প্রশ্ন-১; ভারতে হাইকোর্টের গঠন ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো।
প্রশ্ন-২; ভারতে হাইকোর্টের গঠন আলোচনা করো। ৫ (২০২১)উত্তরঃ
হাইকোর্টের গঠনঃ
ভারতের
অখন্ড বিচার ব্যবস্থায় প্রাদেশিক শাখা হলো হাইকোর্ট। সংবিধান অনুসারে ভারতের
প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। তবে পার্লামেন্ট আইন প্রণয়নের
মাধ্যমে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোট বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যও
একটি হাইকোর্ট গঠন করতে পারে। নীচে হাইকোর্টের গঠন আলোচনা করা হল-
i) বিচারপতির সংখ্যাঃ
সংবিধান অনুযায়ী হাইকোর্ট একজন প্রধান বিচারপতি এবং অন্যান্য কয়েকজন বিচারপতিকে নিয়ে গঠিত হবে। অর্থাৎ ঠিক কতজন বিচারপতি নিয়ে হাইকোর্ট গঠিত হবে সে বিষয়ে সংবিধানে সুস্পষ্টভাবে কিছু বলা নেই। তাই বিভিন্ন রাজ্যে হাইকোর্টের বিচারপতির সংখ্যায় বিভিন্নতা পরিলক্ষিত হয়।
ii) বিচারপতিদের যোগ্যতাঃ
সংবিধান
অনুযায়ী হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হওয়ার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি
থাকা আবশ্যক। যেমন-
১)
তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২)
তাকে অন্তত দশ বছর ভারতের কোন আদালতের বিচারপতি পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৩)
তাকে অন্তত দশ বছর ভারতের কোন হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে
হবে।
iii) নিয়োগঃ
সংবিধান
অনুযায়ী হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক
নিযুক্ত হন। প্রধান বিচারপতি নিয়োগের সময় রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল
এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেন। অন্যান্য বিচারপতি
নিয়োগের সময় রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও সংশ্লিষ্ট
রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে পরামর্শ করতে হয়। তত্ত্বগতভাবে
রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের নিয়োগ করলেও
কার্যক্ষেত্রে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে
১৯৯৮ সালে সুপ্রিম কোর্টের এক রায়ে হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ ও বদলির
ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মতামতের চেয়ে সুপ্রিমকোর্টের প্রধান
বিচারপতির মতামতকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়।
iv) কার্যকালের মেয়াদ ও অপসারণঃ
সংবিধান
অনুযায়ী হাইকোর্টের বিচারপতিগণ ৬২ বছর বয়স পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন।
তবে অবসর গ্রহণের আগে, নিজে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, অন্য হাইকোর্টে বদলি
হতে পারেন, সুপ্রিমকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হতে পারেন।
এছাড়া
প্রমাণিত অসাধারণ বা অক্ষমতা অভিযোগে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের
সংখ্যাগরিষ্ঠতায় এবং উপস্থিত ও ভোটপ্রদানকারী সদস্যদের দুই-তৃতীয়াংশের সমর্থনে
রাষ্ট্রপতি অভিযুক্ত বিচারপতিকে পদচ্যুত করতে পারেন।
v) বেতন ও ভাতাঃ
মূল সংবিধানে হাইকোর্টের প্রধান বিচারপতির বেতন ছিল চার হাজার টাকা এবং অন্যান্য বিচারপতির বেতন ছিল তিন হাজার পাঁচশো টাকা। হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা নির্ধারণের ক্ষমতা পার্লামেন্টের উপর ন্যস্ত আছে। পার্লামেন্ট বিভিন্ন সময়ে বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের বেতন বৃদ্ধি করেছে। বর্তমানে হাইকোর্টের প্রধান বিচারপতির বেতন ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং অন্যান্য বিচারপতির বেতন ২ লক্ষ ২৫ হাজার টাকা।
ক্ষমতা ও কার্যাবলীঃ
ভারতীয়
সংবিধানে হাইকোর্টের কোর্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সুস্পষ্ট কোনো বর্ণনা
নেই। বলা হয়েছে যে , সংবিধান
প্রবর্তিত হওয়ার পূর্বে হাইকোর্ট সমূহ যেসব ক্ষমতা ও কার্যাবলী ভোগ করতো,
সংবিধান
প্রবর্তিত হওয়ার পরেও হাইকোর্টগুলি অনুরূপ ক্ষমতা ও কার্যাবলী ভোগ করবে। এদিক
থেকে হাইকোর্টের নিম্নলিখিত ক্ষমতা ও কার্যাবলীর কথা উল্লেখ করা যেতে পারে। যেমন-
i) মূল এলাকাঃ
সাধারনত
রাজস্ব সংক্রান্ত সকল বিষয়ই হাইকোর্টের মূল এলাকাভুক্ত ক্ষমতার অন্তর্গত। তবে
কিছু কিছু ক্ষেত্রে দেওয়ানী ও ফৌজদারি মামলাকেও মূল এলাকার অন্তর্ভুক্ত করা
হয়েছে। যেমন- কলকাতা, মুম্বাই
ও চেন্নাই হাইকোর্ট দেওয়ানী ও ফৌজদারি মামলার প্রথম বিচার করতে পারতো। তবে ১৯৭৩
সালে ফৌজদারি দণ্ডবিধি পরিবর্তিত হওয়ার ফলে হাইকোর্টের ফৌজদারি মামলা সংক্রান্ত
