলে তিনি সংখ্যালঘু রাজনীতির পথ প্রশস্ত করেছেন।

৩) আম্বেদকর তাঁর সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ভারতের উচ্চবর্ণের হিন্দুদের চরম বিদ্বেষমূলক মনোভব ব্যক্ত করেছেন।

৪) আম্বেদকর রাজনৈতিক স্বাধীনতার পরিবর্তে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি ভারতের পশ্চাদপদ জনগোষ্ঠীর সাথে হওয়া শোষণ-পীড়ন বা অন্যায় অবিচারের বিরুদ্ধে যতটা সরব ছিলেন ব্রিটিশ শাসনের প্রতি ততটা সরব ছিলেন না।

 ৫) আম্বেদকর যে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন তা বাস্তবে পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারন সম্পুর্ণ শোষন-পীড়নহীন সমাজ ব্যবস্থা এখনো কোথাও প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।


মূল্যায়নঃ

উপরিক্ত সীমাবদ্ধতা সত্ত্বেও আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারনার গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায়না। আম্বেদকর একজন দক্ষ সমাজ তাত্ত্বিকের মত যেভাবে সামাজিক ন্যায়ের বিষয়টিকে তূলে ধরেছেন এবং এই বিষয়ে নিজের চিন্তা-ভাবনা ব্যক্ত করেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনস্বীকার্য। 


     

এই পেপারের ওপর অন্যান্য নোটস

(বিগত ২০১৯২০২০২০২১ এবং ২০২২ সালের প্রশ্নত্তরসহ)

প্রথম অধ্যায়

১) ভারতীয় রাষ্ট্রচিন্তা ও পাশ্চাত্ত্য রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যের মধ্যে একটি সংক্ষিপ্ত তুলনামূলক আলোচনা কর। ৫(২০২০)

২) পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০(২০২০)

৩) ভারতীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০(২০২০)

 



দ্বিতীয় অধ্যায়

কৌটিল্য

১) কৌটিল্যের সপ্তাঙ্গ-এর যে কোনো দুটি উপাদানের উপর একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক টাকা লেখো। কৌটিল্য বর্ণিত রাজার একটি ব্যক্তিগত সদ্গুণের উল্লেখ করো। ৫(২০১৯)

২) রাষ্ট্রের সপ্তাঙ্গ সম্পর্কিত কৌটিল্যের ধারনার উপর একটি সমালোচনা মূলক নিবন্ধ লেখ। ১০(২০২০)

৩) কৌটিল্যের সপ্তাঙ্গ-এর যে কোনো একটি উপাদানের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। কৌটিল্য বর্ণিত রাজার একটি ব্যক্তিগত সগুণের উল্লেখ করো। ৫(২০২২)

৪) কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের আলোকে রাষ্ট্রের দুটি উপাদান ব্যাখ্যা কর। ৫(২০২১)

 

তিলক ও গান্ধী

১) কোন অর্থে স্বরাজ সম্পর্কে তিলকের ধারনা গান্ধির স্বরাজ সম্পর্কিত ধারণার থেকে আলাদাগান্ধির সম্পাদিত একটি সাপ্তাহিক পত্রিকার নাম লেখো। ৫(২০১৯)

২) তিলকের স্বরাজ ধারণা ও গান্ধীর স্বরাজ ধারণার মধ্যে একটি সংক্ষিপ্ত পার্থক্য নির্দেশ কর। ৫(২০২০)

৩) গান্ধী ও তিলকের স্বরাজ ভাবনার পার্থক্য নির্ণয় কর। ৫(২০২১)

গান্ধী ও তিলকের স্বরাজ ভাবনার পার্থক্য নির্ণয় করো। গান্ধী সম্পাদিত একটি সাপ্তাহিক পত্রিকার নাম উল্লেখ করো। ৫(২০২২)

৪) তিলকের স্বরাজ ধারণার মূল বিষয়বস্তু বিশ্লেষণ কর। ১০(২০২১)

