গণপরিষদের ভূমিকা, Role of Constituent Assembly

Ad Code

গণপরিষদের ভূমিকা, Role of Constituent Assembly

ভারতীয় গণপরিষদ



প্রশ্ন-১;  সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। ১০ (২০১৯)

উত্তরঃ 

ভূমিকাঃ

ভারতের রাজনৈতিক ইতিহাসে সংবিধান প্রণয়ন হলো একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই সংবিধানের মাধ্যমে অতিতের রাজনৈতিক ইতিহাসের সমাপ্তি ঘটেছে এবং একটি নতুন শাসনতান্ত্রিক ইতিহাসের সূচনা হয়েছে। যদিও স্বাধীন ভারতের সকলের জন্য সর্বজনগ্রাহ্য একটি সংবিধান প্রণয়ন করা মোটেই সহজ সাধ্য ছিলনা।

সংবিধান প্রণয়নের মৌলিক সমস্যাসমূহঃ

ভারতীয় সংবিধান রচিত হয়েছিল তৎকালীন উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে। তাই গণপরিষদ কর্তৃক সংবিধান রচনার কাজ মোটেই সহজ ছিলোনা। যেমন...

১) দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা

    উপনিবেশিক শাসন-শোষণ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের মধ্য দিয়ে ভারত স্বাধীন হয়। তাই স্বাধীনতা প্রাপ্তির পর সাধারণ মানুষের মনে অনেক আশা-আকাঙ্খার সৃষ্টি হয়, যা সংবিধানে প্রতিফলিত করা সম্ভব ছিল না।

২) ধর্মীয় সমস্যা 

    ধর্মের ভিত্তিতে দেশভাগ হলেও মোট মুসলমান জনসংখ্যা ১০ শতাংশের বেশি ভারতে থেকে গেছিল। ফলে তাদের ধর্মীয় সংস্কৃতির স্বাতন্ত্র্য সংরক্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল।

৩)বহু ভাষাভাষী, ধর্ম ও সংস্কৃতির উপস্থিতি 

    ভারতে বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতির অস্তিত্ব বর্তমান। এরকম পরিস্থিতিতে সকলের ধর্মীয় ভাষাগত বা সংস্কৃতিগত স্বতন্ত্র সংরক্ষণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল।

৪)দেশীয় রাজ্য

    প্রাক-স্বাধীন ভারত পাঁচশোর বেশি দেশীয় রাজ্য ছিল। রাজ্যগুলিকে ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করা অত্যন্ত কঠিন কাজ ছিল।

৫)পরস্পর বিরোধীতা ও উত্তাল রাজনৈতিক পরিস্থিতি

সংবিধান প্রণয়নের সময় গণপরিষদের সামনে একদিকে যেমন উত্তাল রাজনৈতিক পরিস্থিতি ছিল তেমনি গণপরিষদের সদস্যদের মধ্যে মতৈক্য সংবিধান প্রণয়নের যথেষ্ট সমস্যা সৃষ্টি করেছিল।

গণপরিষদের সীমাবদ্ধতা  

ভারতীয় গণপরিষদ যথেষ্ট দক্ষতার সাথে সংবিধান প্রণয়ন করলেও গণপরিষদের কিছু সীমাবদ্ধতা থেকে গেছে। যেমন...

১) জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়নি  

    গণপরিষদের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি। তারা প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়। এই প্রাদেশিক আইনসভার সদস্যরা আবার নির্বাচিত হয়েছিলেন সমকালীন ভারতের শতকরা ১৪ ভাগ মানুষকে নিয়ে। 

২) উচ্চবিত্ত মানুষের প্রতিনিধিত্বঃ

    সাধারনত সমাজের উচ্চবিত্ত মানুষের প্রতিনিধিত্ব নিয়েই এই গণপরিষদ গঠিত হয়েছিল। ফলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও চিন্তাধারার এখানে মর্যাদা পায়নি।

৩) গণসমর্থন নেওয়া হয়নি

    গণপরিষদ কর্তৃক রচিত সংবিধান সম্পর্কে জনমত যাচাই করা হয়নি। কারন রচিত সংবিধানটিকে গণভোটে পেশ করা হয়নি। তাই এই সংবিধানকে জনগণের সংবিধান বলা যায় না।

