সার্বভৌমিকতা সংজ্ঞা এবং প্রকৃতি বা বৈশিষ্ট্য

Ad Code

সার্বভৌমিকতা সংজ্ঞা এবং প্রকৃতি বা বৈশিষ্ট্য

 

প্রশ্ন-১;  সার্বভৌমিকতা কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

উত্তরঃ 

সংজ্ঞাঃ

Sovereignty শব্দটি ফরাসি শব্দ Soverain থেকে এসেছে। যার অর্থ হলো, সকলের ওপরে অবস্থান। সুতরাং যে শক্তি বা সংস্থা সকলের ওপরে অবস্থান করে এবং যার নির্দেশ অন্যরা মানতে বাধ্য থাকে তাকেই সার্বভৌম নামে অবহিত করা যায়। বোদার মতে, সার্বভৌমিকতা হলো, নাগরিক ও জনগণের ওপর প্রযুক্ত আইনের দ্বারা অনিয়ন্ত্রিত চূড়ান্ত ক্ষমতা। ল্যাস্কির মতে, বিভিন্ন ধরনের সংগঠনের মত রাষ্ট্রও একটি সংগঠন। সুতরাং রাষ্ট্রের মত অন্যান্য সংগঠনের হাতেও সার্বভৌম ক্ষমতা থাকা উচিৎ। রিচির মতে, জনসাধারণের সমষ্টিগত ক্ষমতার তুলনায় বড় ক্ষমতা আর নেই। জনগণের এই সমষ্টিগত ক্ষমতাই হল সার্বভৌম ক্ষমতা।

সার্বভৌমিকতার প্রকৃতি বা বৈশিষ্ট্যঃ

সার্বভৌমিকতার উপরিউক্ত সংজ্ঞার পরিপ্রেক্ষিতে এর নিম্নলিখিত প্রকৃতি বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা যায়। যেমন-

i) পরম্পরাগত বৈশিষ্ট্যঃ

পরম্পরাগত ধারণা অনুযায়ী সার্বভৌমিকতা হলো- চূড়ান্ত। অবাধ, অসীম, অবিভাজ্য এবং অ-হস্তান্তরযোগ্য ক্ষমতা। সার্বভৌমিকতা চূড়ান্ত, কারণ এর উপর আর কোন কর্তৃপক্ষ নেই। এটি অবাধ কারণ সার্বভৌম শক্তির উপর বাধা-নিষেধ আরোপ করা যায়না। এটি অসীম কারণ এর প্রকৃত সীমা বা ব্যাপকতা নির্ণয় করা যায়না। এটি অবিভাজ্য কারণ, একবার ভাগ করে দিলে তা আর সার্বভৌম শক্তি বলে বিবেচিত হয় না। এটি হস্তান্তরযোগ্য কারণ এর প্রকৃতি অধিকারী সব সময় একটি কর্তৃপক্ষই হয়ে থাকে।

ii) তত্ত্বগত ধারণাঃ

অনেকের মতে সার্বভৌমিকতা একটি তত্ত্বগত ধারণা। কারণ অভ্যন্তরীন বা বাহ্যিক উভয় দিক থেকেই কোনো কর্তৃপক্ষ চূড়ান্ত,অবাধ, আসিম, অবিভাজ্য ও অ-হস্তান্তরযোগ্য ক্ষমতার অধিকারী হতে পারেনা। অভ্যন্তরীণ ক্ষেত্রে রাষ্ট্র জনমতের চাপ ও প্রভাবকে অগ্রাহ্য করতে পারেনা। আবার বৈদেশিক ক্ষেত্রেও আন্তর্জাতিক জনমতের চাপ এবং পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয়কে কোন রাষ্ট্রেই উপেক্ষা করতে পারেনা।

iii) আইনগত ধারণাঃ

সার্বভৌমিকতা কেবল তত্ত্বগত ধারনা নয় এটি একটি আইনগত ধারণাও বটে। অভ্যন্তরীণ ও বাহ্যিক ক্ষেত্রে রাষ্ট্র যে চূড়ান্ত, অবাধ, অসীম, অবিভাজ্য ও অ-হস্তান্তরযোগ্য ক্ষমতা ভোগ করে তার মূল ভিত্তি হলো আইন। বার্কারের মতে, রাষ্ট্র থাকলে তার আইনগত সার্বভৌমিকতাও থাকবে।

