ভারতের বিদেশনীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকা

Ad Code

ভারতের বিদেশনীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকা

 

The University of Burdwan

B.A. 6th Semester

Political Science (Honours)

CC-13; Indian Foreign Policy

ভারতের বিদেশনীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকা

১) ভারতের বিদেশনীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকা আলোচনা করো। 

ভূমিকাঃ

ভারতের প্রশাসন পরিচালনা এবং পররাষ্ট্র নীতি নির্ধারনে যে-সব কাঠামো আজ অবধি গড়ে উঠেছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো প্রধানমন্ত্রীর দপ্তর। এই গুরুত্বপূর্ণ দপ্তরটি সম্পর্কে সংবিধানে উল্লেখ না থাকায় এর কোনো আইনগত গুরুত্ব নেই। তা-সত্ত্বেও ভারতীয় প্রশাসন পরিচালনা বা আন্তর্জাতিক নীতি নির্ধারণে এই সংস্থাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।


বিদেশনীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকাঃ

প্রধানমন্ত্রীর দপ্তরের মূল কাজ হলো সরকারের যাবতীয় জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণে প্রধানমন্ত্রীকে যাবতীয় তথ্যাদি প্রদান করে সহায়তা করা। এর মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলি হল-

১) প্রধানমন্ত্রীকে সহায়তা প্রদানঃ

ভারতের বিদেশনীতির পরিচালনার দায়িত্ব সাধারণত পররাষ্ট্রমন্ত্রীর হাতে ন্যস্ত থাকলেও পররাষ্ট্র দপ্তর প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রনাধীন থাকায় বিদেশনীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর ভূমিকাই মুখ্য হয়ে থাকে। বস্তুতপক্ষে প্রধানমন্ত্রী হলেন পররাষ্ট্রনীতির প্রধান কারিগর। প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের সংস্থা হিসেবে প্রধানমন্ত্রীর দপ্তর প্রধানমন্ত্রীকে সবরকম কাজে সহায়তা প্রদান করে।

স্বল্প মূল্যে এই পেপারের ওপর সমস্ত নোটস 

 পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয় 

২) পরামর্শদানঃ

ভারতের পররাষ্ট্রনীতি প্রণয়নে সংসদের হস্তক্ষেপের সুযোগ থাকলেও ভারতের আইন বিভাগ বা সংসদ সরকারের বিদেশনীতি নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আবার জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে অনেক গুরুত্বপূর্ণ পররাষ্ট্র সংক্রান্ত বিষয়েকে জনগণ বা সংসদের কাছে গোপন রাখা হয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী তাঁর দপ্তরে সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।

৩) সমন্বয় সাধনঃ

বিদেশনীতির সাথে যুক্ত বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয় সাধনের মাধ্যমে একটি সফল ও কার্যকরী বিদেশ নীতি প্রণয়ন সম্ভব। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরকে উদ্যোগী হতে দেখা যায়। প্রধানমন্ত্রীর দপ্তর পররাষ্ট্র দপ্তর ও প্রধানমন্ত্রীর দপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধন করেন এবং উপযুক্ত নীতি নির্ধারণে বা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদান করেন।

৪) বৈদেশিক মিশনের প্রধান নির্বাচনঃ

সাধারণত প্রধানমন্ত্রীই অন্য-কোন দেশের সাথে কূটনৈতিক স্বার্থ সংক্রান্ত বিষয়ে আলোচনা করে বিভিন্ন আন্তর্জাতিক সন্ধি, চুক্তি বা অঙ্গীকারপত্র স্বাক্ষর করে থাকেন। তবে কখনো কখনো প্রধানমন্ত্রী অন্য-কোন দেশের সাথে কূটনৈতিক স্বার্থ সংক্রান্ত বিষয়ে আলোচনা বা সন্ধি, চুক্তি স্বাক্ষরের ক্ষমতা বৈদেশিক মিশনের প্রদানের হাতেও দিতে পারেন। প্রধানমন্ত্রী দপ্তরই এই বৈদেশিক মিশনের প্রধান নির্বাচন বা নিয়োগ করে থাকেন। অর্থাৎ বৈদেশিক মিশনের প্রধান, প্রধানমন্ত্রীর দপ্তরের হয়ে কাজ করেন।

৫) জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাজঃ

ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় দেখভালের দায়িত্ব সাধারণত জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে ন্যস্ত থাকে। কিন্তু জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্যসচিব হয়ে থাকেন। ফলে প্রধানমন্ত্রীর দপ্তর জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় তদারকি করার সুযোগ পায়।  

