ভারত পাকিস্তান সম্পর্কঃ সাম্প্রতিক প্রেক্ষাপট

Ad Code

ভারত পাকিস্তান সম্পর্কঃ সাম্প্রতিক প্রেক্ষাপট

 

The University of Burdwan

B.A. 6th Semester

Political Science (Honours)

CC-13; Indian Foreign Policy

প্রথম অধ্যায়

ভারত পাকিস্তান সম্পর্কঃ সাম্প্রতিক প্রেক্ষাপট

১) ভারত ও পাকিস্তান সম্পর্কের ওপর একটি নিবন্ধ লেখ। 

ভূমিকাঃ

ভারত-পাকিস্তান সম্পর্কের ইতিহাস মানে  দ্বন্দ্বের ইতিহাস। এই দ্বন্দ্বের কারণে তিন-তিনবার দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দু-দেশের সম্পর্কে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। দু-দেশের সম্পর্ক পূর্বের মতই পরিচিত পথ ধরে এগোতে থাকে। অর্থাৎ দেশদুটি যখনই সম্পর্ক ভালো করার চেষ্টা করেছে  তখনই সেই দেশের সেনাবাহিনীর প্রধান এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীসহ বিভিন্ন গোষ্ঠী সেই প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে। ভারত পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক প্রেক্ষাপটে নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করা যেতে পারে। যেমন-

 

১) ভারতের বিদেশমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পাকিস্তান সফরঃ

মোদি সরকারের, ভারত- পাক সম্পর্ককে উন্নত করার প্রথম প্র‍য়াস ছিল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পাকিস্তান সফর। ২০১৫ সালের ডিসেম্বর মাসে তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত 'Heart of Asian Conference' এ যোগ দেন। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এবং পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক পরামর্শদাতা এস. আজিজ একটি যুগ্ম প্রতিবেদনে সন্ত্রাসবাদকে নিন্দা করেন এবং এটিকে নির্মুল করার ব্যাপারে প্রস্থাব গ্রহণ করেন। এই যুগ্ম প্রতিবেদনে আরো বলা হয়, পাকিস্তান মুম্বাই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার চায়। এর ঠিক কিছুদিন পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হটাৎই পাকিস্তান সফর করেন। উল্লেখ্য ২০০৪ সালে বাজপেয়ীর পর কোনো প্রধানমন্ত্রী পাকিস্তান সফর করেন। বিদেশ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের সম্পর্কে নতুন করে আশার আলো দেখায়।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয় 

২) ভারতে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি হামলাঃ

ভারত পাক সম্পর্ককে উন্নত করার এই প্র‍য়াস বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৬ সালের জানুয়ারি মাসে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পাঠানকোটে ভারতের বিমান ঘাটিতে হামলা চালায়। চারদিন ধরে চলা এই হামলায় সাতজন ভারতীয় সেনা এবং ছয়- জন জঙ্গি নিহত হয়। এই ঘটনার ৮ মাস পর সেপ্টেম্বর মাসে কাশ্মিরের উরি সেনাঘাটিতে আবার জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই হামলায় ১৯ জন সেনা জওয়ান নিহত হয়। পর পর এই ধরনের হামলার ফলে ভারত- পাক সম্পর্ক তলানিতে ঠেকে যায়। উরি হামলার পাল্টা হিসেবে ২০১৬ সালের ২৮-২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনা। নিয়ন্ত্রণরেখা থেকে ৩  কিলোমিটার ভেতরে ঢুকে পাঁচ ঘণ্টার অপারেশন চালায় ভারতীয় সেনা। এতে নিহত হয় প্রায় ৪০ জঙ্গি। ধ্বংস হয় বহু জঙ্গি শিবির। পাকিস্তানের তরফ থেকে ভারতীয় সেনাবাহিনীর এই স্ট্রাইকের কথা  অস্বীকার করা হলেও এই স্ট্রাইকের ফলে ভারত-পাক সম্পর্কের চরম অবনতি ঘটে।


৩) পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলাঃ

ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে ভারত- পাক সম্পর্কে তেমন কোনো উত্থান-পতন ঘটেনি। ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে এক আত্মঘাতী হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর ৪০ জনের বেশি সদস্য নিহত হন। পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। এই ঘটনার পর ভারত- পাক সম্পর্ক অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনার ঠিক ১২ দিন পর ২৬ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালায় এবং ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করা হয়। এই ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। উভয় পক্ষই পরস্পর-পরস্পরকে হুমকি ও পাল্টা হুমকি দেয়। পরবর্তীতে পালটা জবাব হিসাবে পাকিস্তান ভারতের দুটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করার দাবি জানায় এবং ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলটকে আটক করেন।