 

আম্বেদকর

১) আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। আম্বেদকরের জন্ম কবে হয়। ১০(২০১৯)

২) আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারনার উপর একটি সমালোচনা মূলক নিবন্ধ লেখ। ১০(২০২০)

৩) আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। তিনি কবে জন্মগ্রহণ করেন১০(২০২২)

৪) অস্পৃশ্যতার আলোকে হিন্দু সমাজ ব্যবস্থার প্রতি আম্বেদকর এর দৃষ্টিভঙ্গি আলোচনা কর। ১০(২০২১)

৫) হিন্দু ধর্মের বিরুদ্ধে আম্বেদকরের মূল সমালোচনাগুলি কি কি৫(২০২০)

 

নেহেরু ও জয়প্রকাশ নারায়ন

১) নেহেরুর গণতন্ত্রের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫(২০২০)

২) নেহেরু কোন ধরনের গণতন্ত্র সমর্থন করেছিলেন৫(২০২১)

৩) নেহেরু কোন ধরনের গণতন্ত্রকে সমর্থন করেছিলেন৫(২০২২)

৪) জয় প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টাকা লেখো। ৫(২০১৯)

৫) জয় প্রকাশ নারায়ানের গণতন্ত্রের ধারনার উপর একটি সংক্ষিপ্ত টাকা লেখ  ৫(২০২০)

৬) জয়প্রকাশ নারায়ণের দৃষ্টিভঙ্গির আলোকে দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠার পদ্ধতি আলোচনা কর। ১০(২০২১)

৭) জয়প্রকাশ নারায়ণের দৃষ্টিভঙ্গীর আলোকে দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠার পদ্ধতি আলোচনা করো। সামগ্রিক বিপ্লব বলতে তিনি কী বুঝিয়েছেন১০(২০২২)

 



তৃতীয় অধ্যায়

অ্যারিস্টটল

১) সমালোচনাসহ অ্যারিস্টটলের নাগরিকতার ধারণা বিশ্লেষণ করো। অ্যারিস্টটল কী মহিলাদের নাগরিকত্বের স্বীকৃতি দিয়েছিলেন। ১০(২০১৯)

২) অ্যারিস্টটলের নাগরিকতা সংক্রান্ত ধারণাটি সংক্ষেপে বিশ্লেষণ কর। ৫(২০২০)

৩) নাগরিকতা সম্পর্কে অ্যারিস্টটলের ধারণাটি বিশ্লেষণ কর। ১০(২০২১)

৪) সমালোচনাসহ অ্যারিস্টটলের নাগরিকতার ধারণা বিশ্লেষণ করো। অ্যারিস্টটল কী মহিলাদের নাগরিকত্বের স্বীকৃতি দিয়েছিলেন।১০(২০২২)

 

রুশো

১) রুশোর অসাম্যের ধারনাটি মূল্যায়ণ কর। ১০(২০২০)

 

জে এস মিল

১) জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। তাঁর মতে স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষাকবচ কী১০(২০১৯)

২) জে এস মিলের স্বাধীনতার ধারনার উপর একটি সংক্ষিপ্ত টাকা লেখ ৫(২০২০)

৩) স্বাধীনতা সম্পর্কে জে. এস. মিলের ধারণা আলোচনা কর। ১০(২০২১)

৪) জে.এস. মিলকে দ্বিধাগ্রস্থ গণতন্ত্রী বলা হয় কেন৫(২০২১)

৫) জন স্টুয়ার্ট মিলের মতে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজনীয় উপাদান কীজন স্টুয়ার্ট মিলের লেখা একটি পুস্তকের নাম লেখো। ৫(২০১৯)

৬) জে এস মিলের গণতন্ত্রের ধারণাটি আলোচনা কর। ১০(২০২০)

৭) জন স্টুয়ার্ট নিলের মতে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজনীয় উপাদান কীতাঁর লেখা একটি পুস্তকের নাম লেখো। ৫(২০২২)



Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code