ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্য, nature of Indian federalism

Ad Code

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্য, nature of Indian federalism

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা



প্রশ্ন-১; ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি৫ (২০২২)
অথবা
প্রশ্ন-২; ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে-কোনো চারটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত কর।৫ (২০২০)
অথবা
প্রশ্ন-১;  ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কীভারত কী একটি আধা যুক্তরাষ্ট্র৫ (২০২৩)
উত্তরঃ 

ভূমিকাঃ

যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বন্টন করা হয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার এই সংজ্ঞার পরিপ্রেক্ষিতে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রকৃতই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কিনা এই নিয়ে মতপার্থক্য বর্তমান।

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্যঃ

যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাথে কিছু কিছু বিষয়ে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যেমন মিল আছে, তেমনি অনেক অমিলও আছে। এছাড়া অনেক স্বতন্ত্র বৈশিষ্ট্যও বর্তমান।

তাই ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতিকে আমরা তিন দিক থেকে আলোচনা করতে পারি। যেমন-

i)যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য।

ii)যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাথে অসামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্য।

iii)যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার স্বতন্ত্র বৈশিষ্ট্য।

i) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্যঃ

যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার নীতি ও বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতি রক্ষা করে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়। যেমন-

ক) দুই প্রকার সরকারের অস্তিত্বঃ

যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মত ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতেও দুই ধরনের সরকারের উপস্থিতি দেখা যায়। যেমন কেন্দ্রীয় স্তরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যস্তরে রাজ্য সরকার।

খ) উভয় সরকারের মধ্যে ক্ষমতা বন্টনঃ

যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মত ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতেও সরকারের মধ্যে ক্ষমতা বন্টিত হয়। সাধারণত তিনটি তালিকার মাধ্যমে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ক্ষমতা বন্টিত হয়। এগুলি হল কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা।

গ) সংবিধানের প্রাধান্যঃ

যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মত ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য দেখা যায়। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধান হলো সর্বোচ্চ ও চূড়ান্ত দলিল। এই সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা পরিচালিত হয়।

ঘ) লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধানঃ

ভারতের সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এবং কিছু কিছু ক্ষেত্রে দুষ্পরিবর্তনীয়। সাধারণত যুক্তরাষ্ট্রীয় বিষয়সংক্রান্ত ক্ষেত্রে ভারতের সংবিধান দুষ্পরিবর্তনীয়।

ঙ) যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতিঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালতের ভূমিকা পালন করে।

চ) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উপস্থিতি দেখা যায়। আইনসভার উচ্চকক্ষ হলো রাজ্যসভা এবং নিম্নকক্ষ হলো লোকসভা।

ii) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাথে অসামঞ্জস্যপূর্ণ বৈশিষ্ট্যঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এমন কিছু বৈশিষ্ট্য আছে যা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার নীতি ও বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন-

ক) দ্বৈত বিচারব্যবস্থাঃ

ভারতে দ্বৈত বিচার ব্যবস্থার নীতি গ্রহণ করা হয়নি। ভারতের বিচার ব্যবস্থা অখণ্ড ও কেন্দ্রীভূত। অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্ট, সুপ্রিমকোর্টের অধস্তন আদালত হিসাবে কাজ করে।

খ) দ্বৈত নাগরিকতাঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দ্বৈত নাগরিকত্বের নীতি স্বীকার করা হয়নি। এখানে অঙ্গরাজ্যের নাগরিকতা বলে কিছু নেই। সকলেই ভারতীয় যুক্তরাষ্ট্রের নাগরিক।

গ) অঙ্গরাজ্যগুলির অখন্ডতাঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অঙ্গরাজ্যগুলির আকৃতিগত অখন্ডতা স্বীকার করা হয়নি। ভারতের পার্লামেন্ট আইনের মাধ্যমে অঙ্গরাজ্যগুলির নাম, সীমানা, পরিবর্তন বা হ্রাস-বৃদ্ধি করতে পারে।

ঘ) কেন্দ্র প্রবণতাঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র প্রবণতা বিশেষভাবে পরিলক্ষিত হয়। তিনটি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টিত হলেও অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে অর্পণ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় তালিকায় গুরুত্বপূর্ণ বিষয়গুলি কেন্দ্রের হাতে যেমন দেওয়া হয়েছে তেমনি যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় আইন ও রাজ্য আইনের মধ্যে বিরোধ বাধলে কেন্দ্রীয় আইনই বলবৎ থাকে।

ঙ) একক সংবিধানঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অঙ্গরাজ্যগুলির জন্য পৃথক কোনো সংবিধান নেই। মূল সংবিধান অনুযায়ী অঙ্গরাজ্যগুলির শাসনব্যবস্থা পরিচালিত হয়। এছাড়া সংবিধান সংশোধনের ব্যাপারে মাত্র গুটিকয়েক বিষয় ছাড়া অঙ্গরাজ্যগুলির তেমন কোনো ভূমিকা থাকেনা।

iii) স্বতন্ত্র বৈশিষ্ট্যঃ

উপরিউক্ত বৈশিষ্ট্যগুলি ছাড়াও ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কিছু স্বতন্ত্রমূলক বৈশিষ্ট্য বর্তমান। যেমন-

