ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি, Amendment of Indian Constitution

Ad Code

ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি, Amendment of Indian Constitution

 

প্রশ্ন-১; ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো। ১০ (২০১৯)
অথবা
প্রশ্ন-২; ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখ।১০ (২০২২)
অথবা
প্রশ্ন-৩; ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা কর। ১০ (২০২০)
অথবা
প্রশ্ন-৪; ভারতীয় যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রাধান্য বলতে কী বোঝায়ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক টীকা লেখো। ১০ (২০২৩)
উত্তরঃ

ভূমিকাঃ

ভারতের সংবিধান হল বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। স্বাভাবিক ভাবেই ভারতীয় সংবিধানের সংশোধন পদ্মতিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মূলত ভারতীয় সংবিধানের সংশোধন পদ্মতির মধ্যে সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে।

ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতিঃ

সংবিধানের ৩৬৮ নং ধারায় ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এই দিক থেকে ভারতীয় সংবিধানের তিনটি সংশোধন পদ্ধতির উল্লেখ করা যেতে পারে। এগুলি হল-

i) প্রথম পদ্ধতিঃ

এই পদ্ধতিতে সংবিধান সংশোধনের যে-কোনো প্রস্থাব পার্লামেন্টের যে-কোনো কক্ষে উত্থাপন করা যায়। কেন্দ্রীয় সরকার সরকারী বিলের মাধ্যমে এবং পার্লামেন্টের যে-কোনো সদস্য বে-সরকারী বিলের মাধ্যমে সংবিধান সংশোধনের জন্য প্রস্থাব আনতে পারে। সংবিধান সংশোধনের প্রস্থাবটি সংসদের উভয়কক্ষে মোট সদস্যের অর্ধেকের বেশি এবং উপস্থিত ও ভোটপ্রদানকারি সদস্যদের দুই-তৃতীয়াংশের দ্বারা অনুমোদিত হওয়া দরকার। এইভাবে সংসদের উভয় কক্ষে গৃহীত হওয়ার পর সংশোধনী প্রস্থাবটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয় এবং রাষ্ট্রপতির সম্মতি পেলে সংবিধান সংশোধিত হয়।

সংবিধান সংশোধনের এই পদ্ধতি অনুসারে- সংবিধানের তৃতীয় অধ্যায়ের মৌলিক অধিকার, চতুর্থ অধ্যায়ের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ইত্যাদি বিষয় এই পদ্ধতিতে সংশোধন করা যায়।

ii) দ্বিতীয় পদ্ধতিঃ

এই পদ্ধতিতে সংবিধান সংশোধন অপেক্ষাকৃত জটিল। এই পদ্ধতি অনুসারে সংশোধনী প্রস্থাবটি প্রথমে পার্লামেন্টের উভয় কক্ষে প্রথম পদ্ধতি অনুসারে পাস করতে হয়। তারপর অন্তত অর্ধেক রাজ্য আইনসভার অনুমোদনের জন্য পাঠানো হয়। এক্ষেত্রে রাজ্য আইনসভা কেবল সমর্থন বা প্রত্যাখ্যান করতে পারে কোনো পরিবর্তন করতে পারেনা। এইভাবে অনুমোদিত হওয়ার পর সংশোধনী প্রস্থাবটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতির সম্মতি পেলে সংবিধান সংশোধিত হয়।

     সংবিধান সংশোধনের এই পদ্ধতি অনুসারে- কেন্দ্র- রাজ্য সম্পর্ক, রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধান সংশোধন পদ্ধতি প্রভূতি বিষয়ে সংবিধান সংশোধন করা হয়।

iii)তৃতীয় পদ্ধতিঃ

        সংবিধান সংশোধনের এই পদ্ধতিটি অত্যন্ত সরল। এক্ষেত্রে কোনো বিশেষ পদ্ধতি অনুসরণের প্রয়োজন হয়না। সাধারণ আইন পাসের পদ্ধতিতে সংসদের উভয় কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সংবিধান সংশোধন করা যায়।

        সংবিধান সংশোধনের এই পদ্ধতি অনুসারে- নতুন রাজ্যের সৃষ্টি বা রাজ্য পুনর্গঠন, নাগরিকতা, বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপসাধন, সংসদ সদস্যদের বিশেষাধিকার, বেতন ও ভাতা, সুপ্রিমকোর্টের এলাকা সম্প্রসারণ, সরকারী ভাষা, দেশের নির্বাচন প্রভূতি বিষয়ে সংবিধান সংশোধন করা যায়।

