ভারতীয় ও পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার পার্থক্য

Ad Code

ভারতীয় ও পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার পার্থক্য

University of Burdwan

5th Semester (Honours)
Political Science
Paper: DSE-1; Select Comparative Political Thought

১) ভারতীয় রাষ্ট্রচিন্তা ও পাশ্চাত্ত্য রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যের মধ্যে একটি সংক্ষিপ্ত তুলনামূলক আলোচনা কর। ৫(২০২০)
উত্তরঃ 

ভূমিকাঃ

          ভারতীয় এবং পাশ্চাত্য উভয় রাষ্ট্রচিন্তার মূল উদ্দেশ্য হল রাষ্ট্র ও রাজনীতির যথাযথ ব্যাখা বিশ্লেষণ করা এবং সঠিক বা উপযুক্ত রাজনৈতিক কাঠামো নির্ণয় করা। উদ্দেশ্যগত দিক থেকে উভয় রাষ্ট্রচিন্তার মধ্যে সাদৃশ্য থাকলেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন পার্থক্য  বর্তমান। যেমন-

১) তত্ত্ব ও বাস্তবতাঃ

ভারতীয় রাষ্ট্রদার্শনিকরা বিশেষভাবে বাস্তববাদী ছিলেন। রাষ্ট্রনীতির বাস্তব সমস্যার ওপর তারা অধিক গুরুত্ব আরোপ করবেন এবং এরই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রনৈতিক বিষয়াদির ব্যাখ্যা-বিশ্লেষণ করতেন। তবে তারা রাষ্ট্রব্যবস্থার তাত্ত্বিক কাঠামোকে পুরোপুরি অবহেলা বা উপেক্ষা করেননি। তাঁরা তত্ত্ব ও বাস্তবের মধ্যে যথাসম্ভব সমন্বয় সাধনের চেষ্টা করেছেন।

অন্যদিকে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় বাস্তবতার পরিবর্তে তাত্ত্বিক কাঠামোর উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। এই তাত্ত্বিক কাঠামো প্রতিষ্ঠা করার জন্য তারা বাস্তবতাবর্জিত কাল্পনিক চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হয়ে রাষ্ট্রনীতির ব্যাখ্যা-বিশ্লেষণ করতেন।

 ২) সুসংবদ্ধ ও ধারাবাহিকতাঃ

ভারতীয় রাষ্ট্রচিন্তার মধ্যে সুসংবদ্ধতা ও ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। ভারতীয় রাষ্ট্রচিন্তার অনেক ক্ষেত্রে খাপছাড়া ও বিচ্ছিন্ন প্রকৃতির। এছাড়া অনেক ক্ষেত্রেই ভারতীয় রাষ্ট্রচিন্তার ওপর তেমন কোনো প্রমাণ্য গ্রন্থ পাওয়া যায়না।

অন্যদিকে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা অনেকটাই সুশৃংখল ও সুসংবদ্ধ প্রকৃতির। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার মধ্যে একটা নির্দিষ্ট ধারাবাহিকতা আছে এবং পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার যথেষ্ট প্রমাণ্য গ্রন্থও বর্তমান।

৩) ধর্ম ও নীতিবোধঃ

ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদরা ধর্ম ও নীতিবোধ দ্বারা বিশেষভাবে প্রভাবিত। প্রাচীন ভারতে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে ধর্ম ও নীতিবোধের সংরক্ষণ ও সম্প্রসারণের উদ্যোগ আয়োজন দেখা যেত।

অন্যদিকে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় ধর্ম ও নীতিবোধের তেমন কোন প্রভাব নেই। পাশ্চাত্যের মধ্যযুগের রাষ্ট্রচিন্তা ছাড়া প্রায় সব ক্ষেত্রেই ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা অর্থাৎ রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রই বেশি প্রাধান্য পেয়েছে।

৪) রাষ্ট্র ও রাজতন্ত্রঃ

ভারতীয় রাষ্ট্রচিন্তায় রাষ্ট্রের পরিবর্তে রাজতন্ত্রের অবিসংবাদিত প্রাধান্য প্রতিষ্ঠা হয়েছে। এই রাজতন্ত্রকে কেন্দ্র করে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার আবর্তিত বা বিবর্তিত হয়েছে।