ক) ক্ষমতা বিভাজন বিশেষভাবে বিস্তারিতঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বিভাজন ব্যবস্থা বিশেষভাবে বিস্তারিত। অন্যকোন দেশের সংবিধানে এত বিস্তারিতভাবে ক্ষমতা বন্টনের ব্যবস্থা নেই।

খ) সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধানের সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সমন্বয় ঘটেছে। যেসব বিষয়ের সাথে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কোনো সম্পর্ক নেই সেইসব বিষয়ে সংবিধান সংশোধন সহজ।

গ) কেন্দ্রশাসিত অঞ্চলের উপস্থিতিঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় প্রতিটি অঙ্গরাজ্যের প্রাদেশিক সরকারের পাশাপাশি কিছু কিছু প্রাদেশে প্রাদেশিক সরকারের পরিবর্তে কেন্দ্রের শাসন কায়েম করা হয়েছে। এই সমস্ত প্রদেশে, কেন্দ্রীয় সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শাসন করে থাকে।

ঘ) স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা উপস্থিতিঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উপস্থিতি দেখা যায়। এই সরকারগুলি কেন্দ্র বা রাজ্য সরকারের অধিনে স্বাধীন বা স্বতন্ত্রভাবে শাসনকার্য চালায়।

ঙ) কেন্দ্রীয় অনুদানঃ

ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে আর্থিক সাহায্য বা অনুদান দিয়ে থাকে। এরফলে রাজ্যগুলি কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকে এবং রাজ্যের ওপর কেন্দ্রের প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়।

মূল্যায়নঃ

উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ভারতকে কোন মতেই আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়না। কে এম মুন্সি বলেছেন, ভারতকে খুব বেশি হলে আধা-যুক্তরাষ্ট্র হিসেবে অবহিত করা যায়। কে সি হোয়ার, ভারতকে আধা-যুক্তরাষ্ট্র বলে বর্ণনা করেন। কে পি মুখাজ্জী বলেছেন, ভারতকে যদি এককেন্দ্রিক বলা না যায়, তাহলে এককেন্দ্রিক সরকার কাকে বলে আমি জানিনা। প্রখ্যাত সংবিধান বিশারদ দুর্গাদাস বসুর মতে, ভারতকে এককভাবে যুক্তরাষ্ট্রীয় বা এককেন্দ্রিক না বলে উভয়ের সমন্বয় বলাই যুক্তিযুক্ত। 

এই বিষয়ের ওপর অন্যান্য প্রশ্নোত্তর

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

প্রথম অধ্যায়

১) সংবিধান প্রণয়নে ভারতীয় গণপরিষদের ভূমিকা ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


২) ভারতের গণপরিষদের গঠন আলোচনা করো। ৫ (২০২১)


৩) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল্য ব্যাখ্যা করো। কে প্রস্তাবনাকে রাজনৈতিক ঠিকুজী-কোষ্ঠী বলে চিহ্নিত করেছেন? ৫ (২০১৯)


৪) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ করো। ৫ (২০১৯)


৫) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর। কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের মৌল কাঠামো বলে রায় দেন? ৫ (২০২২) ৫ (২০২৩)


৬) সংক্ষেপে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্যটি বিশ্লেষণ কর। ১০ (২০২০)


যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

দ্বিতীয় অধ্যায়

১) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা কর ।


৩) ভারতীয় সংবিধানে উল্লিখিত 'সাম্যের অধিকার'-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর। ১০ (২০২০)


৩) ভারতের সংবিধানের 14 নং ধারায় প্রদত্ত সাম্যের অধিকারের প্রকৃতি ও ব্যাপ্তি আলোচনা করো। এই অধিকার ভোগের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতার উল্লেখ করো। ১০ (২০২৩)


৪) ভারতীয় সংবিধানে 19 নং ধারায় স্বীকৃত ভারতীয় নাগরিকগণের স্বাধীনতার অধিকারগুলি উল্লেখ করো।


৫) ভারতীয় সংবিধানে উল্লিখিত শোষণের বিরুদ্ধে অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৬) ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার -এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার-এর ওপর সংক্ষিপ্ত আলোচনা কর।


৮) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা কর। কর্মের অধিকার'টি কি মৌলিক অধিকার? ৫ (২০২০)


৯) ভারতের সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারে'-র উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ৫ (২০২১)


১০) ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। কর্মের অধিকারটি কি মৌলিক অধিকার ? ৫ (২০১৯)


১১) ভারতীয় সংবিধানে উল্লিখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। 'কর্মের অধিকার' কী মৌলিক অধিকার। ৫ (২০২৩)


১২) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা কর । ৫ (২০২০)


১৩) সংক্ষেপে নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। ৫ (২০১৯)


১৪) ভারতের সংবিধানে বর্ণিত 'রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি-র তাৎপর্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ৫ (২০২১)


১৫) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য আলোচনা করো। ৫ (২০২৩)


