প্রশ্ন-১; ভারতে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০১৯)
প্রশ্ন-২; সংক্ষেপে ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০২১)উত্তরঃ
সুপ্রিমকোর্টের গঠনঃ
ভারতের অখন্ড বিচার ব্যবস্থার শীর্ষে আছে
সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টের অধিনে থাকে অঙ্গরাজ্যের হাইকোর্ট বা অন্যান্য অধস্তন
আদালত সমূহ। নীচে ভারতের সুপ্রিমকোর্টের গঠন আলোচনা করা হল-
i)বিচারপতির সংখ্যাঃ
ভারতের
মূল সংবিধানে একজন প্রধান বিচারপতিসহ অনধিক ৭ জন বিচারপতি নিয়ে সুপ্রিমকোর্ট
গঠনের কথা বলা হয়েছে। তবে পার্লামেন্ট বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়নের
মাধ্যমে সুপ্রিমকোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধি করেছে। পার্লামেন্টের সবশেষ আইন
অনুযায়ী সুপ্রিম কোর্ট ১ জন প্রধান বিচারপতি ও অন্যান্য ৩৩ বিচারপতি অর্থাৎ মোট
৩৪ জন বিচারপতি নিয়ে গঠিত হবে।
ii) বিচারপতিদের যোগ্যতাঃ
ভারতীয়
সংবিধানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের যোগ্যতা নির্দিষ্ট করে দেওয়া আছে। যেমন-
ক)
তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
খ)
তাকে এক বা একাধিক হাইকোর্টের বিচারপতি হিসেবে ৫-বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা
৩)
তাঁকে এক বা একাধিক হাইকোর্টের এডভোকেট হিসেবে ১০-বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা
৪)
রাষ্ট্রপতির বিবেচনায় একজন বিচক্ষণ আইনজ্ঞ ব্যক্তি হতে হবে।
iii) নিয়োগঃ
সংবিধান অনুসারে সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি। এই নিয়োগের পূর্বে তিনি যদি মনে করেন সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সাথে পরামর্শ করা দরকার, তাহলে তিনি তা করতে পারেন। তবে বর্তমানে ‘কলেজিয়াম’ নামক একটি বিচার বিভাগীয় সংস্থার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন।
iv) বেতন ও ভাতাঃ
মূল
সংবিধানে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির বেতন ছিল পাঁচ হাজার টাকা এবং অন্যান্য
বিচারপতির বেতন ছিল চার হাজার টাকা। তবে পার্লামেন্ট বিভিন্ন সময় আইন প্রণয়নের
মাধ্যমে সুপ্রিমকোর্টের বিচারপতিদের বেতন বৃদ্ধি করেছে। বর্তমানে সুপ্রিমকোর্টের
প্রধান বিচারপতির বেতন ২ লক্ষ ৮০ হাজার টাকা এবং অন্যান্য বিচারপতির বেতন ২ লক্ষ
৫০ হাজার টাকা।
v) কার্যকাল ও পদচ্যুতিঃ
সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ ৬৫ বছর। তবে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই তারা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন অথবা প্রমাণিত অসাধারণ বা উৎকোচ গ্রহনের অভিযোগ সংসদের প্রস্তাব অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের কোন বিচারপতিকে পদচ্যুত করাতে পারেন।
সুপ্রিমকোর্টের ক্ষমতা ও কার্যাবলীঃ
সংবিধানের
১৩১ থেকে ১৪৫
নং
ধারায় সুপ্রিমকোর্টের ক্ষমতা ও কার্যাবলীর
উল্লেখ আছে। এই দিক থেকে সুপ্রিম কোর্টের
ক্ষমতা ও কার্যাবলীগুলিকে চারভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে।
এগুলি হল-
i) মূল এলাকাঃ
যে-সমস্ত
মামলা কেবল সুপ্রিমকোর্টেই
দায়ের করা যায়। অন্য
কোনো আদালতে দায়ের করা যায়না,
সেই ক্ষেত্রগুলি সুপ্রিম কোর্টের মূল এলাকায় অন্তর্ভুক্ত।
সুপ্রিমকোর্টের এই মূল এলাকাভুক্ত
বিষয়গুলি হল-
ক) কেন্দ্রীয়
সরকারের সাথে এক বা একাধিক রাজ্য সরকারের বিরোধ।
খ) কেন্দ্রীয়
সরকার এবং এক বা একাধিক রাজ্য সরকারের সাথে অন্য এক বা একাধিক রাজ্য সরকারের বিরোধ।
গ) দুই
বা ততধিক রাজ্য সরকারের বিরোধ।
ii) আপিল এলাকাঃ
অধস্তন আদালত বা কর্তৃপক্ষের রায়ের
বিরুদ্ধে সুপ্রিমকোর্ট যে আপিল
গ্রহণ করতে পারে তাকে সুপ্রিম কোর্টের আপিল এলাকা বলে।
সুপ্রিম কোর্টে চার ধরনের
আপিল মামলা হতে পারে এগুলি হল-
ক)
সংবিধানের
ব্যাখ্যা সংক্রান্ত আপিল।
খ)
দেওয়ানী
আপীল।
গ) ফৌজদারি
আপিল।
ঘ) বিশেষ অনুমতি সাপেক্ষে আপিল।
iii) পরামর্শদান এলাকাঃ
সুপ্রিমকোর্ট
রাষ্ট্রপতির আইনগত পরামর্শদাতার ভূমিকা পালন করে। সুপ্রিমকোর্টের এই ভূমিকাকে
সাধারণত দু'ভাগে ভাগ করা যেতে পারে।
