রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির গুরুত্ব

Ad Code

রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির গুরুত্ব

 


প্রশ্ন-১; রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২০)
অথবা
প্রশ্ন-২; সংক্ষেপে নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। ৫ (২০১৯)
অথবা
প্রশ্ন-৩; ভারতের সংবিধানে বর্ণিত 'রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি-র তাৎপর্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ৫ (২০২১)
অথবা
প্রশ্ন-৪; রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো। ৫ (২০২৩)
উত্তরঃ 

ভূমিকাঃ

        শুধু রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠাই যথেষ্ট নয়। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা দরকার। এই কারণে ভারতীয় সংবিধানের প্রণেতাগণ সংবিধানের তৃতীয় অধ্যায়ের মৌলিক অধিকারের সাথে সাথে, সংবিধানের চতুর্থ অধ্যায়েও নাগরিকদের জন্য কতগুলি অধিকারের কথা উল্লেখ করেছেন। ভারতের সংবিধানের চতুর্থ অধ্যায়ে উল্লেখিত এইসব অধিকারই হল রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি।

নির্দেশমূলক নীতিগুলির গুরুত্বঃ

        নির্দেশমূলক নীতিগুলি মৌলিক অধিকারের মত আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও এর গুরুত্ব কোন অংশে কম নয়। মূলত মৌলিক অধিকার ও রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিগুলি একে অপরের পরিপূরক। এদিক থেকে নির্দেশমূলক নীতিগুলির নিম্নলিখিত গুরুত্বের কথা উল্লেখ করা যেতে পারে। যেমন-

i) রাজনৈতিক ও নৈতিক মূল্যঃ

নির্দেশমূলক নীতিগুলির আইনগত মূল্য না থাকলেও এই নীতিগুলির রাজনৈতিক ও নৈতিক মূল্য কোন অংশে কম নয়। কারন এই নীতিগুলিকে বাস্তবায়ন না করলে সরকারকে আদালতের নিকট জবাবদিহি করতে হয় না ঠিকই কিন্তু জনসাধারণের নিকট অবশ্যই জবাবদিহি করতে হয়।

ii) সরকারের সাফল্যের মানদন্ডঃ

কোনো একটি সরকারের সাফল্য নির্ভর করে সেই সরকার এই নীতিগুলিকে কতখানি বাস্তবায়িত করতে সক্ষম হয়েছে তার ওপর। শাসকগোষ্ঠী এই নীতিগুলিকে রূপায়নের ক্ষেত্রে উদাসীনতা দেখালে জনগণ তাদের ক্ষমা করবেনা।

iii) নীতির বস্তবায়নঃ

নির্দেশমূলক নীতিগুলির আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকার ইতিমধ্যেই বহু নীতিকে বাস্তবায়িত করেছে অথবা বাস্তবায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমন- ভারতের সমস্ত রাজ্যে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা প্রবর্তন, ভূমি সংস্কার আইন প্রণয়ন, জমির উর্ধ্বসীমা নির্ধারণ অবৈতনিক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, বয়স্ক শিক্ষার ব্যবস্থা, কুটির শিল্পের প্রসারসাধন ইত্যাদি।

iv) সংবিধানের গতিশীলতা বা পরিবর্তনশীলতার পরিচায়কঃ

নির্দেশমূলক নীতিগুলি ভারতের সংবিধানকে সময়ের সাথে সাথে গতিশীল বা পরিবর্তনশীল করে তুলেছে। নির্দেশমূলক নীতিগুলির সামাজিক ও অর্থনৈতিক আদর্শকে রূপায়ণ করতে গিয়ে ভারতের সংবিধানকে বহুবার সংশোধন করা হয়েছে।

v) গণতন্ত্রকে পরিপূর্ণতা দানঃ

মৌলিক অধিকারগুলি যেমন রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠায় সচেষ্ট তেমনি নির্দেশমূলক নীতিগুলি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে পরিপূর্ণতা দানের আগ্রহী। নির্দেশমূলক নীতিগুলিকে সংবিধানে সন্নিবিষ্ট করা থেকে বোঝা যায় ভারতীয় সংবিধান প্রণেতা শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও গণতন্ত্রকে প্রসারিত করতে আগ্রহী।