অন্যদিকে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের পরিবর্তে রাষ্ট্রের অবিসংবাদিত প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রব্যবস্থার চরম কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে এবং রাষ্ট্রের স্বার্থে ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে।

৫) রাষ্ট্রচিন্তার পরিধিঃ

ভারতীয় রাষ্ট্রচিন্তার পরিধি ব্যাপক। রাষ্ট্র-রাজনীতি ছাড়াও ভারতীয় রাষ্ট্রচিন্তায় অর্থনীতি, সংস্কৃতি, সমাজতত্ত্ব, ন্যায়নীতি এমনকি পররাষ্ট্রনীতি নিয়েও বিস্তারিত আলোচনা আছে।

অন্যদিকে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার পরিধি তুলনামূলকভাবে অনেকটাই সংকীর্ণ। মূলত রাষ্ট্র-রাজনীতি, ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক, এগুলির মধ্যেই পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা ছিল সীমাবদ্ধ।

৬) প্রাচীনত্বঃ

প্রাচীনত্বের দিক থেকে ভারতীয় রাষ্ট্রচিন্তা তুলনামূলকভাবে অনেক বেশি প্রাচীন বলে মনে করা হয়। কৌটিল্যের আইন শাস্ত্রের পূর্বেও ভারতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কিত মতবাদ প্রচলিত ছিল।

অন্যদিকে পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা তুলনামূলকভাবে প্রাচ্যের তথা ভারতীয় রাষ্ট্রচিন্তার তুলনায় একটু কম প্রাচীন। সুসংবদ্ধ রাষ্ট্রচিন্তা বলতে সাধারণত আমরা যা বুঝি তার সূত্রপাত ঘটেছিল প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। 

এই পেপারের ওপর অন্যান্য নোটস

(বিগত ২০১৯২০২০২০২১ এবং ২০২২ সালের প্রশ্নত্তরসহ)

প্রথম অধ্যায়

১) ভারতীয় রাষ্ট্রচিন্তা ও পাশ্চাত্ত্য রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যের মধ্যে একটি সংক্ষিপ্ত তুলনামূলক আলোচনা কর। ৫(২০২০)

২) পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০(২০২০)

৩) ভারতীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০(২০২০)

 

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে


দ্বিতীয় অধ্যায়

কৌটিল্য

১) কৌটিল্যের সপ্তাঙ্গ-এর যে কোনো দুটি উপাদানের উপর একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক টাকা লেখো। কৌটিল্য বর্ণিত রাজার একটি ব্যক্তিগত সদ্গুণের উল্লেখ করো। ৫(২০১৯)

২) রাষ্ট্রের সপ্তাঙ্গ সম্পর্কিত কৌটিল্যের ধারনার উপর একটি সমালোচনা মূলক নিবন্ধ লেখ। ১০(২০২০)

৩) কৌটিল্যের সপ্তাঙ্গ-এর যে কোনো একটি উপাদানের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। কৌটিল্য বর্ণিত রাজার একটি ব্যক্তিগত সগুণের উল্লেখ করো। ৫(২০২২)

৪) কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের আলোকে রাষ্ট্রের দুটি উপাদান ব্যাখ্যা কর। ৫(২০২১)

 

তিলক ও গান্ধী

১) কোন অর্থে স্বরাজ সম্পর্কে তিলকের ধারনা গান্ধির স্বরাজ সম্পর্কিত ধারণার থেকে আলাদা? গান্ধির সম্পাদিত একটি সাপ্তাহিক পত্রিকার নাম লেখো। ৫(২০১৯)

২) তিলকের স্বরাজ ধারণা ও গান্ধীর স্বরাজ ধারণার মধ্যে একটি সংক্ষিপ্ত পার্থক্য নির্দেশ কর। ৫(২০২০)

৩) গান্ধী ও তিলকের স্বরাজ ভাবনার পার্থক্য নির্ণয় কর। ৫(২০২১)

গান্ধী ও তিলকের স্বরাজ ভাবনার পার্থক্য নির্ণয় করো। গান্ধী সম্পাদিত একটি সাপ্তাহিক পত্রিকার নাম উল্লেখ করো। ৫(২০২২)

৪) তিলকের স্বরাজ ধারণার মূল বিষয়বস্তু বিশ্লেষণ কর। ১০(২০২১)

 