মূল এলাকাভুক্ত ক্ষমতার বিলোপ সাধন করা হয়েছে। তাই বর্তমানে কলকাতা,
মুম্বাই
ও চেন্নাই শহরে ফৌজদারি মামলার প্রথম বিচার নগর দায়রা আদালতে সম্পাদিত হয়।
ii)আপিল এলাকাঃ
হাইকোর্টে
হল প্রতিটি অঙ্গরাজ্যের সর্বোচ্চ আপিল আদালত। দেওয়ানী ও ফৌজদারি উভয় মামলার
ক্ষেত্রে হাইকোর্টে আপিল করা যায়। যেমন-
দেওয়ানী
মামলার ক্ষেত্রে-
ক)
জেলা জর্জ এবং অধস্তন জেলা জর্জের প্রদত্ত রায়।
খ)
আইন ও পদ্ধতিগত প্রশ্নে কোনো অধস্তন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল মামলায় কোনো
ঊর্ধ্বতন আদালতের দেওয়া রায়। এবং
গ)
হাইকোর্টের কোন বিচারকের একক সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়।
ফৌজদারি
মামলার ক্ষেত্রে-
ক)
দায়রা জর্জ এবং অতিরিক্ত দায়রা জর্জ কোনো ব্যক্তিকে সাত বছরের অধিক কারাদণ্ডে
দণ্ডিত করলে। এবং
খ)
কয়েকটি সুনির্দিষ্ট মামলার ক্ষেত্রে সহকারী দায়রা জর্জ, মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট কিংবা অন্যান্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে
হাইকোর্টে আপিল করা যায়।
iii) নিয়ন্ত্রণ তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতাঃ
হাইকোর্ট
নিজ এলাকাভুক্ত সমস্থ অধস্তন আদালতগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া জেলা জর্জের
নিয়োগ, বদলি ,
পদোন্নতি
প্রভৃতি বিষয়ে এবং অধস্তন আদালতসমূহের অন্যান্য বিচার বিভাগীয় পদে নিয়োগের
ক্ষেত্রে রাজ্যপালকে পরামর্শ দিতে পারে। হাইকোর্ট নিজ এলাকাভুক্ত সামরিক আদালত ও
ট্রাইব্যুনাল ছাড়াও অন্যান্য যেকোনো আদালত বা ট্রাইব্যুনাল সমূহের তত্ত্বাবধান করতে পারে।
iv) নির্দেশ, আদেশ বা লেখ জারির এলাকাঃ
হাইকোর্ট
নিজ এলাকাভুক্ত ভৌগলিক সীমানার মধ্যে বসবাসকারী প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার
সংরক্ষণ করে থাকে। হাইকোর্ট সংবিধানের ২২৬(১) নং ধারা অনুযায়ী এই অধিকারগুলো
সংরক্ষণের জন্য, বন্দিপ্রত্যক্ষীকরণ , পরমাদেশ,
প্রতিষেধ
, অধিকার পৃচ্ছা,
উৎপ্রেষণ
প্রভৃতি আদেশ, নির্দেশ বা লেখ জারি করতে পারে।
নাগরিকদের
মৌলিক অধিকার সংরক্ষণ ছাড়াও হাইকোর্ট অন্য যেকোন উদ্দেশ্যে হাইকোর্ট আদেশ,
নির্দেশ বা লেখ জারি করতে পারে, যা সুপ্রিমকোর্ট পারেনা।
v) অন্যান্য ক্ষমতাঃ
উপরিউক্ত
ক্ষমতা ও কার্যাবলী ছাড়াও হাইকোর্টের আরও কিছু গুরুত্বপূর্ণ্য ক্ষমতা ভোগ করে।
যেমন –
১)
সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টও অভিলেখ আদালতের ভূমিকা পালন করে।
২)
হাইকোর্ট নিজ অবমাননার জন্য অবমাননাকারীকে শাস্তি দিতে পারে।
৩)
হাইকোর্ট বিচারকার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় নিয়মাবলী তৈরি করতে পারে।
মূল্যায়নঃ
হাইকোর্ট রাজ্যের সর্বচ্চ আদালত হিসাবে মুখ্য ভূমিকা পালন করলেও, হাইকোর্টের কার্যাবলি সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত নয। বিচারপতি সংখ্যার অস্পষ্টতা, স্থায়ী বিচারপতির অভাব, অতিরিক্ত বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অযথা বিলম্ব প্রভূতির ফলে মামলার সংখ্যা যেমন প্রতিনিয়িত বৃদ্ধি পাচ্ছে তেমনি ন্যায়বিচার লাভ অনেক ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ হয়ে পড়ছে। এসব সত্ত্বেও হাইকোর্ট তার ব্যাপক ক্ষমতা ও কার্যাবলীর জন্য অঙ্গরাজ্যের সর্বচ্চ আদালত হিসাবে তাৎপর্যপূর্ণ্য ভূমিকা পালন করছে।
এই বিষয়ের ওপর অন্যান্য প্রশ্নোত্তর
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
প্রথম অধ্যায়
১) সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। ১০ (২০১৯)
২) ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। ৫ (২০২১)
৪) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ করো। ৫ (২০১৯)
৬) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
দ্বিতীয় অধ্যায়
১) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা কর ।
৩) ভারতীয় সংবিধানে উল্লিখিত 'সাম্যের অধিকার'-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর। ১০ (২০২০)
৪) ভারতীয় সংবিধানে 19 নং ধারায় স্বীকৃত ভারতীয় নাগরিকগণের স্বাধীনতার অধিকারগুলি উল্লেখ করো।
৫) ভারতীয় সংবিধানে উল্লিখিত শোষণের বিরুদ্ধে অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।
৬) ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।
৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।
৯) ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারে'-র উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ৫ (২০২১)
