উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি

Ad Code

উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি

 


 প্রশ্ন-১; উত্তর -আচরণবাদের উপর একটি নিবন্ধ লেখ। ৫ (২০২০)
অথবা
রাষ্ট্রবিজ্ঞান চর্চার উত্তর-আচরনবাদী দৃষ্টিভঙ্গীটি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


ভূমিকাঃ

বিংশ শতাব্দীর প্রথম দশকে সাবেকি দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে আচরণবাদী দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটলেও বিংশ শতাব্দীর ষাটের দশকে পুনরায় পরিস্থিতির পরিবর্তন ঘটে। ডেভিড ইস্টন সহ অনেক চিন্তাবিদ আচরণবাদের তীব্র সমালোচনা শুরু করেন। এরই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় উত্তর-আচরণবাদী দৃষ্টিভঙ্গির সূত্রপাত ঘটে।

মূল বক্তব্যঃ

উত্তর আচরণবাদ আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল্য-নিরপেক্ষ আলোচনা, বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ, ব্যাক্তি ও গোষ্ঠীর আচরণ ব্যাখ্যা, আন্তঃসামাজিক বিজ্ঞান সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতার মধ্যে সমন্বয় প্রভূতি বিষয়ের তীব্র সমালোচনা করেন এবং এর প্রতিক্রিয়া হিসেবে মূল্যবোধযুক্ত আলোচনা, কৌশলের পরিবর্তে বিষয়ের উপর গুরুত্ব আরোপ, অভিজ্ঞতার উপর নির্ভরতা হ্রাস, বুদ্ধিজীবী শ্রেণীর অংশগ্রহণ প্রভূতির ওপর গুরুত্ব আরোপ করেন।

তবে ডেভিড ইস্টন উত্তর-আচরণবাদকে আচরণবাদ বিরোধী আন্দোলন বলে মনে করেনি। তাঁর মতে, উত্তর-আচরণবাদের উদ্দেশ্য হল রাষ্ট্রবিজ্ঞানকে নতুনভাবে বিশ্লেষণ করা অর্থাৎ উত্তর আচরণবাদ হল এক সংস্কারমূলক আন্দোলন।

প্রকৃতি বা বৈশিষ্ট্যঃ

উত্তর-আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যের পরিপ্রেক্ষিতে এর নিম্নলিখিত প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলির কথা উল্লেখ করা যেতে পারে। যেমন-

i) মুল্যবোধযুক্ত আলোচনাঃ

উত্তর আচরণবাদ আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল্য-নিরপেক্ষতার কঠোর সমালোচনা করে। এই দৃষ্টিভঙ্গি মূল্যবোধযুক্ত আলোচনা ও গঠনমূলক ব্যবস্থা গড়ে তোলার পক্ষপাতী। তাদের মতে সামাজিক বিকাশের সাধনের স্বার্থে জ্ঞানকে প্রয়োগ করা উচিত। অন্যথায় তা অর্থহীন হয়ে পড়বে।

ii) কৌশলের পরিবর্তে বিষয়বস্তুর ওপর গুরুত্ব আরোপঃ

উত্তর-আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে কৌশলের পরিবর্তে বিষয়বস্তুর উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। এজন্য উত্তর-আচরণবাদ সামাজিক, রাজনৈতিক প্রভূতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়াদি চিহ্নিত করে সেগুলোর সমাধানের উদ্দেশ্যে প্রয়োজনীয় গবেষণা বা আলোচনার উপর জোড় দেয়।

iii) অভিজ্ঞতার উপর নির্ভরতা হ্রাসঃ

উত্তর-আচরণবাদ অভিজ্ঞতার উপর নির্ভরতা হ্রাসের কথা বলে। কারণ অভিজ্ঞতার ওপর অত্যাধিক নির্ভরতার ফলে, নিদিষ্ট বিষয়বস্তু অনুধাবন করা যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় লেগে যায়।

iv) বুদ্ধিজীবী শ্রেণীর ওপর গুরুত্ব আরোপঃ

উত্তর-আচরণবাদ সামাজিক দায়-দায়িত্ব সম্পাদনে বুদ্ধিজীবী শ্রেণীর উপর জোড় দেয়। কারণ উত্তর-আচরণবাদ একটি জ্ঞানগর্ভ বিষয়। তাই এই বিষয়ের সঙ্গে সংযুক্ত বুদ্ধিজীবীরা তাদের সামাজিক দায়-দায়িত্বকে অস্বীকার করতে পারেনা। সমাজের বাস্তব সংগ্রামের সঙ্গে বুদ্ধিজীবীরা ওতপ্রোতভাবে জড়িত থাকবে।

