দলিত প্যান্থারস আন্দোলন; dalit panther movement

Ad Code

দলিত প্যান্থারস আন্দোলন; dalit panther movement

 

University of Burdwan

4th Semester (Honours)

Political Science

Paper: CC-11; Social Movements in India

ভূমিকাঃ

    দলিতদের জাতিগত অন্যায়-অত্যাচার থেকে রক্ষা করার লক্ষ্যে নামদে ধাসাল,অর্জুন ডাঙ্গাল রাজা ধালে এবং জে ভি পাওয়ার এর নেতৃত্বে মুম্বাইয়ে ১৯৭২ সালে দলিত প্যান্থার গোষ্ঠীর জন্ম হয়। মূলত আম্বেদকরে সামাজিক চিন্তা দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং মার্কিণ যুক্তরাষ্ট্রের বর্ণবিদ্বেষ বিরোধী বিখ্যাত 'Black Panther' আন্দোলনের অনুসরণে তাঁরা তাঁদের গোষ্ঠীর নাম দেন 'দলিত প্যান্থার'। আম্বেদকর, জ্যোতিরাও ফুলে ও কার্ল মার্ক্সের মতাদর্শ মিলিয়ে তাঁরা তৈরি করেছিলেন নিজস্ব মতাদর্শ।

আন্দোলনের কারনঃ

          আম্বেদকর পরবর্তি দলিত আন্দোলনে যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল সেটা পূরণ করার জন্য এবং রিপাবলিকান পার্টির রাজনৈতিক ব্যর্থতার প্রেক্ষাপটে দলিত প্যান্থারস আন্দোলনের সুত্রপাত ঘটে। দলিত প্যন্থারস আন্দোলনের কারণ হিসাবে নিম্নলিখিত কারণগুলি উল্লেখ করা যেতে পারে। যেমন-

১) ধর্মীয় আন্দোলন কারনঃ

    ধর্মীয় কারণ দলিত প্যান্থারস আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বাধীনতার পরেও দলিতদের অবস্থার তেমন কেনো উন্নয়ন ঘটেনি। আগের মতই তারা বিভিন্ন ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হত, অস্পৃশ্য  ও অপবিত্র বলে উল্লেখ করা হতো। ফলে মন্দিরে প্রবেশ, পবিত্র স্থানে যাওয়া, দেব-দেবীর পূজা করা প্রভৃতি ধর্মীয় অধিকার থেকে তারা বঞ্চিত হত।

২) সামাজিক কারণঃ

    বিভিন্ন সামাজিক সমস্যা দলিত প্যান্থারস আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামাজিক ক্ষেত্রে দলিতদের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। দলিতদের বিভিন্ন সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হত। যেমন- সামাজিক উৎসবে যোগ দেওয়া, কুয়ো থেকে জল নেওয়া, স্কুলে সবার সাথে পড়া বা ছাত্রাবাসে একসাথে থাকা প্রভূতি। এমনকি উচ্চবিত্ত শ্রেণী যেসব জনিসপত্র ব্যবহার করতো দলিতরা সেগুলোও ব্যবহার করার অধিকার পেত না।

৩) অর্থনৈতিক কারণঃ

    দলিত প্যান্থারস আন্দোলনের সাথে অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ যোগ ছিল। স্বাধীনতা লাভের পর দলিতদের জন্য বিভিন্ন অর্থনৈতিক অধিকার বা সুযোগ সুবিধা প্রদান করা হলেও তাদের ওপর অর্থনৈতিক শোষণ-পিড়ন অব্যাহত ছিল। তাদের সেই সব কাজ করতে দেওয়া হতো যেগুলো সচারাচর ঘৃণ্য কাজ বলে গণ্য হত, যেমন- মলমূত্র পরিষ্কার করা, মরা পশুকে ভাগাড়ে ফেলা, নর্দমা পরিস্কার করা, চামড়ার জিনিস তৈরি করা প্রভৃতি।