সমালোচনাঃ

        ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতির মধ্যে কিছু সীমাবদ্ধতা দেখা যায়। যেমন-

i) পার্লামেন্টের ভূমিকাঃ

        ভারতের সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের একচ্ছত্র প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। ফলে পার্লামেন্টে ক্ষমতাসীন দলের পক্ষে প্রয়োজনীয় সদস্যের সমর্থন থাকলে সংবিধান সংশোধনে কোনো অসুবিধা হয়না।

ii) রাষ্ট্রপতির ভূমিকা নগণ্যঃ

        সংবিধান সংশোধনে রাষ্ট্রপতির ভূমিকা খুবই সীমিত। সংবিধান সংশোধনের প্রস্থাব উত্থাপনের জন্য রাষ্ট্রপতির পূর্বানুমোদনের প্রয়োজন হয়না। এছাড়া সংবিধান সংশোধনের প্রস্থাব রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠানো হলেও রাষ্ট্রপতি সেই প্রস্থাবে সম্মতি দিতে বাধ্য থাকে।

iii) রাজ্যের স্বাধিকারের বিরোধীঃ

        সংবিধান সংশোধনে রাজ্য আইনসভা গুলির তেমন কোনো ভূমিকা নেই। সংবিধান সংশোধনের কোনো প্রস্থাব রাজ্য আইনসভা উত্থাপন করতে পারেনা। বিশেষ কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের বিশেষ কিছু প্রস্থাব রাজ্য আইনসভা গুলির কাছে পাঠানো হলেও রাজ্য আইনসভা এক্ষেত্রে সেই প্রস্থাবকে কেবল সমর্থন বা প্রত্যাখ্যান করতে পারে, কোনরকম পরিবর্তন করতে পারেনা।

iv) যুগ্ম অধিবেশনের ব্যবস্থা নেইঃ

        সংবিধান সংশোধনী কোনো বিল নিয়ে পার্লামেন্টের দুই কক্ষের মধ্যে বিরোধ বাঁধলে  তা নিষ্পত্তির জন্য যুগ্ম অধিবেশনের কোন সংস্থান নেই।

v) নমনীয়তাঃ

        ভারতের সংবিধান সংশোধন পদ্ধতির মধ্যে তত্ত্বগতভাবে সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সমন্বয় সাধন করা হলেও বাস্তবে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি যথেষ্ঠ নমনীয়। পার্লামেন্টে ক্ষমতাসীন দলের একচ্ছত্র প্রাধান্য প্রতিষ্ঠিত থাকলে সংবিধানের যে-কোন বিষয় সহজে পরিবর্তন করা যায়।

মূল্যায়নঃ

ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতির মধ্যে এইসব দুর্বলতা থাকা সত্ত্বেও এর গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায়না। বিশেষ করে ভারতের মত লিখিত ও জঠিল সংবিধানে, সংবিধান সংশোধনের এই পদ্ধতি যথেষ্ঠ কার্যকারী। 

এই বিষয়ের ওপর অন্যান্য প্রশ্নোত্তর

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


২) ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। ৫ (২০২১)


৩) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল্য ব্যাখ্যা করো। কে প্রস্তাবনাকে রাজনৈতিক ঠিকুজী-কোষ্ঠী বলে চিহ্নিত করেছেন? ৫ (২০১৯)


৪) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ করো। ৫ (২০১৯)


৫) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর। কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মৌল কাঠামো বলে রায় দেন? ৫ (২০২২) ৫ (২০২৩)


৬) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

দ্বিতীয় অধ্যায়

১) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা কর ।


৩) ভারতীয় সংবিধানে উল্লিখিত 'সাম্যের অধিকার'-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর। ১০ (২০২০)


৩) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো। এই অধিকার ভোগের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। ১০ (২০২৩)


৪) ভারতীয় সংবিধানে 19 নং ধারায় স্বীকৃত ভারতীয় নাগরিকগণের স্বাধীনতার অধিকারগুলি উল্লেখ করো।


৫) ভারতীয় সংবিধানে উল্লিখিত শোষণের বিরুদ্ধে অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৬) ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৮) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা কর। কর্মের অধিকার'টি কি মৌলিক অধিকার? ৫ (২০২০)


