প্রধানমন্ত্রীর ক্ষমতা বা কার্যাবলী এবং পদমর্যদা

Ad Code

প্রধানমন্ত্রীর ক্ষমতা বা কার্যাবলী এবং পদমর্যদা

 


প্রশ্ন-১; ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলীসমূহ ব্যাখ্যা কর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন৫ (২০২০)
অথবা
প্রশ্ন-২; ভারতে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলি ব্যাখ্যা করো। ভারতে প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন৫ (২০১৯)
অথবা
প্রশ্ন-৩ সমালোচনাসহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ১০ (২০২১)
উত্তরঃ 

ভূমিকাঃ

ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নিয়োগ রাষ্ট্রপতি দ্বারা সম্পাদিত হলেও বাস্তবে এ ব্যাপারে রাষ্ট্রপতির কোন স্বেচ্ছাধীন ক্ষমতা নেই। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে একপ্রকার বাধ্য। 

ক্ষমতা ও কার্যাবলীঃ

ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। যেমন-

১) লোকসভার নেতাঃ

প্রধানমন্ত্রী হলেন লোকসভার নেতা বা নেত্রী। লোকসভার অধিবেশন কখন আহ্বান করা হবে, কতদিন চলবে, কোন কোন বিষয়ের উপর আলোচনা হবে ইত্যাদি বিষয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। সরকারের প্রধান মুখপাত্র হিসেবে তিনি লোকসভায় সরকারি নীতি সমূহের ব্যাখ্যা প্রদান করেন। সভার বিতর্ক চলাকালে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিতর্ক চলাকালীন কোন মন্ত্রী কোন অসুবিধার সম্মুখীন হলে তাকে সাহায্য করেন। 

২) মন্ত্রীসভার নেতাঃ

প্রধানমন্ত্রীকে সাধারণত সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে অবহিত করা যায়।  প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ করেন এবং প্রয়োজন হলে তাদের পদচ্যুত করতে পারেন। প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের দপ্তর বন্টন করেন প্রয়োজনবোধে তিনি দপ্তরের পুনর্বণ্টনও করতে সক্ষম।  তিনি রাজ্য মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন এবং সেখানে সভাপতি হিসেবে কাজ করেন। কোন মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিরোধ হলে সেই মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রী নিজে পদত্যাগ করলে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।

৩) ক্যাবিনেটের নেতাঃ

ক্যাবিনেটের নেতা হিসাবে প্রধানমন্ত্রিকে অনেক কার্যাবলী সম্পাদন করতে হয়। যেমন-

ক) ক্যাবিনেটের সভা পরিচালনা করা এবং সভায় গুরুত্বপুর্ণ নীতি নির্ধারণ করা।

খ) মন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর বন্ঠন ও  পুনঃবন্ঠনের ব্যাপারে সিন্ধান্ত গ্রহণ করা।  

গ) বিভিন্ন দপ্তরের মধ্যে সংহতি সাধন করা। প্রভূতি

৪) সংখ্যাগরিষ্ঠ দলের নেতাঃ

লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন। লোকসভার ভেতরে ও বাইরে যাতে নিজ দলের ভাবমূর্তি, ঐক্য ও সংহতি বা প্রাধান্য বজায় থাকে সেদিকে তাকে সতর্ক দৃষ্টি নিবদ্ধ রাখতে হয়। দলীয় নীতির সঙ্গে সরকারি নীতির সামঞ্জস্য বিধানের জন্য তিনি সর্বদা সচেষ্ট থাকেন। দেশের শাসক দলের জনপ্রিয়তা প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব ও কর্ম দক্ষতার উপর অনেকাংশে নির্ভরশীল। দলের মধ্যে যাতে উপদলীয় বিরোধের সৃষ্টি না হয় সেজন্য তাকে সদা সতর্ক ভাবে দলীয় শৃঙ্খলা রক্ষা করতে হয়।