আম্বেদকর

১) আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। আম্বেদকরের জন্ম কবে হয়। ১০(২০১৯)

২) আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারনার উপর একটি সমালোচনা মূলক নিবন্ধ লেখ। ১০(২০২০)

৩) আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো। তিনি কবে জন্মগ্রহণ করেন? ১০(২০২২)

৪) অস্পৃশ্যতার আলোকে হিন্দু সমাজ ব্যবস্থার প্রতি আম্বেদকর এর দৃষ্টিভঙ্গি আলোচনা কর। ১০(২০২১)

৫) হিন্দু ধর্মের বিরুদ্ধে আম্বেদকরের মূল সমালোচনাগুলি কি কি? ৫(২০২০)

 

নেহেরু ও জয়প্রকাশ নারায়ন

১) নেহেরুর গণতন্ত্রের ধারণার উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫(২০২০)

২) নেহেরু কোন ধরনের গণতন্ত্র সমর্থন করেছিলেন? ৫(২০২১)

৩) নেহেরু কোন ধরনের গণতন্ত্রকে সমর্থন করেছিলেন? ৫(২০২২)

৪) জয় প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টাকা লেখো। ৫(২০১৯)

৫) জয় প্রকাশ নারায়ানের গণতন্ত্রের ধারনার উপর একটি সংক্ষিপ্ত টাকা লেখ  ৫(২০২০)

৬) জয়প্রকাশ নারায়ণের দৃষ্টিভঙ্গির আলোকে দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠার পদ্ধতি আলোচনা কর। ১০(২০২১)

৭) জয়প্রকাশ নারায়ণের দৃষ্টিভঙ্গীর আলোকে দলহীন গণতন্ত্র প্রতিষ্ঠার পদ্ধতি আলোচনা করো। সামগ্রিক বিপ্লব বলতে তিনি কী বুঝিয়েছেন? ১০(২০২২)

 

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে


তৃতীয় অধ্যায়

অ্যারিস্টটল

১) সমালোচনাসহ অ্যারিস্টটলের নাগরিকতার ধারণা বিশ্লেষণ করো। অ্যারিস্টটল কী মহিলাদের নাগরিকত্বের স্বীকৃতি দিয়েছিলেন। ১০(২০১৯)

২) অ্যারিস্টটলের নাগরিকতা সংক্রান্ত ধারণাটি সংক্ষেপে বিশ্লেষণ কর। ৫(২০২০)

৩) নাগরিকতা সম্পর্কে অ্যারিস্টটলের ধারণাটি বিশ্লেষণ কর। ১০(২০২১)

৪) সমালোচনাসহ অ্যারিস্টটলের নাগরিকতার ধারণা বিশ্লেষণ করো। অ্যারিস্টটল কী মহিলাদের নাগরিকত্বের স্বীকৃতি দিয়েছিলেন।১০(২০২২)

 

রুশো

১) রুশোর অসাম্যের ধারনাটি মূল্যায়ণ কর। ১০(২০২০)

 

জে এস মিল

১) জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। তাঁর মতে স্বাধীনতার শ্রেষ্ঠ রক্ষাকবচ কী? ১০(২০১৯)

২) জে এস মিলের স্বাধীনতার ধারনার উপর একটি সংক্ষিপ্ত টাকা লেখ ৫(২০২০)

৩) স্বাধীনতা সম্পর্কে জে. এস. মিলের ধারণা আলোচনা কর। ১০(২০২১)

৪) জে.এস. মিলকে দ্বিধাগ্রস্থ গণতন্ত্রী বলা হয় কেন? ৫(২০২১)

৫) জন স্টুয়ার্ট মিলের মতে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজনীয় উপাদান কী? জন স্টুয়ার্ট মিলের লেখা একটি পুস্তকের নাম লেখো। ৫(২০১৯)

৬) জে এস মিলের গণতন্ত্রের ধারণাটি আলোচনা কর। ১০(২০২০)

৭) জন স্টুয়ার্ট নিলের মতে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজনীয় উপাদান কী? তাঁর লেখা একটি পুস্তকের নাম লেখো। ৫(২০২২)

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি যোগাযোগ করো 

8967181871 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়   

এবং 

ডিজিটাল মাধ্যমে অনলাইন/ অফলাইন 

ক্লাসেরও সুব্যবস্থা আছে


Main Menu






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code