v) ভবিষ্যৎ-ভিত্তিক অনুধাবন পদ্ধতিঃ

উত্তর-আচরণবাদকে ডেভিড ইস্টন ভবিষ্যৎ-ভিত্তিক অনুধাবন পদ্ধতি বলে উল্লেখ করেছেন। উত্তর-আচরণবাদ অতীতের সাবেকি দৃষ্টিভঙ্গিতে ফিরে যেতে চায়না কিংবা তার পুনরুত্থানও করতে চায়না। উত্তর-আচরণবাদের উদ্দেশ্য হলো ভবিষ্যৎতে নতুনভাবে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে ব্যখ্যা বিশ্লেষণ করা।

মুল্যায়নঃ

        উত্তর-আচরনবাদী দৃষ্টিভঙ্গি আচরণবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে গড়ে উঠলেও এই দৃষ্টিভঙ্গি পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। এই দৃষ্টিভঙ্গির সাথে সাবেকি দৃষ্টিভঙ্গির অনেকটা মিল থাকায় সাবেকি দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যেসব সব সমালোচনা উঠে এসেছিল, এখানেও ঠিক সেইসব সমালোচনা উল্লেখ করা যেতে পারে। তবে উত্তর-আচরণবাদী দৃষ্টিভঙ্গি যেহেতু একটি ভবিষ্যৎ-ভিত্তিক অনুধাবন পদ্ধতি, সেহেতু ভবিষ্যতে এই দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় কিরকম সাফল্য দেখায় সেটাই দেখার বিষয়। 


লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ


এই বিষয়ের ওপর অন্যান্য নোটস

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) রাজনৈতিক তত্ত্ব কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।


২) রাষ্ট্রবিজ্ঞান চর্চার সাবেকি বা সনাতনী দৃষ্টিভঙ্গীটি সমালোচনাসহ আলোচনা কর। ১০ (২০২১)


৩) রাজনীতি চর্চার সাবেকি দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯), ৫ (২০২২)


৪) রাজনীতি চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। এই দৃষ্টিভঙ্গির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ১০ (২০২২)


৫) রাষ্ট্রবিজ্ঞান চর্চার আচরণবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা কর । ১০ (২০২০)


৬) আচরণবাদের সীমাবদ্ধতা গুলির উপর একটি সংক্ষিপ্ত আলোচনা কর ।৫ (২০২১)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

৭) সাবেকি দৃষ্টিভঙ্গি ও আচরনবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আলোচনা করো।


৮) উত্তর-আচরণবাদের উপর একটি নিবন্ধ লেখ। ৫ (২০২০)


৯)রাষ্ট্রবিজ্ঞান চর্চার উত্তর-আচরনবাদী দৃষ্টিভঙ্গীটি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


১০) রাষ্ট্রবিজ্ঞান চর্চার মার্কসবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা কর ।

দ্বিতীয় অধ্যায়

১) সার্বভৌমিকতা কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।


২) সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। একত্ববাদী তত্ত্বের মূখ্য প্রবক্তা কারা? ১০ (২০১৯), ১০ (২০২২)


৩) রাষ্ট্রের সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা কর | ১০ (২০২০) ১০ (২০২১)

তৃতীয় অধ্যায়

১) অধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।


২) স্বাধীনতার ধারণাটিকে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


৩) সাম্যের ধারনাটি আলোচনা কর। ১০ (২০২১)


৫) সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা কর। ১০ (২০২০) ১০ (২০২২)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

চতুর্থ অধ্যায়

১) উদারনীতিবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর ।


২) উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।


৩)  নয়া-উদারনীতিবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২১)


৪) নয়া-উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৫ (২০২০)

পঞ্চম অধ্যায়

১) রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আদর্শবাদী বা ভাববাদী তত্ত্বটি ব্যাখ্যা কর । ১০ (২০২০)


২) উদারনৈতিক তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের প্রকৃতি আলোচনা কর। ১০ (২০২১)


৩) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে উদারনৈতিক তত্ত্বের চারটি প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ৫ (২০২২)


৪) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। ৫ (২০১৯)


৫) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তত্ত্বটি আলোচনা করো। ৫ (২০২২)


৬) রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে গান্ধীর তত্ত্বটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code