রাজনৈতিক তত্ত্ব, Political Theory, রাজনৈতিক তত্ত্ব কি pdf,

Ad Code

রাজনৈতিক তত্ত্ব, Political Theory, রাজনৈতিক তত্ত্ব কি pdf,

political theory, রাজনৈতিক তত্ত্ব, rajnoitic tatto, রাজনৈতিক তত্ত্বের বৈশিষ্ট্য, রাজনৈতিক তত্ত্বের প্রকরণ, 

প্রশ্ন-১; রাজনৈতিক তত্ত্ব কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।

ভূমিকাঃ

সাধারণভাবে বলা হয় যে বিজ্ঞানসম্মত জ্ঞান তত্ত্বগত হয়ে থাকে। তাই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর বৈজ্ঞানিক বিচার-বিশ্লেষনের স্বার্থে একটি তাত্ত্বিক কাঠামো গঠন করা একান্তভাবে অপরিহার্য। মূলত একটি তাত্ত্বিক কাঠামোর মাধ্যমেই রাষ্ট্রবিজ্ঞানিরা তাদের চিন্তা ভাবনাকে ব্যক্ত করেন।

অর্থ বা সংজ্ঞাঃ

রাজনৈতিক তত্ত্ব শব্দদ্বয় যে-দুটি শব্দ নিয়ে গঠিত সেগুলি হল রাজনীতি ও তত্ত্ব। রাজনীতি বলতে বোঝায় রাজনীতিক ও সামাজিক ক্রিয়াকলাপ। অন্যদিকে তত্ত্ব বলতে বোঝায় কোনো বিষয় সম্পর্কে ধারনার সামান্যিকরন বা সমষ্টিবদ্ধ রুপ। সুতরং রাজনীতিক তত্ত্ব বলতে বোঝায় সমস্থ প্রকার সামাজিক বা রাজনীতিক ক্রিয়াকলাপের সামান্যিকরন বা সমষ্টিবদ্ধ রুপ। ডেভিড হেল্ড এর মতে, রাজনৈতিক তত্ত্ব হলো রাজনৈতিক জীবন সম্পর্কিত বিভিন্ন ধারণা ও সর্বজনীন সিদ্ধান্তসমূহের এক কাঠামো।

জে সি ফিল্ড এর মতে, আমরা রাজনীতির কথা বলতে যেসব বিষয়ের উল্লেখ করি সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত, সঙ্গতিপূর্ণ তাত্ত্বিক আলোচনাই হলো রাজনৈতিক তত্ত্ব।

রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্যঃ

বিভিন্ন চিন্তাবিদের চিন্তা-ভাবনার ফসল হলো রাজনৈতিক তত্ত্ব। রাজনৈতিক তত্ত্বের নিম্নলিখিত প্রকৃতি বা  বৈশিষ্ট্যগুলির কথা আমরা উল্লেখ করতে পারি। যেমন- 

১) কাল্পনিক ধারণাঃ

রাষ্ট্রচিন্তার গোড়ার দিকে রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ছিল কাল্পনিক। সেইসময় কল্পনার ভিত্তিতে আদর্শ সামাজিক কাঠামো ও ব্যবস্থাদি প্রতিষ্ঠার কথা বলা হয়। এক্ষেত্রে উদাহরণ হিসেবে প্লেটোর সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার কথা বলা যায়।

২) নৈতিক ধারণাঃ

ঊনবিংশ শতাব্দীর পূর্ব পর্যন্ত রাজনৈতিক তত্ত্ব একটি নৈতিক ও সর্বজনীন মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছিল। সেই সময় রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্র ও রাজনৈতিক জীবন সম্পর্কিত যাবতীয় আলোচনা ন্যায়-নীতি এবং উচিত-অনুচিতের প্রশ্নের উপর প্রতিষ্ঠিত ছিল। এই ধরনের তাত্ত্বিক আলোচনায় অবরোহ পদ্ধতি অনুসৃত হত। প্লেটো, কান্ট, হেগেল, গ্রীন বোসাংকেত প্রমুখ দার্শনিকদের তত্ত্ব এই শ্রেণীর অন্তর্ভুক্ত। 

৩) আইনগত ধারণাঃ

মূলত জার্মান, ফরাসি ও ইংরেজ রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতিক তত্ত্বকে আইনি দৃষ্টিতে ব্যাখ্যা করেন। তারা রাজনীতিক জীবনকে রাজনীতিক দৃষ্টিকোন থেকে বিচার-বিশ্লেষণ করে রাজনীতিক তত্ত্ব গড়ে তোলেন। এই  তত্ত্বে রাষ্ট্রকে একটি আইনগত সংস্থ্যা বলে মনে করা হয়। জন অস্টিন হলেন এই তত্ত্বের অন্যতম প্রবক্তা।