৪) সকল দলের প্রতিনিধি ছিলনা

    গণপরিষদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছিলোনা, কিংবা থাকলেও তা যথেষ্ঠ কম ছিল। অন্যদিকে গণপরিষদে কংগ্রেস দলের ছিল একচ্ছত্র আধিপত্য। ফলে সকল রাজনৈতিক মতাদর্শ এখানে গুরুত্ব পায়নি।  

৫) চার কংগ্রেস নেতার কর্তৃত্বঃ

    গণপরিষদের প্রকৃত ক্ষমতা ভোগ করেছে চার কংগ্রেস নেতৃত্ব নেহেরু,প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ এবং আবুল কালাম আজাদ। গণপরিষদের সর্বাধিক গুরুত্বপূর্ণ কমিটি ছিল আটটি। এরকম প্রতিটি কমিটির সভাপতি পদে এদের মধ্যে কেউ না কেউ আসীন ছিলেন।

গণপরিষদের গুরুত্বঃ

গণপরিষদের বিরুদ্ধে উপরিউক্ত সমালোচনা উল্লেখ করা হলেও, গণপরিষদের গুরুত্বকে কোনোমতে অস্বীকার করা যায়না । কারন...

 ১) তৎকালীন উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে দ্রুত এবং একটি স্থায়ী রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করাই ছিল আশু প্রয়োজন। এই কারনে সর্বজনীন প্রাপ্ত-বয়স্কের ভোটাধিকারের নীতি অনুসরণ করা হয়নি।

২) সংবিধান রচনার মতো গুরুত্বপূর্ণ কাজে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষের অংশগ্রহণ ছিল অতন্ত্য অবশ্যক। তৎকালীন ভারতের কেবল উচ্চবিত্ত শ্রেণীই ছিল এই উচ্চশিক্ষায় শিক্ষিত।

৩) ভারতীয় সংবিধান রচিত হয়েছিল তৎকালীন ভারতের জনপ্রিয় নেতা নেহেরু, প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবর্গের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এরা সবাই ছিলেন সমকালীন ভারতের অবিসংবাদিত জননেতা। তাই সংবিধান রচনার পর আর গণসমর্থন যাচাই করার প্রয়োজন হয়নি।

৪) সমকালীন ভারতে জাতীয় কংগ্রেসের মত সর্বভারতীয় রাজনীতিতে অন্যান্য রাজনৈতিক দলের তেমন প্রভাব ছিল না। ফলে অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রতিনিধিত্ব কম হবে এটাই ছিল স্বাভাবিক।

৫) গণপরিষদে কংগ্রেসের চার নেতার একচ্ছত্র প্রাধান্যের কারণে একদিকে যেমন সাম্প্রদায়িক বা বিচ্ছন্নতাবাদী শক্তিগুলি সংবিধান রচনায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। তেমনি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান রচনার পথ সুগম হয়েছে। 

মূল্যায়নঃ

পরিশেষে বলা যায় গণপরিষদ কর্তৃক সংবিধান রচনার কাজ অনেক জটিল হলেও, ভারতীয় গণপরিষদ সাফল্যের সাথে সেই কাজ সম্পাদন করতে পেরেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 


এই বিষয়ের ওপর অন্যান্য প্রশ্নোত্তর

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


২) ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। ৫ (২০২১)


৩) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল্য ব্যাখ্যা করো। কে প্রস্তাবনাকে রাজনৈতিক ঠিকুজী-কোষ্ঠী বলে চিহ্নিত করেছেন? ৫ (২০১৯)


৪) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ করো। ৫ (২০১৯)


৫) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর। কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মৌল কাঠামো বলে রায় দেন? ৫ (২০২২) ৫ (২০২৩)


৬) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

দ্বিতীয় অধ্যায়

১) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা কর ।


৩) ভারতীয় সংবিধানে উল্লিখিত 'সাম্যের অধিকার'-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর। ১০ (২০২০)


৩) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো। এই অধিকার ভোগের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। ১০ (২০২৩)


৪) ভারতীয় সংবিধানে 19 নং ধারায় স্বীকৃত ভারতীয় নাগরিকগণের স্বাধীনতার অধিকারগুলি উল্লেখ করো।


৫) ভারতীয় সংবিধানে উল্লিখিত শোষণের বিরুদ্ধে অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৬) ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৮) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা কর। কর্মের অধিকার'টি কি মৌলিক অধিকার? ৫ (২০২০)