যেমন-
ক)
রাষ্ট্রপতি যদি মনে করেন সর্বজনীন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইন বা তথ্য সংক্রান্ত
কোনো সমস্যার সৃষ্টি হয়েছে বা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাহলে তিনি সুপ্রিম
কোর্টের পরামর্শ চাইতে পারেন। এক্ষেত্রে সুপ্রিমকোর্ট পরামর্শ দিতেও পারেন আবার
নাও দিতে পারেন। আবার পরামর্শ দিলেও রাষ্ট্রপতি সেই পরামর্শ মানতে বাধ্য নন।
খ)
সংবিধান চালু হওয়ার আগে সম্পাদিত চুক্তি, সন্ধি, অঙ্গীকারপত্র প্রভৃতির মধ্যে
যেগুলি সংবিধান চালু হওয়ার পরেও কার্যকর আছে, সেইসব বিষয়ে কোনো বিরোধ দেখা দিলে
রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। এক্ষেত্রে সুপ্রিমকোর্ট পরামর্শ
দিতে বাধ্য থাকলেও রাষ্ট্রপতি সেই পরামর্শ মানতে বাধ্য নন।
এছাড়া
নির্দিষ্ট যে-কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে
পারেন।
iv) নির্দেশ, আদেশ ও লেখ জারির এলাকাঃ
সংবিধানের
তৃতীয় অধ্যায়ে উল্লেখিত মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ, আদেশ
বা লেখ জারি করতে পারে। এগুলি হল- বন্দী প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার
পৃচ্ছা, উৎপ্রেষণ। যদিও জরুরি অবস্থার সময় সুপ্রিমকোর্টের এই ক্ষমতা অকার্যকর
হয়ে যায়।
এছাড়া
মৌলিক অধিকার সংরক্ষণ ছাড়াও সুপ্রিমকোর্ট' নিজের
এক্তিয়ারভুক্ত অন্যান্য যে-কোনো বিষয়ে আদেশ, নির্দেশ বা লেখ জারি করতে পারে।
v) অন্যান্য ক্ষমতাঃ
উপরিউক্ত
ক্ষমতা ও কার্যাবলী ছাড়াও সুপ্রিমকোর্ট আরো কতগুলো গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে
থাকে। যেমন-
ক)
সুপ্রিমকোর্ট অভিলেখ আদালতের ভূমিকা পালন করে।
খ)
সুপ্রিমকোর্ট' নিজের অবমাননার জন্য
অবমাননাকারীকে শাস্তি দিতে পারে।
গ)
সুপ্রিমকোর্ট নিজের দেওয়ার রায় বা সিদ্ধান্ত পুনঃর্বিবেচনা করতে পারে।
এছাড়া
সাড়াদেশে বিচার বিভাগীয় প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্য প্রয়োজনীয় কর্মী বা
আধিকারিক নিয়োগের ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে।
মূল্যায়নঃ
উপরিউক্ত ক্ষমতা ও কার্যাবলী আলোকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, ভারতীয় সুপ্রিমকোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের মতো শক্তিশালী না হলে ব্রিটেনের সুপ্রিমকোর্টের মত দুর্বল নয়। মূলত ভারতের সুপ্রিমকোর্টের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সুপ্রিমকোর্টের মাঝামাঝি অবস্থায় অবস্থিত।
এই বিষয়ের ওপর অন্যান্য প্রশ্নোত্তর
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
প্রথম অধ্যায়
১) সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। ১০ (২০১৯)
২) ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। ৫ (২০২১)
৪) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ করো। ৫ (২০১৯)
৬) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
দ্বিতীয় অধ্যায়
১) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা কর ।
৩) ভারতীয় সংবিধানে উল্লিখিত 'সাম্যের অধিকার'-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর। ১০ (২০২০)
৪) ভারতীয় সংবিধানে 19 নং ধারায় স্বীকৃত ভারতীয় নাগরিকগণের স্বাধীনতার অধিকারগুলি উল্লেখ করো।
৫) ভারতীয় সংবিধানে উল্লিখিত শোষণের বিরুদ্ধে অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।
৬) ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।
৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।
৯) ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারে'-র উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ৫ (২০২১)
১২) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২০)
১৩) সংক্ষেপে নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। ৫ (২০১৯)
১৫) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো। ৫ (২০২৩)
১৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য দেখাও। ৫ (২০২০)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
তৃতীয় অধ্যায়ঃ
১) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? ৫ (২০২২)
২) ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে-কোনো চারটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত কর।৫ (২০২০)
৩) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? ভারত কী একটি আধা যুক্তরাষ্ট্র? ৫ (২০২৩)
৪) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০১৯)
৫) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক ব্যাখ্যা কর। ১০ (২০২০)
৬) ভারতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কের উপর একটি আলোচনা কর। ১০ (২০২২)
৭) কেন্দ্র ও রাজ্যর মধ্যে প্রশাসনিক সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০২১)
চতুর্থ অধ্যায়
১) লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
২) রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
৩) রাজ্যসভার কার্যাবলী উল্লেখ করো। ১০ (২০১৯)
৪) রাজ্যসভার কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)
৫) ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি আলোচনা করো।
৭) ভারতের লোকসভার স্পিকার এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি? ৫ (২০২০)
৮) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদার মূল্যায়ন করো। ১০ (২০২১)
৯) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো। ১০ (২০১৯)
১০) ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখ।১০ (২০২২)
১১) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা কর। ১০ (২০২০)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
পঞ্চম অধ্যায়
১) সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির 352নং ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। ৫ (২০১৯)
৩) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা কর।৫ (২০২০)
৪) ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলীসমূহ ব্যাখ্যা কর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ৫ (২০২০)
৫) ভারতে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলি ব্যাখ্যা করো। ভারতে প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? ৫ (২০১৯)
৬) সমালোচনাসহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ১০ (২০২১)
৭) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯)
৯) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা-প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)
১০) ভারতের যেকোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর টীকা লেখ। ৫ (২০২১)
১২) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২২)
ষষ্ঠ অধ্যায়
১) ভারতে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০১৯)
২) সংক্ষেপে ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০২১)
৩) ভারতে হাইকোর্টের গঠন ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো।
৪) ভারতে হাইকোর্টের গঠন আলোচনা করো। ৫ (২০২১)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
সপ্তম অধ্যায়
১) ভারতীয় দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২২)
২) ভারতের রাজনৈতিক দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। একটি জাতীয় দলের নাম কর। ৫ (২০২০)
৩) ভারতের দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২০)
৪) ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ১০ (২০২১)
৬) ভারতে দল ব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)
অষ্টম অধ্যায়
১) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর। নির্বাচন কমিশনের গঠন কিরূপ? ১০ (২০২০)
২) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলি উল্লেখ করো। নির্বাচন কমিশনের গঠনটি কীরূপ? ৫ (২০১৯)
৪) নির্বাচন কমিশনের কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)
৬) ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী কী কী? ৫ (২০১৯)
1 মন্তব্যসমূহ
Helping notes sir
উত্তরমুছুন