৪) রাজনৈতিক কারণঃ

    দলিত প্যান্থারস আন্দোলনে রাজনৈতিক কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আম্বেদকর পরবর্তি সময়ে রিপাবলিকান পার্টি দলিত আন্দোলনকে এগিয়ে নিয়ে গেলেও তা চুড়ান্তভাবে ব্যর্থ হয়। রিপাবলিকান পার্টি দলিত স্বার্থের পরিবর্তে সংকীর্ণ রাজনীতিক স্বার্থের দ্বারা পরিচালিত হতে থাকে। ফলে দলিতরা আগের মতই সবরকম রাজনৈতিক অধিকার বা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়।

দলিত প্যান্থারস আন্দোলনের সাফল্যঃ

          দলিত প্যান্থারস আন্দোলন ভারতীয় রাজনীতি তথা সমাজ ব্যবস্থায় ছিল খুবই ক্ষণস্থায়ী (১৯৭২-১৯৭৭) একটি আন্দোলন। তা সত্ত্বেও দলিতদের অধিকার সংরক্ষণে এর গুরুত্বকে কোনোভাবে অস্বীকার করা যায়না। দলিত প্যন্থার আন্দোলনের সাফল্যগুলি হল-

১) দলিত প্যান্থার দলিতদের ওপর সংঘটিত নৃশংস ঘটনার বিরুদ্ধে লড়াই করা সাহস যোগায়। ফলে দলিতরা আত্মবিশ্বাস ফিরে পায় এবং তাদের ওপর সংঘটিত অন্যায় অত্যাচারের মাত্রাও কিছুটা কম হয়।

২) দলিত প্যান্থার দলিত আন্দোলনে যুব সমাজকে সংপৃক্ত করতে সক্ষম হয়েছিল। ফলে দলিত আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছিল।

৩) দলিতরা যে ‘নীরব ও নিষ্ক্রিয়’ এই মিথকে দলিত প্যান্থার আন্দোলন ভাঙ্গতে পেরেছিল।

৪) দলিত প্যান্থার রিপাবলিকান পার্টির ক্ষমতার রাজনীতির বাইরে গিয়েও যে দলিত আন্দোলনকে সংঘটিত করা যায় তা প্রমান করে দেখিয়েছিল।

৫) দলিত প্যান্থার মারাঠি সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এবং তারা একটা পৃথক সংস্কৃতিক পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছিল।

          দলিত প্যান্থার আন্দোলনের এই বিবিধ সাফল্যের পরিপ্রেক্ষিতে এই আন্দোলন খুব শীঘ্রই বিশ্বের সমস্থ শোষিত নিপীড়িত মানুষের আন্দোলন রূপে প্রতিষ্ঠা পেয়েছিল।

দলিত প্যান্থার আন্দোলনের ব্যর্থতাঃ

          দলিত প্যান্থার আন্দোলনের উপরিউক্ত সাফল্য থাকলেও এর ব্যর্থতাও কোনো অংশে কম নয়। নীচে দলিত প্যান্থার আন্দোলনের ব্যর্থতা বা দুর্বলতাগুলি উল্লেখ করা হল-

১) দলিত প্যান্থারস আন্দোলন কেবল দলিতদের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল, ফলে সমাজের অন্যান্য পিছিয়ে পড়া অংশ এর থেকে দূরে ছিল। অর্থাৎ দলিত প্যান্থার আন্দোলন সর্বজনীন আন্দোলনে পরিনত হতে পারেনি।

২) দলিত প্যান্থার আন্দোলন প্রথমে আম্বেদকরের মতাদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠলেও পরবর্তিতে অনেকে বামপন্থী চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হতে থাকে। ফলে আন্দোলন মতাদর্শগতভাবে বিভক্ত হয়ে পরে।

৩) দলিত প্যান্থার আন্দোলনের এর মূল ভিত্তি গ্রামীন দলিত সম্পদায় হলেও এটি ক্রমশ শহর কেন্দ্রীক হয়ে পরে। ফলে সংখ্যাগরিষ্ঠ দলিত সম্প্রদায়ের থেকে এই আন্দোলনের দূরত্ব বাড়তে থাকে।

৪) দলিত প্যান্থার আন্দোলের নেতৃত্বগত দুর্বলতা ছিল ব্যাপকভাবে প্রকট। একদিকে নেতৃত্বদের মধ্যে মতাদর্শগত বিতর্ক অন্যদিকে নিদির্ষ্ট ও কার্যকরী কর্মসূচী গ্রহণে দলিত প্যান্থারস ব্যর্থ ছিল।