৪) ভারতীয় পাইলট অভিনন্দনের প্রত্যাবর্তনঃ

পাকিস্তানের হাতে ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট আটক হলে ভারত তাকে ফেরাতে ও দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন এবং কূটনীতিক উদ্যোগ গ্রহণ শুরু করেন। পাকিস্তানও  আটক পাইলট অভিনন্দনকে ভারতে ফেরত দিলে দু-দেশের মধ্যেকার চলমান উত্তেজনা কিছুটা হ্রাস পায়। তবে কাশ্মীরের বিরোধপূর্ণ অঞ্চলে গোলাগুলি অব্যাহত থাকায় সেই প্রচেষ্টা বেশিদুর এগোয়নি। 


৫) কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারঃ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। ইসলামাবাদ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকেও ফেরত পাঠানো হয় একই সঙ্গে পাক রাষ্ট্রদূতকেও ভারত থেকে ফিরিয়ে নেওয়া হয়। এর পাশাপাশি ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমাও আংশিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করে পাক সরকার। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপকে রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হবে বলেও সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও পাকিস্তানের এইসব পদক্ষেপকে ভারত পাত্তা না দিলেও দু-দেশের মধ্যকার সম্পর্ক তলানিতে চলে যায়।


৬) করোনা পরিস্থিতি ও ভারত-পাক সম্পর্কঃ

করোনা (Corona) আতঙ্কে যখন গোটা বিশ্ব জেরবার। সব জায়গাতেই ভয়াবহ মৃত্যুমিছিল চলছে। তখনই অস্ত্রবিরতি লঙ্ঘন ও জঙ্গিদের অনু্প্রবেশ করানোর চেষ্টা করছে পাকিস্তান। ভারতের বিভিন্ন জায়গায় নাশকতারও পরিকল্পনা নিয়েছে। ৫ই এপ্রিল (২০২০)  এই রকম পাঁচজন অনুপ্রবেশকারীকে খতম করেছেন ভারতীয় জওয়ানরা। অনেক অস্ত্রও উদ্ধার হয়েছে। ঠিক এই সময়েই দিল্লি পুলিশের একটি রিপোর্টে পাকিস্তান সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে যেখানে করোনা ভাইরাসের সংক্রমণ যাতে দ্রুত ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তার জন্য এদেশে বসবাসকারী মুসলিমদের প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়।  একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় মিথ্যে খবর ও ভিডিও তৈরি করে তারপর হোয়াটাসঅ্যাপ, টুইটার ও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অনেক ভুল বার্তা যেমন দেওয়া হচ্ছে। তেমনি সরকারের ঘোষণা মতো ভারতীয় মুসলিমদের লকডাউন না মানতেও পরামর্শ দেওয়া হচ্ছে। উসকানি দেওয়া হচ্ছে সামাজিক দূরত্ব না মানতে। যদিও এই বিষয়ে পাকিস্তানের কোনো প্রতিক্রিয়া মেলেনি তবু বিষয়টি দু-দেশের সম্পর্কে কুপ্রভাব ফেলবে বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকগণ।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয় 


৭) ভুলবশত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ভারত পাক সম্পর্কে উত্তেজনাঃ

২০২১ এর পর থেকে ভারত পাক সম্পর্কে নতুন করে তেমন কোনো গুরুত্বপূর্ণ্য পরিবর্তন দেখা যায়নি। দু-দেশের সম্পর্কে অনেকটা স্থিতিশীলতা বজায় ছিল বলা যায়। তবে ২০২২ সালের মার্চ মাসে রুটিন রক্ষণাবেক্ষণের সময় ভারতীয় সেনাবাহিনী ভুলবশত একটি মিসাইল পাকিস্তানে নিক্ষেপ করে বসে। এই ঘটনায় ভারত পাক সম্পর্কে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনার পরপরেই ভারত উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেয় এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলে এই নিয়ে আর কোনো নতুন করে কোনো উত্তেজনার তৈরি হয়নি।