অধ্যায় ভিত্তিক ও পুরনো প্রশ্নভিত্তিক 

নোটস।


প্রথম অধ্যায়

১) ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারনে ভূগোল এর ভূমিকার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। (2020)

২) ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারনে সংসদের ভূমিকা নিরীক্ষা করো। (2020)

৩) ভারতের বিদেশনীতি নির্ধারনে সংসদের ভূমিকা আলোচনা করো। (2022)

৪) ভারতের বিদেশনীতি নির্ধারনে সংসদের ভূমিকার ওপর সংক্ষিপ্ত টিকা লেখ(2022)

৫)ভারতের বিদেশনীতি নির্ধারনে ক্যাবিনেটের ভূমিকা আলোচনা করো। (2021)

৬) ভারতের বিদেশনীতি নির্ধারনে ক্যাবিনেট এর ভূমিকা লেখ। (2022)

৭) ভারতের বিদেশনীতি প্রণয়নে প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকা আলোচনা করো।

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

দ্বিতীয় অধ্যায়

প্রশ্ন-১; ৩৭০ নং ধারা উচ্ছেদের কি প্রভাব পড়েছে ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে। (2020)

প্রশ্ন-২ সিমলা চুক্তির ওপর একটি টিকা লেখ। (2021)

প্রশ্ন- ৩; ভারত পাকিস্তান সম্পর্কের ওপর একটি নিবন্ধ লেখ। (2021)

প্রশ্ন-৪ ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে চারটি প্রধান বিরোধ আলোচনা করো। (2022)

প্রশ্ন-৫; ভারত বাংলাদেশ সম্পর্কে দুটি উত্তেজনা ক্ষেত্র সনাক্ত করো। (2020)

প্রশ্ন-৬; ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর একটি নিবন্ধ লেখ। (2020)

প্রশ্ন-৭ ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক গতি প্রকৃতি আলোচনা করো।

প্রশ্ন-৮; ভারত নেপাল সম্পর্ক আলোচনা করো। (2022)

প্রশ্ন-৯; ভারত নেপাল সম্পর্কের ক্ষেত্রে প্রধান উত্তেজনার বিষয়গুলির ওপর একটি টিকা লেখ। (2020)

প্রশ্ন-১০; ভারত ভুটান সম্পর্ক আলোচনা করো।

প্রশ্ন-১১; ভারত ভুটান বন্ধুত্ব চুক্তির ওপর একটি টিকা লেখ। (2020)

প্রশ্ন-১২; Act East Policy-র ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2021)

প্রশ্ন-১৩; গুজরাল ডকট্রিন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2022)

প্রশ্ন-১৪; পূর্বে তাকাও নীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2022)

প্রশ্ন-১৫; জোট নিরপেক্ষ আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ।

প্রশ্ন-১৬; জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। (2022)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

তৃতীয় অধ্যায়

প্রশ্ন-১; ভারত মার্কিন সম্পর্কের ওপর একটি নিবন্ধ লেখ।

প্রশ্ন-২; ভারত ও আমেরিকার সম্পর্কের অবনতির পেছনে চারটি কারন দেখাও। (2021)

প্রশ্ন-৩; ভারত মার্কিন সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি আলোচনা করো। (2020, 22)

প্রশ্ন-৪; ভারত-চীন সম্পর্কের ক্ষেত্রে প্রধান বিরোধগুলি আলোচনা করো। (2020,21)

প্রশ্ন-৫; ১৯৬২ সালের Sino-Indian যুদ্ধের তাৎপর্য কি ছিল। (2020)

প্রশ্ন-৬; স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত ভারত রাশিয়া সম্পর্ক আলোচনা করো। (2021)

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়

চতুর্থ অধ্যায়

প্রশ্ন-১তুমি কি মনে করো যে বর্তমান ভারতের পরাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্কের উন্নয়ন(2020)

প্রশ্ন-২ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। (2020)

প্রশ্ন-৩প্রতিবেশিদের অগ্রাধিকার প্রদানে ভারতের উদ্যোগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ। (2021)

প্রশ্ন-৪ভারতের বিদেশনীতির চারটি মূল বৈশিষ্ট্য লেখ। (2021)

প্রশ্ন-৫ভারতের বিদেশনীতির সাম্প্রতিক প্রবনতা আলোচনা করো। (2021)

প্রশ্ন-৬ভারতের বিদেশনীতির বিভিন্ন পর্যায় আলোচনা করো। (2021) 

স্বল্প মূল্যে এইসমস্ত নোটস পেতে চাইলে

সরাসরি WhatsApp  করো 

8101736209 

এই নম্বরে 

বিশেষ দ্রষ্টব্য

টাইপ করা নোটস(pdf) দেওয়া হয়



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code