৫) ভারতীয় সংবিধানে দলিত তথা অনগ্রসর সম্প্রদায়ের জন্য বিশেষ সংরক্ষণমূলক ব্যবস্থা গৃহীত হয় এবং সমস্থ রকম অস্পৃশ্য আচরণকে নিষিদ্ধ করা হয়। এগুলো ক্রমশ কার্যকরী হতে থাকলে দলিত প্যান্থারস আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পরে।

দলিত প্যান্থার আন্দোলনের সমাপ্তিঃ

          দলিত প্যান্থার আন্দোলনের উপরিউক্ত ব্যর্থতার সাথে সাথে এর অনেক নেতৃত্ববর্গ সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে জড়িয়ে পড়ে। তারা বিভিন্ন অনৈতিক কাজকর্মের মাধ্যমে দলিত প্যান্থারস আন্দোলনকে তার মূল লক্ষ্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়।  সেইসাথে মতাদর্শগত বিরোধ এই আন্দোলনকে বহুধা বিভক্ত করে তোলে এবং সবশেষে কোনো কার্যকরী কর্মসূচী না থাকায়, রাজা ধালে এবং জে ভি পাওয়ার ১৯৭৭ সালে ৭ই মার্চ  মুম্বাইতে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে সারা ভারতে দলিত প্যান্থার সংগঠন ও আন্দোলনকে ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এভাবে দলিত প্যান্থার আন্দোলনের সমাপ্তি ঘটে।


এই পেপারের ওপর অন্যান্য নোটস

প্রথম অধ্যায়

১) সামাজিক আন্দোলন কাকে বলেএর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

২) ভারতে 'নতুন সামাজিক আন্দোলনের উপর একটি টীকা লেখ । ৫ (২০২১)

৩) ভারতে 'পুরাতনসামাজিক আন্দোলনের উপর অতি সংক্ষিপ্ত টাকা লেখো। ভারতে 'নব্যসামাজিক আন্দোলনের একটি উদাহরণ দাও ৫ (২০১৯)

৪) সাবেকি ও নব্য সামাজিক আন্দোলনের পার্থক্য নির্ণয় করো। ৫ (২০২০)

৫) ভারতের পুরাতন ও নতুন সামাজিক আন্দোলনের মধ্যে যে কোনো তিনটি পার্থক্য চিহ্নিত কর। ৫ (২০২১)

৬) ভারতের 'পুরাতনএবং 'নতুনসামাজিক আন্দোলনগুলির মধ্যেকার পার্থক্যগুলি চিহ্নিত করো। ১০(২০২২)


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে


দ্বিতীয় অধ্যায়

১) কেন সংরক্ষণ নীতিসমূহকে ইতিবাচক বৈষম্য বলা হয়৫ (২০২১)

২) ভারতের সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। এই সংরক্ষণ নীতিসমূহকে কেন 'সদর্থক বা ইতিবাচক বৈষম্যবলা হয়ে থাকে৫ (২০১৯)

৩) দলিত প্যান্থার আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখা ৫ (২০২০)

৪) ভারতে প্যান্থার আন্দোলনের একটি রূপরেখা দাও। এই আন্দোলনের আদর্শগত ভিত্তিটি উল্লেখ করো। ১০ (২০১৯)

৫) ভারতে দলিত আন্দোলনের প্রকৃতি বিষয়ে সমালোচনামূলক নিবন্ধ লেখ। ১০ (২০২০)

৬) ভারতে দলিত প্যান্থার আন্দোলনের একটি রূপরেখা দাও। এই আন্দোলনের আদর্শগত ভিত্তিটি উল্লেখ করো। ১০ (২০২২)

৭) ভারতে দলিত আন্দোলনের একটি রূপরেখা দাও। ১০ (২০২১)

 

তৃতীয় অধ্যায়

১) ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংহত হয়ে ওঠার প্রেক্ষাপটটি বিশ্লেষণ করো। ভারতীয় জাতীয় কংগ্রেসের অনুমোদিত ট্রেড ইউনিয়ন সংগঠনটির নাম লেখো। ১০ (২০১৯

২) দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে শ্রমিক আন্দোলনের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। ১০ (২০২০)

৩) ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংহত হয়ে ওঠার প্রেক্ষাপটটি বিশ্লেষণ কর। ১০ (২০২১)