১৬) মৌলিক অধিকার এবং রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ কর। নির্দেশমূলক নীতিগুলি কি বিচারযোগ্য? ৫ (২০২২)


১৭) ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য দেখাও। ৫ (২০২০)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

তৃতীয় অধ্যায়ঃ

১) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কি? ৫ (২০২২)


২) ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে-কোনো চারটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত কর।৫ (২০২০)


৩) ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি কী? ভারত কী একটি আধা যুক্তরাষ্ট্র? ৫ (২০২৩)


৪) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনজনিত সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০১৯)


৫) কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক ব্যাখ্যা কর। ১০ (২০২০)


৬) ভারতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্কের উপর একটি আলোচনা কর। ১০ (২০২২)


৭) কেন্দ্র ও রাজ্যর মধ্যে প্রশাসনিক সম্পর্ক ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৮) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বন্টনের রূপরেখাটি আলোচনা কর। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২০)


৯) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। ‘আর্থিক অনুদান' বলতে কী বোঝায় ? ১০ (২০১৯)


১০) ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা বণ্টনের রূপরেখাটি বিশ্লেষণ করো। 'আর্থিক অনুদান' বলতে কী বোঝায়? ১০ (২০২৩)

 

চতুর্থ অধ্যায়

১) লোকসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


২) রাজ্যসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।


৩) রাজ্যসভার কার্যাবলী উল্লেখ করো। ১০ (২০১৯)


৪) রাজ্যসভার কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি আলোচনা করো।


৬) ভারতের লোকসভার স্পিকারের কাজগুলি কী কী? সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কোন কক্ষে উত্থাপন করা ৫ (২০১৯)


৭) ভারতের লোকসভার স্পিকার এর গুরুত্বপূর্ণ কাজগুলি কি কি? ৫ (২০২০)


৮) লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং পদমর্যাদার মূল্যায়ন করো। ১০ (২০২১)


৯) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিসমূহ আলোচনা করো। ১০ (২০১৯)


১০) ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখ।১০ (২০২২)


১১) ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিগুলি আলোচনা কর। ১০ (২০২০)


১২) ভারতীয় যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রাধান্য বলতে কী বোঝায়? ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির উপর একটি সমালোচনামূলক টীকা লেখো। ১০ (২০২৩)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

 

পঞ্চম অধ্যায়

১) সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির 352নং ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। ৫ (২০১৯)


২) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা কর। ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন ? ১০ (২০২২)


৩) ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা কর।৫ (২০২০)


৪) ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলীসমূহ ব্যাখ্যা কর। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ৫ (২০২০)


৫) ভারতে প্রধানমন্ত্রীর ভূমিকা ও কার্যাবলি ব্যাখ্যা করো। ভারতে প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন? ৫ (২০১৯)


৬) সমালোচনাসহ ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ১০ (২০২১)


৭) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। ৫ (২০১৯)


৮) কোন রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২০)


৯) কোনো রাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা-প্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২০)


১০) ভারতের যেকোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর টীকা লেখ। ৫ (২০২১)


১১) কোনো রাজ্যের রাজ্যপালের স্ব-বিবেচনাপ্রসূত ক্ষমতাগুলি সংক্ষেপে আলোচনা করো। কে রাজ্যপালকে নিয়োগ করেন? ৫ (২০২৩)


১২) ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা কর। ৫ (২০২২)

 

ষষ্ঠ অধ্যায়

১) ভারতে সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০১৯)


২) সংক্ষেপে ভারতের সুপ্রিমকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ১০ (২০২১)


৩) ভারতে হাইকোর্টের গঠন ক্ষমতা বা কার্যাবলী আলোচনা করো।


৪) ভারতে হাইকোর্টের গঠন আলোচনা করো। ৫ (২০২১)

 

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-


সপ্তম অধ্যায়

১) ভারতীয় দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। ১০ (২০২২)


২) ভারতের রাজনৈতিক দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। একটি জাতীয় দলের নাম কর। ৫ (২০২০)


৩) ভারতের দলব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ৫ (২০২০)


৪) ভারতের দলীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। ১০ (২০২১)


৫) ভারতীয় দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পশ্চিমবঙ্গের চারটি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। ১০ (২০২৩)


৬) ভারতে দল ব্যবস্থার চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ৫ (২০১৯)


অষ্টম অধ্যায়

১) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর। নির্বাচন কমিশনের গঠন কিরূপ? ১০ (২০২০)


২) ভারতের নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলি উল্লেখ করো। নির্বাচন কমিশনের গঠনটি কীরূপ? ৫ (২০১৯)


৩) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ কর।ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২২)


৪) নির্বাচন কমিশনের কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখ । ৫ (২০২০)


৫) ভারতে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কার্যাবলী উল্লেখ করো। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২৩)


৬) ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী কী কী? ৫ (২০১৯)


৭) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও | ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ৫ (২০২০)


৮) ভারতে নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ৫ (২০১৯)

যে প্রশ্নের উত্তর দরকার 


জাস্ট সেই প্রশ্নের ওপর ক্লিক করো।


উত্তর পেয়ে যাবে-

Main Menu


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code