১২) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২০)
১৩) সংক্ষেপে নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। ৫ (২০১৯)
১৫) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো। ৫ (২০২৩)
১৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য দেখাও। ৫ (২০২০)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
তৃতীয় অধ্যায়ঃ
১) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? ৫ (২০২২)
২) ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে-কোনো চারটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত কর।৫ (২০২০)
৩) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? ভারত কী একটি আধা যুক্তরাষ্ট্র? ৫ (২০২৩)
৪) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০১৯)
৫) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক ব্যাখ্যা কর। ১০ (২০২০)
৬) ভারতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কের উপর একটি আলোচনা কর। ১০ (২০২২)
৭) কেন্দ্র ও রাজ্যর মধ্যে প্রশাসনিক সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০২১)
চতুর্থ অধ্যায়
১) লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
২) রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
৩) রাজ্যসভার কার্যাবলী উল্লেখ করো। ১০ (২০১৯)
৪) রাজ্যসভার কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)
৫) ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি আলোচনা করো।
৭) ভারতের লোকসভার স্পিকার এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি? ৫ (২০২০)
৮) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদার মূল্যায়ন করো। ১০ (২০২১)
৯) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো। ১০ (২০১৯)
১০) ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখ।১০ (২০২২)
১১) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা কর। ১০ (২০২০)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
পঞ্চম অধ্যায়
১) সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির 352নং ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। ৫ (২০১৯)
৩) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা কর।৫ (২০২০)
৪) ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলীসমূহ ব্যাখ্যা কর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ৫ (২০২০)
৫) ভারতে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলি ব্যাখ্যা করো। ভারতে প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? ৫ (২০১৯)
৬) সমালোচনাসহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ১০ (২০২১)
৭) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯)
৯) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা-প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)
১০) ভারতের যেকোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর টীকা লেখ। ৫ (২০২১)
১২) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২২)
ষষ্ঠ অধ্যায়
১) ভারতে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০১৯)
২) সংক্ষেপে ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০২১)
৩) ভারতে হাইকোর্টের গঠন ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো।
৪) ভারতে হাইকোর্টের গঠন আলোচনা করো। ৫ (২০২১)
যে প্রশ্নের উত্তর দরকার
জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।
উত্তর পেয়ে যাবে-
সপ্তম অধ্যায়
১) ভারতীয় দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২২)
২) ভারতের রাজনৈতিক দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। একটি জাতীয় দলের নাম কর। ৫ (২০২০)
৩) ভারতের দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২০)
৪) ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ১০ (২০২১)
৬) ভারতে দল ব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)
অষ্টম অধ্যায়
১) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর। নির্বাচন কমিশনের গঠন কিরূপ? ১০ (২০২০)
২) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলি উল্লেখ করো। নির্বাচন কমিশনের গঠনটি কীরূপ? ৫ (২০১৯)
৪) নির্বাচন কমিশনের কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)
৬) ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী কী কী? ৫ (২০১৯)
1 মন্তব্যসমূহ
Darun sir❤🥰
উত্তরমুছুন