৪) জৈবিক ধারণাঃ

হার্বাট স্পেনসার, ম্যাকাইভার, ট্যালকট পারসন প্রমুখ তাত্ত্বিক রাজনীতিক তত্ত্বকে জৈবিক দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন। এই তত্ত্ব অনুসারে রাষ্ট্রকে একটি সমাজ দেহ এবং নাগরিকদের এর অঙ্গ-প্রতঙ্গ হিসাবে মনে করা হয়। এই তত্ত্ব অনুযায়ী যাদের সমন্বয়ে এই সমাজ দেহ বা রাষ্ট্র গঠিত হয় তাদের কার্যকলাপের গুনাগুন অনুসারে রাষ্ট্রের কার্যকলাপের গুনাগুন বিচার করা হয়।

৫) বৈজ্ঞানিক ধারণাঃ

বিংশ শতাব্দিতে আচরণবাদের আবির্ভাবের ফলে রাজনীতিক তত্ত্বকে মূল্য নিরপেক্ষ বা বৈজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করার প্রচেষ্ঠা দেখা যায়। পর্যবেক্ষন, বিশ্লেষণ, পরীক্ষা, পরিমাপ, ইত্যাদির ভিত্তিতে সংগ্রহীত রাজনীতিক তথ্যাদির পর্যালোচনা করা হয়। ম্যাগডুগাল, গ্রাহাম ওয়ালাস, প্রমুখ এই তত্ত্বের মুখ্য প্রবক্তা। 


লেখক

জগন্নাথ বর্মন
সহকারী অধ্যাপক
সিউড়ী বিদ্যাসাগর কলেজ


এই বিষয়ের ওপর অন্যান্য নোটস

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) রাজনৈতিক তত্ত্ব কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।


২) রাষ্ট্রবিজ্ঞান চর্চার সাবেকি বা সনাতনী দৃষ্টিভঙ্গীটি সমালোচনাসহ আলোচনা কর। ১০ (২০২১)


৩) রাজনীতি চর্চার সাবেকি দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯), ৫ (২০২২)


৪) রাজনীতি চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। এই দৃষ্টিভঙ্গির দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। ১০ (২০২২)


৫) রাষ্ট্রবিজ্ঞান চর্চার আচরণবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা কর । ১০ (২০২০)


৬) আচরণবাদের সীমাবদ্ধতা গুলির উপর একটি সংক্ষিপ্ত আলোচনা কর ।৫ (২০২১)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

৭) সাবেকি দৃষ্টিভঙ্গি ও আচরনবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আলোচনা করো।


৮) উত্তর-আচরণবাদের উপর একটি নিবন্ধ লেখ। ৫ (২০২০)


৯)রাষ্ট্রবিজ্ঞান চর্চার উত্তর-আচরনবাদী দৃষ্টিভঙ্গীটি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২১)


১০) রাষ্ট্রবিজ্ঞান চর্চার মার্কসবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা কর ।

দ্বিতীয় অধ্যায়

১) সার্বভৌমিকতা কাকে বলে? এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখ।


২) সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। একত্ববাদী তত্ত্বের মূখ্য প্রবক্তা কারা? ১০ (২০১৯), ১০ (২০২২)


৩) রাষ্ট্রের সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা কর | ১০ (২০২০) ১০ (২০২১)

তৃতীয় অধ্যায়

১) অধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।


২) স্বাধীনতার ধারণাটিকে সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


৩) সাম্যের ধারনাটি আলোচনা কর। ১০ (২০২১)


৫) সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা কর। ১০ (২০২০) ১০ (২০২২)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

চতুর্থ অধ্যায়

১) উদারনীতিবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর ।


২) উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।


৩)  নয়া-উদারনীতিবাদী তত্ত্বটি সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২১)


৪) নয়া-উদারনীতিবাদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৫ (২০২০)

পঞ্চম অধ্যায়

১) রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আদর্শবাদী বা ভাববাদী তত্ত্বটি ব্যাখ্যা কর । ১০ (২০২০)


২) উদারনৈতিক তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের প্রকৃতি আলোচনা কর। ১০ (২০২১)


৩) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে উদারনৈতিক তত্ত্বের চারটি প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ৫ (২০২২)


৪) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো। ৫ (২০১৯)


৫) সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্কসীয় তত্ত্বটি আলোচনা করো। ৫ (২০২২)


৬) রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে গান্ধীর তত্ত্বটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)

যে প্রশ্নের উত্তর দরকার 

সেই প্রশ্নের ওপর ক্লিক করো।

উত্তর পেয়ে যাবে-

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code