৯) ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারে'-র উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ৫ (২০২১)


১০) ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। কর্মের অধিকারটি কি মৌলিক অধিকার ? ৫ (২০১৯)


১১) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। 'কর্মের অধিকার' কী মৌলিক অধিকার। ৫ (২০২৩)


১২) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২০)


১৩) সংক্ষেপে নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। ৫ (২০১৯)


১৪) ভারতের সংবিধানে বর্ণিত 'রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি-র তাৎপর্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ৫ (২০২১)


১৫) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো। ৫ (২০২৩)


১৬) মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ কর। নির্দেশমূলক নীতিগুলি কি বিচারযোগ্য? ৫ (২০২২)


১৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য দেখাও। ৫ (২০২০)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

তৃতীয় অধ্যায়ঃ

১) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? ৫ (২০২২)


২) ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে-কোনো চারটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত কর।৫ (২০২০)


৩) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? ভারত কী একটি আধা যুক্তরাষ্ট্র? ৫ (২০২৩)


৪) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


৫) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক ব্যাখ্যা কর। ১০ (২০২০)


৬) ভারতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কের উপর একটি আলোচনা কর। ১০ (২০২২)


৭) কেন্দ্র ও রাজ্যর মধ্যে প্রশাসনিক সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৮) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের রূপরেখাটি আলোচনা কর। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২০)


৯) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। ‘আর্থিক অনুদান' বলতে কী বোঝায় ? ১০ (২০১৯)


১০) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২৩)

 

চতুর্থ অধ্যায়

১) লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


২) রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


৩) রাজ্যসভার কার্যাবলী উল্লেখ করো। ১০ (২০১৯)


৪) রাজ্যসভার কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি আলোচনা করো।


৬) ভারতের লোকসভার স্পিকারের কাজগুলি কী কী? সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কোন কক্ষে উত্থাপন করা ৫ (২০১৯)


৭) ভারতের লোকসভার স্পিকার এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি? ৫ (২০২০)


৮) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদার মূল্যায়ন করো। ১০ (২০২১)


৯) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো। ১০ (২০১৯)


১০) ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখ।১০ (২০২২)


১১) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা কর। ১০ (২০২০)


১২) ভারতীয় যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রাধান্য বলতে কী বোঝায়? ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক টীকা লেখো। ১০ (২০২৩)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

পঞ্চম অধ্যায়

১) সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির 352নং ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। ৫ (২০১৯)


২) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর। ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ? ১০ (২০২২)


৩) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা কর।৫ (২০২০)


৪) ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলীসমূহ ব্যাখ্যা কর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ৫ (২০২০)


৫) ভারতে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলি ব্যাখ্যা করো। ভারতে প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? ৫ (২০১৯)


৬) সমালোচনাসহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ১০ (২০২১)


৭) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯)


৮) কোন রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২০)


৯) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা-প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


১০) ভারতের যেকোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর টীকা লেখ। ৫ (২০২১)


১১) কোনো রাজ্যের রাজ্যপালের স্ব-বিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২৩)


১২) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২২)

 

ষষ্ঠ অধ্যায়

১) ভারতে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০১৯)


২) সংক্ষেপে ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০২১)


৩) ভারতে হাইকোর্টের গঠন ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো।


৪) ভারতে হাইকোর্টের গঠন আলোচনা করো। ৫ (২০২১)

 

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-


সপ্তম অধ্যায়

১) ভারতীয় দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২২)


২) ভারতের রাজনৈতিক দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। একটি জাতীয় দলের নাম কর। ৫ (২০২০)


৩) ভারতের দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২০)


৪) ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৫) ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গের চারটি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। ১০ (২০২৩)


৬) ভারতে দল ব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)


অষ্টম অধ্যায়

১) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর। নির্বাচন কমিশনের গঠন কিরূপ? ১০ (২০২০)


২) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলি উল্লেখ করো। নির্বাচন কমিশনের গঠনটি কীরূপ? ৫ (২০১৯)


৩) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর।ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২২)


৪) নির্বাচন কমিশনের কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২৩)


৬) ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী কী কী? ৫ (২০১৯)


৭) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও | ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২০)


৮) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ৫ (২০১৯)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

Main Menu



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code