ভারতের বিদেশনীতি প্রণয়নে ক্যাবিনেটের ভূমিকা

Ad Code

ভারতের বিদেশনীতি প্রণয়নে ক্যাবিনেটের ভূমিকা

 

The University of Burdwan

B.A. 6th Semester

Political Science (Honours)

CC-13; Indian Foreign Policy


ভারতের বিদেশনীতি প্রণয়নে ক্যাবিনেটের ভূমিকা

১) ভারতের বিদেশনীতি নির্ধারনে ক্যাবিনেটের ভূমিকা আলোচনা করো


ভূমিকাঃ

সরকারি সিন্ধান্ত গ্রহণকারী সংস্থ্যাগুলির মধ্যে ক্যাবিনেট হল অন্যতম। প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত লোকেরা ক্যাবিনেটে জায়গা পায়। ফলে যে-কোনো জরুরি প্রয়োজনে প্রধানমন্ত্রী ক্যাবিনেটের মিটিং ডাকতে পারে এবং বিদেশনীতি সম্পর্কিত বিষয়ে আলোচনা পরামর্শ এবং সিন্ধান্ত গ্রহণ করে থাকে। ক্যাবিনেট তার বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে বিভিন্নভাবে ভারতের বিদেশনীতির ওপর প্রভাব বিস্তার করতে পারে। যেমন-


১) বিভিন্ন নীতি বা আইনের অনুমোদনঃ

যে-কোনো নীতি বা আইনকে পার্লামেন্টে প্রেরণের পূর্বে ক্যাবিনেটে সেই বিষয়ে আলোচনা করা হয় এবং খসড়া প্রস্থাব গ্রহণ করা হয়, এবং তারপরে সেটিকে পার্লামেন্টে প্রেরণ করা হয়। ক্যাবিনেটের আলোচনায় নতুন প্রস্থাবের যেমন অনুমোদন করানো হয় তেমনি কোনো প্রস্থাবের সংশোধন বা সেটিকে বাতিল করার ক্ষমতাও ক্যাবিনেট ভোগ করে থাকে। এইভাবে বিদেশনীতি সংক্রান্ত বিষয়ে ক্যাবিনেট নতুন কোনো প্রস্থাব গ্রহণ বা এর সংশোধন বা বাতিল করার ক্ষমতা ভোগ করে থাকে।

২) বিভিন্ন গুরুত্বপূর্ণ্য পদাধিকারী নিয়োগঃ

রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান হবার সুবাদে সরকারের গুরুত্বপূর্ণ্য পদাধিকারীদের নিয়োগ করে থাকে। তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি এইসব নিয়োগ করে থাকলেও বাস্তবে এই নিয়োগের ক্ষেত্রে ক্যাবিনেটের ভূমিকাই খুবই গুরুত্বপূর্ণ্য হয়ে ওঠে। কারণ সাধারণত ক্যাবিনেটের মনোনীত ব্যাক্তিদেরই রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। এইভাবে রাষ্ট্রপতির দ্বারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়োগ, বদলি, পদোন্নতি বা তাদের অপসরণ প্রভূতি কাজের ওপর ক্যাবিনেট প্রভাব বিস্তার করে থাকে।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয় 

৩) বিরোধের মীমাংসাঃ

সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে বিরোধের মিমাংসা এবং তার মধ্যে সমন্বয়সাধন করা হল ক্যাবিনেটের অন্যতম কাজ। ক্যাবিনেট যে-কোন বিতর্কিত বিষয়ে মধ্যস্ততার মাধমে তার সমাধান করে। একইভাবে বিদেশনীতির সাথে যুক্ত কোনো বিষয়েও সিন্ধান্ত গ্রহণ বা তা কার্যকরি করার ক্ষেত্রে ক্যাবিনেট ব্যবস্থা নেয়।  


৪) বিভিন্ন নীতি বা কাজকর্মের তত্ত্বাবধানঃ

সরকার তার যে-কোন কাজকর্মের জন্য পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকে। পার্লামেন্টের বিভিন্ন অধিবেশনের বিভিন্ন বিতর্কে সরকারকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। এক্ষেত্রে সরকারের খুব কাছের সংস্থ্যা হিসাবে ক্যাবিনেট প্রয়োজনীয় তথ্যাদি সরবরাও করে সরকারকে সাহায্য করে। এছাড়া জাতীয় বা আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত কোনো কাজ ঠিকমত চলছে কিনা তার পর্যবেক্ষন এবং তত্ত্বাবধান করে থাকে ক্যাবিনেট। এছাড়া ক্যাবিনেট প্রয়োজনে সেটিকে দ্রুত কার্যকরি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