৪) ভারতে ট্রেড ইউনিয়ন আন্দোলনের দুর্বলতাগুলি চিহ্নিত করো। ৫ (২০২০)

৫) ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের দুর্বলতাগুলি কী৫ (২০২২)

৬) ভারতের যে কোনো একটি বৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠনের নাম উল্লেখ করো। শ্রমিকদের স্বার্থ সংরক্ষণার্থে ট্রেড ইউনিয়ন আন্দোলনের ভূমিকা সংক্ষেপে লেখো। ৫ (২০১৯)

৭) নিখিল ভারত ট্রেড ইউনিয়নে কংগ্রেসের (AITUC) ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২০)

8) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২১)

৯) AITUC-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। INTUC-এর পুরো নাম লেখো। ৫ (২০২২)


চতুর্থ অধ্যায়

১) ভারতের কৃষক আন্দোলনের দুর্বলতা বিষয়ে একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২০)

২) ভারতের কৃষক আন্দোলনের প্রধান দূর্বলতাগুলি চিহ্নিত কর। ৫ (২০২১)

৩) তেলেঙ্গানার কৃষক আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। কোন রাজ্যে এই আন্দোলন সংঘটিত হয়১০ (২০২০)

৪) ভারতে তেলেঙ্গানা কৃষক আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২১)

৫) তেলেঙ্গানা আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ভারতের কোন প্রদেশ রাজ্যে এই আন্দোলন সংগঠিত হয়েছিল৫ (২০২২)

৬) ভারতে 'তেভাগা আন্দোলনের একটি রূপরেখা দাও। ১০ (২০২১)

৭) কোন সময়ে 'তেভাগাআন্দোলন সংঘটিত হয়েছিল? 'তেভাগা আন্দোলন কোন কোন ইস্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল৫ (২০১৯)

৮) তেভাগা আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী ছিল৫ (২০২০)

৯) তেভাগা আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কী ছিল৫ (২০২২)


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে

 

পঞ্চম অধ্যায়

১) 'নারীবাদ'-কে তুমি কীভাবে সংজ্ঞায়িত করবেভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতিটি বিশ্লেষণ করো। ১০ (২০১৯)

২) ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। ৫ (২০২০)

৩) ভারতে নারী আন্দোলনের মুখ্য বৈশিষ্টগুলি আলোচনা করো। ১০ (২০২০)

৪) ভারতে নারীবাদী আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো।৫ (২০২১)

৫) ভারতে নারী আন্দোলনের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২১)

৬) ভারতের নারী আন্দোলনের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের নারী আন্দোলনের দুজন নেতা / নেত্রীর নাম লেখো। ১০ (২০২২)

৭) পিতৃতন্ত্রকে তুমি কীভাবে সংজ্ঞায়িত করবে। ভারতে নারীবাদী আন্দোলনের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)


ষষ্ঠ অধ্যায়

১) ভারতে পরিবেশ আন্দোলনের বৈশিষ্টগুলি চিহ্নিত করো।। ১০ (২০২০)

২) পরিবেশের ক্ষয়ের আলোকে ভারতে পরিবেশ আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। কোন বছরে 'চিপকোআন্দোলন শুরু হয়েছিল১০ (২০১৯)

৩) পরিবেশ সমস্যা সমাধানে ভারত সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলি কী কী৫ (২০২২)

৪) ভারতের পরিবেশ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। স্থায়ী উন্নয়ন বলতে তুমি কী বোঝো১০ (২০২২)

৫) চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। চিপকো আন্দোলনের দুজন নেতার নাম লেখো। ৫ (২০২২)

৬) চিপকো আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ। ৫ (২০২০)

৭) পরিবেশ ক্ষয়ের আলোকে ভারতে চিপকো আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ কর। ১০ (২০২১)

৮) নর্মদা বাঁচাও আন্দোলনের যে কোনো একজন গুরুত্বপূর্ণ নেতার নাম লেখো। অতি সংক্ষেপে এই আন্দোলনের বর্ণনা।৫ (২০১৯)

৯) ভারতে নর্মদা বাঁচাও আন্দোলনের উপর একটি টীকা লেখ। ৫ (২০২১)


স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে


Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code