মূল্যায়নঃ

          বর্তমানে ভারত পাক সম্পর্কে স্থিতাবস্থা বজায় থাকলেও অতিতের অভিজ্ঞতা থেকে বলা যায় সম্পর্ক উন্নয়নের এখনই সভব নয়। কারন উভয় দেশের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে ইমরান সরকারের পতনের পর, সেদেশের নতুন সরকার ভারত পাক সম্পর্ক কোনদিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়।


অধ্যায় ভিত্তিক ও পুরনো প্রশ্নভিত্তিক 

নোটস।


প্রথম অধ্যায়

১) ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারনে ভূগোল এর ভূমিকার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। (2020)

২) ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারনে সংসদের ভূমিকা নিরীক্ষা করো। (2020)

৩) ভারতের বিদেশনীতি নির্ধারনে সংসদের ভূমিকা আলোচনা করো। (2022)

৪) ভারতের বিদেশনীতি নির্ধারনে সংসদের ভূমিকার ওপর সংক্ষিপ্ত টিকা লেখ(2022)

৫)ভারতের বিদেশনীতি নির্ধারনে ক্যাবিনেটের ভূমিকা আলোচনা করো। (2021)

৬) ভারতের বিদেশনীতি নির্ধারনে ক্যাবিনেট এর ভূমিকা লেখ। (2022)

৭) ভারতের বিদেশনীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকা আলোচনা করো।

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; ৩৭০ নং ধারা উচ্ছেদের কি প্রভাব পড়েছে ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে। (2020)

প্রশ্ন-২ সিমলা চুক্তির ওপর একটি টিকা লেখ। (2021)

প্রশ্ন- ৩; ভারত পাকিস্তান সম্পর্কের ওপর একটি নিবন্ধ লেখ। (2021)

প্রশ্ন-৪ ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে চারটি প্রধান বিরোধ আলোচনা করো। (2022)

প্রশ্ন-৫; ভারত বাংলাদেশ সম্পর্কে দুটি উত্তেজনা ক্ষেত্র সনাক্ত করো। (2020)

প্রশ্ন-৬; ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর একটি নিবন্ধ লেখ। (2020)

প্রশ্ন-৭ ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক গতি প্রকৃতি আলোচনা করো।

প্রশ্ন-৮; ভারত নেপাল সম্পর্ক আলোচনা করো। (2022)

প্রশ্ন-৯; ভারত নেপাল সম্পর্কের ক্ষেত্রে প্রধান উত্তেজনার বিষয়গুলির ওপর একটি টিকা লেখ। (2020)

প্রশ্ন-১০; ভারত ভুটান সম্পর্ক আলোচনা করো।

প্রশ্ন-১১; ভারত ভুটান বন্ধুত্ব চুক্তির ওপর একটি টিকা লেখ। (2020)

প্রশ্ন-১২; Act East Policy-র ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2021)

প্রশ্ন-১৩; গুজরাল ডকট্রিন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2022)

প্রশ্ন-১৪; পূর্বে তাকাও নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2022)

প্রশ্ন-১৫; জোট নিরপেক্ষ আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-১৬; জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। (2022)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; ভারত মার্কিন সম্পর্কের ওপর একটি নিবন্ধ লেখ।

প্রশ্ন-২; ভারত ও আমেরিকার সম্পর্কের অবনতির পেছনে চারটি কারন দেখাও। (2021)

প্রশ্ন-৩; ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি আলোচনা করো। (2020, 22)

প্রশ্ন-৪; ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে প্রধান বিরোধগুলি আলোচনা করো। (2020,21)

প্রশ্ন-৫; ১৯৬২ সালের Sino-Indian যুদ্ধের তাৎপর্য কি ছিল। (2020)

প্রশ্ন-৬; স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত ভারত রাশিয়া সম্পর্ক আলোচনা করো। (2021)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১তুমি কি মনে করো যে বর্তমান ভারতের পরাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্কের উন্নয়ন(2020)

প্রশ্ন-২ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। (2020)

প্রশ্ন-৩প্রতিবেশিদের অগ্রাধিকার প্রদানে ভারতের উদ্যোগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2021)

প্রশ্ন-৪ভারতের বিদেশনীতির চারটি মূল বৈশিষ্ট্য লেখ। (2021)

প্রশ্ন-৫ভারতের বিদেশনীতির সাম্প্রতিক প্রবনতা আলোচনা করো। (2021)

প্রশ্ন-৬ভারতের বিদেশনীতির বিভিন্ন পর্যায় আলোচনা করো। (2021) 

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়


Main Menu






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code