vi) মৌলিক অধিকারের উদ্ধে স্থানঃ

১৯৭৬ সালের ৪২-তম সংবিধান সংশোধন অনুযায়ী নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়া হয়েছে। বলা হয়, রাষ্ট্র পরিচালনার কোনো নির্দেশমূলক নীতিকে কার্যকর করার জন্য যদি আইনসভা আইন পাশ করে তাহলে সেই নির্দেশমূলক নীতিটি মৌলিক অধিকারের বিরোধী হলেও তা বতিল হবেনা।

সমালোচনাঃ

        রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির উপরিউক্ত গুরুত্ব বা উপযোগিতার কথা বলা হলেও এর কিছু দুর্বলতা বা সমালোচনাও উল্লেখ করা যেতে পারে। যেমন-

i) নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তক বলবৎযোগ্য নয়, এই কারণে রাষ্ট্র বা সরকার এগুলিকে কার্যকর করতে বাধ্য নয়।

ii) সংবিধান প্রণেতাগণ কতগুলি নির্দেশমূলক নীতি ঘোষণা করে নিজেদের দায়িত্ব বা কর্তব্য শেষ করেছে। এগুলিকে কর্যকরী করে তোলার ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।

iii) নির্দেশমূলক নীতিগুলির রুপায়ন বা সম্পাদন রাষ্ট্রের ইচ্ছা ও বিবেচনার উপর নির্ভরশীল বলে এগুলিকে নাগরিকদের প্রকৃত অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া যায়না। 

iv) নির্দেশমূলক নীতিগুলি অস্পষ্ট দোষে দুষ্ট ফলে সেগুলিকে মেনে চলা বা সম্পাদন করা সরকারের পক্ষে সহজ কাজ নয়।

v) নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের শাসক দলের প্রতি বিভিন্ন নির্দেশ বা আদেশ দান করে। কিন্তু ভারতবর্ষের মত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, রাষ্ট্র বা সরকারের ওপর কোনোরূপ আদেশ বা নির্দেশদান অর্থহীন ও মর্যাদাহানিকর।

মূল্যায়নঃ

        নির্দেশমূলক নীতিগুলির বিরুদ্ধে উপরিউক্ত সমালোচনাগুলি উল্লেখ করা হলেও এর গুরুত্ব বা তাৎপর্যকে কোনোভাবেই অস্বীকার করা যায়না। মূলত মৌলিক অধিকার ও রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিগুলি একে অপরের পরিপূরক। কারণ উভয়ের উদ্দেশ্য হলো একটি জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। 

এই বিষয়ের ওপর অন্যান্য প্রশ্নোত্তর

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


২) ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। ৫ (২০২১)


৩) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল্য ব্যাখ্যা করো। কে প্রস্তাবনাকে রাজনৈতিক ঠিকুজী-কোষ্ঠী বলে চিহ্নিত করেছেন? ৫ (২০১৯)


৪) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ করো। ৫ (২০১৯)


৫) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর। কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মৌল কাঠামো বলে রায় দেন? ৫ (২০২২) ৫ (২০২৩)


৬) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

দ্বিতীয় অধ্যায়

১) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা কর ।


৩) ভারতীয় সংবিধানে উল্লিখিত 'সাম্যের অধিকার'-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর। ১০ (২০২০)


৩) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো। এই অধিকার ভোগের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। ১০ (২০২৩)


৪) ভারতীয় সংবিধানে 19 নং ধারায় স্বীকৃত ভারতীয় নাগরিকগণের স্বাধীনতার অধিকারগুলি উল্লেখ করো।


৫) ভারতীয় সংবিধানে উল্লিখিত শোষণের বিরুদ্ধে অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৬) ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৮) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা কর। কর্মের অধিকার'টি কি মৌলিক অধিকার? ৫ (২০২০)


৯) ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারে'-র উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ৫ (২০২১)


১০) ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। কর্মের অধিকারটি কি মৌলিক অধিকার ? ৫ (২০১৯)