৫) রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতাঃ

রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হলেন প্রধানমন্ত্রী।  সাধারণ তার পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি যাবতীয় কার্য পরিচালনা করেন। তাছাড়া রাষ্ট্রপতির সাথে কেন্দ্রীয় মন্ত্রীসভার যোগসুত্র রক্ষার দায়িত্ব তাকেই পালন করতে হয়। মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখা তার কর্তব্য। শাসন সংক্রান্ত কোন বিষয় এবং আইন প্রণয়নের জন্য রাজ্য ক্যাবিনেটে গৃহীত কোনো প্রস্তাব সম্পর্কে রাষ্ট্রপতি কোন কিছু জানতে চাইলে, সে সম্পর্কে তাকে অবহিত করা প্রধানমন্ত্রীর কর্তব্য।

পদমর্যদাঃ

উপরিউক্ত আলোচনা থেকে আমরা সহজেই অনুমান করতে পারি যে, ভারতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী বিশাল ক্ষমতা ও কর্তৃত্বের অধিকারী। ভারতের রাজনৈতিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর এই বিশাল কর্তৃত্ব ও ভূমিকার কথা বিবেচনা করে অনেকে ভারতের শাসন ব্যবস্থাকে মন্ত্রিপরিষদ তালিকা শাসন ব্যবস্থার পরিবর্তে প্রধানমন্ত্রী চালিত শাসনব্যবস্থা বলে আখ্যা দিয়ে থাকেন। অনেকে আবার ভারতের প্রধানমন্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির থেকে অধিক ক্ষমতাশালী বলে দাবি করেন। তাদের মতে, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সেভাবে অনুসৃত না হওয়ায় প্রধানমন্ত্রী একই সাথে আইন ও শাসন বিভাগে প্রধান্য বিস্তার করে।

যদিও সকল প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কর্তৃত্ব সমান হয়না। যে প্রধানমন্ত্রীর বুদ্ধি, বিচক্ষণতা, ব্যক্তিত্ব, সাহসিকতা, কর্মকুশলতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রভূতি বেশি থাকবে সেই প্রধানমন্ত্রী নিঃসন্দেহে বেশি প্রভাবশালী হবেন। অবশ্য প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গুণাবলী ছাড়াও পার্লামেন্টে নিজ দলের শক্তি, মন্ত্রী পরিষদের সমর্থন, রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের সক্রিয়তা প্রভৃতি বিষয়গুলিও প্রধান্মন্ত্রীর ক্ষমতা ও প্রভাব বৃদ্ধিতে সহায়তা করে।  

মূল্যায়নঃ

    উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, ভারতীয় সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিত উল্লেখ না থাকলেও, প্রধানমন্ত্রী প্রভূত ক্ষমতা ভোগ করে। তিনি সমপর্যায়ভূক্ত ব্যাক্তিদের মধ্যে আগ্রগন্য হলেও নিজস্ব ব্যাক্তিগত গুনাবলী ও দক্ষতার সাহায্যে তিনি অনন্য ক্ষমতার অধিকারী হয়ে উঠতে পারেন।

এই বিষয়ের ওপর অন্যান্য প্রশ্নোত্তর

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


২) ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। ৫ (২০২১)


৩) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল্য ব্যাখ্যা করো। কে প্রস্তাবনাকে রাজনৈতিক ঠিকুজী-কোষ্ঠী বলে চিহ্নিত করেছেন? ৫ (২০১৯)


৪) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ করো। ৫ (২০১৯)


৫) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর। কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মৌল কাঠামো বলে রায় দেন? ৫ (২০২২) ৫ (২০২৩)


৬) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

দ্বিতীয় অধ্যায়

১) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা কর ।


৩) ভারতীয় সংবিধানে উল্লিখিত 'সাম্যের অধিকার'-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর। ১০ (২০২০)


৩) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো। এই অধিকার ভোগের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। ১০ (২০২৩)


৪) ভারতীয় সংবিধানে 19 নং ধারায় স্বীকৃত ভারতীয় নাগরিকগণের স্বাধীনতার অধিকারগুলি উল্লেখ করো।


৫) ভারতীয় সংবিধানে উল্লিখিত শোষণের বিরুদ্ধে অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৬) ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৮) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা কর। কর্মের অধিকার'টি কি মৌলিক অধিকার? ৫ (২০২০)


৯) ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারে'-র উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ৫ (২০২১)


