লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, কার্যাবলি ও পদমর্যাদা; Speaker of Lok Sabha

Ad Code

লোকসভার অধ্যক্ষের ক্ষমতা, কার্যাবলি ও পদমর্যাদা; Speaker of Lok Sabha


প্রশ্ন-১; ভারতের লোকসভার স্পিকারের কাজগুলি কী কীসরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কোন কক্ষে উত্থাপন করা ৫ (২০১৯)
অথবা
প্রশ্ন-২; ভারতের লোকসভার স্পিকার এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি৫ (২০২০)
অথবা
প্রশ্ন-৩; লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদার মূল্যায়ন করো। ১০ (২০২১)
উত্তরঃ 

ভূমিকাঃ

ভারতে কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ লোকসভার সভাপতিকে অধ্যক্ষ বা স্পিকার বলে অভিহিত করা হয়। সংসদের সকল পদাধিকারীদের মধ্যে স্পিকারের পদ সর্বাধিক গুরুত্বপুর্ণ্য। স্পিকার বা অধ্যক্ষ লোকসভার প্রথম ও প্রধান প্রতিনীধি বলে গণ্য হন। ফলে স্বাভাবিক ভাবেই স্পিকারের ক্ষমতা ও পদমর্যদার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ্য।

স্পিকারের ক্ষমতা ও কার্যাবলিঃ

        লোকসভার গুরুত্বপূর্ণ ও প্রধান পদাধিকারী হিসাবে স্পিকার বা অধ্যক্ষ নিম্নলিখিত ক্ষমতা ও কার্যাবলী সম্পাদন করে থাকে। যেমন-

i) প্রশাসনিক কাজঃ

স্পিকারের প্রশাসনিক কাজকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুলত প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি লোকসভার প্রশাসনিক কার্যক্রম স্থির করেন। যেমন- সভায় কোন প্রস্তাব কখন উত্থাপন করা হবে, কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কোন কোন নোটিশ আলোচনার জন্য গৃহীত হবে ইত্যাদি বিষয়ে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। অধ্যক্ষের এই সিন্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করা যায়না।

ii) সভা পরিচালনা সংক্রান্ত কাজঃ

সভার প্রধান হিসাবে সভা পরিচালনা থেকে শুরু করে সভার শৃঙ্খলা রক্ষা প্রভুতি কাজ স্পিকারকেই সম্পাদন করতে হয়। যেমন- কোন সদস্য কখন বক্তব্য রাখবেন, কোনো সদস্য আদৌ বক্তব্য রাখতে পারবেন কিনা এবং পারলেও কতক্ষণ রাখবেন তাও স্পিকার ঠিক করেন।

iii) অর্থ বিল সংক্রান্ত কাজঃ

কোনো বিল অর্থ বিল কিনা এ ব্যাপারে কোনো সংশয় দেখা দিলে, স্পিকার তার মীমাংসা করেন। মূলত এ ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গন্য করা হয়। এছাড়া অর্থবিলটি লোকসভায় গৃহীত হওয়ার পর রাজ্যসভায় বা রাষ্ট্রপতির নিকট পাঠানোর সময় স্পিকারকে এই মর্মে একটি প্রমাণপত্র দিতে হয়।

iv) লোকসভার সদস্যদের অধিকার রক্ষা সংক্রান্ত কাজঃ

লোকসভার সদস্যদের অধিকার রক্ষার ভার স্পিকারের উপরই ন্যস্ত থাকে। স্পিকার লোকসভার সংখ্যালঘু দলের সদস্যদের অধিকার রক্ষার ব্যাপারে সচেষ্ট থাকে। লোকসভায় কোন সদস্য অন্য কোন সদস্যের অধিকার ভঙ্গ করলে বা তাকে অবমননা করলে স্পিকার অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া কোনো সদস্যকে গ্রেফতার করার প্রয়োজন হলে স্পিকারের অনুমতি নিতে হয় বা স্পিকার নিজে কোনো সদস্যকে গ্রেফতার করার নির্দেশ দিতে পারেন।

v) সংসদীয় কমিটির উপর নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজঃ

লোকসভার যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু কমিটি গঠন করা হয়। স্পিকার এই সমস্ত কমিটিগুলির তত্ত্বাবধান করেন। কমিটির সভাপতিদের নিয়োগ করা থেকে শুরু করে কমিটির যাবতীয় কাজকর্মের ওপর নিয়ন্ত্রন আরোপ করেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়ে থাকেন। শুধু তাই নয় গুরুত্বপূর্ণ্য কিছু কমিটির সভায় নিজে সভাপতিত্ব করেন।