৫) ক্যাবিনেটের বিভিন্ন কমিটি গঠনঃ

আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্বার্থ সংক্রান্ত কোনো বিষয়ে দ্রুত ও কার্যকরি সিন্ধান্ত গ্রহণের জন্য ক্যাবিনেট বিভিন্ন কমিটি গঠন করে থাকে। এই কমিটিগুলিকে বিদেশনীতি সংক্রান্ত নিদির্ষ্ট কোনো বিষয়ে অনুসন্ধান এবং তা যথযথভাবে সমাধান করার দায়িত্ব প্রদান করা হয়। উদাহরন হিসাবে ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের সময় গঠিত ইমারজেন্সি কমিটির কথা উল্লেখ করা যায়।

অধ্যায় ভিত্তিক ও পুরনো প্রশ্নভিত্তিক 

নোটস।


প্রথম অধ্যায়

১) ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারনে ভূগোল এর ভূমিকার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। (2020)

২) ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারনে সংসদের ভূমিকা নিরীক্ষা করো। (2020)

৩) ভারতের বিদেশনীতি নির্ধারনে সংসদের ভূমিকা আলোচনা করো। (2022)

৪) ভারতের বিদেশনীতি নির্ধারনে সংসদের ভূমিকার ওপর সংক্ষিপ্ত টিকা লেখ(2022)

৫)ভারতের বিদেশনীতি নির্ধারনে ক্যাবিনেটের ভূমিকা আলোচনা করো। (2021)

৬) ভারতের বিদেশনীতি নির্ধারনে ক্যাবিনেট এর ভূমিকা লেখ। (2022)

৭) ভারতের বিদেশনীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকা আলোচনা করো।

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; ৩৭০ নং ধারা উচ্ছেদের কি প্রভাব পড়েছে ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে। (2020)

প্রশ্ন-২ সিমলা চুক্তির ওপর একটি টিকা লেখ। (2021)

প্রশ্ন- ৩; ভারত পাকিস্তান সম্পর্কের ওপর একটি নিবন্ধ লেখ। (2021)

প্রশ্ন-৪ ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে চারটি প্রধান বিরোধ আলোচনা করো। (2022)

প্রশ্ন-৫; ভারত বাংলাদেশ সম্পর্কে দুটি উত্তেজনা ক্ষেত্র সনাক্ত করো। (2020)

প্রশ্ন-৬; ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর একটি নিবন্ধ লেখ। (2020)

প্রশ্ন-৭ ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক গতি প্রকৃতি আলোচনা করো।

প্রশ্ন-৮; ভারত নেপাল সম্পর্ক আলোচনা করো। (2022)

প্রশ্ন-৯; ভারত নেপাল সম্পর্কের ক্ষেত্রে প্রধান উত্তেজনার বিষয়গুলির ওপর একটি টিকা লেখ। (2020)

প্রশ্ন-১০; ভারত ভুটান সম্পর্ক আলোচনা করো।

প্রশ্ন-১১; ভারত ভুটান বন্ধুত্ব চুক্তির ওপর একটি টিকা লেখ। (2020)

প্রশ্ন-১২; Act East Policy-র ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2021)

প্রশ্ন-১৩; গুজরাল ডকট্রিন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2022)

প্রশ্ন-১৪; পূর্বে তাকাও নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2022)

প্রশ্ন-১৫; জোট নিরপেক্ষ আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-১৬; জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। (2022)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; ভারত মার্কিন সম্পর্কের ওপর একটি নিবন্ধ লেখ।

প্রশ্ন-২; ভারত ও আমেরিকার সম্পর্কের অবনতির পেছনে চারটি কারন দেখাও। (2021)

প্রশ্ন-৩; ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি আলোচনা করো। (2020, 22)

প্রশ্ন-৪; ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে প্রধান বিরোধগুলি আলোচনা করো। (2020,21)

প্রশ্ন-৫; ১৯৬২ সালের Sino-Indian যুদ্ধের তাৎপর্য কি ছিল। (2020)

প্রশ্ন-৬; স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত ভারত রাশিয়া সম্পর্ক আলোচনা করো। (2021)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১তুমি কি মনে করো যে বর্তমান ভারতের পরাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্কের উন্নয়ন(2020)

প্রশ্ন-২ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। (2020)

প্রশ্ন-৩প্রতিবেশিদের অগ্রাধিকার প্রদানে ভারতের উদ্যোগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2021)

প্রশ্ন-৪ভারতের বিদেশনীতির চারটি মূল বৈশিষ্ট্য লেখ। (2021)

প্রশ্ন-৫ভারতের বিদেশনীতির সাম্প্রতিক প্রবনতা আলোচনা করো। (2021)

প্রশ্ন-৬ভারতের বিদেশনীতির বিভিন্ন পর্যায় আলোচনা করো। (2021) 

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়


Main Menu





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code