১০) ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। কর্মের অধিকারটি কি মৌলিক অধিকার ? ৫ (২০১৯)


১১) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। 'কর্মের অধিকার' কী মৌলিক অধিকার। ৫ (২০২৩)


১২) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২০)


১৩) সংক্ষেপে নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। ৫ (২০১৯)


১৪) ভারতের সংবিধানে বর্ণিত 'রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি-র তাৎপর্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ৫ (২০২১)


১৫) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো। ৫ (২০২৩)


১৬) মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ কর। নির্দেশমূলক নীতিগুলি কি বিচারযোগ্য? ৫ (২০২২)


১৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য দেখাও। ৫ (২০২০)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

তৃতীয় অধ্যায়ঃ

১) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? ৫ (২০২২)


২) ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে-কোনো চারটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত কর।৫ (২০২০)


৩) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? ভারত কী একটি আধা যুক্তরাষ্ট্র? ৫ (২০২৩)


৪) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


৫) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক ব্যাখ্যা কর। ১০ (২০২০)


৬) ভারতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কের উপর একটি আলোচনা কর। ১০ (২০২২)


৭) কেন্দ্র ও রাজ্যর মধ্যে প্রশাসনিক সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৮) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের রূপরেখাটি আলোচনা কর। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২০)


৯) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। ‘আর্থিক অনুদান' বলতে কী বোঝায় ? ১০ (২০১৯)


১০) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২৩)

 

চতুর্থ অধ্যায়

১) লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


২) রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


৩) রাজ্যসভার কার্যাবলী উল্লেখ করো। ১০ (২০১৯)


৪) রাজ্যসভার কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি আলোচনা করো।


৬) ভারতের লোকসভার স্পিকারের কাজগুলি কী কী? সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কোন কক্ষে উত্থাপন করা ৫ (২০১৯)


৭) ভারতের লোকসভার স্পিকার এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি? ৫ (২০২০)


৮) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদার মূল্যায়ন করো। ১০ (২০২১)


৯) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো। ১০ (২০১৯)


১০) ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখ।১০ (২০২২)


১১) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা কর। ১০ (২০২০)


১২) ভারতীয় যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রাধান্য বলতে কী বোঝায়? ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক টীকা লেখো। ১০ (২০২৩)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

পঞ্চম অধ্যায়

১) সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির 352নং ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। ৫ (২০১৯)


২) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর। ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ? ১০ (২০২২)


৩) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা কর।৫ (২০২০)


৪) ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলীসমূহ ব্যাখ্যা কর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ৫ (২০২০)


৫) ভারতে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলি ব্যাখ্যা করো। ভারতে প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? ৫ (২০১৯)


৬) সমালোচনাসহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ১০ (২০২১)


৭) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯)


৮) কোন রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২০)


৯) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা-প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


১০) ভারতের যেকোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর টীকা লেখ। ৫ (২০২১)


১১) কোনো রাজ্যের রাজ্যপালের স্ব-বিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২৩)


১২) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২২)

 

ষষ্ঠ অধ্যায়

১) ভারতে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০১৯)


২) সংক্ষেপে ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০২১)


৩) ভারতে হাইকোর্টের গঠন ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো।


৪) ভারতে হাইকোর্টের গঠন আলোচনা করো। ৫ (২০২১)

 

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-


সপ্তম অধ্যায়

১) ভারতীয় দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২২)


২) ভারতের রাজনৈতিক দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। একটি জাতীয় দলের নাম কর। ৫ (২০২০)


৩) ভারতের দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২০)


৪) ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৫) ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গের চারটি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। ১০ (২০২৩)


৬) ভারতে দল ব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)


অষ্টম অধ্যায়

১) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর। নির্বাচন কমিশনের গঠন কিরূপ? ১০ (২০২০)


২) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলি উল্লেখ করো। নির্বাচন কমিশনের গঠনটি কীরূপ? ৫ (২০১৯)


৩) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর।ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২২)


৪) নির্বাচন কমিশনের কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২৩)


৬) ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী কী কী? ৫ (২০১৯)


৭) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও | ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২০)


৮) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ৫ (২০১৯)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code