iv) রাজনৈতিক ধারণাঃ

যে রাজনৈতিক কতৃপক্ষ রাষ্ট্রীয় ক্ষমতার আধার মূলত তার হাতেই সার্বভৌম ক্ষমতা ন্যস্ত থাকে। অর্থাৎ সেই রাজনৈতিক কর্তৃপক্ষই সার্বভৌমের হয়ে ক্ষমতা প্রয়োগ করে। ম্যাকাইভারের মতে, সার্বভৌম শক্তি হল একটি অদৃশ্য শক্তি, এই শক্তির অস্তিত্ব বোঝা যায় এর প্রয়োগের দ্বারা। আর এই প্রয়োগ কাজটি সম্পাদিত হয় কোন রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা।

v) পীড়নমূলক ধারণাঃ

সার্বভৌমিকতা মানেই নাগরিক বা সংগঠনের আনুগত্য আদায় এবং সার্বভৌমিকতার কর্তৃত্ব স্বীকার করে নেওয়া। এই অনুগত্য প্রদর্শনে বা কর্তৃত্ব স্বীকারে গাফিলতি দেখা দিলে  সার্বভৌম কর্তৃপক্ষ বিশেষভাবে তৎপর হয়ে ওঠে আনুগত্য আদায়ের জন্য। 

লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ


এই বিষয়ের ওপর অন্যান্য নোটস

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) রাজনৈতিক তত্ত্ব কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।


২) রাষ্ট্রবিজ্ঞান চর্চার সাবেকি বা সনাতনী দৃষ্টিভঙ্গীটি সমালোচনাসহ আলোচনা কর। ১০ (২০২১)


৩) রাজনীতি চর্চার সাবেকি দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯), ৫ (২০২২)


৪) রাজনীতি চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। এই দৃষ্টিভঙ্গির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ১০ (২০২২)


৫) রাষ্ট্রবিজ্ঞান চর্চার আচরণবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা কর । ১০ (২০২০)


৬) আচরণবাদের সীমাবদ্ধতা গুলির উপর একটি সংক্ষিপ্ত আলোচনা কর ।৫ (২০২১)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

৭) সাবেকি দৃষ্টিভঙ্গি ও আচরনবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আলোচনা করো।


৮) উত্তর-আচরণবাদের উপর একটি নিবন্ধ লেখ। ৫ (২০২০)


৯)রাষ্ট্রবিজ্ঞান চর্চার উত্তর-আচরনবাদী দৃষ্টিভঙ্গীটি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


১০) রাষ্ট্রবিজ্ঞান চর্চার মার্কসবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা কর ।

দ্বিতীয় অধ্যায়

১) সার্বভৌমিকতা কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।


২) সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। একত্ববাদী তত্ত্বের মূখ্য প্রবক্তা কারা? ১০ (২০১৯), ১০ (২০২২)


৩) রাষ্ট্রের সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা কর | ১০ (২০২০) ১০ (২০২১)

তৃতীয় অধ্যায়

১) অধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।


২) স্বাধীনতার ধারণাটিকে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


৩) সাম্যের ধারনাটি আলোচনা কর। ১০ (২০২১)


৫) সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা কর। ১০ (২০২০) ১০ (২০২২)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

চতুর্থ অধ্যায়

১) উদারনীতিবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর ।


২) উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।


৩)  নয়া-উদারনীতিবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২১)


৪) নয়া-উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৫ (২০২০)

পঞ্চম অধ্যায়

১) রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আদর্শবাদী বা ভাববাদী তত্ত্বটি ব্যাখ্যা কর । ১০ (২০২০)


২) উদারনৈতিক তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের প্রকৃতি আলোচনা কর। ১০ (২০২১)


৩) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে উদারনৈতিক তত্ত্বের চারটি প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ৫ (২০২২)


৪) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। ৫ (২০১৯)


৫) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তত্ত্বটি আলোচনা করো। ৫ (২০২২)


৬) রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে গান্ধীর তত্ত্বটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code