১১) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। 'কর্মের অধিকার' কী মৌলিক অধিকার। ৫ (২০২৩)


১২) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২০)


১৩) সংক্ষেপে নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। ৫ (২০১৯)


১৪) ভারতের সংবিধানে বর্ণিত 'রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি-র তাৎপর্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ৫ (২০২১)


১৫) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো। ৫ (২০২৩)


১৬) মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ কর। নির্দেশমূলক নীতিগুলি কি বিচারযোগ্য? ৫ (২০২২)


১৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য দেখাও। ৫ (২০২০)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

তৃতীয় অধ্যায়ঃ

১) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? ৫ (২০২২)


২) ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে-কোনো চারটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত কর।৫ (২০২০)


৩) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? ভারত কী একটি আধা যুক্তরাষ্ট্র? ৫ (২০২৩)


৪) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


৫) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক ব্যাখ্যা কর। ১০ (২০২০)


৬) ভারতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কের উপর একটি আলোচনা কর। ১০ (২০২২)


৭) কেন্দ্র ও রাজ্যর মধ্যে প্রশাসনিক সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৮) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের রূপরেখাটি আলোচনা কর। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২০)


৯) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। ‘আর্থিক অনুদান' বলতে কী বোঝায় ? ১০ (২০১৯)


১০) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২৩)

 

চতুর্থ অধ্যায়

১) লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


২) রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


৩) রাজ্যসভার কার্যাবলী উল্লেখ করো। ১০ (২০১৯)


৪) রাজ্যসভার কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি আলোচনা করো।


৬) ভারতের লোকসভার স্পিকারের কাজগুলি কী কী? সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কোন কক্ষে উত্থাপন করা ৫ (২০১৯)


৭) ভারতের লোকসভার স্পিকার এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি? ৫ (২০২০)


৮) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদার মূল্যায়ন করো। ১০ (২০২১)


৯) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো। ১০ (২০১৯)


১০) ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখ।১০ (২০২২)


১১) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা কর। ১০ (২০২০)


১২) ভারতীয় যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রাধান্য বলতে কী বোঝায়? ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক টীকা লেখো। ১০ (২০২৩)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

পঞ্চম অধ্যায়

১) সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির 352নং ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। ৫ (২০১৯)


২) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর। ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ? ১০ (২০২২)


৩) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা কর।৫ (২০২০)


৪) ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলীসমূহ ব্যাখ্যা কর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ৫ (২০২০)


৫) ভারতে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলি ব্যাখ্যা করো। ভারতে প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? ৫ (২০১৯)


৬) সমালোচনাসহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ১০ (২০২১)


৭) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯)


৮) কোন রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২০)


৯) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা-প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


১০) ভারতের যেকোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর টীকা লেখ। ৫ (২০২১)


১১) কোনো রাজ্যের রাজ্যপালের স্ব-বিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২৩)


১২) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২২)

 

ষষ্ঠ অধ্যায়

১) ভারতে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০১৯)


২) সংক্ষেপে ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০২১)


৩) ভারতে হাইকোর্টের গঠন ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো।


৪) ভারতে হাইকোর্টের গঠন আলোচনা করো। ৫ (২০২১)

 

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-


সপ্তম অধ্যায়

১) ভারতীয় দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২২)


২) ভারতের রাজনৈতিক দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। একটি জাতীয় দলের নাম কর। ৫ (২০২০)


৩) ভারতের দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২০)


৪) ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৫) ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গের চারটি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। ১০ (২০২৩)


৬) ভারতে দল ব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)


অষ্টম অধ্যায়

১) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর। নির্বাচন কমিশনের গঠন কিরূপ? ১০ (২০২০)


২) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলি উল্লেখ করো। নির্বাচন কমিশনের গঠনটি কীরূপ? ৫ (২০১৯)


৩) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর।ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২২)


৪) নির্বাচন কমিশনের কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২৩)


৬) ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী কী কী? ৫ (২০১৯)


৭) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও | ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২০)


৮) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ৫ (২০১৯)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code