vi) নির্ণায়ক ভোটদান সংক্রান্ত ক্ষমতাঃ

লোকসভার কোনো বিষয়ের পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে স্পিকার  নির্ণায়ক ভোট (Casting Vote) প্রদান করতে পারেন। এই নির্ণায়ক ভোট (Casting Vote) প্রদানের মাধ্যমে উক্ত অচলাবস্থার অবসান ঘটে।

vii) পদত্যাগ পত্র গ্রহণ ও তার যথার্থতা বিচার সংক্রান্ত ক্ষমতাঃ

লোকসভার কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে সেই পদত্যাগপত্রটি জমা দিতে হয়। স্পিকার সরাসরি সেই পদত্যাগপত্র গ্রহণ করতে পারেন আবার প্রয়োজনে অনুসন্ধান করতে পারেন সেই পদত্যাগ স্বেচ্ছাকৃত কিনা।  অনুসন্ধান করার পর স্পিকার যদি মনে করেন যে, পদত্যাগপত্রটি স্বেচ্ছাকৃত নয়, তাহলে তিনি পদত্যাগপত্রটি অস্বীকার করতে পারেন।

viii) কোরাম সংক্রান্ত ক্ষমতাঃ

আবশ্যিক সর্বনিম্ন সদস্যের উপস্থিতিকে কোরাম বলে। লোকসভায় কোরামসংখ্যক সদস্যের উপস্থিতি না থাকলে লোকসভার কাজকর্ম চলতে পারেনা। লোকসভায় এই কোরামসংখ্যক সদস্যের উপস্থিতি আছে কিনা তা স্পিকার দেখেন। লোকসভায় কোরামসংখ্যক সদস্যের উপস্থিতি না থাকলে স্পিকার সভার কাজকর্ম সাময়িক ভাবে স্থগিত রাখতে পারেন।

ix) দলত্যাগ বিরোধী আইনের প্রয়োগ সংক্রান্ত ক্ষমতাঃ

লোকসভার কোনো সদস্যের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রযুক্ত হবে কিনা,সেই ব্যাপারে স্পিকার অনুসন্ধান চালাতে পারেন। যদি অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় তাহলে স্পিকার সংশ্লিষ্ট সদস্যের সদস্যপদ বাতিল বা খারিজ করে দিতে পারেন।

x) যৌথ অধিবেশনে সভাপতিত্ব সংক্রান্ত ক্ষমতাঃ

কোনো সাধারণ বিলের ব্যাপারে লোকসভা ও রাজ্যসভার মধ্যে মতপার্থক্য দেখা দিলে তা মীমাংসার জন্য রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন। উভয় কক্ষের এই যৌথ অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন।

স্পিকারের পদমর্যাদাঃ

        ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় জনপ্রিয় কক্ষের সভাপতি হলেন স্পিকার। এদিক থেকে তার পদ অতন্ত্য মর্যাদাযুক্ত এবং তার ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ্য। লোকসভা সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে। এদিক থেকে স্পিকার হলেন সমগ্র জাতির স্বাধীনতার মূর্ত প্রতিক। লোকসভার সম্মান, স্বাধীনতা ও মর্যদা রক্ষার দায়িত্ব স্পিকারের হাতেই ন্যস্ত থাকে। লোকসভার স্পিকারের ক্ষমতা ও তার পদমর্যাদা সম্পর্কে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বলেছেন, “স্পিকার আইনসভার প্রতিনিধিত্ব দান করেন। তিনি আইনসভার সম্মান, স্বাধীনতা প্রদানের মাধ্যমে আইনসভাকে সমগ্র জাতির প্রতিনিধিত্ব করার ভূমিকা গ্রহণ করেন। জাতির স্বাধীনতা এবং সম্মানের প্রতীক হলেন স্পিকার” এই কারনে স্পিকারের কর্তব্য হল দলীয় রাজনীতির উর্দ্ধে উঠে নিরপেক্ষভাবে লোকসভার কার্যাবলি সম্পাদন করা। স্পিকারের ব্যাক্তিগত যোগ্যতা, অভিজ্ঞতা, বুদ্ধিবিবেচনা, প্রভূতির ওপর ভারতের সংসদীয় গণতন্ত্রের অনেককিছু নির্ভরশীল।

এই বিষয়ের ওপর অন্যান্য প্রশ্নোত্তর

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


২) ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। ৫ (২০২১)


৩) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল্য ব্যাখ্যা করো। কে প্রস্তাবনাকে রাজনৈতিক ঠিকুজী-কোষ্ঠী বলে চিহ্নিত করেছেন? ৫ (২০১৯)


৪) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ করো। ৫ (২০১৯)


৫) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর। কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মৌল কাঠামো বলে রায় দেন? ৫ (২০২২) ৫ (২০২৩)


৬) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

দ্বিতীয় অধ্যায়

১) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা কর ।


৩) ভারতীয় সংবিধানে উল্লিখিত 'সাম্যের অধিকার'-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর। ১০ (২০২০)