৯) ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারে'-র উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ৫ (২০২১)


১০) ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। কর্মের অধিকারটি কি মৌলিক অধিকার ? ৫ (২০১৯)


১১) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। 'কর্মের অধিকার' কী মৌলিক অধিকার। ৫ (২০২৩)


১২) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২০)


১৩) সংক্ষেপে নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। ৫ (২০১৯)


১৪) ভারতের সংবিধানে বর্ণিত 'রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি-র তাৎপর্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ৫ (২০২১)


১৫) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো। ৫ (২০২৩)


১৬) মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ কর। নির্দেশমূলক নীতিগুলি কি বিচারযোগ্য? ৫ (২০২২)


১৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য দেখাও। ৫ (২০২০)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

তৃতীয় অধ্যায়ঃ

১) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? ৫ (২০২২)


২) ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে-কোনো চারটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত কর।৫ (২০২০)


৩) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? ভারত কী একটি আধা যুক্তরাষ্ট্র? ৫ (২০২৩)


৪) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


৫) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক ব্যাখ্যা কর। ১০ (২০২০)


৬) ভারতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কের উপর একটি আলোচনা কর। ১০ (২০২২)


৭) কেন্দ্র ও রাজ্যর মধ্যে প্রশাসনিক সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৮) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের রূপরেখাটি আলোচনা কর। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২০)


৯) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। ‘আর্থিক অনুদান' বলতে কী বোঝায় ? ১০ (২০১৯)


১০) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২৩)

 

চতুর্থ অধ্যায়

১) লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


২) রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


৩) রাজ্যসভার কার্যাবলী উল্লেখ করো। ১০ (২০১৯)


৪) রাজ্যসভার কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি আলোচনা করো।


৬) ভারতের লোকসভার স্পিকারের কাজগুলি কী কী? সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কোন কক্ষে উত্থাপন করা ৫ (২০১৯)


৭) ভারতের লোকসভার স্পিকার এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি? ৫ (২০২০)


৮) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদার মূল্যায়ন করো। ১০ (২০২১)


৯) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো। ১০ (২০১৯)


১০) ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখ।১০ (২০২২)


১১) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা কর। ১০ (২০২০)


১২) ভারতীয় যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রাধান্য বলতে কী বোঝায়? ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক টীকা লেখো। ১০ (২০২৩)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

পঞ্চম অধ্যায়

১) সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির 352নং ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। ৫ (২০১৯)


২) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর। ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ? ১০ (২০২২)


৩) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা কর।৫ (২০২০)


৪) ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলীসমূহ ব্যাখ্যা কর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ৫ (২০২০)


৫) ভারতে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলি ব্যাখ্যা করো। ভারতে প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? ৫ (২০১৯)


৬) সমালোচনাসহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ১০ (২০২১)


৭) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯)


৮) কোন রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২০)


৯) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা-প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


১০) ভারতের যেকোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর টীকা লেখ। ৫ (২০২১)


১১) কোনো রাজ্যের রাজ্যপালের স্ব-বিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২৩)


১২) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২২)

 

ষষ্ঠ অধ্যায়

১) ভারতে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০১৯)


২) সংক্ষেপে ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০২১)


৩) ভারতে হাইকোর্টের গঠন ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো।


৪) ভারতে হাইকোর্টের গঠন আলোচনা করো। ৫ (২০২১)

 

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-


সপ্তম অধ্যায়

১) ভারতীয় দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২২)


২) ভারতের রাজনৈতিক দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। একটি জাতীয় দলের নাম কর। ৫ (২০২০)


৩) ভারতের দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২০)


৪) ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৫) ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গের চারটি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। ১০ (২০২৩)


৬) ভারতে দল ব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)


অষ্টম অধ্যায়

১) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর। নির্বাচন কমিশনের গঠন কিরূপ? ১০ (২০২০)


২) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলি উল্লেখ করো। নির্বাচন কমিশনের গঠনটি কীরূপ? ৫ (২০১৯)


৩) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর।ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২২)


৪) নির্বাচন কমিশনের কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২৩)


৬) ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী কী কী? ৫ (২০১৯)


৭) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও | ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২০)


৮) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ৫ (২০১৯)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code