৩) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো। এই অধিকার ভোগের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। ১০ (২০২৩)


৪) ভারতীয় সংবিধানে 19 নং ধারায় স্বীকৃত ভারতীয় নাগরিকগণের স্বাধীনতার অধিকারগুলি উল্লেখ করো।


৫) ভারতীয় সংবিধানে উল্লিখিত শোষণের বিরুদ্ধে অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৬) ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৮) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা কর। কর্মের অধিকার'টি কি মৌলিক অধিকার? ৫ (২০২০)


৯) ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারে'-র উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ৫ (২০২১)


১০) ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। কর্মের অধিকারটি কি মৌলিক অধিকার ? ৫ (২০১৯)


১১) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। 'কর্মের অধিকার' কী মৌলিক অধিকার। ৫ (২০২৩)


১২) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২০)


১৩) সংক্ষেপে নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। ৫ (২০১৯)


১৪) ভারতের সংবিধানে বর্ণিত 'রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি-র তাৎপর্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ৫ (২০২১)


১৫) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো। ৫ (২০২৩)


১৬) মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ কর। নির্দেশমূলক নীতিগুলি কি বিচারযোগ্য? ৫ (২০২২)


১৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য দেখাও। ৫ (২০২০)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

তৃতীয় অধ্যায়ঃ

১) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? ৫ (২০২২)


২) ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে-কোনো চারটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত কর।৫ (২০২০)


৩) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? ভারত কী একটি আধা যুক্তরাষ্ট্র? ৫ (২০২৩)


৪) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


৫) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক ব্যাখ্যা কর। ১০ (২০২০)


৬) ভারতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কের উপর একটি আলোচনা কর। ১০ (২০২২)


৭) কেন্দ্র ও রাজ্যর মধ্যে প্রশাসনিক সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৮) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের রূপরেখাটি আলোচনা কর। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২০)


৯) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। ‘আর্থিক অনুদান' বলতে কী বোঝায় ? ১০ (২০১৯)


১০) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২৩)

 

চতুর্থ অধ্যায়

১) লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


২) রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


৩) রাজ্যসভার কার্যাবলী উল্লেখ করো। ১০ (২০১৯)


৪) রাজ্যসভার কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি আলোচনা করো।


৬) ভারতের লোকসভার স্পিকারের কাজগুলি কী কী? সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কোন কক্ষে উত্থাপন করা ৫ (২০১৯)


৭) ভারতের লোকসভার স্পিকার এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি? ৫ (২০২০)


৮) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদার মূল্যায়ন করো। ১০ (২০২১)


৯) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো। ১০ (২০১৯)


১০) ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখ।১০ (২০২২)


১১) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা কর। ১০ (২০২০)


১২) ভারতীয় যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রাধান্য বলতে কী বোঝায়? ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক টীকা লেখো। ১০ (২০২৩)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

পঞ্চম অধ্যায়

১) সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির 352নং ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। ৫ (২০১৯)


২) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর। ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ? ১০ (২০২২)


৩) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা কর।৫ (২০২০)


৪) ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলীসমূহ ব্যাখ্যা কর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ৫ (২০২০)


৫) ভারতে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলি ব্যাখ্যা করো। ভারতে প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? ৫ (২০১৯)


৬) সমালোচনাসহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ১০ (২০২১)


৭) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯)


৮) কোন রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২০)


৯) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা-প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


১০) ভারতের যেকোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর টীকা লেখ। ৫ (২০২১)


১১) কোনো রাজ্যের রাজ্যপালের স্ব-বিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২৩)


১২) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২২)

 

ষষ্ঠ অধ্যায়

১) ভারতে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০১৯)


২) সংক্ষেপে ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০২১)


৩) ভারতে হাইকোর্টের গঠন ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো।


৪) ভারতে হাইকোর্টের গঠন আলোচনা করো। ৫ (২০২১)

 

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-


সপ্তম অধ্যায়

১) ভারতীয় দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২২)


২) ভারতের রাজনৈতিক দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। একটি জাতীয় দলের নাম কর। ৫ (২০২০)


৩) ভারতের দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২০)


৪) ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৫) ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গের চারটি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। ১০ (২০২৩)


৬) ভারতে দল ব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)


অষ্টম অধ্যায়

১) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর। নির্বাচন কমিশনের গঠন কিরূপ? ১০ (২০২০)


২) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলি উল্লেখ করো। নির্বাচন কমিশনের গঠনটি কীরূপ? ৫ (২০১৯)


৩) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর।ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২২)


৪) নির্বাচন কমিশনের কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২৩)


৬) ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী কী কী? ৫ (২০১৯)


৭) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও | ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২০)


৮) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ৫ (২০১৯)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code